প্রেমেন্দ্র মিত্র জীবনী - Premendra Mitra Biography in Bengali
প্রেমেন্দ্র মিত্র জীবনী - Premendra Mitra Biography in Bengali

প্রেমেন্দ্র মিত্র জীবনী – Premendra Mitra Biography in Bengali

প্রেমেন্দ্র মিত্র জীবনী – Premendra Mitra biography in Bengali : আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও প্রখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra) । কথা সাহিত্যের লেখক হয়েও প্রাবন্ধিক ও চলচ্চিত্রকার রূপেও তার যথেষ্ট খ্যাতি । সুতরাং বাংলা সাহিত্যের আঙিনায় তার সাহিত্য প্রতিভা বিভিন্ন শাখাতে প্রতিফলিত হয়েছে ।

প্রখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্রের একটি সংক্ষিপ্ত জীবনী। প্রেমেন্দ্র মিত্র জীবনী বা জীবন কথা নিয়ে বা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । A short biography of Premendra Mitra. Premendra Mitra’s Birth, Place, Litterateur, Poet, Poems, Biography in Bengali are given below.

প্রেমেন্দ্র মিত্র কে ছিলেন ? Who is Premendra Mitra ?

 প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra) ( জন্ম: ৪ সেপ্টেম্বর, ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু।

প্রখ্যাত কবি ও উপন্যাসিক প্রেমেন্দ্র মিত্রের জীবনী – Premendra Mitra Biography in Bengali

নাম (Name) প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra)
জন্ম (Birthday) ৪ সেপ্টেম্বর,১৯০৪ (4th September 1904)
জন্মস্থান (Birthplace) কাশী, বারাণসী, উত্তর প্রদেশ, ভারত
অভিভবক (Guardian)/পিতা ও মাতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র (বাবা)

সুহাসিনী দেবী (মা)

দাম্পত্য সঙ্গী (Spouse) বীণা মিত্র
পেশা (Occupation) কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক
উল্লেযোগ্য কাব্য ফেরারী ফেীজ , সাগর থেকে ফেরা , সম্রাট , জোনাকিরা , হরিন চিতা – চিল , কখনাে মেঘ , কিন্নর , কুয়াশা , নিশিথনগরী , বেনামী বন্দর , শ্রেষ্ঠ কবিতা ,
পুরস্কার রবীন্দ্র পুরস্কার

আকাদেমি পুরস্কার

পদ্মশ্রী

দেশিকোত্তম

ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র
মৃত্যু (Death) ৩ মে ১৯৮৮ (3rd May 1988)

প্রেমেন্দ্র মিত্রের জন্ম – Premendra Mitra’s Birthday :

১৯০৪ সালে প্রেমেন্দ্র মিত্রের জন্ম কাশীতে । কাশীতে তার পিতা । জ্ঞানেন্দ্রনাথ মিত্র কর্মসূত্রে বসবাস করতেন ।

প্রেমেন্দ্র মিত্রের শৈশব কাল – Premendra Mitra’s Childhood Life:

শৈশব ও প্রাথমিক শিক্ষা উত্তর প্রদেশে ।

 কিন্তু প্রেমেন্দ্রর আদিনিবাস ছিল চব্বিশ পরগণা জেলার রাজপুর । গ্রামে । তিনি শৈশবেইমাতৃহারা হন । ফলে মির্জাপুরের মামার বাড়িতে থেকে মানুষ হন । 

প্রেমেন্দ্র মিত্রের শিক্ষাজীবন – Premendra Mitra’ Education Life :

১৯২০ খ্রিঃ কলকাতার সাউথ সুবার্বন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন । এরপর ঢাকা ও কলকাতার কয়েকটি কলেজে ও পরে শ্রী নিকেতনে ভর্তি হন । কিন্তু বাঁধাধরা শিক্ষা ভালাে লাগেনি । বলে লেখাপড়ায় বেশিদুর অগ্রসর হতে পারেননি ।

প্রেমেন্দ্র মিত্রের কবিখ্যাতি লাভ :

অল্প বয়স থেকেই সাহিত্য রচনার সূত্রপাত হয় । সতের বছর বয়সে রচিত বেনামী বন্দর কবিতা উত্তরা পত্রিকায় প্রকাশিত হয় । এবং কবিখ্যাতি লাভ করেন ।

প্রেমন্দ্র মিত্রের কর্মজীবন – Premendra Mitra’s Work Life :

