জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 255
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 255

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 255  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 255  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 255  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 255 

  1. ২০১৬ সালে কে মিস্টার ওয়ার্ড হন ?

Ans :  ভারতের রােহিত খান্ডেলওয়াল ।

  1. প্রথম বহু রাজ্য ব্যাপী ম্যারাথন ‘ দ্য গ্রেট ইন্ডিয়া রান ’ কোন শহর থেকে শুরু হয় ?

Ans :  নিউ দিল্লি । 

  1. কাঞ্চনজঙ্খ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  সিকিম ।

  1. ভারতের কোন রাজ্য প্রথম সুখ ( happiness ) দপ্তর খােলে ?

Ans :  মধ্যপ্রদেশ।

  1. বিশ্বের প্রথম চলমান রেল হাসপাতাল কী ?

Ans :  মহারাষ্ট্রের জীবন রেখা এক্সপ্রেস ( ২০১৬ সালে ২৫ বছর পূর্ণ করল ) । 

  1. ২০১৬ সালে মহিলাদের দাবার ফিডে উত্তমেন’স গ্রাঁ প্রি ট্রফি কে জেতেন ?

Ans :  ভারতের হরিকা দ্রোণাভালি । 

  1. ২০১৬ সালের হােমলেস ওয়র্ল্ড কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ? 

Ans :  গ্লাসগাে , স্কটল্যান্ড ।

  1. নতুন ফসলের শুরুর উৎসৰ তুলুনি কোন রাজ্যে পালিত হয় ? 

Ans :  নাগাল্যান্ড।

  1. ভারতের কোন সংস্থা প্রথম লন্ডন স্টক এক্সচেঞ্জে মশলা বন্ড ‘ ছাড়ে ?

Ans :  এইচডিএফসি ।

  1. যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুপানি থেকে ভারতীয়দের উদ্ধার করে দেশে আনতে অপারেশন করা হয় ?

Ans :  অপরোশন সংকট মােচন ।

  1. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কে ?

Ans :  টেরেসা মে ।

  1. ডাম্পা জাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?

Ans :  মিজোরাম।

  1. পুরুষদের উইম্বলডন হুইলচেয়ার টেনিস সিঙ্গলসে কে প্রথম জয়ী হন ?

Ans :  গর্ডন রিড ।

  1. নেপালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ?

Ans :  সুশীলা কারকি ।

  1. ২০১৫ সালে অজ্ঞানপীঠ পুরস্কার কে পান ?

Ans :  রঘুবীর চৌধুরি ।

  1. ভারতীয় ডাক বিভাগ কোন শহর থেকে গঙ্গাজল সরবরাহ শুরু করে ?

Ans :  পাটনা । 

  1. দেশের প্রথম সেন্টার অব এক্সেলেন্স – ইন্টারনেট অব থিংস ( Cok – ler ) কোন শহরে প্রতিষ্ঠিত হয় ? 

Ans :  বেঙ্গালুরু । 

  1. কোন ভারতীয় টেনিস খেলােয়াড়ের আত্মজীবনী এস এগেনস্ট অডসা?

Ans :  সানিয়া মির্জা ।

  1. ভারতের কোন রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দিতে জাতীয় ই – বিধান অ্যাকাডেমি গড়ে উঠবে ? 

Ans :  ধর্মশালা , হিমাচল প্রদেশ । 

  1. দেশের কোন শহর থেকে ন্যাশনাল গ্রিন হাইওয়েজ মিশন ( NCHM ) শুরু হয়?

Ans :  নিউ দিল্লি । 

  1. কোন রাজ্য সরকার রাজ্যের মানুষের আর্থ – সামাজিক তথ্য সংগ্রহে স্মার্ট পালস সার্ভে করবে ?

Ans :  অন্ধ্রপ্রদেশ সরকার ।

  1. কোন ভারতীয় , রান্নার অস্কার নামে পরিচিত গুরুমন্দ ওয়র্ল্ড কুক বুক পুরস্কাক ২০১৫-১৬ জয় করেন ? 

Ans :  নিমি সুনীলকুমার । 

  1. নতুন আর্থিক বছর করা যায় কিনা তা খতিয়ে দেখতে কোন কমিটি গঠিত হয়েছে ?

Ans :  শঙ্কর আচার্য কমিটি । 

  1. ভারতের প্রথম কোন জিমন্যাস্টকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিক্স ( IFC ) ওয়র্ল্ড ক্লাস জিমন্যাস্ট ’ এর শংসাপত্র দেয়?

Ans :  দীপা কর্মকার ।

  1. ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

Ans :  বিজ্ঞান।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 255 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 255 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।