সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
General Knowledge in bengali
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 196 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 196 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 196
- কোন্ দেশ ইউরাে 2000 জিতেছিল ?
Ans : ফ্রান্স ।
- প্রথম অলিম্পিক কবে হয়েছিল ?
Ans : 776 বিসি ।
- রাজ কাপুর কবে দাদাসাহেব ফালকে পুরস্কার পান?
Ans : 1987 সালে।
- কোন যন্ত্র ওস্তাদ আল্লারাখা বাজাতেন ?
Ans : তবলা।
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং কোথায় ?
Ans : হায়দ্রাবাদ ।
- গন্ডারের খড়গ কী দিয়ে তৈরি ?
Ans : চুল ।
- P যা শশানে তাই বলে কিন্তু R যা শশানে তার উল্টোটা বলে । যা শােনে তাই বলে যদি তাই করে , কিন্তু s উল্টো বললে Q- ও উল্টো বলে । একটা ঘটনা P দেখার পর Q , R এবং S এর মাধ্যমে তােমার কাছে পৌছলে , তুমি কথাটা কীভাবে নেবে ?
Ans : সব সময় ভুল ।
- একটা খরগােশ ও একটা কচ্ছপ এক কিলােমিটার দৌড়ে অংশ নিল । কচ্ছপটা ঘণ্টায় 2000 মিটার যায় আর খরগােশটা ঘণ্টায় 10 কিলােমিটার যায় । তবে খরগােশটার মাঝে মাঝে দৌড়ের মাঝখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে , আর ঘুমিয়ে পড়লে 4 থেকে 5 ঘণ্টার আগে সে জাগে না । কে বেশির ভাগ দৌড় জিতবে বলে তােমার মনে হয় ?
Ans : খরগােশ বেশির ভাগ দৌড় জিতবে ।
- ধরা যাক দুতলা থেকে তিনতলায় উঠতে একটি সিড়ির ছয়টি ধাপ । দুজন লােক একই ধাপে দাঁড়াতে পারে না । মিঃ ‘ এ ’ মিঃ ‘ সি ’ থেকে দুই ধাপ নিচে , মিঃ ‘ বি ’ মিঃ ‘ ডি ’ এর পরের ধাপেতে আর মিঃ ই ’ বাকি দুটি সিঁড়ির যে কোনাে একটিতে । শুধু একটি ধাপই খালি । ধরা যাক প্রথম ধাপ হল । দ্বিতীয় 2 ইত্যাদি । যদি ‘ এ ’ ও ‘ বি ’ এর মধ্যে দুটো ধাপ থাকে আর ‘ এ ’ ‘ ডি ’ – এর চেয়ে উঁচু ধাপে থাকে , তাহলে ‘ এ ’ কোন্ ধাপে ?
Ans : ৫ ধাপ ।
- এই ক্রমানুসারের শেষ অঙ্কটি কী ? 3 , 11 , 31 , 69 , ………..।
Ans : 131
- 4 p . m . ও 10 p . m . এর মধ্যে ঘড়ির কাটা দুটি কতবার সমকোণী হবে ?
Ans : 12
- একদিন সূর্যোদয়ের সময় সৌরভ ও শচীন পরস্পরের দিকে পেছন ফিরে একটা চকে দাঁড়িয়ে ছিল । সৌরভের ছায়া তার ডানদিকে পড়ে থাকলে , শচীন কোনদিকে ফিরে ছিল ?
Ans : পশ্চিম ।
- মিঃ ও মিসেস বসুর 4 ছেলে আছে । প্রতি ছেলের একটি করে বােন আছে । তাহলে বসু পরিবারে কতজন সদস্য ?
Ans : 7
- নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
Ans : সেতার ।
- রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় যিনি—
Ans : স্পেসে যান ( ১৯৮৪ )।
- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ?
Ans : সুচেতা কৃপালানি ( উত্তর প্রদেশ ) ।
- 2001 সালের সোস থেকে দেখি যে সাক্ষরতা অনুযায়ী কেরালা ভারতবর্ষের সব রাজ্যের ওপরে । দ্বিতীয় স্থানে কোন্ রাজ্য ?
Ans : মিজোরাম ।
- 2003 সালে নােবেল শান্তি পুরস্কার কে পান ?
Ans : শিরিন এবাড়ি ।
- সত্যজিৎ রায়ের ছবি জন – অরণ্য ‘ কার উপন্যাস থেকে নেওয়া ?
Ans : মণিশঙ্কর মুখােপাধ্যায় ।
- বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
Ans : সেপ্টেম্বর ৮
- অলিম্পিকে ফুটবল প্রথম কত সালে খেলা হয় ?
Ans : 1908
- কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় ?
Ans : এনটোমলজি ।
- কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাসটির নাম কী ?
Ans : জোজিলা ।
- পৃথিবীর গভীরতম লেক কোনটি ?
Ans : বৈকাল , এশিয়া ।
- জার্মানীর প্রথম কুলধিপতি কে ?
Ans : এডলফ হিটলার ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here
Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali / general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 196
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 196” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।