কর্মজীবন শুরু হয় সাহিত্যের অঙ্গনেই । ডঃ দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যােগ দেন । এরপরে সম্পাদকীয় সহযােগী হিসেবে কাজ করেন সুভাষচন্দ্রের বাংলার কথা ও ফরােয়ার্ড পত্রিকায় এবং বঙ্গশ্রী কাগজে । 

 কিছুকাল বিজ্ঞাপনের কপি – লেখক হিসেবে কাজ করেছেনবেঙ্গল ইমিউনিটিতে । 

 এরপরে যুক্ত হন চলচ্চিত্র জগতের সঙ্গে । একটি ফিল্ম কোম্পানির পাবলিসিটি অফিসার হিসেবে কিছুকাল কাজ করেন । এই সময়েই প্রখ্যাত পরিচালক প্রমথেশ বড়ুয়ার অনুরােধে রিক্তা ছবির চিত্রনাট্য রচনা করেন । এই ছবির সাফল্যলাভে উৎসাহিত হয়ে চিত্রনাট্য রচনাকে কিছুকাল পেশা হিসাবে গ্রহণ করেন । চলচ্চিত্রে । চাকরি নিয়ে কিছুকাল বম্বেতেও ছিলেন । 

  কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে প্রগতিশীল একদল তরুণ সঙঘবদ্ধ হয়ে সাহিত্য আন্দোলন সৃষ্টি করলে , প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার কবি হিসেবেইসাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে কল্লোলযুগের অন্যতম প্রধান সাহিত্যিক ব্যক্তিত্ব রূপে স্বীকৃত হন । 

প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস – Premendra Mitra’s Novels :

 পনেরাে – ষােল বছর বয়সে শ্রমজীবীদের পত্রিকা সংবর্ততে ১৯২৭ খ্রিঃ তার লেখা ‘ পাঁক ’ উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । 

 বাংলার সায়েন্স ফিকসন রচনার সূত্রপাত তিনিই করেন । তাঁর সৃষ্ট সাহিত্যের এই শাখাটি বর্তমানে অনেক বলিষ্ঠ লেখকের । আবির্ভাবে যথেষ্ট পুষ্ট ও সমৃদ্ধ হয়েছে । 

 বাংলা সাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের স্মরণীয় সৃষ্টি শ্রীঘনশ্যাম দাস ওরফে ঘনাদা চরিত্র । অন্য কোন রচনানা লিখলেও একমাত্র ঘনাদা । চরিত্র সৃষ্টির জন্যই তিনি সাহিত্যের ইতিহাসে স্থায়ী আসন লাভ করতেন । 

প্রেমেন্দ্র মিত্রের গল্পঃ – Premendra Mitra’s Story :

ঘনাদাকে নিয়ে তার প্রথম গল্প মশা প্রকাশিত হয় ১৯৩৭ খ্রিঃ । ঘনাদার অনুরূপ আরও তিনটি চরিত্র তিনি পরবর্তীকালে সৃষ্টি করেন । এগুলাে হল , বিজ্ঞান গবেষকমামাবাবু , রহস্যসন্ধানী পরাশর বর্মা এবং ভূত – শিকারী মেজোকর্তা । ঘনাদার মত প্রবাদপ্রতিম না হলেও এই চরিত্রগুলােও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল । 

 পত্রিকা সম্পাদনার কাজেও প্রেমেন্দ্র মিত্রর যশ ও দক্ষতা ছিল । সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে নিরুক্ত , বুদ্ধদেব বসুর সঙ্গে কবিতা পত্রিকা । এবং রঙমশাল , কালিকলম , নবশক্তি প্রভৃতি সম্পাদনা করেন ।

 কিছুকাল শিশু মাসিক পক্ষীরাজ সম্পাদনা করেন ।

 তার অনুদিত হুইটম্যানের কবিতা , লরেন্স ও সমারসেট মম – এর গল্প প্রশংসিত হয় ।

প্রেমেন্দ্র মিত্রের গান :

গীতিকার হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন । প্রথম গান লেখেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের অনুরােধে । যদি ভাল না লাগে তাে দিও না মন ’ কানন দেবীর কণ্ঠের এই জনপ্রিয় গানটির রচয়িতা তিনিই । 

 কৃত্তিবাস ভদ্র ছদ্মনামেও তিনি লেখালেখি করেছেন । 

প্রেমেন্দ্র মিত্রের পরিচালিত প্রথম চলচ্চিত্র সমাধান ১৯৪৩ খ্রিঃ মুক্তি পায় ও খ্যাতি অর্জন করে ।

