অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | West Bengal Class 8 Geography
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর : দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) West Bengal Class 8 Geography : অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography নিচে দেওয়া হলো। এই অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion, Notes – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Geography Question and Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography
- পিরানহা একপ্রকারের—
(A) সাপ
(B) মাছ
(C) কুমির
(D) মাকড়সা
Ans. B
- আমাজনের দীর্ঘতম উপনদী হল—
(A) পুরুস
(B) জুরুয়া
(C) মাদিরা
(D) নেগ্রো
Ans. C
- লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত প্রবাহ সেগুলি হল—
(A) পারানা-প্যারাগুয়ে নদী
(B) প্যারাগুয়ে-উরুগুয়ে নদী
(C) পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী
(D) প্যারানাইকা ও রিও গ্র্যান্ডে নদী
Ans. C
- চিরবসন্তের দেশ বলা হয়—
(A) মন্টোভিডিয়ো শহরকে
(B) বোগোটা শহরকে
(C) কুইটো শহরকে
Ans. C
- অরিনোকো নদীর অববাহিকা যে নামে পরিচিত—
(A) সেলভা
(B) গ্রান চাকো
(C) ল্যানোস
(D) ক্যাম্পোস সমভূমি
Ans. C
- পূর্ব ও মধ্যভাগের মালভূমি অঞ্চল থেকে আসা আমাজনের একটি উল্লেখযোগ্য উপনদী হল—
(A) জাপুরা
(B) জুরুয়া
(C) জি
Ans. C
- আমাজন নদীর একটি উপনদীর নাম—
(A) জাপুরা
(B) সালাডো
(C) পারানা
(D) কলোরাডো
Ans. A
- আমাজন নদীটির মোহানা—
(A) প্রশান্ত মহাসাগর
(B) মেক্সিকো উপসাগর
(C) আটলান্টিক মহাসাগর
Ans. C
- দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান অবস্থিত—
(A) উষ্ণমণ্ডলে
(B) উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে
(C) হিমমণ্ডলে
(D) শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে
Ans. A
- বলিভিয়া মালভূমি পৃথিবীর কততম পর্বতবেষ্টিত মালভূমি—
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
Ans. B
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি হল—
(A) হিমালয়
(B) আন্দিজ
(C) আল্পস
Ans. B
- ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকার অন্তর্গত—
(A) মধ্য চিলিতে
(B) দক্ষিণ চিলিতে
(C) পূর্ব চিলিতে
(D) পেরুতে
Ans. A
- ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয়—
(A) ল্যানোস
(B) ক্যাম্পোস
(C) পম্পাস
(D) গ্রান চাকো
Ans. B
- অরিনোকো নদীর অববাহিকা যে নামে পরিচিত—
(A) সেলভা
(B) গ্রান চাকো
(C) ল্যানোস
(D) ক্যাম্পোস সমভূমি
Ans. C
- পম্পাসের প্রধান অর্থকরী ফসল—
(A) গম
(B) চা
(C) পাট
Ans. A
- পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী–
(A) গঙ্গা
(B) আমাজন
(C) নীল
Ans. B
- দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটি হল—
(A) প্যাটাগোনিয়া
(B) গোবি
(C) কালাহারি
(D) সাহারা
Ans. A
- এঞ্জেল পৃথিবীর
(A) বৃহত্তম জলপ্রপাত
(B) উচ্চতম জলপ্রপাত
(C) সুদৃশ্যতম জলপ্রপাত
Ans. B
- ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয়—
(A) ল্যানোস
(B) ক্যাম্পোস
(C) পম্পাস
(D) গ্রান চাকো
Ans. B
- আমাজন নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে—
(A) পূর্ব থেকে পশ্চিমে
(B) পশ্চিম থেকে পূর্বে
(C) উত্তর থেকে দক্ষিণে
Ans. B
- আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত করডোবা অল বিখ্যাত
(A) ডেয়ারি
(B) মাংস
(C) মৎস্য
(D) বিস্কুট উৎপাদনের জন্য
Ans. A
- আটাকামা মরুভূমি অবস্থিত—
(A) চিলিতে
(B) গায়ানাতে
(C) ব্রাজিলে
Ans. A
- চিরবসন্তের দেশ বলা হয়—
(A) মন্টোভিডিয়ো শহরকে
(B) বোগোটা শহরকে
(C) কুইটো শহরকে
Ans. C
- পম্পাসের প্রধান অর্থকরী ফসল—
(A) গম
(B) চা
(C) পাট
Ans. A
- লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত প্রবাহ সেগুলি হল—
(A) পারানা-প্যারাগুয়ে নদী
(B) প্যারাগুয়ে-উরুগুয়ে নদী
(C) পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে নদী
(D) প্যারানাইকা ও রিও গ্র্যান্ডে নদী
Ans. C
- পম্পাস তৃণভূমি যে জলবায়ুর অন্তর্গত-
(A) নাতিশীতোষ্ণ
(B) উষ্ণ মরু
(C) ভূমধ্যসাগরীয়
(D) তুন্দ্রা
Ans. A
- আমাজন নদীর উত্তরদিকে অবস্থিত—
(A) মাটো গ্রসো মরুভূমি
(B) ব্রাজিল উচ্চভূমি
(C) গায়ানা উচ্চভূমি
Ans. C
- পূর্ব ও মধ্যভাগের মালভূমি অঞ্চল থেকে আসা আমাজনের একটি উল্লেখযোগ্য উপনদী হল—
