জগদীশ চন্দ্র বসুর জীবনী - Jagdish Chandra Bose Biography in Bengali
জগদীশ চন্দ্র বসুর জীবনী - Jagdish Chandra Bose Biography in Bengali

জগদীশ চন্দ্র বসুর জীবনী

Jagdish Chandra Bose Biography in Bengali

জগদীশ চন্দ্র বসুর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali : জগদীশ চন্দ্র বসু সাধারণ মানুষের মাঝে পরিচিত “গাছের প্রাণ আছে” এই আবিষ্কারের মাধ্যমে। এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার নিঃশঙ্ক পদচারণা আমাদের অবাক করে দেয়। একাধারে জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানী। আমরা সাধারণত ভেবে থাকি, এই দুটি বিষয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে। জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছিলেন বিজ্ঞানের সব বিষয়গুলি একে অন্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।

 বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা আচার্য জগদীশ চন্দ্র বসু এর একটি সংক্ষিপ্ত জীবনী । জগদীশ চন্দ্র বসু এর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali বা জগদীশ চন্দ্র বসু এর আত্মজীবনী বা (Jagdish Chandra Bose Jivani Bangla. A short biography of Jagdish Chandra Bose. Jagdish Chandra Bose Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) জগদীশ চন্দ্র বসু এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

জগদীশ চন্দ্র বসু কে ছিলেন ? Who is Jagdish Chandra Bose ?

জগদীশ চন্দ্র বসু (Jagdish Chandra Bose) ছিলেন একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় জগদীশ চন্দ্র বসুর (Jagdish Chandra Bose) হাত ধরে হয় বলে মনে করা হয়। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স জগদীশ চন্দ্র বসুকে (Jagdish Chandra Bose) রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করে।

আচার্য জগদীশচন্দ্র বসুর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali :

নাম (Name) জগদীশ চন্দ্র বসু (Jagdish Chandra Bose)
জন্ম (Birthday) ৩০ নভেম্বর ১৮৫৮ (30th November 1858)
জন্মস্থান (Birthplace) বিক্রমপুর, 
অভিভাবক (Parents)/পিতামাতা ভগবান চন্দ্র বসু ও বামাসুন্দরী দেবি
জাতীয়তা ব্রিটিশ ভারতীয়
দাম্পত্য সঙ্গী (Spouse) অবলা বসু
কর্মক্ষেত্র পদার্থবিজ্ঞান, জৈবপদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, বাংলা সাহিত্য, বাংলা কল্পবিজ্ঞান
প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

লন্ডন বিশ্ববিদ্যালয়

শিক্ষায়তনিক উপদ্রেসট্রাবৃন্দ জন উইলিয়াম স্ট্রাট 
পরিচিতির কারণ মিলিমিটার তরঙ্গ

বেতার

ক্রেসকোগ্রাফ

উদ্ভিদবিজ্ঞান

উল্লেখযোগ্য পুরস্কার সিআইই (১৯০৩)

সিএসএই (১৯১১)

নাইট ব্যাচেলর (১৯১৭)

মৃত্যু (Death) ২৩ নভেম্বর ১৯৩৭ (13th November 1937)

জগদীশ চন্দ্র বসুর জন্ম – Jagdish Chandra Bose Birthday :

 জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ শে নভেম্বর বাংলাদেশের বিক্রমপুর জেলার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। 

গাছেরও প্রাণ আছে উদ্ভিদবিজ্ঞানে এইতত্ব আবিষ্কারের জনক তিনি। 

জগদীশ চন্দ্র বসুর পিতামাতা – Jagdish Chandra Bose Parents :

 তার পিতার নাম ভগবানচন্দ্র বসু । তিনি ফরিদপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলেন । তার মায়ের নাম বামাসুন্দরী বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার কর্মক্ষেত্র ছিলাে কলকাতা । 

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali]

জগদীশ চন্দ্র বসুর শিক্ষাজীবন – Jagdish Chandra Bose Education Life :

