ভিক্টর হুগো এর জীবনী
Victor Hugo Biography in Bengali
ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali : ভিক্টর হুগাে ফ্রান্সের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক । তার মতে বিস্ময়কর প্রতিভা সেকালে শুধু ফ্রান্সেই নয় , সমগ্র বিশ্বে ছিলাে বিরল । কবিতা , উপন্যাস , নাটক , প্রবন্ধ , সমালােচনাসাহিত্যে তার সমতুল্য ব্যক্তিত্ব আজো কম আছে । ভিক্টর হুগো (Victor Hugo) প্রতিভাতার দক্ষতা , তার সৃষ্টিকুশলতা কতাে বিস্ময়কর ছিলাে সে সম্পর্কে আজো বইতে কিংবদন্তী প্রচলিত আছে । জানা যায় ভিক্টর হুগো (Victor Hugo) প্রতিদিন গড়ে প্রায় ১০০ লাইন কবিতা , কিংবা ২০ পৃষ্ঠা গদ্য রচনা করতেন ।
ভিক্টর হুগো (Victor Hugo) জীবনের অন্য একটি ঘটনা প্যারিসের এক প্রকাশনা প্রতিষ্ঠান একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন । গ্রন্থটি প্রকাশের সময় লেখকউপস্থিত ছিলেন না বিদেশে ছিলেন । লেখকসুদূর বিদেশ থেকে তার নতুন বইয়ের কাটতি সম্পর্কে জানতে চেয়ে পত্র লিখলেন প্রকাশকের কাছে । কিন্তু পত্র খুলে প্রকাশক সাহেব তাে অবাক । পত্রে কিছুই লেখা নেই । শুধু পুরাে পৃষ্ঠা জুড়ে একটা মস্ত বড় প্রশ্নবােধক ( ? ) চিহ্ন এঁকে দিয়ে লেখক নিচে সই করে দিয়েছেন । এই আজব পত্র পেয়ে প্রকাশক মুচকি হেসে নিজেও প্যাড টেনে নিয়ে তার উপর শুধু বড় একটা বিস্ময়সূচক ( ! ) চিহ্ন একে দিয়ে নিচে সই করে ছেড়ে দিলেন উত্তর হিসাবে । গিনিস বুক অফ রেকর্ডসের দেওয়া রিপাের্ট অনুসারে এটাই হলাে বিশ্বের সংক্ষিপ্ততম পত্রালাপের বিশ্বরেকর্ড ।
এই পত্রালাপের লেখকের নামই হলাে ভিক্টর হুগাে । যিনি ছিলেন ফ্রান্সের রােমান্টিক সাহিত্যধারার সর্বাধিক শক্তিমান পুরুষ । এই ক্ষুদ্র পত্র লেখার মজার ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন তার বিখ্যাত ‘ লা মিজারেবল ’ প্রকাশের সময় । ভিক্টর হুগাে শুধু একটা প্রশ্নবােধক চিহ্ন এঁকে দিয়ে প্রকাশকের কাছে জানতে চেয়েছিলেন তার সদ্য
প্রকাশিত বইয়ের কাটতি কেমন ? প্রকাশকও উত্তরে বিস্ময়সূচক চিহ্ন এঁকে দিয়ে বুঝিয়েছিলেন বিক্রি বিস্ময়কর ।
ফ্রাসের কিংবদন্তীসাহিত্যিক ভিক্টর হুগো এর একটি সংক্ষিপ্ত জীবনী । ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali বা ভিক্টর হুগো এর আত্মজীবনী বা ভিক্টর হুগো এর (Victor Hugo Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ভিক্টর হুগো কে ছিলেন ? Who is Victor Hugo ?
