সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
General Knowledge in bengali
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 201 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 201 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 201
- ‘ এক্সপেরিমেন্টস ইন রিভিউলেশন ’ – গ্রন্থটি কার লেখা ?
Ans : কুলদীপ নায়ার ।
- ‘ ডিফিক্যাল ডটার্স ’ – এর রচয়িতা কে ?
Ans : মঞ্জু কাপুর ।
- হিলিয়াম , নিয়ন , আর্গন , ক্রিপ্টন ও জেনন – এদের মধ্যে মিল কোথায় ?
Ans : সবকটি গ্যাসই নিস্ক্রীয় গ্যাস ।
- কঠিনতম অধাতু কি ?
Ans : হীরক ।
- প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
Ans : ১০ লাখ ।
- মণিপুরে অবস্থিত হ্রদের নাম কি ?
Ans : লকটাক ।
- ‘ যােগ জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত ?
Ans : কর্নাটকের সবরমতীতে ।
- লুসাই উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় ?
Ans : ত্রিপুরা ।
- ‘ গাদ্দিস ’ উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় ?
Ans : হিমাচল প্রদেশ ।
- উরালি ’ উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় ?
Ans : কেরল ।
- চীন দেশে মাউন্ট এভারেস্টের নাম কি ?
Ans : মাউন্ট চোমােলাম ।
- বিজ্ঞানী মেঘনাদ সাহার আবিষ্কার কি ?
Ans : থিওরি অফ থার্মাল আয়ােনাইজেশন ’ তত্ত্ব ।
- ‘ যুগল বন্দী ’ – বইটি কার লেখা ?
Ans : গিরিরাজ কিশাের ।
- নল হ্রদ কোথায় অবস্থিত ?
Ans : কাথিয়াবাড় উপদ্বীপে ।
- ভারতের প্রধান শক্তি সম্পদ কি ?
Ans : কয়লা ।
- মাইকেল ফ্যারাডে ’ কি আবিষ্কার করেন?
Ans : বৈদ্যুতিক মােটর ।
- ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?
Ans : চিল্কা হ্রদ ।
- ‘ রেডিয়াম ’ ও ‘ পেলােনিয়াম ’ কি ধরনের পদার্থ ?
Ans : তেজস্ক্রীয় পদার্থ ।
- ‘ মিনা ’ কোন রাজ্যের আদিবাসী ?
Ans : ত্রিপুরা ।
- কয়লা কি ?
Ans : মালাবার উপকূলের ক্ষুদ্র ক্ষুদ্র উপদ্বীপগুলিকে কয়লা বলা হয় ।
- ‘ এনামেল ’ মানুষের কোথায় থাকে ?
Ans : দাঁতে , মানুষের সবচেয়ে কঠিনতম অংশ ।
- ইউরােপিয়ান পার্লামেন্টে নির্বাচিত ভারতীয় বংশােদ্ভূত প্রথম মহিলা কে ?
Ans : নীনা গিল ।
- ‘ রেগুর ’ কি ?
Ans : কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ।
- বায়ুর ওজন আছে ’ – এ কথা কে প্রমাণ করেন ?
Ans : অটোভন গেরিক ।
- কোন্ বিচারপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ?
Ans : মহম্মদ হিদায়তুল্লা । ( ১৯৭৯-১৯৮৪ )
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali / general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 201
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 201” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।