জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 261
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 261

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 261  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 261  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 261  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 261 

  1. ওপেন অনলাইন কোর্স চালু করতে কেন্দ্রীয় সরকার স্বয়ম ( SWAYAM ) প্রকল্পে প্রযুক্তিগত সহায়তার জন্য কোন সংস্থাকে বাছা হয়েছে ?

Ans :  মাইক্রোসফট । 

  1. ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম প্রশিক্ষণ দেওয়ার বিমানটি তৈরি করে হিন্দুস্তান এরােনটিক্স লিমিটেড । এটির নাম কী ?

Ans :  হিন্দুস্তান টার্বো ট্রেনার -৪০ ( HTT – 40 ) । 

  1. কোন প্ল্যাটফর্ম’এর মাধ্যমে অনাবাসী ভারতীয়রা অনলাইনে ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্ট খুলতে পারবে ?

Ans :  ই – এনপিএস ( e – NPS ) । 

  1. ২০১৬ সালের পুরুষদের হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে কোন দেশ ? 

Ans :  অস্ট্রেলিয়া ।

  1. আরবান জ্যোতি অভিযান ( UR.JA ) মােবাইল অ্যাপ চালু করে কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠান ?

Ans :  পাওয়ার ফিনান্স করপােরেশন । 

  1. ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নব – নির্বাচিত ( ২০১৬ ) চেয়ারম্যান কে?

Ans :  সুনীল ভারতী মিয়ল । 

  1. রাষ্ট্রসংঘের সাধারণ সস্কার ৭১ তম অধিবেশনের জন্য কে সভাপতি নির্বাচিত হয়েছেন ? 

Ans :  পিটার টমসন , রাষ্ট্রসংঘে ফিজির রাষ্ট্রদূত ।

  1. দ্য রাইজ অব এনভায়রনমেন্টাল ক্রাইম রিপাের্টটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে?

Ans :  ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রােগ্রাম ( UNEP ) । 

  1. ২০১৬ র রিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের সরকারি স্লোগান কী?

Ans :  আ নিউ ওয়র্ল্ড । 

  1. রাষ্ট্রসংঘের আইনি বিষয়ক কমিটির চেয়ারম্যান পদে এই প্রথম কোন দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ? 

Ans :  ইজরায়েল । 

  1. বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘ ডেল্টা ফোর হেভি ( Delta IV Heavy ) কোন দেশের ?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র ।

  1. একমাত্র কোন ভারতীয় খেলােয়াড় দাবা ও ক্রিকেট , উভয় খেলাতেই ভারতের প্রতিনিধিত্ব করেছেন ? 

Ans :  যজুবেন্দ্র চাহাল ।

  1. ২০১৬ সালে ঘানা সফরে রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায় আরও একটি দেশে যান । এই দেশটিতে এই প্রথম কোনাে ভারতীয় রাষ্ট্রপতি সফর করলেন । কোন দেশ ?

Ans :  কোট ডি আইভারি । 

  1. অনাদায়ী ঋণের সমস্যা মােকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক এস ৪ এ ( S4A ) প্রকল্প গ্রহণ করেছে । এস৪এ’র অর্থ কী ? 

Ans :  স্কিম ফর সাসটেইনেবল স্ট্রাকচারিং অব স্ট্রেসড অ্যাসেট । 

  1. অশােধিত তেল ব্যবহারে বিশ্বে ভারতের স্থান কোথায় ? 

Ans :  তৃতীয় । 

  1. বিশ্বের প্রথম কোন দেশ অরণ্য ধ্বংসে নিষেধাজ্ঞা জারি করে?

Ans :  নরওয়ে । 

  1. ২০১৬ সালে সিওলে আন্তর্জাতিক উওমেন’স ফিল্ম ফেস্টিভালে কোন ভারতীয় ছবি অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড জেতে ?

Ans :  স্বল্প দৈর্ঘ্যের ছবি লিচেস ( Leeches ) , পরিচালক পায়েল শেঠি ।

  1. কোন টেনিস খেলােয়াড় অলিম্পিক্সে রেকর্ড সাতবার অংশ নেন ?

Ans :  লিয়েন্ডার পেজ । 

  1. ২০১৬ সালে কোন রাজ্য সৰ কৃষির উপর থেকে আয়কর তুলে নেয় ? 

Ans :  কর্ণাটক ।

  1. জননী সেবা ’ কোন কেন্দ্রীয় মন্ত্রকের প্রকল্প ? 

Ans :  রেল , এই প্রকল্পে স্টেশনে গরম জল , দুধ ও শিশু খাদ্য পাওয়া যাবে ।

  1. সরকারি কাজে স্বচ্ছতা বাড়তে কোন রাজ্য প্রথম ওপেন গভর্নমেন্ট ডেটা পাের্টাল চালু করে ?

Ans :  সিকিম । 

  1. ২০১৬ সালে ফোর্বসের সর্বাধিক আয়ের খেলােয়াড়দের তালিকায় প্রথম জন কে ?

Ans :  ফুটবলার ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে ।

  1. ২০১৬ সালে কোন দেশে যৌথ সামরিক মহড়া অ্যানাকোন্ডা ২০১৬ হয় ?

Ans :  পােল্যান্ড । 

  1. ২০১৬ সালে ইউএফা ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয় ?

Ans :  ফ্রান্স ।

  1. বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষাকর্মীদের বেতন সংস্কারে কার নেতৃত্বে কমিটি গড়েছে ইউজিসি ? 

Ans :  ভি এস চৌহান ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 261 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 261 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।