ভিক্টর হুগো (Victor Hugo) একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী। ভিক্টর হুগোকে (Victor Hugo) উনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়ে থাকে। ভিক্টর হুগো (Victor Hugo) সৃষ্টিকর্মের মধ্যে আছে লে মিজেরাব্ল ও দ্য হাঞ্চব্যাক অব নটরডেম।
ফ্রাসের কিংবদন্তীসাহিত্যিক ভিক্টর হুগাের জীবনী – Victor Hugo Biography in Bengali :
নাম (Name) | ভিক্টর হুগো (Victor Hugo) |
জন্ম (Birthday) | ২৬ ফেব্রুয়ারি ১৮০২ (26th February 1802) |
জন্মস্থান (Birthplace) | ফ্রান্স |
অভিভাবক (Parents)/পিতামাতা | জোসেফ লিও পােল্ড সিগিসবার্ট হুগাে |
দাম্পত্য সঙ্গী (Spouse) | এডেল ফাউচারকে |
সন্তান | চার্লস ও ফ্রান্স কোইস ভিক্টর |
পেশা (Occupation) | কবি, নাট্যকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, চাক্ষুষ শিল্পী, রাষ্ট্রনায়ক, মানবাধিকার প্রচারক |
জাতীয়তা | ফরাসি |
সাহিত্য আন্দোলন | রোমান্টিকতা |
মৃত্যু (Death) | ২২ মে ১৮৮৫ (22May 1885) |
ভিক্টর হুগোর জন্ম – Victor Hugo Birthday :
সাহিত্যের এই প্রবাদপুরুষ ভিক্টর হুগাে ১৮০২ খ্রীস্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি ফ্রান্সের বেনসানকন নামক স্থানে জন্মগ্রহণ করেন ।
ভিক্টর হুগোর পিতামাতা – Vicor Hugo Parents :
পিতার নাম জোসেফ লিও পােল্ড সিগিসবার্ট হুগাে । তিনি সম্রাট নেপােলিয়ানের রাজকীয় বাহিনীর জেনারেল ছিলেন । বাবার বদলির চাকরির সুবাদে হুগাে দেশ ও সমাজকে ছােটবেলায় ভালাে করে । দেখতে সক্ষম হন । তবে দুঃখজনক , কী এক অজ্ঞাত কারণে তার বাবা ও মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ।
ভিক্টর হুগোর শিক্ষাজীবন – Victor Hugo Education Life :
এক অস্থির অবস্থায় ১৮১৮ সালে ভিক্টর হুগাে প্রবেশিকা পরীক্ষায় উওীর্ন হন । এরপর অতি সংগােপনে সাহিত্য সাধনা করতে থাকেন । পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলেন । নােট খাতা ভরে ওঠে হুগাে এগুলােকে বলেছেন , ওটা ছিলাে আমার জন্মের পূর্বপ্রস্তুতি ১৮২১ সালে হুগাের মা মারা যান ।
ভিক্টর হুগোর বিবাহ জীবন – Victor Hugo Marriage Life :
১৮২২ সালে মাত্র ২০ বছর বয়সে হুগাে তার প্রেমিকা এডেল ফাউচারকে বিয়ে করেন ।
ভিক্টর হুগোর প্রথম গ্রন্থ – Victor Hugo First Book :
ভিক্টর হুগাের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম Odisit Poesies Diverse এটি কাব্যগ্রন্থ ।
ভিক্টর হুগোর প্রথম উপন্যাস – Victor Hugo First Novel :
তার প্রথম উপন্যাসের নাম ‘ হ্যানডি আইল্যান্ড ‘ । রােমান্টিক ধারার এই উপন্যাসটি পাঠক মহলকে প্রভাবিত করে ।
ভিক্টর হুগোর প্রথম প্রবন্ধ :
এরপর প্রকাশিত হয় তাঁর প্রবন্ধ গ্রন্থ Muse Francaise ।
ভিক্টর হুগোর কাব্যগ্রন্থ :
