বাল গঙ্গাধর তিলকের জীবনী
Bal Gangadhar Tilak Biography in Bengali
বাল গঙ্গাধর তিলকের জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali : বাল গঙ্গাধর তিলক – এর আসল নাম ছিলাে বলবন্ত গঙ্গাধর তিলক । বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) লােকমান্য তিলক হিসাবে পরিচিত ছিলেন । মহারাষ্ট্র প্রদেশের রত্নগিরি জেলার চিখরগাঁও গ্রামে ব্রাহ্মন পরিবারে ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম মহান নায়ক সুবিখ্যাত রাজনৈতিক ও পন্ডিত বালগঙ্গাধর তিলকের জন্ম হয়।
লোকমান্য বাল গঙ্গাধর তিলক এর একটি সংক্ষিপ্ত জীবনী । বাল গঙ্গাধর তিলক এর জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali বা বাল গঙ্গাধর তিলক এর আত্মজীবনী বা (Bal Gangadhar Tilak Jivani Bangla. A short biography of Bal Gangadhar Tilak. Bal Gangadhar Tilak Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) বাল গঙ্গাধর তিলক এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বাল গঙ্গাধর তিলক কে ছিলেন ? Who is Bal Gangadhar Tilak ?
বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ বাল গঙ্গাধর তিলকে (Bal Gangadhar Tilak) ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। বাল গঙ্গাধর তিলককে (Bal Gangadhar Tilak) আরও সন্মানসুচক লোকমান্য বলা হত, যার অর্থ “জনগণ দ্বারা গৃহীত (নেতা হিসাবে)।
লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali :
নাম (Name) | বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) |
ডাকনাম (Nickname) | লোকমান্য তিলক |
জন্ম (Birthday) | ২৩ জুলাই ১৮৫৬ (23rd July 1856) |
জন্মস্থান (Birthplace) | রত্মগীরি, মহারাষ্ট্র |
অভিভাবক (Parents)/পিতামাতা | গঙ্গাধর রামচন্দ্র তিলক |
জাতীয়তা | ভারতীয় |
আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন |
প্রধান সংগঠন | ভারতীয় জাতীয় কংগ্রেস |
ধর্ম | হিন্দু ধর্ম |
মৃত্যু (Death) | ১ আগস্ট ১৯২০ (1st August 1920) |
বাল গঙ্গাধর তিলকের জন্ম – Bal Gangadhar Tilak Birthday :
বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) এর জন্ম তারিখটি হল ১৮৫৬ সালের ২৩ জুলাই । বাবার নাম গঙ্গাধর রামচন্দ্র তিলক । বাবা ছিলেন এক আদর্শবাদী শিক্ষক । বাবা শিক্ষকতার মাধ্যমে বেশি ধন উপার্জন করতে চাইতেন না । তিনি মনেপ্রানে বিশ্বাস করতেন শিক্ষকতা একটি মহান পেশা , শিক্ষকরাই দেশের প্রকৃত অভিভাবক , শিক্ষকতার মাধ্যমেই উত্তরপুরুষের আবির্ভাব ঘটে ।
বাল গঙ্গাধর তিলকের শৈশবকাল – Bal Gangadhar Tilak Childhood :
বাল গঙ্গাধর তিলক শৈশবকাল থেকেই দেশাত্মবােধের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন । এজন্য বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) পরাধীন ভারতের বৃটিশ শাসকদের সহ্য করতে পারতেন না ।
বাল গঙ্গাধর তিলকের শিক্ষাজীবন – Bal Gangadhar Tilak Education Life :
বাল গঙ্গাধর তিলক খুব ভালাে ছাত্র ছিলেন । পড়াশুনার প্রতি তার খুব আগ্রহ ছিলাে । ১৮৭৯ সালে তিনি আইন বিষয়ে ডিগ্রী লাভ করেন ।
বাল গঙ্গাধর তিলকের পত্রিকা – Bal Gangadhar Tilak Magazine :
বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) বরাবর রাজনৈতিক সচেতন ছিলেন । সবসময় ভারতবর্ষের মুক্তির জন্য চিন্তা করতেন । জাতীয়তাবােধ ও স্বাধীনতার চেতনায় দেশবাসীকে উজ্জীবিত উদ্বুদ্ধ করার জন্য বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) একাধারে মারাঠী ভাষায় কেসারি এবং ইংরেজী ভাষায় মারাঠা নামে দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন ।
[আরও দেখুন, মহাত্মা গান্ধীর জীবনী – Mahatma Gandhi Biography in Bengali]
বাল গঙ্গাধর তিলকের স্লোগান – Bal Gangadhar Tilak Slogan :
পাঞ্জাবীদলনেতা লালা লাজপত রাই – এর মতাে লােকমান্য তিলক বিশ্বাস করতেন যে , অহিংস নয় সহিংস পন্থায় ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে । বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) এর আদর্শ ছিলাে জঙ্গিবাদ , কোমলতা নয় । বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) ছিলেন প্রথম ভারতীয় নেতা , যিনি শ্লোগান দিয়েছিলেন ‘ স্বাধীনতা হলাে আমার জন্মসূত্রে প্রাপ্য বিষয় এবং আমাকে তা অর্জন করতেই হবে ।
বাল গঙ্গাধর তিলকের ‘গীতারহস্য’ – Bal Gangadhar Tilak ‘GitaRahasya’ :
সাম্রাজ্যবাদী ভূমিকার জন্য আপােসহীন নেতা বলে গঙ্গাধর তিলককে অনেকবার জেল খাটতে হয়েছে । ১৯০৮ সনে ব্রিটিশ শাসনের বিরােধিতা করার জন্য বাল গঙ্গাধর তিলককে (Bal Gangadhar Tilak) ছ’বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং বার্মার মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হয় । এই কারাবাসের সময় বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) জেলে বসে রচনা করেন শ্রীমদ্ভগবত গীতার বিখ্যাত ভাষ্য “ গীতারহস্য ” ।