 পিতা ভগবানচন্দ্র ডেপুটি মেজিস্ট্রেট বদলির চাকরি । বিভিন্ন জেলায় তাকে বদলি করা হতাে । যেখানেই যান সেখানকার স্কুলে ছেলেকে ভর্তি করে দেন । গ্রামের পড়া শেষ হলে এক সময় জগদীশচন্দ্রকে কলকাতার বিখ্যাত স্কুল সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করে দেওয়া হয় । সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে এন্ট্রাস ( বর্তমানের ম্যাট্রিক পাস করেন । ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে । ঐ কলেজ থেকে তিনি ১৮৮০ সালে বি . এ . পাস করেন ।

 জগদীশচন্দ্র বসুর ইচ্ছা ছিলাে বিলেতে গিয়ে কিছু শিখে আসা । তার বাবাও চাইতেন ছেলে বিজ্ঞানভিত্তিক কিছু শিক্ষা গ্রহণ করুক । শেষ পর্যন্ত বি . এ . পাস করে জগদীশচন্দ্র বসু ডাক্তারী পড়তে লন্ডনে পাড়ি জমালেন । যথানিয়মে তিনি প্রাথমিক পরীক্ষায় পাসও । করলেন । কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারী পড়া সম্ভব হলাে না । তিনি শেষ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উদ্ভিদতত্ব রসায়ন শাস্ত্র এবং পদার্থবিদ্যায় ট্রাইপস ডিগ্রী লাভের জন্য বিজ্ঞান পড়তে শুরু করলেন । সে পরীক্ষায় তিনি সাফল্যের সাথে কৃতকার্য হলেন । সেইসঙ্গে ১৮৮৪ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও বি , এস , সি ডিগ্রী লাভ করেন । 

জগদীশ চন্দ্র বসুর কর্মজীবন – Jagdish Chandra Bose Work Life :

 জগদীশচন্দ্র বসু পড়াশুনা শেষ করে কলকাতায় ফিরে আসেন । এবং সেখানকার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিদ্যায় অধ্যাপনার চাকরি লাভ করেন ১৮৮৫ সালে । তিনি কলেজে পাঠ্যবিষয়কে বাস্তব পরীক্ষার সাহায্যে এমনভাবে প্রাণবন্ত করতে পারতেন যে , ছাত্ররা সৰচমকৃত ও মুগ্ধ হয়ে যেতাে । শুধু পড়ানোের দক্ষতায় নয় , তার ন্যায়নিষ্ঠা ও দৃঢ়তা শত্রুকেও বশ মানাতাে । তার প্রতি অনুকুল করে তুলতাে । 

 ৩৫ বছর বয়সে তার জন্মদিনের এক উৎসবে তিনি নিজেকে পুরােপুরি বিজ্ঞানের সাধনায় নিয়ােজিত রাখার শপথ নিলেন । জগদীশ চন্দ্রের জীবনে এক অপূরণীয় ক্ষতি ঘটে গিয়েছিল । পাঁচ বছরের মধ্যে তিনি হারিয়েছেন তার পিতা – মাতাকে ।

 ১৮৯৫ সালে জগদীশচন্দ্র বসুর বিদ্যুৎ বিষয়ক মৌলিক গবেষণার বিষয় লন্ডনের রয়াল সোসাইটির জার্নালে প্রকাশিত হয় ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

জগদীশ চন্দ্র বসুর উপাধি – Jagdish Chandra Bose’s Title :

 ১৮৯৬ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডি . এস . সি . উপাধি লাভ করেন ।

 তিনি গাছেরও প্রাণ আছে এই তত্ব প্রমাণ করেন । এই তত্বকে প্রতিষ্ঠিত করতে তিনি নানা ধরনের সূক্ষ্ম যন্ত্রপাতির উদ্ভব ঘটিয়েছিলেন পরীক্ষা – নিরীক্ষার প্রয়ােজনে । 

জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার – Jagdish Chandra Bose Invention :

