ডঃ বি আর আম্ববেদকার এর জীবনী - Dr. B.R. Ambedkar Biography in Bengali
ডঃ বি আর আম্ববেদকার এর জীবনী - Dr. B.R. Ambedkar Biography in Bengali

ডঃ বি আর আম্ববেদকার এর জীবনী

Dr. B.R. Ambedkar Biography in Bengali

ডঃ বি আর আম্ববেদকার এর জীবনী – Dr. B.R. Ambedkar Biography in Bengali : ডঃ বি আর আম্বেদকর স্বাধীন ভারতের শাসনত প্রণয়নের কারণে ইতিহাসে অমর হয়ে থাকবেন । আইনশারে অসাধারণ আশ্চর্য দক্ষতার কারণে তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন । এছাড়া ইতিপূর্বে ডঃ বি আর আম্ববেদকার (Dr. B.R. Ambedkar) ১৯২৬ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত বােম্বাইয়ের আইন – মন্ত্রণালয় সভার একজন মনােনীত সদস্য ছিলেন ।

 ভারতের শাসনতন্ত্র প্রণেতা ডঃ বি আর আম্ববেদকারের একটি সংক্ষিপ্ত জীবনী । ডঃ বি আর আম্ববেদকার জীবনী – Dr. B.R. Ambedkar Biography in Bengali বা ডঃ বি আর আম্ববেদকারের আত্মজীবনী বা ডঃ বি আর আম্ববেদকার (Dr. B.R. Ambedkar Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ডঃ বি আর আম্বেদকর কে ছিলেন ? Who is Dr. B.R. Ambedkar ?

বি. আর. আম্বেদকর বা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (Dr. Bhimrao Ramji Ambedkar) যিনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন।

ভারতের শাসনতন্ত্র প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর এর জীবনী – Dr. Bhimrao Ramji Ambedkar Biography in Bengali :

নাম (Name) বি. আর. আম্বেদকর বা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (Dr. Bhimrao Ramji Ambedkar)
জন্ম (Birthday) ১৪ই এপ্রিল ১৮৯১ (14th April 1891)
জন্মস্থান (Birthplace) মধ্যপ্রদেশ
অভিভাবক (Parents)/পিতামাতা রামজী মালোজী শাকপাল ও ভীমাবাই
ডাকনাম  বাবা সাহেব 
জাতীয়তা ভারতীয়
উপাধি ভারতের আইন-মন্ত্রী,

চেয়ারম্যান অব দ্যা কন্‌স্টিটিউশন ড্রাফটিং কমিটি।

আন্দোলন দলিত বৌদ্ধ আন্দোলন
দাম্পত্য সঙ্গী (Spouse) রমাবাই (১০৯৬) ও সভিতা (১৯৪৮)
শিক্ষা  এম.এ.(M. A.);

পি.এইচ.ডি.(PhD.);

ডি.এস.সি.(D.Sc.);

এল.এল.ডি.(L.L.D.);

ডি.লিট.(D.Lit.),

ব্যরিস্টার(আইন) (Barrister(Law))

মৃত্যু (Death) ৬ই ডিসেম্বর ১৯৫৬ (6th December 1956)
মৃত্যুস্থান (Deathplace) দিল্লি 

বি. আর. আম্বেদকর এর জন্ম – B. R. Ambedkar Birthday :

 বি . আর , অর্থাৎ ভীমরাও রামঞ্জী আম্বেদকর ১৮৮৩ সালে মধ্য প্রদেশের একটা খুবই দরিদ্র এবং অস্পৃশ্য শ্রেণীর পরিবারে জন্মলাভ করেন । 

বি. আর . আম্বেদকর এর শৈশবকাল – B.R. Ambedkar Childhood :

 যেহেতু হিন্দু সমাজে সে – সময় অস্পৃশ্য শ্রেণীর লােকদের অত্যন্ত হীনচোখে দেখা হতাে , সেইজন্য তরুণ অবস্থা থেকেই বি , আর . আম্বেদকরকে জীবন সংগ্রামে সফল হতে নানা বাধা বিগ্নের সম্মুখীন হতে হয়েছে । তবে যেহেতু তিনি জন্মগত ও বিধিদত্ত প্রতিভার অধিকারী ছিলেন , সেইহেতু শেষ পর্যন্ত কোনাে বাধাই তার অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারে নি ।

আম্বেদকর এর শিক্ষাজীবন – Ambedkar Education Life : 

 বি . আর . আম্বেদকর একদিক দিয়ে বিচার করলে খুবই সৌভাগ্যশালী ছিলেন । কারণ হিন্দু সমাজে তখনও যেখানে নিচু ও অস্পৃশ্য শ্রেণীর লােকেরা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারতাে । , এমন কি বিদ্যালয়ে শিক্ষালাভ থেকে অনেক সময় যেখানে তাদেরকে বঞ্চিত করা হতাে , উচ্চশ্রেণীর লােকদের দ্বারা নিগৃত হতাে , সেখানে বরােদা রাজ্যের তৎকালীন মহারাজা তার প্রতিভা । মেধা ও বিদ্যাবত্তা দেখে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযােগ করে দেন । 