 সব মিলিয়ে চোদ্দটি ছবি তিনি পরিচালনা করেন । তার মধ্যে । ময়লা কাগজ বিশেষ উল্লেখযােগ্য । 

 রচিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক । ছােটদের ও বড়দের পদ্য ও গদ্য রচনা সমান দক্ষতায় লিখতে সক্ষম ছিলেন বলে সব্যসাচী লেখক রূপে আখ্যাত হতেন । 

প্রেমেন্দ্র মিত্রের পুরস্কার : 

এই সব গুণাবলীর জন্য তিন বহু পুরস্কার পান । সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য ১৯৫৭ খ্রি : আকাদেমী পুরস্কার লাভ করেন । এর ঠিক পরের বছর অর্থাৎ ১৯৫৮ খ্রি : তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন । ১৯৫৭ খ্রি : আন্তর্জাতিক কবিতা , সম্মেলনে তাঁকে বেলজিয়ামে যেতে হয়েছিল । 

প্রেমেন্দ্র মিত্রের বিদেশ ভ্রমণ :

এছাড়াও তিনি বিভিন্ন দেশে পরিভ্রমণ । করেন । যেমন সােভিয়েত রাশিয়া , আমেরিকা ও ইউরােপের বিভিন্ন দেশেও তাঁকে যেতে হয়েছিল ।

প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :

প্রেমেন্দ্ৰমিত্রের উল্লেখযােগ্য কাব্য গ্রন্থ :

 ফেরারী ফেীজ , সাগর থেকে ফেরা , সম্রাট , জোনাকিরা , হরিন চিতা – চিল , কখনাে মেঘ , কিন্নর , কুয়াশা , নিশিথনগরী , বেনামী বন্দর , শ্রেষ্ঠ কবিতা , শ্রেষ্ঠ কবিতা দ্বিতীয় পর্যায় প্রভৃতি । 

পদ্মশ্রী ও দেশিকোত্তম উপাধিতেও তিনি সম্মানিত হন । 

প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু :

১৯৮৮ খ্রি : কবি , ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র অমৃতলােকে যাত্রা করেন ।

প্রেমেন্দ্র মিত্রের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Premendra Mitra biography in Bengali (FAQ) :

  1. প্রেমেন্দ্র মিত্র কবে জন্মগ্রহণ করেন?

উ:- ১৯০৮ সালে ।

  1. প্রেমেন্দ্র মিত্র কোন স্কুলে পড়াশুনা করেন?

উ:- কলকাতার সাউথ সুবার্বন স্কুল ।

  1. প্রেমেন্দ্র মিত্র কি করতেন?

উ:- লেখক হিসেবে ও চলচিত্র জগতেও ।

  1. প্রেমেন্দ্র মিত্রের কলেজ জীবন কোথায়?

উ:- ঢাকা ও কলকাতার কলেজে ।

  1. প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস নাম কি?

উ:- ১৯২৭ সালে ‘পাঁক’ উপন্যাস ।

  1. প্রেমেন্দ্র মিত্রের গল্পের নাম কি কি?

উ:- বিজ্ঞান গবেষকমামাবাবু , রহস্যসন্ধানী পরাশর বর্মা এবং ভূত – শিকারী মেজোকর্তা ।

  1. প্রেমেন্দ্র মিত্রের গানের নাম কি?

উ:- যদি ভাল না লাগে তাে দিও না মন ।

  1. প্রেমেন্দ্র মিত্রের কাব্যগ্রন্থ কি কি?

উ:- ফেরারী ফেীজ , সাগর থেকে ফেরা , সম্রাট , জোনাকিরা , হরিন চিতা – চিল , কখনাে মেঘ , কিন্নর , কুয়াশা , নিশিথনগরী , বেনামী বন্দর , শ্রেষ্ঠ কবিতা , শ্রেষ্ঠ কবিতা দ্বিতীয় পর্যায় প্রভৃতি ।

  1. প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ?

উ:- কৃত্তিবাস ভদ্র ।

  1. প্রেমেন্দ্র মিত্র কবে মারা যান?

উ:- ১৯৮৮ সালে ।

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

প্রেমেন্দ্র মিত্র জীবনী (Premendra Mitra Biography In Bengali)

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” প্রেমেন্দ্র মিত্র জীবনী (Premendra Mitra Biography In Bengali)  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now