(A) জাপুরা
(B) জুরুয়া
(C) জি
Ans. C
- ‘পম্পাস’ শব্দের অর্থ—
(A) উচ্চভূমি
(B) বিস্তীর্ণ মরভূমি
(C) বিস্তীর্ণ সমতলক্ষেত্র
Ans. C
- বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে—
(A) প্যাটাগোনিয়াতে
(B) আমাজন অববাহিকায়
(C) পম্পাস তৃণভূমিতে
Ans. B
- পম্পাসের প্রধান অর্থকরী ফসল—
(A) গম
(B) চা
(C) পাট
Ans. A
- ব্রাজিলীয় উচ্চভূমির শুষ্ক বনাঞ্চলকে বলে—
(A) গ্রান চাকো
(B) সেরাডো
(C) ক্যাম্পাস
Ans. C
- স্প্যানিশ ভাষা সৃষ্টি হয়েছে—
(A) প্রাচীন সংস্কৃত থেকে
(B) লাতিন থেকে
(C) ইংরেজি থেকে
(D) হিব্রু থেকে
Ans. B
- আমাজন নদীটি পড়েছে—
(A) প্রশান্ত মহাসাগরে
(B) মেক্সিকো উপসাগরে
(C) আটলান্টিক মহাসাগরে
Ans. C
- পশুপালনের জন্য বিশ্ববিখ্যাত যে তৃণভূমি. তা হল—
(A) ল্যানোস
(B) ক্যাম্পোস
(C) পম্পাস
(D) গ্রান চাকো
Ans. D
- ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকার অন্তর্গত—
(A) মধ্য চিলিতে
(B) দক্ষিণ চিলিতে
(C) পূর্ব চিলিতে
(D) পেরুতে
Ans. A
- পেরুর রাজধানী—
(A) লাপাজ
(B) লিমা
(C) লেটিসিয়া
Ans. B
- আমাজন নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে—
(A) পূর্ব থেকে পশ্চিমে
(B) পশ্চিম থেকে পূর্বে
(C) উত্তর থেকে দক্ষিণে
Ans. B
- দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে আছে—
(A) সাওরোক অন্তরীপ
(B) হর্ন অন্তরীপ
(C) উত্তমাশা অন্তরীপ
(D) ড্রেক অন্তরীপ
Ans. A
- আমাজন অববাহিকার অধিকাংশই যে দেশের অন্তর্গত
(A) ব্রাজিল
(B) কলম্বিয়া
(C) ভেনেজুয়েলা
Ans. A
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography
- আন্দিজ পর্বত শ্রেণীর মধ্যভাগের শ্রেণিটির নাম _________। (শূন্যস্থান পূরন করো)
Ans. মধ্য কর্ডিলেরা
- আমাজন অববাহিকার গভীর চিরহরিৎ অরণ্য ল্যানোস নামে পরিচিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল গায়ানা উচ্চভূমিতে সৃষ্টি হয়েছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- পম্পাস অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- আমাজন নদীর উপনদী ক্যারোনি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোন্টি? (এক কথায় উত্তর দাও)
Ans. আমাজন।
- পারানা নদীর গতিপথে ইগুয়াজু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- আমাজন অববাহিকার আয়তন প্রায়_________ -এর সমান। (শূন্যস্থান পূরন করো)
Ans. অস্ট্রেলিয়া
- আমাজন অববাহিকায় উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি কেন? (এক কথায় উত্তর দাও)
Ans. নিরক্ষীয় জলবায়ুর প্রভাব।
- পম্পাস অঞ্চলের যাযাবর উপজাতিদের রেড ইন্ডিয়ান বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পম্পাসে _________ জাতের (উচ্চ জাতের) ভেড়া পালিত হয়। (শূন্যস্থান পূরন করো)
Ans. মেরিনো
- আমাজন অববাহিকার উত্তরে অবস্থিত উচ্চভূমির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. গায়ানা উচ্চভূমি।
- লাতিন আমেরিকার ভাষাগুলি কোন্ প্রাচীন ভাষা থেকে সৃষ্টি হয়েছে? (এক কথায় উত্তর দাও)
Ans. লাতিন বা ল্যাটিন ভাষা।
- দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয় _________ স্রোত। (শূন্যস্থান পূরন করো)
Ans. হামবোল্ট স্রোত।
- নেগ্রো নদীর উপনদীর নাম_________ । (শূন্যস্থান পূরন করো)
Ans. ব্র্যাংকো
- পেরু থেকে মানাউস পর্যন্ত আমাজনের নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. আপুরিম্যাক।
- পম্পাস অঞ্চলে বসবাসকারী একটি আদিম জনগোষ্ঠীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. অ্যামেরিন্ডিয়ান।
- লা প্লাটা নদী অরিনোকো, পারানা ও প্যারাগুয়ে নদীর সম্মিলিত প্রবাহ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- এঞ্জেল জলপ্রপাতটি _________নদীর ওপর সৃষ্ট। (শূন্যস্থান পূরন করো)
Ans. ক্যারোনি
- দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. পস্পেরো।
- পারানা ও প্যারাগুয়ে নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস-এর কাছে মিলিত হয়ে লা প্লাটা নামে প্রবাহিত হয়েছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- আমাজন অববাহিকার উত্তরে অবস্থিত উচ্চভূমির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. গায়ানা উচ্চভূমি।
- পারানা-প্যারাগুয়ে নদী দুটি _________শহরের কাছে মিলিত হয়েছে। (শূন্যস্থান পূরন করো)
Ans. রোজারিও
