সি. ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali
সি. ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali : বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন ডঃ সি . ভি . রামন । সি. ভি. রমন (C.V. Raman) এর আবিষ্কৃত ‘ রামন প্রতিক্রিয়া ‘ নামে পরিচিত তত্ব পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটা অন্যতম বিশিষ্ট অবদান হিসাবে স্বীকৃত । এই মূল্যবান আবিষ্কারের জন্য তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নােবেল পুরস্কার লাভ করেন । পদার্থবিজ্ঞানে এশিয়ার মধ্যে সি. ভি. রমন (C.V. Raman) প্রথম নােবেল পুরস্কার পান ।
সি . ভি . রামনের এই আবিষ্কার আরাে একটি বিশেষ কারণে স্মরণযােগ্য । সেটা হলাে ইতিপূর্বে ধারণা করা হতাে ভারতে বৈজ্ঞানিক গবেষণার জন্য তেমন কোনাে সুবিধাদি নেই যাতে করে কোনাে বৈজ্ঞানিক আবিষ্কার ঐ দেশ থেকে করা সম্ভবপর হয় ।
ভারতরত্ন স্যার সি.ভি. রমন এর একটি সংক্ষিপ্ত জীবনী । সি.ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali বা সি.ভি. রমন এর আত্মজীবনী বা (C.V. Raman Jivani Bangla. A short biography of C.V. Raman. C.V. Raman Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) সি.ভি. রমন এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সি.ভি. রমন কে ছিলেন ? Who is C.V. Raman ?
সি. ভি. রমন (C.V. Raman) ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। সি. ভি. রমন (C.V. Raman) ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের বিষয় ছিল আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে সি. ভি. রমন (C.V. Raman) এর মৌলিক আবিষ্কার।
ভারতরত্ন স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন এর জীবনী – C.V. Raman Biography in Bengali :
নাম (Name) | চন্দ্রশেখর ভেঙ্কটরামন বা সি. ভি. রমন (C.V. Raman) |
জন্ম (Birthday) | ৭ নভেম্বর ১৮৮৮ (7th November 1888) |
জন্মস্থান (Birthplace) | তিরুচ্চিরাপল্লী, ভারত |
অভিভাবক (Parents)/পিতামাতা | চন্দ্রশেখর আয়ার (পিতা)
পার্বতী দেবী (মাতা) |
জাতীয়তা | ভারতীয় |
কর্মক্ষেত্র | পদার্থ বিজ্ঞান |
প্রতিষ্ঠান | ভারতীয় বাণিজ্য বিভাগ
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স ভারতীয় বিজ্ঞান সংস্থা |
পরিচিতির কারণ | রমন ক্রিয়া |
উল্লেখযোগ্য পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩০)
হিউস মেডেল (১৯৩০) ভারত রত্ন (১৯৫৪) লেনিন শান্তি পুরস্কার (১৯৫৭) |
মৃত্যু (Death) | ২১ নভেম্বর ১৯৭০ (21st November 1970) |
সি ভি রমন এর জন্ম – C.V. Raman Birthday :
চন্দ্রশেখর ভেঙ্কটরামন ১৮৮৮ সালে ৭ ই নভেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরচূড়াপল্লীতে জন্মগ্রহণ করেন ।
সি ভি রমন এর পিতামাতা – C.V. Raman Parents :
তার পিতার নাম ছিলাে চন্দ্রশেখর আয়ার । তিনি বিজ্ঞান ও অঙ্কে যথেষ্ট আগ্রহী ছিলেন । মায়ের নাম পার্বতী তিনি খুব সংস্কৃতিমনা মহিলা ছিলেন ।
সি ভি রমন এর শৈশবকাল – C.V. Raman Childhood :
রামন শৈশবকাল থেকেই ছিলেন খুব বুদ্ধিমান ও জ্ঞানপিপাসু । মাত্র ১২ বছর বয়সে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতকার্য হন।
সি ভি রমন এর শিক্ষাজীবন – C.V. Raman Education Life :
১৯০৪ সালে মাত্র ষােল বছর বয়সে মাদ্রাজের প্রেসিডেন্সী কলেজ থেকে প্রথম শ্রেণীতে বি- এ পাস করেন । সেবার তিনি একাই প্রথম শ্রেণী পেয়েছিলেন ।
রামন উক্ত কলেজ থেকেই পূর্বের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম . এ . পাস করেন ।
সি ভি রমন এর কর্মজীবন – C.V. Raman Work Life :
এম . এ . পাস করার পর কলকাতার এ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে একটা মর্যাদাসম্পন্ন চাকরি গ্রহণ করেন ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতােষ মুখােপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে একটা অধ্যাপনার পদে চাকরি দিতে চাইলেন । রামন তার মােটা বেতনের সরকারী চাকরি ছেড়ে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের অধ্যাপক পদে যােগদান করেন ।
