জোনাথন সুইফটের জীবনী - Jonathan Swift Biography in Bengali
জোনাথন সুইফটের জীবনী - Jonathan Swift Biography in Bengali

জোনাথন সুইফটের জীবনী

Jonathan Swift Biography in Bengali

জোনাথন সুইফটের জীবনী – Jonathan Swift Biography in Bengali :গ্যালিভার্স ট্রাভেলস ’ বইটি পড়েনি বােধ হয় এমন কিশাের পাঠক বিশ্বে কম পাওয়া যাবে । সেই যে দৈত্যের মতাে গ্যালিভার্স , জাহাজ ডুবির ফলে ভাসতে ভাসতে চলে গেল লিলিপুটের দেশে । সেখানকার মানুষরা কেউই দু’ফুটের বেশি লম্বা নয় । লিলিপুটরা বিরাট আকারের মানুষ দেখে কতাে কান্ডকীর্তিইনা করলাে । দ্বিতীয়বার গ্যালিভার্স এসে পড়লাে ব্রডিংনাগ এরদেশে সেখানকার অধিবাসীরা আকৃতিতে একেবারে দৈত্যের মতাে । গ্যালিভার্স । ট্রাভেলস ’ বিশ্ব শিশুসাহিত্যে ক্লাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃতি পেয়েছে । কোটি – কোটি শিশু – কিশাের পাঠককে মুগ্ধ করেছে বিশ্ববিখ্যাত এই চিরায়ত গ্রন্থটির লেখক জোনাথন সুইফ্রন্ট । 

 ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি জোনাথন সুইফটের একটি সংক্ষিপ্ত জীবনী । জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali বা জোনাথন সুইফটের আত্মজীবনী বা জোনাথন সুইফট (Jonathan Swift Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

জোনাথন সুইফট কে ছিলেন ? Who is Jonathan Swift ?

জোনাথন সুইফট (Jonathan Swift) ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক ও পাদ্রী। তিনি ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডীন নিযুক্ত হয়েছিলেন। 

শিশু সাহিত্যিক জোনাথন সুইফট এর জীবনী – Jonathan Swift Biography in Bengali :

নাম (Name) জোনাথন সুইফট (Jonathan Swift)
জন্ম (Birthday) ৩০ নভেম্বর, ১৬৬৭ (30 November 1667)
জন্মস্থান (Birthplace) ডাবলিন, আয়ারল্যান্ড
অভিভাবক (Parents)/পিতামাতা  আবিগেইল এরিক 
পেশা (Occupation) রাজনৈতিক ক্ষুদ্র পুস্তক রচয়িতা

কবি

পাদ্রী

ছদ্মনাম  এম. বি. ড্রাপিয়ার

লিমুয়েল গালিভার

আইজ্যাক বিকারস্টাফ

ভাষা ইংরেজি
জাতীয়তা আইরিশ 
শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ, ডাবলিন
উল্লেখযোগ্য রচনাবলী গালিভার’স ট্রাভেলস

এ মডেস্ট প্রোপোজাল

এ টেল অব এ টাব

ড্রাপিয়ার’স লেটারস

মৃত্যু (Death) ১৯ অক্টোবর, ১৭৪৫ (19th October 1745)

জোনাথন সুইফটের পাণ্ডুলিপি প্রকাশ – Jonathan Swift Manuscript :

 ১৭২৬ সালের ৮ ই আগস্ট ৫৯ বছর বয়সে জোনাথন সুইফট ‘ গ্যালিভার্স ট্রাভেল ’ – এর পাণ্ডুলিপি এক প্রকাশকের কাছে পাঠালেন নিজের নাম গােপন করে । রিচার্ড সিম্পসন ’ নাম দিয়ে । তিনি এক চিঠিতে প্রকাশককে জানালেন , তিনি গ্যালিভারের কাকা । কয়েক বছর আগে তার ভাইপাে গ্যালিভার তার ভ্রমণবৃত্তান্তের পান্ডুলিপিতার কাছে দিয়েছিলাে প্রকাশ করার জন্য । তিনি প্রকাশকের কাছে দুশাে পাউড অগ্রিমও চাইলেন রয়ালিটি বাবদ । তিনি চিঠিতে জানালেন বইটি না চললে অগ্রিমের টাকা তিনি ফেরত দেবেন । 

 পান্ডুলিপি পড়ে প্রকাশকের খুব ভালাে লাগলাে । তিনি বইটি ছাপাতে দিলেন । বছরের শেষের দিকেই বইটি প্রকাশিত হলাে । গ্যালিভার ট্রাভেল পাঠক মহলে দারুণ আলােড়ন সৃষ্টি করলাে । এক সপ্তাহের মধ্যে বইটির ১ ম মুদ্রণ শেষ হয়ে গেল । 

জোনাথন সুইফটের জন্ম ও পরিবার – Jonathan Swift Birthday and Family :

 জোনাথন সুইফট ১৬৬৭ সালের ৩০ শে নভেম্বর লন্ডনের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন । মা – বাবা দু’জনেই আইরিশ । জন্মের আগেই তিনি বাবাকে হারান । মায়ের কাছেই জোনাথন সুইফট বড় হতে থাকেন । এক ধাত্রী জোনাথান সুইটকে দেখাশুনা করতেন । এই ধাত্রীই তাকে প্রাথমিক শিক্ষা দেন । 

জোনাথন সুইফটের শিক্ষাজীবন – Jonathan Swift Education Life :

 পনেরাে বছর বয়সে জোনাথান সুইট বিখ্যাত ট্রিনিটি কলেজে ভর্তি হন । এই কলেজ থেকেই তিনি একদিন ডিগ্রী পরীক্ষাও পাস করেন । 