পরে প্রকাশিত হয় একটি কাব্যগ্রন্থ Odesat Ballads । ১৮২৭ সালে প্রকাশিত হয় নাট্যকাব্য ক্রমওয়েল ।
স্বাধীনতা সংগ্রাম :
১৮৩০ সালে হুগাে ফ্রান্সের অন্যতম প্রধান সংবাদপত্র লা গ্লোব । এর সাথে সংযুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
ভিক্টর হুগোর নাটক – Victor Hugo Drama :
তিনি ‘ম্যারিয়ন ডি লােরম’ নামে স্বাধীনতা সংগ্রামের উপর একটি নাটক রচনা করেন । নাটকটি স্বাধীনতাকামী তরুণ সমাজকে আলােড়িত ও উদ্বুদ্ধ করে । ফলে তকালীন ফ্রান্সের ঔপনিবেশিক সরকার বইটি বাজেয়াপ্ত করে ।
১৮৪৩ সালে তার এক কন্যা লিওপলডিন স্বামীসহ জাহাজ ডুবিতে মারা গেলে সাময়িকভাবেতার লেখা বন্ধ হয়ে যায় ।
ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস – Victor Hugo Famous Novel :
১৮৬২ সালে তার বিশ্ববিখ্যাত উপন্যাস ‘ লা মিজারেবল ‘ প্রকাশিত হয় । এই উপন্যাসটি তার জন্য বয়ে আনে বিশ্বব্যাপী সম্মান আর প্রতিপত্তি । বিশ্বসাহিত্যের আসরে লাভ করেন সম্মানজনক আসন । ফ্রান্সে তার এই উপন্যাসটি ধর্মগ্রন্থের মর্যাদায় বিবেচনা করা হয় । এর চার বছর পরে প্রকাশিত হয় ‘ লেস ট্রাভেলার্স ভিলা মের ’ নামে বিখ্যাত উপন্যাসটি ।
১৮৬৮ সালে ভিক্টর হুগাে তার প্রিয়তমা পত্নীকে হারান । ১৮৭১ সালে মারা যায় তার বড় পুত্র চার্লস ও ১৮৭৩ সালে মারা যায় আর এক পুত্র ফ্রান্স কোইস ভিক্টর । এরপর ভিক্টর হুগাের শরীর খুব ভেঙে পড়ে ।
ভিক্টর হুগোর মৃত্যু – Victor Hugo Death :
তিনি ১৮৮৫ সালের ২২ মে তারিখে ৮৩ বছর বয়সে জীবনের পরপারে চলে যান ।
বিশ্ববরেণ্য সাহিত্যিক ভিক্টর হুগাের বাহ্যিক মৃত্যু হলেও তিনি বেঁচে থাকবেন বহু যুগ শতাব্দীতার অমর সাহিত্যকীর্তির মাধ্যমে ।
ভিক্টর হুগো জীবনী (প্রশ্ন ও উত্তর) – Victor Hugo Biography in Bengali (FAQ):
- ভিক্টর হুগোর জন্ম কবে হয় ?
উ:- ২৬ ফেব্রুয়ারি ১৮০২ ।
- ভিক্টর হুগোর পিতার নাম কী ?
উ:- জোসেফ লিও পােল্ড সিগিসবার্ট হুগাে ।
- ভিক্টর হুগোর জন্ম কোথায় হয় ?
উ:- ফ্রান্স এ ।
- ভিক্টর হুগো মা কত সালে মারা যান ?
উ:- ১৮২১ সালে ।
- ভিক্টর হুগো বিবাহ কার সাথে হয় ?
উ:- এডেল ফাউচার এর সাথে ।
- ভিক্টর হুগো প্রথম গ্রন্থের নাম কী ?
উ:- Odisit Poesies Diverse এটি কাব্যগ্রন্থ ।
- ভিক্টর হুগো বিখ্যাত উপন্যাস কী ?
উ:- ‘ লা মিজারেবল ‘ ।
- ভিক্টর হুগো নাটকের নাম কী ?
উ:- ম্যারিয়ন ডি লােরম ।
- ভিক্টর হুগো কবে মারা যান ?
উ:- ১৯২৫ সালের ২২ মে ।
- ভিক্টর হুগো কত বছর বয়সে মারা যান ?
উ:- ৮৩ বছর বয়সে ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali
আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali]
ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই ভিক্টর হুগো এর জীবনী – Victor Hugo Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।