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদের নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. ম্যারাকাইবো।
- পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসলের নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. গম।
- পেরু-বলিভিয়ার সীমান্তে পার্বত্য অঞ্চলে অবস্থিত বিখ্যাত হ্রদটির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. টিটিকাকা।
- অরিনোকো নদীর অববাহিকার তৃণভূমি _________ নামে পরিচিত৷ (শূন্যস্থান পূরন করো)
Ans. ল্যানোস
- _________ হল আমাজন অববাহিকার ‘কালো সোনা’। (শূন্যস্থান পূরন করো)
Ans. রবার
- ব্রাজিলের রাজধানীর নাম _________। (শূন্যস্থান পূরন করো)
Ans. ব্রাসিলিয়া
- আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য।
সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 3 | অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography
- দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলে কেন?
Ans. আপডেট করা হবে।
- পম্পাস অঞ্চল কাকে বলে? এই অঞ্চলের উদ্ভিদের বিশেষত্ব কী?
Ans. আপডেট করা হবে।
- প্রদত্ত নদী অববাহিকার সমভুমি সম্পর্কে লেখো: অরিনোকো ও লা প্লাটা
Ans. আপডেট করা হবে।
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত? ওই নদীর মূল নদীটির বিবরণ দাও।
Ans. আপডেট করা হবে।
- ব্রাজিলকে ‘পৃথিবীর কফিপাত্র’ বলা হয় ব্যাখ্যা করো।
Ans. আপডেট করা হবে।
- পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
Ans. আপডেট করা হবে।
- ইকুয়েডরের রাজধানী কুইটো শহরকে কেন চিরবসন্তের দেশ বলা হয়?
Ans. আপডেট করা হবে।
- দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমি স্থানভেদে কী কী বিশেষ নামে পরিচিত তা উল্লেখ করো।
Ans. আপডেট করা হবে।
- পম্পাস অঞ্চলের জনবসতি সম্পর্কে যা জানো লেখো।
Ans. আপডেট করা হবে।
- টিটিকাকা হ্রদ ও গ্রান চাকো সম্পর্কে কী জানো?
Ans. আপডেট করা হবে।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8 Geography Question and Answer / Suggestion / Notes
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর – Class 8th All Subjects Suggestion
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Click here
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্ন ও উত্তর Click here
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Click here
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Click here
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর অঙ্ক প্রশ্ন ও উত্তর Click here
আরোও দেখুন:-
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Click here
Info : Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Qustion and Answer Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
” অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class XII / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (
। 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class XII Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Exam Guide / Class 8 Geography Suggestion 2021, 2022, 2023, 2024, 2025 / Class 8 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 8 Geography
অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, Suggestion | West Bengal Class 8 Geography Suggestion | Class 8 Geography Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) । Class 8 Geography Suggestion.
WBBSE Class 8th Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়)
WBBSE Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class Eight Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
West Bengal Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the West Bengal Class 8 Geography Question and Answer by Bhugol Shiksha .com
West Bengal Class 8 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Geography Suggestion | West Bengal WBBSE Class 8 Exam
Class 8 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 8 Eight VIII Geography Suggestion is provided here. West Bengal Class 8 Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।