শিবরাম চক্রবর্তী জীবনী
Shibram Chakraborty Biography in Bengali
শিবরাম চক্রবর্তী জীবনী – Shibram Chakraborty Biography in Bengali : বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী শিশু সাহিত্যিক হিসাবে সমধিক প্রসিদ্ধ । শিবরাম চক্রবর্তী (Shibram Chakraborty) শুধুমাত্র শিশু সাহিত্যের রচনাতেই কৃতিত্বের পরিচয় দেন নি তার সাথে সাথে অম্লমধুর টীকা – টিপ্পনী এবং গুরুগম্ভীর রচনাতেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন ।
হাস্যরসিক সুসাহিত্যিক শিবরাম শিবরাম চক্রবর্তীর একটি সংক্ষিপ্ত জীবনী । শিবরাম চক্রবর্তী জীবনী – Shibram Chakraborty Biography in Bengali বা শিবরাম চক্রবর্তীর আত্মজীবনী বা শিবরাম চক্রবর্তী (Shibram Chakraborty Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
শিবরাম চক্রবর্তী কে ছিলেন ? Who is Shibram Chakraborty ?
শিবরাম চক্রবর্তী (Shibram Chakraborty) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে সাহিত্য-জীবনের শুরু। শিবরাম চক্রবর্তীর (Shibram Chakraborty) প্রথম প্রকাশিত বই দুটিও — ‘মানুষ‘ ও ‘চুম্বন‘ — কবিতার দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে।
হাস্যরসিক সুসাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জীবনী – Shibram Chakraborty Biography in Bengali :
নাম (Name) | শিবরাম চক্রবর্তী (Shibram Chakraborty) |
জন্ম (Birthday) | ১৩ ডিসেম্বর ১৯০৩ (13th December 1903) |
জন্মস্থান (Birthplace) | কলকাতার মাতুলালয়ে |
অভিভাবক (Parents)/পিতামাতা | শিবপ্রসাদ চক্রবর্তী |
পেশা (Occupation) | লেখক |
জাতীয়তা | ভারতীয় |
ধরন | কৌতুকরস যুক্ত |
উল্লেখযোগ্য রচনাবলী | বাড়ি থেকে পালিয়ে |
মৃত্যু (Death) | ২৮ আগস্ট ১৯৮০ (28 August 1980) |
শিবরাম চক্রবর্তীর জন্ম ও পরিবার – Shibram Chakraborty’s Birthday and His Family :
শিবরাম চক্রবর্তী ১৯০৩ খ্র : ১৩ ই ডিসেম্বর কোলকাতায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম ছিল শিবপ্রসাদ চক্রবর্তী । এই শিবপ্রসাদ চক্রবর্তী ছিলেন এক আধ্যাত্মিক জগতের মানুষ । শিবরামের পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদের জরুরবানা অঞ্চলে । জন্মসূত্রেই তিনি মালদহের চাচল রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন ।
শিবরামী স্টাইল – Shibram’s Style :
জন্মসূত্রেই তিনি এক সাহিত্য প্রতিভা নিয়ে বাংলা সাহিত্যের আঙিনায় উপস্থিত হয়েছেন । কথার পিঠে কথার বােঝা চাপিয়ে সরসপিন রচনার ধারা বাংলা সাহিত্যে তিনিই প্রথম প্রচলন করেন । তার এই রীতির প্রচলন বাংলা সাহিত্যে শিবরামী স্টাইল নামে প্রচলিত ।
ঘরের পরিবেশের থেকে বাইরের পরিবেশের প্রতি তিনি বেশি আকৃষ্ট হতেন । তাই দেখা যায় যে গৃহবন্ধন ছিন্ন করে বাড়ে বাড়েই । বেড়িয়ে পড়তেন নিরুদ্দেশে । বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই ভবঘুরে স্বভাব লাভ করেছিলেন ।
শিবরাম চক্রবর্তীর শৈশবকাল – Shibram Chakraborty’s Childhood :
কিশাের বয়স কেটেছিল প্রথমে পাহাড়পুরে ও পরে চাচলে । সেই বয়সেই নিঃসম্বল অবস্থায় বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন । এবং জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছিলেন । তার এই অভিজ্ঞতার ভিত্তিতেই পরে রচনা করেছিলেন বাড়ি থেকে পালিয়ে । কাহিনীটি চলচ্চিত্রায়িত হয়েছিল ।
শিবরাম চক্রবর্তীর শিক্ষাজীবন – Shibram Chakraborty’s Education Life :
স্কুলে থাকতেই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে জেল খেটেছেন শিবরাম । প্রথাগত শিক্ষার পথে তিনি বেশিদূর এগােতে পারেননি ।
শিক্ষার সাথে বেশি দিন মুক্তি না থাকলেও পড়াশোনার কাজ পুরােপুরি বন্ধ হয়ে যায়নি । বিতাি বিষয়ে পড়াশুনা করেছেন প্রচুর ।
শিবরাম চক্রবর্তীর কর্মজীবন – Shibram Chakraborty’s Work Life :
স্বদেশী কাজের সঙ্গে যুক্ত হয় সেচ্ছাসেবী হিসেবে দেশবন্ধুর শনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন । নিতানীও ফরােয়ার্ড পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা করেছেন । পরে যুগান্তর নামে পত্রিকা প্রকাশ করেছিলেন ।
