জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 281 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 281 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 281 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 281
- মশা কি কি রােগ জীবাণু বহন করে ?
Ans : মশা ম্যালেরিয়া , ডেঙ্গুজ্বর , গােদ প্রভৃতি রােগের জীবাণু বহন করে ।
- কোন্ প্রাণীর চোখের পাতা নেই ?
Ans : মাছের চোখের পাতা নেই ।
- প্রাণীর বেঁচে থাকার জন্য কি কি প্রয়ােজন ?
Ans : জল , খাদ্য , বায়ু ।
- মাছ জলে কিসের সাহায্যে চলাফেরা করে ?
Ans : পাখনার সাহায্যে ।
- কোন্ পাখীর বাসা দেখতে সুন্দর ?
Ans : বাবুই ।
- উড়ন্ত স্তন্যপায়ীর নাম কি ?
Ans : বাদুড়।
- একটি অঙ্গুরিমাল প্রাণী ও একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও ।
Ans : কেঁচো , ফার্ণ ।
- সালােকসংশ্লেষে আলােকদশায় জল বিশ্লেষণকে কি বলে?
Ans : ফটোলাইসিস ।
- EMP পথ কাকে বলা হয়?
Ans : গ্লাইকোলাইসিসকে ।
- ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোথায়?
Ans : কোহল সন্ধানে ।
- রক্তের Co2 , ও O2 – র আদান প্রদান কোথায় ঘটে?
Ans : অ্যালভিওলাইতে ।
- প্রাণীদেহে আয়ােডিনের অভাবে কোন্ রােগ হয় ?
Ans : গলগন্ড।
- কলিচুনের রাসায়নিক নাম কি ?
Ans : কলিচুনের রাসায়নিক নাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড ।
- তুঁতের রাসায়নিক নাম কি ?
Ans : তুঁতের রাসায়নিক নাম সােদক কিউপ্রিক সালফেট ।
- ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে ?
উদাহরণ দাও ।
Ans : পরিমাপযােগ্য যে কোন প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে । উদাহরণ ঃ দৈর্ঘ্য , ভর , সময় , উষ্ণতা , গতিবেগ প্রভৃতির পরিমাপ করা যায় । তাই এদের প্রত্যেকে এক – একটি ভৌত রাশি ।
- ভৌত রাশি কয় প্রকার ও কি কি ? উদাহরণসহ প্রত্যেক ভৌত রাশির সংজ্ঞা দাও ।
Ans : ভৌত রাশি দুই প্রকার । স্কেলার রাশি ও ভেক্টর রাশি ।
- একক কাকে বলে ?
Ans : কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে ঐ রাশিটির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয় । ঐ নির্দিষ্ট পরিমাণটিকে ঐ ভৌত রাশির একক বলে ।
- মরীচিকা সদ না অসদ প্রতিবিম্ব ?
Ans : অসদ ।
- পরমশূন্য তাপমাত্রায় আদর্শ – গ্যাসের আয়তন কত হবে ?
Ans : শূন্য।
- কোন্ যন্ত্র দিয়ে তড়িৎপ্রবাহ মাপা হয় ?
Ans : এ্যামমিটার ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 281
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 281 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।