মেক্সিম গোর্কির জীবনী - Maxim Gorky Biography in Bengali
মেক্সিম গোর্কির জীবনী - Maxim Gorky Biography in Bengali

মেক্সিম গোর্কির জীবনী

Maxim Gorky Biography in Bengali

মেক্সিম গোর্কির জীবনী – Maxim Gorky Biography in Bengali : রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী এবং ‘ মা ’ উপন্যাসটির জন্য বিশ্বনন্দিত ম্যাক্সিম গাের্কি । 

 বিশ্ববিশ্রুত লেখক মেক্সিম গোর্কির একটি সংক্ষিপ্ত জীবনী । মেক্সিম গোর্কি জীবনী – Oscar Wilde Biography in Bengali বা মেক্সিম গোর্কির আত্মজীবনী বা মেক্সিম গোর্কি (Oscar Wilde Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

মেক্সিম গোর্কি কে ছিলেন ? Who is Maxim Gorky ?

মেক্সিম গোর্কির (Maxim Gorky) ছিলেন একজন রুশ, সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী। মেক্সিম গোর্কি (Maxim Gorky) নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে ‘গোর্কি’ অর্থাৎ ‘তেতো’ নামকে বেছে নেন। মেক্সিম গোর্কির (Maxim Gorky) অনেক বিখ্যাত রচনার মধ্যে ‘মা’ একটি কালজয়ী উপন্যাস। 

বিশ্ববিশ্রুত কথাশিল্পী মেক্সিম গোর্কি এর সংক্ষিপ্ত জীবনী – Maxim Gorky Biography in Bengali : 

নাম (Name) আলেক্সি ম্যাকসিমােভিচ পেশকভ বা মেক্সিম গোর্কি (Maxim Gorky) 
জন্ম (Birthday) মার্চ ২৮, ১৮৬৮ ( 28th March 1868)
জন্মস্থান (Birthplace) রাশিয়া
অভিভাবক (Parents)/পিতামাতা মাক্সিম পেশকভ ও ভারিয়া
ছদ্মনাম মেক্সিম গোর্কি 
জাতীয়তা রুশ, সোভিয়েত
সময়কাল  আধুনিকতাবাদ 
ধরন উপন্যাস, নাটক
সাহিত্য আন্দোলন সমাজতান্ত্রিক বাস্তববাদ
মৃত্যু (Death) জুন ১৮, ১৯৩৬ (18th June 1936)

মেক্সিম গোর্কির জন্ম – Maxim Gorky Birthday :

 ১৮৬৮ সালের ২৮ শে মার্চ রাশিয়ায় জন্মলাভ করেন । তার প্রকৃত নাম আলেক্সি ম্যাকসিমােভিচ পেশকভ । 

মেক্সিম গোর্কির প্রথম গল্পঃ – Maxim Gorky First Story :

 যখন তার বয়স ২৪ বছর , তখন তার জগদ্বিখ্যাত একটি গল্প । ‘ মাকারচুন্দ্র ’ জর্জিয়ার রাজধানী তিবলিসে একটা পত্রিকায় প্রকাশিত হয় । এটি তার প্রকাশিত প্রথম গল্প ।

মেক্সিম গোর্কির ছদ্মনাম – Maxim Gorky Pseudonym : 

 ‘ ম্যাক্সিম গাের্কি ’ ছদ্ম নামে । তিনি গল্পটি ছাপান । এই ছদ্মনামেই তিনি বিশ্বে ব্যাপকভাবে পরিচিত । ছদ্মনামের আড়ালে হারিয়ে গেছেতার পিতৃপ্রদত্ত আসল নামটি । 

মেক্সিম গোর্কির গল্পঃ সমুহ – Maxim Gorky Storys :

 ১৯১৩ সালে প্রকাশিত হয় তার আমার ছেলেবেলা । পরবর্তীতে প্রকাশিত হয় আমার স্মৃতিচারণা ’ , পৃথিবীর পথে , পৃথিবীর পাঠশালায় ইত্যাদি । এই বইগুলাে বিশ্বসাহিত্যে এক অমূল্য সম্পদ । এগুলাে পাঠ করলে সত্যিই আমাদের বিশ্বাস হয় কতাে না দুঃখময় ঘটনার মধ্য দিয়ে , কতাে না চড়াই – উৎরাই পার করে নিয়ে যেতে হয়েছে তার জীবন তরীটিকে । 

মেক্সিম গোর্কির শৈশব – Maxim Gorky Childhood :

 মাত্র চার বছর বয়সের মাথায় তিনি তার পিতাকে হারান । এরপর মাকে নিয়ে মাতামহের বাড়িতে আশ্রয় নেন । তার এই মাতামহ ছিলেন ভীষণ কৃপণ এবং দারুণ বদমেজাজী । মামারাও ভালাে লােক ছিলাে না । তারা বাবার সম্পত্তি নিয়ে সবসময় নিজেদের মধ্যে কলহ বিবাদে লিপ্ত থাকতাে । 

ম্যাক্সিম গোর্কির জীবন সংগ্রাম – Maxim Gorky struggle of life : 