সি ভি রমন এর অধ্যক্ষ পদ :
১৯১৪ সালে কলকাতায় একটা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় । রামনকে সেখানকার অধ্যক্ষপদে নিয়ােগ করা হয় ।
সি ভি রমন ( ডি – এস – সি ) তে ভূষিত :
১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব সায়েন্স । ( ডি – এস – সি ) তে ভূষিত করে ।
সি ভি রমন রয়াল সোসাইটির সদস্য :
১৯২৪ সালে তিনি লন্ডনের রয়াল সােসাইটির একজন সদস্য । নির্বাচিত হন ।
সি ভি রমন এর প্রবন্ধ প্রকাশ – C.V. Raman Essays Published :
খুব অল্প বয়সেই সি . ভি . রামনের মধ্যে বিজ্ঞানের বিষয়ে পারদর্শিতা দেখা যায় । তার বয়স যখন ১৮ বছর ছিলাে তখনই তার প্রথম গবেষণামূলক প্রবন্ধ “ আয়তাকার ছিদ্রের কারণে আলােকরশ্মির অসামঞ্জস্যপূর্ণভাঙনের বন্ধনীসমূহ’লন্ডনের এক দর্শন সম্পর্কীয় ম্যাগাজিনে প্রকাশিত হয় । এই গবেষণা রামনকে বিশ্বের বিজ্ঞানী মহলে বিশেষভাবে পরিচিতি দিয়েছিলাে ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
সি ভি রমন এর আবিষ্কার – C.V. Raman Invention :
পরবর্তীকালে তিনি আলােক , শব্দ এবং চুম্বকশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সব আবিষ্কার করেছিলেন ।
সি ভি রমন কংগ্রেসের সভাপতি :
১৯২৮ খ্রীস্টাব্দে রামন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ।
সি ভি রমন এর স্যার উপাধি :
১৯২৯ সালে ভারতের তৎকালীন বৃটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করে ।
১৯৩৩ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর তিনি ভারতের ব্যাঙ্গালােরের বিজ্ঞান ইনস্টিটিউটের ডাইরেক্টর পদে আসীন । ছিলেন ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
সি ভি রমন এর সবেষণা – C.V. Raman Research :
চন্দ্রশেখর ভেঙ্কট রামন ইতিমধ্যে জল , স্বচ্ছবরফখন্ড সমুহ এবং অন্যান্য মাধ্যমে সূর্যরশ্মির গমনাগমনের বিষয়ে নানা ধরনের । অনুসন্ধান , পরীক্ষা – নিরীক্ষা ও গবেষণাকর্মে নিযুক্ত থাকলেন ।
তিনি সূর্যরশ্মিকে বিভিন্ন বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করিয়ে বর্ণালীর । ( স্পেকট্রাম – এর ) মধ্যে কতকগুলি নতুন রেখা দেখতে পেলেন ।
সি ভি রমন এর মৃত্যু – C.V. Raman Death :
১৯৭০ সালের ২১শে নভেম্বর রমনের মৃত্যু হয়।
রমন এফেক্ট আবিষ্কারের দিনটি স্মরণে ২৮শে ফেব্রুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস ঘোষণা করা হয়। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর এ দিনটিতে সারা ভারতের সবগুলো বিজ্ঞান গবেষণাগার সবার জন্য খুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে বিজ্ঞানের প্রচার ও প্রসারে এ দিনটির ভূমিকা অনেক ।
সি ভি রমন এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – C.V. Raman Biography in Bengali (FAQ):
- সি ভি রমন এর জন্ম কবে হয় ?
Ans: ৭ নভেম্বর ১৮৮৮ সালে ।
- সি ভি রমন এর পিতার নাম কী ?
Ans: চন্দ্র শেখর আয়ার ।
- সি ভি রমন মাতার নাম কী ?
Ans: পার্বতী দেবী ।
- সি ভি রমন কী আবিষ্কার করেন ?
Ans: রমন ক্রিয়া ।
- সি ভি রমন এর জন্ম কোথায় হয় ?
Ans: তিরুচ্চিরাপল্লী তে ।
- কবে সি ভি রমন নোবেল পুরস্কার পান ?
Ans: ১৯৩০ সালে ।
- সি ভি রমন কিসে নোবেল পুরস্কার পান ?
Ans: পদার্থ বিজ্ঞানে ।
- কবে সি ভি রমন ভারতরত্ন পান ?
Ans: ১৯৫৪ সালে ।
- সি ভি রমন কবে স্যার উপাধি পান ?
Ans: ১৯২৯ সালে ।
- সি ভি রমন কবে মারা যায় ?
Ans: ২১ নভেম্বর ১৯৭০ সালে ।
[আরও দেখুন, জগদীশ চন্দ্র বসুর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
আরও দেখুন, Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী]
সি.ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সি.ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। সি.ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই সি.ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।