 বেজোনাক্ট রেকর্ডার , বিনা তারে কিভাবে খবর পাঠনাে যেতে পারে তা তিনি কলকাতায় এক বক্তৃতায় প্রকাশ করেন এবং ছােট যন্ত্রের সাহায্যে নিজের বাড়ি থেকে এক মাইল দূরে কলেজের সঙ্গে বিনা তারে সঙ্কেত আদান – প্রদানও করেছিলেন । তবে তার এই আবিষ্কার বিদেশে প্রচারিত হবার আগেই ইটালীর সমসাময়িককালের অপেক্ষাকৃত তরুণ বিজ্ঞানী মার্কনি বেতার টেলিগ্রাফ পদ্ধতির জনক বলে স্বীকৃতি পান দেশে ও বিদেশে । 

জগদীশ চন্দ্র বসুর কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা – Jagdish Chandra Bose Established : 

 আচার্য জগদীশচন্দ্র বসু স্বদেশে বিজ্ঞানচর্চার প্রসারের জন্য । কলকাতায় “ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে গেছেন ।

জগদীশ চন্দ্র বসুর ‘Sir’ উপাধি Jagdish Chandra Bose ‘Sir’ Title :

 বৃটিশ সরকার বিজ্ঞানের অবদানের স্বীকৃতিস্বরূপতাকে স্যার উপাধিতে ভূষিত করে ।

রয়াল সোসাইটির ফেলো :

 তিনি ১৯২০ সালের ১৩ ই মে লন্ডনের রয়াল সােসাইটির ফেলাে নির্বাচিত হন ।

জগদীশ চন্দ্র বসুর মৃত্যু – Jagdish Chandra Bose Death :

 তিনি ১৯৩৭ সালের ২৩ শে নভেম্বর তারিখে ৭৯ বছর বয়সে পরলােক গমন করেন ।

জগদীশ চন্দ্র বসুর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Jagdish Chandra Bose Biography in Bengali (FAQ):

  1. জগদীশ চন্দ্র বসুর জন্ম কবে হয় ?

Ans: ৩০ নভেম্বর ১৮৫৮ সালে ।

  1. জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: বিক্রমপুর জেলার রাঢ়িখাল গ্রামে ।

  1. জগদীশ চন্দ্র বসুর পিতার নাম কী ?

Ans: ভগবান চন্দ্র বসু ।

  1. জগদীশ চন্দ্র বসুর মাতার নাম কী ?

Ans: বামাসুন্দরী দেবী ।

  1. জগদীশ চন্দ্র বসুর উল্লেখযোগ্য পুরস্কার কী কী ?

Ans: সিআইই (১৯০৩), সিএসএই (১৯১১), নাইট ব্যাচেলর (১৯১৭)।

  1. জগদীশ চন্দ্র বসু কী জন্য স্যার উপাধি পান ?

Ans: বৃটিশ সরকার বিজ্ঞানের অবদানের স্বীকৃতিস্বরূপতাকে স্যার উপাধিতে ভূষিত করে ।

  1. জগদীশ চন্দ্র বসু কবে রয়াল সোসাইটির ফেলো হন ?

Ans: ১৯২০ সালে ১৩ মে ।

  1. গাছের প্রাণ আছে কে বলেন ?

Ans: আচার্য জগদীশচন্দ্র বসু ।

  1. জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার কী ?

Ans: মিলিমিটার তরঙ্গ, বেতার, ক্রেসকোগ্রাফ, উদ্ভিদবিজ্ঞান ।

  1. জগদীশ চন্দ্র বসু কবে মারা যান ?

Ans: ১৯৩৭ সালের ২৩ শে নভেম্বর ।

[আরও দেখুন, উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী – Wilbur and Orville Wright Biography in Bengali

আরও দেখুন, গুলিয়েলমো মার্কনির জীবনী – Guglielmo Marconi Biography in Bengali

আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali

আরও দেখুন, রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]

জগদীশ চন্দ্র বসু এর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জগদীশ চন্দ্র বসু এর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। জগদীশ চন্দ্র বসু এর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই জগদীশ চন্দ্র বসু এর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now