জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 265 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 265 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 265 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 265
- ২০১৬ সালে কোন রাজ্য লােনলি প্ল্যানেট গ্রূপের পক্ষ থেকে বন্যপ্রাণীদের জন্য ভারতের শ্রেষ্ঠ গন্তব্যের পুরস্কার পেয়েছে ?
Ans : মধ্যপ্রদেশ ।
- রঙ্গনাথিতু পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক।
- গ্রিন জোন কোন দেশে অবস্থিত?
Ans : ইন্টারন্যাশনাল জোন অব বাগদান ( ১০ বর্গ কিমি ) , ইরাক ।
- সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?
Ans : কুস্তি ।
- কোন রাজ্য ২০১৬ সালে জৈনদের সংখ্যালঘুর মর্যাদা দেয় ?
Ans : গুজরাট।
- কোন রাজ্য সরকার এশিয়ার প্রথম রাইস টেকনােলজি পার্ক গড়ে তুলবে ?
Ans : কর্ণাটক।
- ব্রিক্স ( BRICS ) – এর নিউ ডেভলেপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কোন ভারতীয় আর্থিক সংস্থা প্রথম মউ ( MoU ) চুক্তি স্বাক্ষর করে ?
Ans : আইসিআইসিআই ব্যাঙ্ক ।
- ২০১৬ সালে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হয় ?
Ans : পাকিস্তান ।
- লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে ?
Ans : পাক বংশােদ্ভুত সাদিক খান ।
- অত্যাধিক মূলবৃদ্ধির কারণে কোন দেশ তাদের দেশের মুদ্রা বাতিল করেছে?
Ans : জিম্বাবােয়ে ।
- কে ২০১৬ সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কার পান ?
Ans : পাকিস্তানের নারীর অধিকার আন্দোলন কর্মী তাবাসুম আদনান ।
- কোন টেনিস খেলােয়াড় পরপর চারটি এটিপি ওয়র্ল্ড ট্যুর টেনিস ফাইনালে জয়ী হন ?
Ans : নােভাক জকোভিচ ।
- ম্যাকাও ওপেন গ্রাঁ প্রি গােল্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে কে পর পর তিনবার জয়ী হন ?
Ans : পি ভি সিন্ধু ।
- ভারতের কোন রাজ্যে প্রথম রােটাভাইরাসের টীকা দেওয়া শুরু হয় ?
Ans : হিমাচল প্রদেশ ।
- প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় ?
Ans : নিউ দিল্লি ।
- বাতাসে কোন গ্যাসের উপস্থিতির কারণে পেতলের রঙ নষ্ট হয়ে যায় ?
Ans : হাইড্রোজেন সালফাইড ।
- পেন্সিলে কী ব্যবহার করা হয় ?
Ans : গ্রাফাইট ।
- জলের রাসায়নিক ফর্মূলা কী ?
Ans : H2O।
- ইলেক্ট্রিক বালবে সাধারণত কোন গ্যাস ভরা হয় ?
Ans : নাইট্রোজেন ।
- কাপড় কাচার সােডা আসলে কী ?
Ans : সােডিয়াম কার্বোনেট ।
- কোয়ার্টজ ঘড়িতে যে কোয়ার্টজ ক্রিস্টাল ব্যবহৃত হয় , তা আসলে কী ?
Ans : সিলিকন ডাইঅক্সাইড ।
- ঘরের তাপমাত্রায় ব্রোমিন কী অবস্থায় ও কী রঙে থাকে ?
Ans : লালচে বাদামি তরল ।
- বিশ্বের সবচেয়ে শক্ত বস্তু কী ?
Ans : হিরে ।
- কী ধরনের কয়লায় তার আদত গাছটি কী ছিল তার সন্ধান পাওয়া যায় ?
Ans : পিট ।
- টেট্রাইথাইল সীসে কী কাজে ব্যবহার করা হয় ?
Ans : পেট্রোলে মেশানাের জন্য ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 265
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 265 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।