জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 292
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 292

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 292  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 292  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 292  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 292 

 

  1. জলে কিসমিস ডুবিয়ে রাখলে তা কিছুক্ষণের মধ্যে ফুলে ওঠে ।

Ans :  অভিস্রবণ । 

  1. কোন্ আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ?

Ans :  বেগুনি আলাে ।

  1. গােবর গ্যাসে কি আছে ?

Ans :  মিথেন।

  1. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত ?

Ans :  ৪৫২°।

  1. আলাের তরঙ্গ দৈর্ঘ্যের প্রবক্তা কে?

Ans :  হাইগেনস ।

  1. দূরত্বের সবচেয়ে বড় এককের নাম কি ?

Ans :  পারসেক ।

  1. মানুষের হাত কোন্ শ্রেণির লিভারের উদাহরণ ? 

Ans :  তৃতীয় ।

  1. এরােপ্লেন তৈরিতে কোন্ ধাতু ব্যবহৃত হয় ?

Ans :  টাইটানিয়াম ।

  1. উদ্ভিদ ও প্রাণীর দেহের গঠন ও কার্যগত ক্ষুদ্রতম একককে কি বলে ? 

Ans :  কোষ।

  1. অ্যামিবার আবিষ্কার কে করেছেন ?

Ans :   রিসেন ভন ।

  1. ফরমিক অ্যাসিড কোন্ পতঙ্গের দেহে বর্তমান ?

Ans :  লাল পিঁপড়ে ।

  1. একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসের নাম কর । 

Ans :  ব্যাকটেরিওফাজ ।

  1. উদ্ভিদের বৃদ্ধি সর্বাধিক কোথায় হয় ?

Ans :  মূল ও কাণ্ডের অগ্রভাগে । 

  1. পূর্ণাঙ্গ রেশম মথকে কী বলা হয় ?

Ans :  ইমাগাে ।

  1. মৃৎগত অঙ্কুরােদগম হয় , এমন একটি উদাহরণ দাও।

Ans :  ছােলাবীজ । 

  1. মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেনের উৎপাদনের উৎস হিসেবে কি ব্যবহার করা হয় ?

Ans :  ক্লোরেল্লা উদ্ভিদ ।

  1. কোন্ জাতীয় হরমােন পাতা ও ফলের পতন রােধ করে ? 

Ans :  অক্সিন ।

  1. হরিতকীর রেচন পদার্থকে কি বলা হয় ?

Ans :  রজন।

  1. খুব দ্রুত হারে বৃদ্ধি পায় , এমন একটি গাছের নাম করুন ।

Ans :  ইউক্যালিপটাস । 

  1. পর্যায় সারণির সবচেয়ে হালকা মৌল কোনটি ?

Ans :  হানিয়াম ( Ha ) ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 292 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 292 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।