জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 290 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 290 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 290 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 290
- কত সময় শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে বলা যায় একজন মানুষের মৃত্যু হয়েছে ?
Ans : ৩ মিনিট ৩০ সেকেন্ড ।
- শিক্ষক মশাইয়েরা যে চক দিয়ে লেখেন , সেটি আসলে কি ?
Ans : ক্যালশিয়াম ক্লোরাইড ।
- পৃথিবী তৈরির প্রধান উপাদানটি কি ?
Ans : সিলিকন।
- কোন্ অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে ?
Ans : ব্রোমিন ।
- যে কাঠ থেকে তারপিন তেল উৎপন্ন হয় সেটি কি ?
Ans : পাইনাস ।
- স্বাদে মিষ্টিঅথচ কার্বোহাইড্রেট নয়?
Ans : গ্লিসারিন ।
- ব্যথা যন্ত্রণা রােধে যে অ্যাসিড ব্যবহৃত হয় সেটি কি ?
Ans : অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ।
- হীরকের ঘনত্ব কত ?
Ans : ৩.৫ ।
- কোন্ ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম ?
Ans : মারকারি ।
- হাইড্রোজেনকে দহন করলে কি পাওয়া যায় ?
Ans : কার্বন ।
- হিটার এবং বৈদ্যুতিক ইস্ত্রিতে কী ধরনের তার ব্যবহৃত হয় ?
Ans : আলােকবিদ্যুৎ কোষ কোথায় ব্যবহৃত হয় ?
- ‘পৃথিবী নিজে একটি চুম্বক ‘ একথা প্রথম কে বলেছিলেন ?
Ans : গিলবার্ট ।
- ফিউজ তার কিউপাদান দিয়ে গঠিত?
Ans : সীসা ও টিন ।
- এরােপ্লেনের উত্থান কোন নীতির উপর নির্ভরশীল?
Ans : বারনৌলির নাতি।
- করােটিতে কতগুলাে অস্থি থাকে ?
Ans : ২৯ টি ।
- ফুসফুস যে পদার্থ দ্বারা আবৃত থাকে সেটি কি?
Ans : প্লুরা নামের পাতলা পর্দা ।
- মানুষের চোখ দিয়ে জল পড়ে তার উৎস কোথায় ?
Ans : ল্যাক্রিমাল গ্রন্থি।
- মস্তিষ্কের ফাকা অংশটিকে কি বলে ?
Ans : ভেন্টিকল।
- শরীরে সবচেয়ে বেশি শক্তি কোন্ জাতীয় খাদ্য যােগান দেয় ?
Ans : স্নেহজাতীয় খাদ্য ।
- রক্তে লােহিত কণিকা ও স্বেতকণিকার অনুপাত কত ?
Ans : ৫০০ : ১ ।
- কাঁচা ফল পাকাতে যে হরমােনটি ব্যবহৃত হয় তার নাম কি ?
Ans : জিব্বারেলিন ।
- কোন মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে ?
Ans : ক্যালশিয়াম ।
- জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় জমা থাকে ?
Ans : যকৃৎ ।
- রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় সেটির নাম কি?
Ans : গামা রশ্মি ।
- মুক্তো কি?
Ans : মুক্তো হল ঝিনুকের বা প্রদাহের ফল ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 290
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 290 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।