সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-198
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-198

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 198 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 198 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 198

  1. অ্যারিস্টটল আমার শিক্ষক ছিলেন । আমি দক্ষিণ – পশ্চিম এশিয়া আর মিশর জয় করে ভারতে প্রবেশ করি । ব্যাবিলনে আমার মৃত্যু হয় । আমি কে ? 

Ans : আলেকজান্ডার । 

  1. সংস্কৃত গল্পগুচ্ছ পঞ্চতন্ত্র লেখক হিসাবে সাধারণত কাকে ভাবা হয় ?

Ans : বিষ্ণুশর্মা ।

  1. পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ? 

Ans : যকৃৎ । 

  1. প্রাচীনকালে বাংলার নাম কি ছিল ?

Ans : গৌড় ।

  1. কোন্ গ্যাসকে আগে ফায়ার এয়ার ’ বলা হত ? 

 Ans : অক্সিজেন । 

  1. পৃথিবীতে কোন্ ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে ? 

 Ans : চাইনিজ । 

  1. পল্লব রাজারা কার উপাসক ছিলেন ? 

 Ans : শিবের ।

  1. একদল গােরিলাকে কী বলা হয় ? 

 Ans : হাস্ক । 

  1. একটি লেন্সের যে ত্রুটির জন্য প্রতিমূর্তির ধারগুলি রঙিন দেখায় তাকে কি বলে ? 

 Ans : ডিসপারশান ।

  1. যদি A , B- র ভাই হয় B , C- র বােন হয় , তাহলে D , A- র কে হয় ? 

Ans : ভাইপো।

  1. রেফ্রিজারেটার কে আবিষ্কার করেন ? 

Ans : হ্যারিসন ও ক্যাটলিন ।

  1. 221 , 226 , – 266 শ্রেণীর শূন্যস্থানে কী সংখ্যা হবে ? 

Ans : 231 

  1. সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে শক্তিশালী ?

Ans : বৃহস্পতি ।

  1. বৌদ্ধস্তুপ ‘ বােরবােদুর ’ কোথায় অবস্থিত ?

Ans : জাভা , ইন্দোনেশিয়া ।

  1. ওহমের সূত্র অনুযায়ী একটি আদর্শ পরিবাহীর দুই প্রান্তের ভােল্টেজ –

Ans : তার মধ্যে বহমান কারেন্টের সঙ্গে সমানুপাতিক।

  1. মানুষের কোন্ অঙ্গের সঙ্গে ‘ পাইয়ােরিয়া ’ রােগটি যুক্ত ?

Ans : মাড়ি । 

  1. ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রঙ কী হয়? 

Ans : গােলাপী । 

  1. মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করার জন্য রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা একটি দিনকে ‘ বিশ্ব পরিবেশ দিবস ’ হিসাবে চিহ্নিত করেছে । সেই দিনটি কবে ?

Ans : 5 জুন।

  1. জ্যাঁ হেনরি ডুরান্ট কোন্ সংস্থার প্রতিষ্ঠাতা ? 

Ans : ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস ।

  1. ‘ দ্য সন ’ , ‘ দ্য ইন্ডিপেন্ডেন্ট ’ ও ‘ দ্য গার্ডিয়ান ’ কী? 

Ans : সংবাদপত্র ।

  1. একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ? 

Ans : 20.12 মিটার ।

  1. জ্যামিতির প্রথম প্রবক্তা কে ছিলেন ?

Ans : ইউক্লিড ।

  1. ভারতের প্রথম টেস্ট টিউব বেবি ’ কোন্ সালে জন্মায় ? 

Ans : 1986

  1. পৃথিবীর সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ? 

Ans : অক্সফোর্ড , ( ইউ . কে ) । 

  1. আমরা যে ছায়াপথে বাস করি তার গঠন মােটামুটি কী রকম ?

Ans : স্কু – র পাকের মতাে ঘােরালাে , কিছু চ্যাপ্টা ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 198

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 198” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now