জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 256
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 256

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 256  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 256  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 256  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 256 

  1. জমি ও অঞ্চল রক্ষায় আদিবাসীদের সংগ্রামের বিশদ বিবরণ সম্বলিত উডস্মােক অ্যান্ড লিফকাপস অটোবায়ােগ্রাফিকাল ফুটনােটস টু দাঅ্যানথ্রোপলজি অব দ্য দারওয়া বইটির রচয়িতা কে ? 

Ans :  মধু রামনাথ ।

  1. ২০১৬-১৭ সালে সময়ে কৃষি ঋণ শােধ করলে ভারত সরকার সুদের উপর কত শতাংশে ভর্তুকি দেবে ? 

Ans :  পাঁচ শতাংশ ।

  1. ইন্দ্রবর্তী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  বিজাপুর , ছত্তিশগড় ।

  1. বিশ্বের বৃহত্তম চরকা কোথায় রয়েছে ? 

Ans :  ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপাের্ট , নিউ দিল্লি ।

  1. কোন রাজ্য প্রথম পার্ট টাইম কর্মীদের ন্যূনতম বেতন চালু করে ?

Ans :  রাজস্থান ।

  1. অলিম্পিয়ান্স অ্যাসােসিয়েশন অব ইন্ডিয়ার প্রথম সভাপতি কে ?

Ans :  শিবা কেশভন । 

  1. ২০১৬ সালে কানাডা ওপেন গ্রাঁ প্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হন ?

Ans :  ভারতের মনু আত্রি ও সুমিত রেড্ডি ।

  1. ইন্টারনেট স্পিড মাপার জন্য টেলিকম অথরিটি অব ইন্ডিয়া কোন অ্যাপ  চালু করেছে ?

Ans :  মাই স্পিড ( MySpeed ) ।

  1. কোন ভারতীয় ফুটবলার প্রথম ইউএফা ( UEFA ) ‘ র ইউরােপা লিগে অংশ নেন ?

Ans :  গুরপ্রীত সিং সান্ধু । 

  1. কাকে ২০১৬ সালের ভারত গৌরব পুরস্কার দেওয়া হয় ? 

Ans :  নিরজা ভানোৎ।

  1. বিশ্বের প্রথম মিক্সড মার্শাল আর্টসের সুপার ফাইট লিগ কোন দেশে  অনুষ্ঠিত হয় ?

Ans :  ভারত ( ২০১৬ )।

  1. রেণুকা বন্যপ্রাণী কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  হিমাচল প্রদেশ । 

  1. ২০১৬ সালের কানাডা গ্রাঁ প্রি ব্যাডমিন্টন প্রতিযােগিতার পুরুষ সিঙ্গলসে কে জয়ী হন ?

Ans :  ভারতের সাই প্রণীত ।

  1. কোন রাজ্য সরকার ২০১৬ সালে ই – সিগারেটে নিষেধাজ্ঞা জারি করে ?

Ans :  কেবল সরকার।

  1. ২০১৬’র রিও অলিম্পিক্সে ভারতীয় দলের সরকারি স্পনসর কে ছিল ?

Ans :  আমূল । 

  1. ২০১৬ সালে কে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হন ?

Ans :  তথাগত রায় । 

  1. গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল সূচকে ১৩০ টি দেশের মধ্যে ভারতের স্থান কোথায় ? 

Ans :  ১০৫ – তম ।

  1. ২০১৬ সালে প্রয়াত প্রখ্যাত ব্যক্তিত্ব কে জি সুব্রমণিয়ন কোন ক্ষেত্রে কাজ করেন ? 

Ans :  শিল্পকলা।

  1. মাছের উৎপাদন বাড়াতে কোন রাজ্য আন্তর্জাতিক মৎস গবেষণা সংস্থা ওয়র্ল্ডফিশ ’ এর সঙ্গে ২০১৬ সালে চুক্তি করে ?

Ans :  ওড়িশা।

  1. ভারী যানবাহনের জন্য বিশ্বের কোন দেশে পরীক্ষামূলক ভাবে ইলেক্ট্রিক রাস্তা বানানাে হয়েছে ? 

Ans :  সুইডেন।

  1. ভারতের কোন নদীদ্বীপ প্রথম একটি জেলার মর্যাদা পায় ?

Ans :  ব্রহ্মপুত্রের উপর অসমের মাজুলি দ্বীপ ।

  1. ২০১৬ সালে কোন দেশ মহিলাদের হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ?

Ans :  আর্জেন্টিনা ।

  1. ২০১৬ সালে আইসল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হন ?

Ans :  গাওনি জোহানেসন ।

  1. ২০১৬ সালে কোন দেশ ৩৫ তম দেশ হিসেবে মিসাইল টেকনােলজি কন্ট্রোল রেজাইন ( MTCR ) – এর সদস্য হয়?

Ans :  ভারত ।

  1. নিগৃহীতা মহিলাদের সাহায্যার্থে ২০১৬ সালে উত্তরপূর্ব ভারতের কোন রাজ্য ‘সখী – ওয়ান স্টপ’ সেন্টার চালু করেছে ? 

Ans :  নাগাল্যান্ড ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 256 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 256 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now