শিবরাম চক্রবর্তীর প্রথম কাবযগ্রন্থ – Shibram Chakraborty’s First Poetry :
সাহিত্য ক্ষেত্রে প্রবেশ করেছেন কবি হিসেবে । প্রথম কাব্যগ্রন্থের নাম ‘মানুষ’ । পরে বসুমতী , আনন্দবাজার , দেশ প্রভৃতি কাগজে নিয়মিত অম্লমধুর টিকাটিপ্পনীর ফিচার লিখে জনপ্রিয়তা লাভ করেছেন ।
শিবরাম চক্রবর্তীর নামে নিজেকে নিয়ে ঠাট্টা তামাসা করে লিখতেন এরকম নজির বাংলা সাহিত্যে বিরল ।
তার ‘ পান ’ সমৃদ্ধ ছােটদের ও বড়দের জন্য সরস রচনা বিশেষ সমাদর লাভ করেছিল । বাংলা সাহিত্যে তার ঝরণীয় সৃষ্টি কৌতুকচরিত্র হর্ষবর্ধন গােবর্ধন দুই ভাই ও বােন বিনি ।
হাসির ঘটনা হাসির কথা তার লেখনীকে সমৃদ্ধ করেছিল । হাসির রাজা শিবরাম নামেই তার নাম বিজ্ঞাপিত হত ।
শিবরাম চক্রবর্তীর জীবনযাপন – Shibram Chakraborty’s Lifestyle :
মুক্তারামবাবু স্ট্রীটের মেসবাড়ির একটি ঘরেই আজীবন কাটিয়েছেন । নিজেই বলতেন ‘ মুক্তারামের তক্তারামে শুক্তোরাম খেয়ে আরামে আছেন । দিলখােলা , সদাহাস্যময় শিবরামকে কলকাতার পথেঘাটে প্রায়ই দেখা যেত শৌখিন ঝলমলে পাঞ্জাবী পরে ঘুরে বেড়াতে । ভক্তদের সঙ্গে দেখা হলেই পকেট থেকে বার করে চকোলেট খাওয়াতেন হাসিমুখে ।
শিবরাম চক্রবর্তীর বই ও গ্রনথসমূহ – Shibram Chakraborty’s Books :
দীর্ঘ ৬০ বছরের সাহিত্যিক জীবনে প্রধানত হাস্যরসাত্মক গল্প ও ফিচার রচনাকেই বাংলা সাহিত্য রচনার প্রধান মাধ্যম করেছিলেন । ছােটদের বড়দের মিলিয়ে দেড় শতাধিক বই রচনা করেছেন তিনি । ‘ যােড়শী ‘ নামে শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন । তার রচিত বিখ্যাত নাটক ‘ যখন তারা কথা বলবে ‘। রাজনীতির ওপরে রচিত মস্কো বনাম পন্ডিচেরী বিখ্যাত গ্রন্থ ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
শিবরাম চক্রবর্তীর উল্লেখযোগ্য গ্রন্থ – Shibram Chakraborty’s Notable Book :
‘ ঈশ্বর পৃথিবী ভালবাসা ‘ শিবরামের আত্মজীবনীমূলক বিখ্যাত গ্রন্থ । এই গ্রন্থে তার সমসাময়িক সময়ের বহু চরিত্র ও ঘটনা অনুকরণীয় সরস ভঙ্গীতে বর্ণনা করেছেন ।
শিবরাম চক্রবর্তীর মৃত্যু – Shibram Chakraborty’s Death :
১৯৮০ খ্রি : ২৮ শে আগস্ট শিবরাম চক্রবর্তী ৭৭ বছর বয়সে মুক্তারামের তক্তারাম ছেড়ে পরলােক গমন করেন ।
শিবরাম চক্রবর্তীর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Shibram Chakraborty Biography in Bengali (FAQ):
- শিবরাম চক্রবর্তী কবে জন্ম গ্রহণ করেন ?
Ans : ডিসেম্বর ১৩ ১৯০৩ সালে ।
- শিবরাম চক্রবর্তীর পিতার নাম কী ?
Ans : শিবপ্রসাদ চক্রবর্তী ।
- শিবরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায় ?
Ans : কলকাতা ।
- শিবরাম চক্রবর্তীর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী ?
Ans : ‘ ঈশ্বর পৃথিবী ভালবাসা ‘ ।
- শিবরাম চক্রবর্তীর উল্লেখযোগ্য রচনাবলী কী ?
Ans : ‘ ঘর থেকে পালিয়ে ‘ ।
- শিবরাম চক্রবর্তীর বিখ্যাত নাটকটি কী ?
Ans : ‘ যখন তারা কথা বলবে ‘।
- শিবরাম চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী ?
Ans : ‘ মানুষ ‘ ।
- শিবরাম চক্রবর্তীর শৈশবকাল কোথায় কেটেছিল ?
Ans : কিশাের বয়স কেটেছিল প্রথমে পাহাড়পুরে ও পরে চাচলে ।
- শিবরাম চক্রবর্তীর প্রকাশিত বই দুটির নাম কী ?
Ans : মানুষ ও চুম্বন ।
- শিবরাম চক্রবর্তী কবে মারা যান ?
Ans : ২৮ আগস্ট ১৯৮০ সালে ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, রাজা রামমোহন রায় জীবনী – Ram Mohan Roy Biography in Bengali
আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]
🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 🔘 | |
Join Our Telegram Channel | Click Here |
Subscribe Our YouTube Channel | Click Here |
Like Our Facebook Page | Click Here |
শিবরাম চক্রবর্তী জীবনী – Shibram Chakraborty Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শিবরাম চক্রবর্তী জীবনী – Shibram Chakraborty Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।