সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
General Knowledge in bengali
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 199 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 199 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 199
- একটি লােক 4 কিমি ঘণ্টায় 20 কিমি বেগে দৌড়ায় , ৭ কিমি ঘণ্টায় 60 কিমি বেগে সাইকেল করে আর সব শেষে 2 কিমি ঘন্টায় 5 কিমি সাঁতার কাটে । পুরাে 10 কিমি ওর উপর তার গড় গতিবেগ কত ?
Ans : ঘণ্টায় 15 কিমি ।
- পঞ্চাশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ছায়াছবি বিভাগে কোন্ ছবি পুরস্কার পায় ?
Ans : মন্দ মেয়ের উপাখ্যান ।
- কোন্ খেলার সঙ্গে মাইকেল সুমাখার যুক্ত ?
Ans : ফর্মুলা ওয়ান মােটর রেসিং ।
- ‘ ওয়েস্ট মিটস অ্যালবামে ’ , ইহুদি মেনুয়িন কার সঙ্গে বাজান ?
Ans : রবিশঙ্কর ।
- সিয়াচেন কি ?
Ans : ভারতের দীর্ঘতম হিমবাহ ।
- নােনাজলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিমির চোখে একরকম পর্দা থাকে । তার নাম কি ?
Ans : হার্ডারিয়ান গ্র্যান্ড ।
- পদার্থের কোন্ ক্ষুদ্রতম কণা অবিভাজ্য ?
Ans : পরমাণু ।
- ডি অক্সিরাইবাে নিউক্লিক অ্যাসিডের নক্সা প্রথম কে দিয়েছিলেন ?
Ans : বিজ্ঞানী ওয়াটসন ।
- ডেজার্ট ফক্স ’ নামে কাকে ডাকা হয় ?
Ans : জেনারেল রুমেল ।
- কোন্ শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে ?
Ans : সিঙ্গালিলা শৈলশিরা ।
- ইরাকের বৃহত্তম তৈলখনিটির নাম কি ?
Ans : কারকুক ।
- সৌদি আরবে অবস্থিত বৃহৎ মরুভূমির নাম কি ?
Ans : রাব অল খালি ।
- আপেলে কি ধরনের অ্যাসিড থাকে ?
Ans : ম্যালিক অ্যাসিড ।
- কুমড়াে ফুল ও রজনীগন্ধা ফুল কি জাতীয় ফুল ?
Ans : অসম্পূর্ণ ফুল ।
- টাইগার অফ দ্য স্লেজ ’ বইটি কার লেখা ?
Ans : তেনজিং নােরগে ।
- ভারতের কোথায় সীফ বালিয়াড়ি ‘ দেখা যায় ?
Ans : থর মরুভূমিতে ।
- জবা ও গােলাপ কি জাতীয় ফুল ?
Ans : সম্পূর্ণ ফুল ।
- ‘ অঙ্কোজেনিক ’ জীবাণু কোন্ রােগ সৃষ্টি করে ?
Ans : ক্যান্সার ।
- তৈগা কি ?
Ans : পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি ।
- ক্যাফিন কি ?
Ans : কফি গাছের উপক্ষার ।
- ‘ মরফিন ’ কোথায় থাকে ?
Ans : আফিম ফলে ।
- সিঙ্কোনা গাছের ছালে কি ধরনের উপক্ষার থাকে ?
Ans : কুইনাইন ।
- কোন্ দেশের পার্লামেন্টের নাম ‘ শােরা ’ ?
Ans : আফগানিস্তান ।
- ক্রিস্টালয়েড কী ধরনের প্রােটিন ?
Ans : কেলাসিত প্রােটিন ।
- তরল প্রােটিনকে আর কি বলা হয় ?
Ans : অ্যামাইড ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here
Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali / general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 199
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 199” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।