সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 203
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 203

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengal

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 203 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 203 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 203

  1. গণিতে কাপরেকার ধ্রুবক ‘ কোন্ সংখ্যা ? 

Ans : ৬১৭৪ 

  1. প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল ? 

Ans : দার্জিলিং – এর ‘ সিদ্ৰাপুং ‘ ।

  1. কোন্ শহরকে ভারতের দ্বিতীয় রাজধানী বলা হয় ?

Ans : দেরাদুন ।

  1. পৃথিবীর শীতলতম স্থান ভারখয়ানস্ক ’ কোথায় অবস্থিত ?

Ans : সাইবেরিয়ায় ।

  1. ‘ নােমাক ’ কোন্ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ? 

Ans : আফগানিস্তান ।

  1. জাপানের শ্রেষ্ঠ কার্পাস শিল্প কেন্দ্র ওসাকা কি নামে খ্যাত ? 

Ans : ‘ প্রাচ্যের ম্যাঞ্চেস্টার ‘ । 

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত পত্রিকার নাম কি?

Ans : তত্ত্ববােধিনী ।

  1. পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি ? 

Ans : চীনের গ্র্যান্ড ক্যানেল ।

  1. মীরজাফরের পুত্রের নাম কি ? 

Ans : নজম্ উদদৌলা ।

  1. ভারতে প্রথম ইংরেজ সংবাদপত্র কে প্রকাশ করেন? 

Ans : অগাস্টাস হকি ।

  1. সার্কের নতুন সদস্য দেশ কোনটি?

Ans : আফগানিস্তান ।

  1. ২০০৫ সালের বিশ্বের শ্রেষ্ঠতম আবিষ্কার কি ? 

 Ans : ক্লোন করা কুকুর ‘ স্নাপি ‘ ।

  1. কলকাতার প্রথম পুলিশ কমিশনার কে ? 

Ans : এস , ওয়াউচাপে ।

  1. মুর্শিদাবাদের শেষ নবাব কে ছিলেন ? 

Ans : ওয়ারেশ আলি মির্জা ।

  1. গ্রীনিচের সময় নির্ধারক ঘড়িটির নাম কি ? 

Ans : ক্রনােমিটার ।

  1. ২০০৪ সালের সরস্বতী পুরস্কার কে পান?

Ans : সুনীল গঙ্গোপাধ্যায় ( প্রথম আলাে ) ।

  1. ক্রিকেট বাণিজ্যকরণের জনক কাকে বলা হয়?

Ans : অস্ট্রেলিয়ার কেরি প্যাকার ।

  1. বিক্রম শেঠের লেখা কোন্ বই রাষ্ট্রপুঞ্জের রাইটার্স ’ পুরস্কার পায় ? 

Ans : এ সুইটেবল বয় । 

  1. কোন্ দেশে প্রথম মহিলাদের ভােটাধিকার দেওয়া হয় ?

Ans : নিউজিল্যান্ডে ( ১৮৯৩ সালে ) ।

  1. বিশ্বে প্রথম কোথায় ট্রাম চালু হয় ?

Ans : নিউ ইয়র্ক ( ১৮৫৮ সালে ) ।

  1. মাটির নীচে বৃহত্তম হ্রদ কোন্ দেশে অবস্থিত ? 

Ans : নামিবিয়ায় ।

  1. হােয়াইট হল কোন্ দেশের পার্লামেন্টের নাম ?

Ans : লন্ডন।

  1. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?

Ans : মীরা ফতেমা বিবি ।

  1. পৃথিবীর সবচেয়ে বড় সরকারি অফিস ভবন কোথায় অবস্থিত ?

Ans : আমেরিকার পেন্টাগনে , ১৭ মাইল দীর্ঘ ও কর্মী সংখ্যা ৩২ হাজার ।

  1. পাটনা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ডি এস সি প্রত্যাখ্যান করেন কে ?

Ans : রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 203

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 203” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now