জোনাথন সুইফটের কর্মজীবন – Jonathan Swift Work Life :

 জোনাথানের দূর সম্পর্কের এক আত্মীয় স্যার উইলিয়াম টেম্পল । ছিলেন ক্ষমতাশালী রাজনৈতিক নেতা , একজন লেখক ও সাহিত্যরসিক । রাজ দরবারেও ছিলাে তার বিশেষ প্রভাব । আয়ারল্যান্ডে তখন চলছে স্বাধীনতা সংগ্রাম । জোনাথান সুইট । গেলেন টেম্পলের কাছে , একটা চাকরির জন্য । টেম্পল তাকে তার  সচিবের চাকরি দিলেন । 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাস : 

 ১৬৯২ সালে জোনাথান সুইট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম . এ পাস করেন । ১৬৯৪ সালে টেম্পলের সাথে মনােমালিন্য হওয়ায় তিনি কিলরুটের এক গীর্জায় পাদরির চাকরি গ্রহণ করেন । কিছুকাল পরে তিনি আবার টেম্পলের চাকরিতে ফিরে যান । 

জোনাথন সুইফটের বিবাহ জীবন – Jonathan Swift Marriage Life :

 যৌবনে জোনাথন সুইফট ভ্যারিনা , স্টেলা ও ভ্যানেসা নান্নী তিনটি মেয়েকে ভালােবেসেছিলেন । প্রথম প্রেমিকা ভ্যারিনার কাছ থেকে বিয়ের ব্যাপারে প্রত্যাখ্যাত হয়ে জোনাথন সুইফ্ট জীবনে । আর বিয়েই করেননি । চিরকুমার থেকে যান । কিন্তু বিয়ের সম্ভাবনা নেই দেখেও স্টেলা ও ভ্যানিসা আমৃত্যু জোনাথানকে ভালােবেসে নিজেদের জীবন জড়িয়ে রেখেছিলেন জোনাথন সুইফ্ট – এর সাথে । 

 প্রেমে ব্যর্থতা , নিঃসঙ্গতা , অর্থহীন জীবনের দুশ্চিন্তা নানা কারণে শেষ বয়সের দিকেই ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন । কিছুই মনে রাখতে পারেন না । কাউকে চিনতেও পারেন না । নিজের বই পড়ে বলতেন – ‘ খুব ভালাে বইতাে । ‘ কার লেখা ? লেখকের প্রতিভা আছে কাছের একজন বলে উঠতাে এ বইতাে আপনারই লেখা । 

জোনাথন সুইফটের পুস্তক সমুহ – Jonathan Swift Books :

জোনাথন সুইফট – এর বইয়ের মধ্যে আছে “ দি টেল অফ এটাব ‘ , ‘ ব্যাট্‌ অফ দি বু ’ , ‘ এ মডেস্ট প্রােপােজাল ’ , ‘ ক্যানেডাস এ্যান্ড ভ্যানেসা ’ এবং স্টেলার স্মৃতি উল্লেখযােগ্য ।

উল্লেখযোগ্য রচনা : 

 বেশি নয় , একটি মাত্র কালজয়ী সৃষ্টি ‘ গ্যালিভার্স ট্রাভেলস ‘ – এর মাধ্যমে জোনাথান সুইট অমর হয়ে আছে সাহিত্যের ইতিহাসে । লক্ষ – কোটি কিশাের কিশােরীর মনের মনিকোঠায় ।

জোনাথন সুইফটের মৃত্যু – Jonathan Swift Death :

 ১৭৪২ সালের আগষ্ট মাসে কর্তৃপক্ষ তাকে অপ্রকৃতিস্থ এবং দায়িত্ব পালনের অযােগ্য ঘােষণা করেন । তিনি তখন সত্যি উন্মাদ হয়ে গেছেন । সারাদিন পায়চারি করেন । ১৭৪৫ সালের ১৯ শে 

অক্টোবর তিনি চিরনিদ্রায় শায়িত হলেন । জোনাথন সুইফট শেষ । কথা উচ্চারণ করলেন ‘ আই এ্যাম এ ফুল ।  মৃত্যুকালে সুইফটের বয়স হয়েছিলাে ৭৮ বছর । 

জোনাথন সুইফটের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Jonathan Swift Biography in Bengali (FAQ):

  1. জোনাথন সুইফটের জন্ম কবে হয় ?

Ans. ১৬৬৭ সালে ৩০ নভেম্বর ।

  1. জোনাথন সুইফটের মায়ের নাম কী ?

Ans. আবিগেইল এরিক ।

  1. জোনাথন সুইফটের জন্ম কোথায় হয় ?

Ans. ডাবলিন আয়ারল্যান্ড এ ।

  1. জোনাথন সুইফটের উল্লেখযোগ্য রচনাবলী কী ?

Ans. গালিভার’স ট্রাভেলস ,এ মডেস্ট প্রোপোজাল, এ টেল অব এ টাব, ড্রাপিয়ার’স লেটারস ।

  1. জোনাথন সুইফট কোথায় থেকে এম এ পাস করেন ?

Ans. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ।

  1. জোনাথন সুইফটের পাণ্ডুলিপি প্রকাশ কবে হয় ?

Ans. ১৭২৬ সালে ।

  1. জোনাথন সুইফটের শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?

Ans. ট্রিনিটি কলেজ, ডাবলিন ।

  1. জোনাথন সুইফটের ছদ্মনাম কী ?

Ans. এম. বি. ড্রাপিয়ার, লিমুয়েল গালিভার, আইজ্যাক বিকারস্টাফ ।

  1. জোনাথন সুইফটের মৃত্যু কবে হয় ?

Ans. ১৭৪২ সালে আগস্ট মাসে ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now