অতুলপ্রসাদ সেন জীবনী - Atul Prasad Sen Biography in Bengali
অতুলপ্রসাদ সেন জীবনী - Atul Prasad Sen Biography in Bengali

অতুলপ্রসাদ সেন জীবনী – Atul Prasad Sen Biography in Bengali

অতুলপ্রসাদ সেন জীবনী – Atul Prasad Sen Biography in Bengali : বাংলার সঙ্গীতের জগতে অতুলপ্রসাদ এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী । গায়ক ও গীতিকার রূপেও তার খ্যাতি ছিল অনেক বেশি । 

বাংলার সঙ্গীতের জগতে রামপ্রসাদ , নজরুল ইসলাম , রবীন্দ্রনাথ । ও দ্বিজেন্দ্রলাল রায় এঁদের সঙ্গে অতুল প্রসাদের নামটি শ্রদ্ধার সঙ্গে আজও স্মরণীয় ।

 বাংলা গায়ক ও গীতিকার অতুলপ্রসাদ সেনের একটি সংক্ষিপ্ত জীবনী (Atul Prasad Sen Biography in Bengali)। অতুলপ্রসাদ সেন জীবনী বা জীবন কথা নিয়ে বা জীবন পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

অতুলপ্রসাদ সেন কে ছিলেন ? Who is Atul Prasad Sen ?

অতুলপ্রসাদ সেন (Atul Prasad Sen) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

গায়ক ও গীতিকার অতুলপ্রসাদ সেনের জীবনী : Atul Prasad Sen Biography in Bengali

নাম (Name) অতুলপ্রসাদ সেন (Atul Prasad Sen)
জন্ম (Birthday) ২০ অক্টোবর ১৮৭১ (20th October 1871)
জন্মস্থান (Birthplace) বাংলাদেশ (ঢাকা)
অভিভাবক (Parents)/ পিতামাতা রামপ্রসাদ সেন
পেশা (Occupation) কবি ও সঙ্গীতস্রষ্টা
দাম্পত্য সঙ্গী (Spouse) হেমকুসুম
সময়কাল বাংলার নজাগরণ
মৃত্যু (Death) ২৬ আগস্ট ১৯৩৪ (26th August 1938)

অতুলপ্রসাদ সেনের জন্ম – Atul Prasad Sen’s Birthday :

 বাংলা গানের জগতে তিনি এক বিশেষ রীতির প্রতিষ্ঠা করেন । এবং তিনি যে সব গানে সুর দিয়েছেন তা অতুলপ্রসাদী সুর নামে সুখ্যাত । অতুলপ্রসাদের জন্ম হয় ১৮৭১ খ্রি : ২০ অক্টোবর বাংলাদেশের ঢাকা শহরে তার জন্ম হয় । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

অতুলপ্রসাদ সেনের পিতামাতা – Atul Prasad Sen’s Parents :

 তার পিতার নাম ছিল রামপ্রসাদ সেন । এবং তাদের আদি নিবাস ছিল ফরিদপুরের মগরায় ।

অতুলপ্রসাদ সেনের শৈশবকাল – Atul Prasad Sen’s Childhood :

 বাল্যবয়সে পিতৃহীন হয়ে মাতামহ কালীনারায়ণ গুপ্তের স্নেহে যত্নে প্রতিপালিত হন । ভগবদভক্ত কালীনারায়ণ ভক্তিগীতি রচনা । করে সুখ্যাত হয়েছিলেন । তিনি নিজেও ছিলেন সুকণ্ঠ গায়ক । তার সকল গুণই দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং পরে সার্থকতা লাভ করেছিল । 

অতুলপ্রসাদ সেনের শিক্ষাজীবন – Atul Prasad Sen’s Education Life :

 অতুলপ্রসাদ ১৮৯০ খ্রিঃ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । পরে কিছুকাল কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশােনা করে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে বিলেত যান।

অতুলপ্রসাদ সেনের কর্মজীবন – Atul Prasad Sen’s Work Life :

 ১৮৯৪ খ্রিঃ বিলেত থেকে ফিরে এসে প্রথমে কিছুকাল কলকাতায় । ও পরে রংপুরে আইন ব্যবসায় শুরু করেন । 

 যৌবনে লক্ষ্মেীবাসী হন এবং সেখানেই আইন ব্যবসায় প্রচুর অর্থউপার্জন করেন ও লগ্লো – এর শ্রেষ্ঠ আইনজীবী রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন । তিনি আউদবার অ্যাসােসিয়েশন ও আউদবার কাউন্সিলের সভাপতি হয়েছিলেন ।

 পেশাগত সাফল্য লাভের সুযােগে অতুলপ্রসাদ লক্ষ্মেী নগরের সংস্কৃতি ও সামাজিক জীবনের সঙ্গে জড়িত হয়ে পড়েন এবং নানাভাবে সমাজের উপকার সাধন করেন । তার গৃহই হয়ে উঠেছিল । নগরীর সারস্বত মন্ডলীর মিলনকেন্দ্র ।

 উপার্জনের বেশিরভাগ অর্থই তিনি ব্যয় করতেন স্থানীয় জনসাধারণের সেবার কাজে । পরবর্তীকালে নিজের বইয়ের স্বত্ব ও বাসভবনটি , সমাজসেবী বিভিন্ন প্রতিষ্ঠানকে দান করেন । জীবিতকালেই তিনি এরূপ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন যে নগরবাসী তার গুণ ও প্রতিভার সশ্রদ্ধ স্বীকৃতি জানিয়েছিল তার নামে তার বাসস্থানের রাস্তাটির নামকরন করে । জীবিতকালে এরূপ সম্মান লাভ বিরল ঘটনা।

[আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali]

অতুলপ্রসাদ সেনের সঙ্গীত রচনা – Atul Prasad Sen’s songs Composing music :

 সঙ্গীত জগতে অতুলপ্রসাদের নিজস্ব একটি রীতি সৃষ্টি করেছিলেন । এই সঙ্গীত ছিল অতুলপ্রসাদের জীবনে একটি প্রাণের আরাম । তিনি যে সকল গান রচনা করেছিলেন , তার সুর দানও তিনি নিজেই করেছিলেন । বাংলার বাউল ও কীর্তনের সুরের সঙ্গে হিন্দুস্থানী । সঙ্গীতের সুর ও ঢঙ মিশিয়ে তিনি নিজস্ব সঙ্গীতরীতির প্রবর্তন করেছিলেন । তা – ই সুপরিচিত অতুলপ্রসাদী সঙ্গীত – রীতি ।

 অতুলপ্রসাদের রচিত গানগুলিকে প্রধানতঃ তিনভাগে বিভক্ত করা যায় । তা হল স্বদেশী সঙ্গীত , ভক্তিগীতি ও প্রেমের গান । তার স্বদেশী সঙ্গীতগুলি স্বদেশী আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করেছিল । জাতীয় চেতনা জাগরণে তার ‘ উঠ গাে ভারতলক্ষ্মী , বল । বল বল সবে শতবীণাবেণুরবে , আ – মরি বাঙলা ভাষা ’ , প্রভৃতি গানগুলির অবদান অপরিসীম । 

 সারাজীবনে প্রায় দুশত গান রচনা করেন । তার গানগুলি সংগৃহীত হয় কয়েকটি গান ’ ও ‘ গীতিগুঞ্জ ’ সংকলনে । সমস্ত গানের স্বরলিপি প্রকাশ করেন কাকলি নামের গ্রন্থমালায় ।

অতুলপ্রসাদ সেনের রাজনীতি জীবন – Atul Prasad Sen’s Political Life :

 প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন সংগঠকদের মধ্যে অতুল প্রসাদ ছিলেন অন্যতম প্রধান । সম্মেলনের মুখপত্র উত্তরা – র তিনি ছিলেন অন্যতম সম্পাদক । সম্মেলনের কানপুর ও গােরখপুর অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন । কংগ্রেস রাজনীতির সঙ্গেও তিনি এককালে যুক্ত হয়েছিলেন ।

অতুলপ্রসাদ সেনের মৃত্যু – Atul Prasad Sen’s Death :

 বাংলা সঙ্গীত জগতের অন্যতম স্মরণীয় প্রতিভা ১৯৩৪ খ্রিঃ ২৬ শে আগষ্ট পরলােক গমন করেন । বাংলা সঙ্গীত জগতে তাঁর যে এক অসাধারণ প্রতিভা ছিল তা আমরা তার অন্যতম দেশাত্মবােধক গানের কিছু অংশ উল্লেখ করলেই তা জানতে পারবাে । গানটি হল :

 “ হও ধরমেতে ধীর 

হও করমেতে বীর

 হও উন্নত শির , নাহি ভয় । 

ভুলি ভেদাভেদ জ্ঞান 

 হও সবে আগুয়ান , 

সাথে আছেন ভগবান , হবে জয় । 

নানা ভাষা , নানা মত , নানা পরিধান , 

বিবিধের মাঝে দেখ মিলন মহান ,

 দেখিয়া ভারতে মহাজাতির উত্থান 

জগজন মানিবে বিস্ময় । 

জগজন মানিবে বিস্ময় । ”

অতুলপ্রসাদ সেনের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Atul Prasad Sen’s Biography in Bengali (FAQ) :

  1. অতুলপ্রসাদ সেনের জন্ম কবে হয় ?

Ans: ২০ অক্টোবর ১৮৭১ সালে ।

  1. অতুলপ্রসাদ সেনের জন্মস্থান কোথায় ?

Ans: বাংলাদেশের ঢাকা ।

  1. অতুলপ্রসাদ সেন কোন রাজনীতি দলের সঙ্গে যুক্ত ছিলেন ?

Ans: কংগ্রেস দলের সঙ্গে ।

  1. অতুলপ্রসাদ সেনের পিতার নাম কী ?

Ans: রামপ্রসাদ সেন ।

  1. অতুলপ্রসাদ সেনের স্বরলিপি কোন গ্রন্থমালায় প্রকাশ হয় ?

Ans: কাকলি নামক গ্রন্থমালায় ।

  1. অতুলপ্রসাদ সেনের দাম্পত্য সঙ্গীর নাম কী ?

Ans: হেমকুসুম ।

  1. অতুলপ্রসাদ সেনের শিক্ষাজীবন কোথায় ?

Ans: প্রেসিডেন্সি কলেজ ।

  1. অতুলপ্রসাদ সেন কতগুলি গান রচনা করেন ?

Ans: দুশত গান ।

  1. অতুলপ্রসাদ সেন কবে মারা যান ?

Ans: ২৬ আগস্ট ১৯৩৪ ।

[আরও দেখুন, সুকুমার রায় জীবনী – Sukumar Roy Biography in Bengali

আরও দেখুন, প্রেমেন্দ্র মিত্র জীবনী – Premendra Mitra Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali]

অতুলপ্রসাদ সেন জীবনী – Atul Prasad Sen Biography In Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অতুলপ্রসাদ সেন জীবনী – Atul Prasad Sen Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now