Current Affairs in Bengali 11 to 20 April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১
Current Affairs in Bengali 11 to 20 April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

Current Affairs in Bengali April 2021

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

Current Affairs in Bengali April 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs April 2021 পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021) খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ থেকে  কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 বিষয়টি প্রকাশ করা হলো।

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Current Affairs in Bengali April 2021 All Competitive exam Question and Answer in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা এপ্রিল ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali April 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা এপ্রিল ২০২১ : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নউত্তর (All Competitive exam Question and Answer in Bengali) :- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

Bengali Current Affairs 11 to 20 April 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ 

1.2020 সালে কে সরস্বতী সম্মান পুরস্কার পেলেন?

Ans : ড: সরণ কুমার লিম্বেল।

  1. সম্প্রতি সুভা টাটা ভারতী কোন সংস্থার প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসাবে নিযুক্ত হলেন?

Ans : Wipro.

  1. “Names of the women” বইটির লেখক কে?

Ans :  জিত থায়িল।

  1. কে Fiction ক্যাটাগরিতে National Book Critics Circle Prize জিতলো ?

Ans : Maggie O’Farrell’s ‘Hamnet’

  1. সম্প্রতি সংরক্ষণের ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার পেলেন?

Ans : মহিন্দর গিরি।

  1. সম্প্রতি নরেন্দ্র মোদি নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে কোন এক্সপ্রেস এর উধবোধন করল?

Ans : মিতালী এক্সপ্রেস।

  1. সম্প্রতি ভারত কোন দেশের সেনা বাহিনীকে এক লক্ষ করোনার ভ্যাকসিন দিল?

Ans : নেপাল

  1. সম্প্রতি কত তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠিত হয়েছে?

Ans : 66 তম

  1. Tribal TB Initiative লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী?

Ans : ড: হর্ষবর্ধন।

  1. সম্প্রতি থিরাসা পেরেরা ৬ বলে ৬ ছক্কার রেকর্ড করলেন তিনি কোন দেশের?

Ans : শ্রীলঙ্কা।

  1. কোন ব্যাংক UNI-CARBON CARD লঞ্চ করল?

Ans : Union Bank Of India

  1. Indo Korean friendship পার্ক কোথায় করা হল?

Ans : দিল্লি

  1. 66 তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে সেরা ছবির সম্মান পেল কোনটি?

Ans : থাপ্পড়।

  1. 66 তম ফিল্মফেয়ার পুরস্কার লাইফ টাইম আচিভমেন্ট সম্মান কাকে প্রদান করা হয়েছে?

Ans : ইরফান খান।

  1. সম্প্রতি ‘Anandam:The Center For Happiness’এর উদ্বোধন করলেন কে?

Ans : রামেশ পোখরিয়াল।

  1. উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয়?

Ans : 1 এপ্রিল।

  1. প্রসার ভারতীয় DD Free Dish এই subscriber পরিমান কত মিলিয়ন অতিক্রম করল?

Ans : 40 মিলিয়ন।

  1. ভারত ও কোন দেশের বিশেষ বাহিনীর সাথে Vajra Prahar 2021 নামে যৌথ সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হল?

Ans : মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. কোন দেশে বার্ষিক বহুপাক্ষিক মহড়া Desert Flag-VI অনুষ্ঠিত হল?

Ans : United arob a emiretor.

  1. 2nd ব্যাটসম্যান হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং অর্ডারে তিন নম্বর স্থানে নেবে 10,000 রানের মাইলস্টোন পূর্ন করল?

Ans : বিরাট কোহলি।

  1. সম্প্রতি ১০৪ফুট লম্বা জাতীয় পতাকা উধবোধন করলেন কে?

Ans : গঙ্গা প্রসাদ।

  1. সম্প্রতি চতুর্থ ব্যাচে তিনটি রাফাল যুদ্ধ বিমান কোন দেশ থেকে ভারতে আসলো?

Ans : ফ্রান্স

  1. প্রয়াত Didier Ratsiraka কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন?

Ans : মাদাগাস্কার।

  1. 2021 Global gender gap Index এ ভারতের স্থান কত?

Ans : 140

  1. Employees state insurance corporation এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

Ans : মুখমিট ভাটিয়া।

  1. Paytm Money কোথায় নতুন R&D facility সেন্টার খুলতে চলেছে?

Ans : পুনে।

  1. বিশ্বের উষ্ণতম স্থান ভারতের কোন শহর?

Ans : ভুবনেশ্বর।

  1. কেন্দ্রীয় সরকার 4টি রাষ্ট্যয়ত্ত ব্যাংকে কত কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে?

Ans : 14500 কোটি টাকা।

  1. ওড়িশার কোথায় দ্বিতীয় বায়োস্ফয়ার হতে চলেছে?

Ans : মহেন্দ্রোগীরি।

  1. 51 তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেলেন?

Ans : রজনীকান্ত

  1. 2021 সালে IPL এর জন্য দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক হিসেবে কে নিযুক্ত হলেন?

