সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 205
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 205

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali Part – 205 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) সাধারণ জ্ঞান খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK Question and Answer in Bengali) Part – 205 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 205 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 205

  1. বর্তমান বিশ্বকাপের নাম কি ?

Ans : ফিফা ওয়ার্ল্ড কাপ ।

  1. সিন্থেসাইজারের আবিষ্কারক কে ? 

Ans : রপার্ট মুগ ।

  1. গােখা লিবারেশন ফ্রন্টের নেতা কে ?

Ans : সুবাস ঘিসিং ।

  1. ‘ প্রজ্ঞা পারমিতা সূত্র ’ এবং মধ্যমিতা সূত্র ’ কার রচনা ? 

Ans : দার্শনিক নাগার্জুন । 

  1. বায়ুর ক্ষয়কার্যের ফলে কিরূপ ভূমিরূপের সৃষ্টি হয়? 

Ans : ইনসেল বার্জ ।

  1. পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যাতে মহকুমা নেই ? 

Ans : কলকাতা ।

  1. কোন্ অঙ্গে প্লুরােসিস রােগ হয় ?

Ans : ফুসফুস ।

  1. ইলিয়াডের নায়ক ’ বলে কাকে ডাকা হয় ?

Ans : স্বামী দয়ানন্দ সরস্বতী ( বলেছেন ম্যারলা ) ।

  1. বেনেডিক্ট যন্ত্রের সাহায্যে মানবদেহের কি মাপা হয় ?

Ans : মৌল বিপাক হার ।

  1. মানবদেহের ক্ষুদ্রতম বেশি সিলিয়ারি পেশী কোথায় থাকে ? 

Ans : চোখে ।

  1. কম্পিউটারে হার্ডডিস্ক মাপার একক কি ?

Ans : জিগাবাইট ।

  1. ‘ ব্রিমস্টোন ’ কি ?

Ans : প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকা সালফার ।

  1. ভাগােয়া ঝান্ডা ’ কার পতাকার নাম ? 

Ans : ছত্রপতি শিবাজীর ।

  1. ‘ পঞ্চ হ্রদের নামগুলি কি কি ?

Ans : টিটিকাকা , সুপিরিয়র , হুরন , ইরি ও অন্টারিও ।

  1. নায়াগ্রা জলপ্রপাত কোন্ নদীর উপরে অবস্থিত ?

Ans : সেন্ট লরেন্স ।

  1. জীবনের জলসাঘরে ’ কার আত্মজীবনী ? 

Ans : গায়ক মান্না দের ।

  1. সারে জাঁহাসে আচ্ছা ’ — গানটির সুরকার কে ?

Ans : পন্ডিত রবিশঙ্কর ।

  1. কোপেনহেগেন কোন্ দেশের রাজধানী ? 

Ans : ডেনমার্কের ।

  1. ম্যাডাম তুসাের মিউজিয়াম কোথায় অবস্থিত ? 

Ans : ইংলন্ডে ।

  1. জার্মানির মুদ্রার নাম কি ? 

Ans : ইউরাে ।

  1. মহাদ্ৰবক কাকে বলা হয় ? 

Ans : জলকে ।

  1. নট ( Knot ) কি ? 

Ans : জলজাহাজের গতিবেগের পরিমাপের একক ।

  1. ইস্পাতের বল পারদে ভাসে কেন ?

Ans : পারদের ঘনত্ব ইস্পাতের তুলনায় বেশি ।

  1. ১৯৭৩ সালের আগে ভারতের জাতীয় পশু কি ছিল ? 

Ans : সিংহ ।

  1. মঞ্চের সম্মুখভাগকে কি বলা হয় ? 

Ans : অ্যারেনা ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 205

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 205” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now