 ম্যাক্সিম গাের্কির মাতামহ নভােগােরদে শহরে তার সম্পত্তিটি ছেলেদের মধ্যে একদিন ভাগ – বাঁটোয়ারা করে দিয়ে ঐ শহরেরই আরেক জায়গায় নতুন একটা বাড়ি কিনে ম্যাক্সিম গাের্কিকে এনে নিজের সঙ্গে রাখলেন । ম্যাক্সিম গাের্কির মা আর একটি বিয়ে করে সেই স্বামীর গৃহে চলে যান । অবশ্য নতুন স্বামীতাকে ফেলে কোথায় চলে যাওয়ায় তার ঔরসজাত একসন্তানকে নিয়ে গাের্কির মা আবার তাদের কাছে ( মাতামহের বাড়িতে ) ফিরে আসেন । তবে ফিরে আসার পর তিনি আর বেশিদিন বাঁচেননি । আর এই সময় থেকেই প্রকৃতপক্ষে ম্যাক্সিম গাের্কির জীবন – সংগ্রাম শুরু হলাে । তখন তার বয়স মাত্র দশ বছর । তার মাতামহ অসহায় এই নাতিটিকে বললেন- “ যাও এখন বেরিয়ে পড়াে । দুনিয়াটাকে একটু চেনো ।

 ম্যাক্সিম গাের্কি পথে বেরিয়ে দুনিয়া অর্থাৎ নিজেদের জারশাসিত নিষ্ঠুর রাশিয়াকে দেখতে বেরিয়ে পড়লেন । এবং জীবিকা নির্বাহের জন্য ম্যাক্সিম গাের্কিকে নির্দয় নির্মম দুনিয়ায় যে কষ্ট সহ্য করতে হয়েছে , তা জানতে পারলে পাষাণ হৃদয় মানুষেরও চোখে জল আসে ।

ম্যাক্সিম গোর্কির কর্মজীবন – Maxim Gorky Work Life :

 তিনি পেটের দায়ে এক জুতাের দোকানে শিক্ষানবিশীর কাজ , ভলগা নদীর তীরে এক স্টীম বােটে বাসন ধােয়ার কাজ , রুটির দোকানের কাজ , জেলে হিসাবে মৎস শিকারীদের সহকারীর কাজ , গােপন লিফলেট বিলি করা এবং সেইজন্য জেলখাটা প্রভৃতি বিচিত্র এক একটা সব অভিজ্ঞতার সম্মুখীন হন । তিনি হয়ে পড়লেন । ঘােরতর কমিউনিস্ট , নাস্তিক এবং বড়লােক ধনী – বণিকদের শত্রু । 

ম্যাক্সিম গোর্কির রুশ বিপ্লবে অংশগ্রহণ – Maxim Gorky Participated in the Russian Revolution : 

 ১৯০৫ সালে রুশ বিপ্লবে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন , তবে সে বছর বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয় । পরে ১৯১৭ সালে বলসেভিকসমাজতান্ত্রিক বিপ্লব সফল হলে তিনি মহামতি লেনিনের সহকারি হলাে এবং লেনিনের নির্দেশে রাষ্ট্রের প্রচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদ অলঙ্কৃত করেন । 

[আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali]

ম্যাক্সিম গোর্কির উপন্যাস – Maxim Gorky Novel :

 ম্যাক্সিম গাের্কি তার উন্নতমানের সাহিত্যকীর্তির জন্য রাশিয়ার সাহিত্যভুবনে টলস্টয় , দস্তয়েভস্কি , আন্তন চেখভ – এর প্রায় সমপর্যায়ে উচুমানের কথাশিল্পী হিসাবে বিবেচিত হন । ম্যাক্সিম গাের্কি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন তার ‘ মা ’ উপন্যাসটির জন্য । 

 বিশ্বের বিভিন্ন ভাষায় ‘ মা ’ উপন্যাসটির অনুবাদ প্রকাশিত হয় । মন নাটক হিসাবেও মঞ্চস্থ হয়ে থাকে । এছাড়া তার ছােটগল্পের সংক্সনও সারাবিশ্বে উচ্চপ্রশংসিত হয় ।

ম্যাক্সিম গোর্কির মৃত্যু – Maxim Gorky Death :

 ম্যাক্সিম গাের্কি ১৯৩৬ সালের ১৯ শে জুন ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।

ম্যাক্সিম গোর্কির জীবনী (প্রশ্ন ও উত্তর) – Maxim Gorky Biography in Bengali (FAQ):

  1. ম্যাক্সিম গোর্কির জন্ম কবে হয় ?

Ans. মার্চ ২৮, ১৮৬৮ সালে ।

  1. ম্যাক্সিম গোর্কির পিতার নাম কী ?

Ans. মাক্সিম পেশকভ ।

  1. ম্যাক্সিম গোর্কির মায়ের নাম কী ?

Ans. ভাড়িয়া ।

  1. ম্যাক্সিম গোর্কির জন্ম কোথায় ?

Ans. রাশিয়াতে ।

  1. ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস কী ?

Ans. মা উপন্যাস ।

  1. ম্যাক্সিম গোর্কির আসল নাম কী ?

Ans. আলেক্সি ম্যাকসিমােভিচ পেশকভ ।

  1. ম্যাক্সিম গোর্কি কত সালে রুশ বিপ্লবে অংশগ্রহণ করেন ?

Ans. ১৯০৫ সালে ।

  1. ম্যাক্সিম গোর্কির প্রথম গল্পটি কী ?

Ans. ‘ মাকারচুন্দ্র ’ তার প্রথম গল্পঃ ।

  1. ম্যাক্সিম গোর্কি কে ছিলেন ?

Ans. রুশ এর অন্যতম কথাশিল্পী ।

  1. ম্যাক্সিম গোর্কি কবে মারা যান ?

Ans. ১৯৩৬ সালের ১৯ শে জুন ।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali

আরও দেখুন, জোনাথন সুইফটের জীবনী – Jonathan Swift Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]

মেক্সিম গোর্কি জীবনী – Oscar Wilde Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মেক্সিম গোর্কি জীবনী – Oscar Wilde Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now