জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 263
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 263

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 263  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 263  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 263  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 263 

  1. ২০১৬ সালে তিন দেশে যে নৌ – বাহিনীর সামরিক মহড় হয় , তাতে কোন কোন দেশ যুক্ত ছিল ?

Ans :  ভারত , জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ।

  1. ২০১৬’র গ্লোবাল পিস ইনডেক্সে ১৬৩ টি দেশের মধ্যে ভারতের স্থান কােথায়ী ?

Ans :  ১৪১ – তম ।

  1. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন ভারতীয়কে অলিম্পিক অর্ডার দিয়ে সম্মানিত করেছে ?

Ans :  ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসােসিয়েশনের সভাপতি এন রামচন্দ্রন । 

  1. বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহার করে ?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র । 

  1. বিশ্বের কোন দেশ মায়ের থেকে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ নির্মূল ( অর্থাৎ ২ শতাংশের কম ) করতে সক্ষম হয়েছে ? 

Ans :  কিউবা । 

  1. দেশের কোন রাজ্য প্রথম হিজরে মানুষদের জন্য খাদ্য সুরক্ষা ও পেনশনের ব্যবস্থা করেছে ?

Ans :  ওডিশা । 

  1. কোন ভারতীয় আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান আমির আমানুল্লা খান পুরস্কার পান ?

Ans :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ।

  1. বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড বিমানটির কী নাম দেওয়া হয় ?

Ans :  থর ।

  1. ২০১৬’র কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র । 

  1. দ্য আনসিন ইন্দিরা গান্ধী বইটির লেখক কে ?

Ans :  প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক কে পি মাথুর । 

  1. সালমা বাঁধ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে আমন্ত্রণ জানায় কোন দেশ ? 

Ans :  আফগানিস্তান । 

  1. কোন ই – কমার্স সংস্থা খরচহীন ইএমআই ( EMI ) পরিষেবা প্রথম চালু করে ?

Ans :  ফ্লিপকার্ট ( Flipkart ) ।

  1. ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ans :  পুণে।

  1. ২০১৬ সালে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেলওয়ে টানেল চালু হয় কোন দেশে ? 

Ans :  সুইৎজারল্যান্ড ( ৫৭ কিমি ) , আল্পস পর্বতের গভীরে এই সুড়ঙ্গ উত্তর ও দক্ষিণ ইউরােপের মধ্যে যােগাযােগ রাখবে । 

  1. এমজিএনআরইজিএ ( MGNREGA ) বা ১০০ দিনের কাজের প্রকল্পে ২০১৬ সালে কোন রাজ্য সবার আগে ছিল ?

Ans :  ত্রিপুরা ।

  1. ২০১৬ সালে পরীক্ষিত দেশের ব্রহ্মেস ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর ?

Ans :  ২৯০ কিমি । 

  1. বাল্মিকী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  বিহার ( এখানে গন্ডার দেখা যায় ) । 

  1. ২০১৬ সালে অগ্ন্যুৎপাত ঘটে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরিতে । এটি কোন দেশে অবস্থিত ?

Ans :  ইন্দোনেশিয়া । 

  1. পাক্কে টাইগার রিজার্ভ ২০১৬ ইন্ডিয়া বায়ােডাইভার্সিটি পুরস্কার পায় । এটি কোন রাজ্যে অবস্থিত ? 

Ans :  অরুণাচল প্রদেশ ।

  1. ‘ দ্য গ্রেটেস্ট ‘ বক্সার মহম্মদ আলি কোন দেশের নাগরিক ? 

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র । 

  1. কেম্পেগৌড়া বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত ? 

Ans :  বেঙ্গালুরু , কর্ণাটক ।

  1. কোন ভারতীয় ব্যক্তিত্ব ২০১৬ সালে হার্ভার্ড বিজনেস স্কুল অ্যালামনি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান ? 

Ans : সুনীল ভারতী মিল ।

  1. পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়া পােস্ট কবে থেকে কাজ শুরু করবে ? 

Ans :  মার্চ , ২০১৭ ।

  1. রাষ্ট্রসংঘের প্রথম ওয়র্ল্ড হিউম্যানিটেরিয়ান শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় ? 

Ans :  তুরস্ক ।

  1. ২০১৬ সালে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য রাজনৈতিক শরণার্থীর মর্যাদা দেয় ?

Ans :  মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসীন ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 263 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 263 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now