বাল গঙ্গাধর তিলকের বই লেখা – Bal Gangadhar Tilak Writing Books :
বাল গঙ্গাধর তিলক ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির উপর একজন গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছিলেন । বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) বেদের উপর ইংরেজি ভাষায় একটা বইও লিখেছিলেন , যা বাল গঙ্গাধর তিলককে (Bal Gangadhar Tilak) প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট পরিচিতি দান করে ।
[আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali]
বঙ্গ ভঙ্গ এর বিরোধিতা –
১৯০৫ সালে লর্ড কার্জনের সিদ্ধান্ত মােতাবেক গৃহিত বঙ্গ – ভঙ্গ -এর তিনি ঘােরতর বিরােধিতা করেন ।
বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) আজীবন জাতীয়তাবাদের একজন বলিষ্ঠ সমর্থক ছিলেন । জামানীর এক বিখ্যাত পন্ডিত ম্যাক্স মুলার তার জ্ঞানের গভীরতায় তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন ।
বালগঙ্গাধর তিলককে ভারতের রাজনৈতিক অস্থিরতার জনক ’ বলা হয়ে থাকে । যার জন্য বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) মূলত ব্রিটিশদের নির্যাতন নীতিকেই দায়ী করে থাকেন । ১৯০৮ সালে রাজদ্রোহিতার অভিযােগে বাল গঙ্গাধর তিলককে (Bal Gangadhar Tilak) বিচারের সম্মুখীন করা হয় । বিচারালয়ে বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) আত্মপক্ষ সমর্থনের জন্য একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন — যা একটানা চারদিন পর্যন্ত স্থায়ী হয়েছিলাে ।
বাল গঙ্গাধর তিলকের হোম রুল লীগ আন্দোলন – Bal Gangadhar Tilak Hamrul League Movement :
কারাগার থেকে ছাড়া পেয়ে লােকমান্য তিলক ১৯১৬ সালে এ্যানি বেসান্তের সঙ্গে হােম রুল লীগ আন্দোলন শুরু করেন । তবে ব্রিটিশ কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তা বাল গঙ্গাধর তিলক (Bal Gangadhar Tilak) প্রত্যাহার করে নেন । এছাড়া তিলক ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সুবিধার্থে কংগ্রেসকে যথেষ্ট সাহায্য করেছিলেন শক্তিশালী একটা সংগঠন হিসাবে গড়ে উঠতে ।
বাল গঙ্গাধর তিলকের মৃত্যু – Bal Gangadhar Tilak Death :
১৯২০ সালের ১ লা আগস্ট ৬৪ বছর বয়সে সুবিখ্যাত মনীষী ও রাজনৈতিক ব্যক্তিত্ব লােকমান্য তিলক অমৃতলােকে যাত্রা করেন।
বাল গঙ্গাধর তিলকের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Bal Gangadhar Tilak Biography in Bengali (FAQ):
- বাল গঙ্গাধর তিলকের জন্ম কবে হয় ?
Ans: ২৩ জুলাই ১৮৫৬ সালে ।
- বাল গঙ্গাধর তিলকের পিতার নাম কী ?
Ans: বাল গঙ্গাধর তিলকের পিতার নাম গঙ্গাধর রামচন্দ্র তিলক ।
- বাল গঙ্গাধর তিলকের জন্ম কোথায় হয় ?
Ans: বাল গঙ্গাধর তিলকের জন্ম হয় রত্নাগিরি মহারাষ্ট্র।
- বাল গঙ্গাধর তিলক কত সালে হম রুল লীগ আন্দোলন চালু করে ?
Ans: বাল গঙ্গাধর তিলক ১৯১৬ সালে হম রুল লীগ আন্দোলন চালু করে ।
- বাল গঙ্গাধর তিলক কত সালে বঙ্গ ভঙ্গ এর বিরোধিতা করেন ?
Ans: বাল গঙ্গাধর তিলক ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গ এর বিরোধিতা করেন ।
- বাল গঙ্গাধর তিলক কে ছিলেন ?
Ans: বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ।
- বাল গঙ্গাধর তিলক কারাবাসে থাকাকালীন কী রচনা করেন ?
Ans: শ্রীমদ্ভগবত গীতার বিখ্যাত ভাষ্য “ গীতারহস্য ” ।
- বাল গঙ্গাধর তিলকের স্লোগান কী ছিল ?
Ans: বাল গঙ্গাধর তিলকের স্লোগান ছিল ” স্বাধীনতা হলাে আমার জন্মসূত্রে প্রাপ্য বিষয় এবং আমাকে তা অর্জন করতেই হবে ” ।
- বাল গঙ্গাধর তিলক কবে জন্মগ্রহণ করেন?
Ans: বাল গঙ্গাধর তিলক জন্মগ্রহণ করেন ২৩ জুলাই ১৮৫৬ সালে ।
- বাল গঙ্গাধর তিলকের মৃত্যু কবে হয় ?
Ans: বাল গঙ্গাধর তিলক মারা যান ১ লা আগস্ট ১৯২০ সালে ।
[আরও দেখুন, ক্ষুদিরাম বসুর জীবনী – Khudiram Bose Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী – Prafulla Chandra Ray Biography in Bengali
আরও দেখুন, সত্যেন্দ্রনাথ বসুর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali]
বাল গঙ্গাধর তিলক এর জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বাল গঙ্গাধর তিলক এর জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। বাল গঙ্গাধর তিলক এর জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই বাল গঙ্গাধর তিলক এর জীবনী – Bal Gangadhar Tilak Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।