আম্বেদকর এর এম.এ পাস :

 বি . আর . আম্বেদকর আমেরিকা গিয়ে ১৯১৫ সালে এম- এ পাস করেন । পরের বছর ডক্টরেট করে ডক্টর ডিগ্রী লাভ করেন ।

আম্বেদকর এর আইন নিয়ে অধ্যাপনা – Ambedkar Teaching Law :

 ১৯১৮ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত ডক্টর আম্বেদকর আইন বিষয়ে অধ্যাপনাও করেন । পরবর্তীকালে ১৯২৫ সাল থেকে তিনি বােম্বাই হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন । 

 ভবি . আর . আম্বেদকর বিলেতে শাসক বৃটিশদের সঙ্গে ভারতের প্রতিনিধিদের যে গােলটেবিল বৈঠক বসতাে মাঝে – মধ্যে , তাতেও তিনি অংশগ্রহণ করতেন অস্পৃশ্য জাতির প্রতিনিধি হিসাবে ।

সত্যাগ্রহ পালন ও বৌদ্ধধর্ম গ্রহণ : 

 ভঃ বি . আর . আম্বেদকর মহারাষ্ট্রের নাসিক শহরে ১৯৩০ সালে অচ্ছুত শ্রেণীর লােকদের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেবার । জন্য মহাত্মা গান্ধীর অনুসরণে তার শ্রেণীর অনেকের সঙ্গে সত্যাগ্রহ পালন করেন । শুধু তাই নয় , ভারতীয় গোঁড়া হিন্দুদের বিবেকে নাড়া দেবার জন্য ডঃ বি . আর . আম্বেদকর ১৯৫৬ সালের অক্টোবর মাসে তাঁর লাখ লাখ ভক্ত অনুসারীসহ বৌদ্ধধর্ম গ্রহণ করেন । 

 ভারতের অস্পৃশ্য শ্রেণীর লোেকদের উন্নয়নের জন ভারতীয় শাসনতন্ত্রে যে বিশেষ বিধান সমূহ অন্তর্ভূক্ত করা হয়েছে , তার প্রধান উদ্যোক্তা ছিলেন এইডঃ ভীমরাও রামজী আম্বেদকর ।

আম্বেদকর এর মৃত্যু – Ambedkar Death :

 ডঃ বি . আর আম্বেদকর ১৯৫৬ সালের ৬ ই ডিসেম্বর ৬৩ বছর । বয়সে পরলােক গমন করেন । তিনি পদদলিত , উৎপীড়িত , নিগৃহিত , অবহেলিত মানবজাতির মুক্তিলাভের প্রচেষ্টার জন্য নিম্নশ্রেণীরসল মানুষের কাছে শুধুনয় , মানবতাবাদী সকলের কাছেই অসীম শ্রদ্ধার পাত্র ।

ডঃ বি আর আম্বেদকর এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Dr. B.R. Ambedkar Biography in Bengali (FAQ):

  1. আম্বেদকর এর জন্ম কবে হয় ?

Ans. ১৪ এপ্রিল ১৮৯১ সালে ।

  1. আম্বেদকর এর পিতার নাম কী ?

Ans. রামজী মলোজী শাকপাল ।

  1. আম্বেদকর এর মায়ের নাম কী ?

Ans. ভিমাবাই ।

  1. আম্বেদকর এর জন্ম কোথায় হয় ?

Ans. মধ্যপ্রদেশে ।

  1. আম্বেদকর এর উপাধি কী কী ?

Ans. ভারতের আইন-মন্ত্রী, চেয়ারম্যান অব দ্যা কন্‌স্টিটিউশন ড্রাফটিং কমিটি।

  1. আম্বেদকর স্ত্রীর নাম কী ?

Ans. রমাবাই ও সবিতা ।

  1. ডঃ বি আর আম্বেদকর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৪ এপ্রিল ১৮৯১ সালে ।

  1. আম্বেদকর এর ডাক নাম কী ?

Ans. বাবা সাহেব ।

  1. আম্বেদকর এর মৃত্যু কবে হয় ?

Ans. ৬ ডিসেম্বর ১৯৫৬ ।

  1. আম্বেদকর এর মৃত্যু কোথায় হয় ?

Ans. দিল্লি ভারত ।

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

ডঃ বি আর আম্ববেদকার জীবনী – Dr. B.R. Ambedkar Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ডঃ বি আর আম্ববেদকার জীবনী – Dr. B.R. Ambedkar Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।