Ans : ঋষভ পান্থ

  1. Bahrain grand prix 2021 কে জিতলো?

Ans : Lewis Hamilton.

  1. World autism awareness day কবে পালিত হয়?

Ans : 2 এপ্রিল।

  1. সম্প্রতি সরস্বতী সম্মান পুরস্কার পেলেন তিনি কোন ভাষার লেখক ছিলেন?

Ans : মারাঠি।

  1. গ্রামীন মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল?

Ans : জম্মু-কাশ্মীর।

  1. সম্প্রতি প্রয়াত বেভারলে ক্লিয়ারি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

Ans : লেখক।

  1. কোন রাজ্যে সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ ঘোষণা করেছে?

Ans : পাঞ্জাব।

  1. ভারত ‘Shantir Ogroshena 2021’নামক সামরিক মহড়ায় অংশ নেবে কোন দেশে?

Ans : বাংলাদেশ।

  1. 2021 সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে ?

Ans : আমেরিকা

  1. ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে  ভারতীয় জীবন বীমা নিগম(LIC) কোন ই-কমার্স কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : Paytm

42 কোন কেন্দ্রীয় মন্ত্রী EatSmart Cities Challenge লঞ্চ করল ?

Ans : হরদীপ সিং পুরী

43 কোন মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে Space X Crew -2 Mission লঞ্চ করবে ?

Ans : NASA

44 Walt Disney company India এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন ?

Ans : কে মহাধাবান

  1. কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল উইকেন্ড কারফিউ জারি করলো ?

Ans : দিল্লি

  1. ভারতের ৬টি রাজ্যের ১০ জেলার মোট ১০০টি গ্রামের কৃষকদের ইনকাম বৃদ্ধি করতে কেন্দ্রীয়  কৃষি মন্ত্রক কোন কোম্পানির সঙ্গে MoU স্বাক্ষর করলো  ?

Ans : Microsoft

  1. IDBI BANK এর নতুন কোম্পানি সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন ?

Ans : জ্যোতি বিজু নায়ার

  1. ভারত গগনযান মিশনের জন্য কোন দেশের সঙ্গে মহাকাশ চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : ফ্রান্স

  1. Henley passport Index 2021 এ ভারতের স্থান কত ?

Ans : 84th 

  1. Emilia Romagna F1 Grand prix 2021 কে জিতল ?

Ans : Max Verstappen.

আরোও দেখুন:-

Current Affairs in Bengali March 2021 Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

FILE INFO : Download PDF of Current Affairs 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali with PDF Download Link

File Details: 

PDF Name : কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali PDF Book

Organized by : BhugolShiksha.com 

Prepared by : Experienced Teachers

Price : FREE

Download Link : Click Here To Download

Current Affairs in Bengali : April 2021 | Today Current Affairs in Bengali | Bangla Current Affairs 2021 – All Competitive exams Question and Answer | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ –  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্রশ্ন ও উত্তর

         ” কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) এখান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (GK – for all Competitive exams) প্রশ্ন ও উত্তর বা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ : April 2021 / সাম্প্রতিক ঘটনা – April 2021 / খুব সাম্প্রতিক ঘটনা – April 2021 / সাম্প্রতিক বিষয়াবলি – April 2021 / April 2021 সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী – April 2021 / April 2021 Top Stories in সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটনা ২০২১ ভারত / সাম্প্রতিক ঘটনা April 2021 ভারত / সাম্প্রতিক ঘটনা April 2021 ভারত PDF / সাম্প্রতিক ঘটনা April 2021 ভারত PDF Download for Free / পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী – April 2021 / আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী April 2021 / সারা মাসের সাম্প্রতিক ঘটনা / GK Today Current Affairs April 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF April 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today April 2021 / GK and Current Affairs Questions April 2021 in Bengali / বাংলা Current Affairs Archives – বাংলা কুইজ / West Bengal Current Affairs PDF – April 2021 / Daily Current Affairs April 2021 in Bengali / Monthly Current Affairs Pdf – Download Monthly Current Affairs Pdf in Bengali April 2021 / Current Affairs April 2021 in bengali language pdf download / monthly current affairs pdf in bengali / current affairs in bengali 2021 pdf / কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, bangla কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, আজকের গুরুত্ত্বপূর্ণ খবর, সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, current অ্যাফেয়ার্স, কারেন্ট affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, current affairs 2021 bangla, bangla current affairs, current affairs in bengali, karent afairs, karent afers / current world / Current World 2021 / Current affairs World 2021 / gktoday in bengali language / current affairs 2021 in bengali pdf download / current affairs for wbcs 2021 pdf / Current affairs in bengali language pdf download) সফল হবে।

Current Affairs in Bengali : April 2021 – for all Competitive exams GK in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর এপ্রিল ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্ৰশ্ন ও উত্তর

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ – Current Affairs in Bengali : April 2021 | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (for all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।