অতীশ দীপঙ্করের জীবনী
Atisa Dipankar Biography in Bengali
অতীশ দীপঙ্করের জীবনী – Atisa Dipankar Biography in Bengali : জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর তার অগাধ পাণ্ডিত্য , সুতীক্ষ্ম মনীষা এবং আধ্যাত্ম মহিমায় বঙ্গের মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন । ধর্ম , দর্শন ও সাহিত্য ক্ষেত্রেও অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর অবদান অসামান্য ও বিস্ময়কর । শুধু বঙ্গদেশেই নয় , বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাত্র পাঁচজন জ্ঞানসাধকের নামও যদি করতে হয় , তবে অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর মধ্যে একজন অবশ্যই হবেন বাংলার কুলগৌরব অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান । সেই প্রাচীন কাল থেকে আজও অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর জ্ঞান- তপস্যার ইতিহাস বাংলার বুকে অম্লান হয়ে আছে ।
জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর এর একটি সংক্ষিপ্ত জীবনী । অতীশ দীপঙ্কর এর জীবনী – Atisa Dipankar Biography in Bengali বা অতীশ দীপঙ্কর এর আত্মজীবনী বা (Atisa Dipankar Jivani Bangla. A short biography of Atisa Dipankar. Atisa Dipankar Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) অতীশ দীপঙ্কর এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অতীশ দীপঙ্কর কে ছিলেন ? Who is Atisa Dipankar ?
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (Atisa Dipankar) হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন।
জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের জীবনী – Atisa Dipankar Biography in Bengali :
নাম (Name) | অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) |
জন্ম (Birthday) | ৯৮২ খ্রিস্টপূর্ব |
জন্মস্থান (Birthplace) | বিক্রমপুর (অধুনা বাংলাদেশ) |
অভিভাবক (Parents)/পিতামাতা | কল্যাণশ্রী (পিতা)
প্রভাবতী দেবী (মাতা) |
উপাধি | অতীশ
গুহ্যজ্ঞানবজ্র |
ধর্ম | বৌদ্ধ ধর্ম |
জাতীয়তা | বাঙালি |
সন্তান | পুণ্যশ্রী |
পেশা | বৌদ্ধ ভিক্ষু, ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক, বিতার্কিক, বাগ্মী |
মৃত্যু (Death) | ১০৫৪ খ্রিস্টপূর্ব |
অতীশ দীপঙ্করের জন্ম – Atisa Dipankar Birthday :
মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) ৯৮০ খ্রীষ্টাব্দে মতান্তরে ৯৮২ খ্রীষ্টাব্দে বিক্রমপুর জেলার ব্রহ্মযোগী গ্রামে জন্মগ্রহণ করেন ।
অতীশ দীপঙ্করের পিতামাতা – Atisa Dipankar Parents :
অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর পিতা জমিদার ছিলেন । পিতার নাম কল্যাণশ্রী এবং মায়ের নাম প্রভাবতী ৷ অতীশ দীপঙ্করের পিতৃপ্রদত্ত নাম ‘ চন্দ্রগর্ভ ” ।
অতীশ দীপঙ্করের শৈশবকাল – Atisa Dipankar Childhood :
অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) শৈশব থেকেই অতীশ দীপঙ্কর অত্যন্ত মেধাবী ও জ্ঞানপিপাসু ছিলেন । জেতারী নামের এক পণ্ডিতের কাছে তিনি অল্পবয়সে হীনযান ও মহাযান মতের ত্রিপিটক , মাধ্যমিক এবং যোগাচার দর্শনের চতুষ্টয় ও অন্যান্য শাখায় জ্ঞানার্জন করেন । জ্ঞানার্জনের সাথে সাথে তাঁর জ্ঞানক্ষুধাও বৃদ্ধি পেতে থাকে । জ্ঞানতৃষ্ণা নিবারণের জন্য একদিন অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) গৃহত্যাগ করে পথে বের হয়ে পড়লেন । এলেন বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত কৃষ্ণগিরির রাহুল গুপ্তের কাছে । তার কাছে আধ্যাত্ম শিক্ষা লাভ করে গেলেন দন্ডপুরির মহাবিহারের মাহাচার্য শীল রক্ষিতের কাছে । এই রক্ষিতই চন্দ্রগৰ্ভকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দান করেন ।
অতীশ দীপঙ্করের অধ্যয়ন :
তখন থেকেই তাঁর নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান । তখন তাঁর বয়স মাত্র উনিশ বছর । শুরু হয় তার জ্ঞানসাধনা । জ্ঞানসাধনার জন্য তিনি দেশত্যাগ করে চলে যান সুমাত্রায় । সেখানকার মহাজ্ঞানী মহাযোগী চন্দ্রকীর্তির কাছে তিনি অধ্যয়ন করেন দর্শনশাস্ত্র , অভিস্ময়ংলকার এবং বোধিচর্যার বহু গ্রন্থাদি ।
অতীশ দীপঙ্করের ধর্মপাল উপাধি – Atisa Dipankar Dharmapal Title :
সুমাত্রা দ্বীপে তিনি সুদীর্ঘ বারো বছর জ্ঞানান্বেষণে অতিবাহিত করেন । তারপর ধর্মশাস্ত্র , এবং আধ্যাত্ম সাধনায় পরম পারদর্শিতা লাভ করে তেতাল্লিশ বছর বয়সে ফিরে আসেন প্রাচীন ভারতের মগধে । মগধের রাজা ও জনগণ তার অসাধারণ পান্ডিত্য দেখে মুগ্ধ হন এবং তাঁকে ‘ ধর্মপাল ’ উপাধিতে ভূষিত করেন । মগধের রাজা ন্যায়পাল দেব পরে অতীশ দীপঙ্করকে বিক্রমশীলা মহাবিহারের প্রধান আচার্যের পদে নিয়োগ করেন ।
অতীশ দীপঙ্করের পান্ডিত্যের কথা , ধর্মীয় ও রাষ্ট্রীয় কাজে তাঁর দক্ষতার কথা এবং সুনাম ছড়িয়ে পড়তে থাকে নানাদিকে । মগধে অবস্থানকালেই বৌদ্ধধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য তাঁকে তিব্বতে যাবার আমন্ত্রণ জানিয়ে তিব্বত রাজ বিক্রমশীলায় দূত প্রেরণ করেন । এই সময়ে বৌদ্ধধর্মের খুব সঙ্কট চলছিলো । কিন্তু হাতে প্রচুর কাজ থাকায় তিনি তিব্বতে যেতে পারেননি সে সময়ে । তিব্বতরাজের দূত ফিরে গেলেন ব্যর্থমনোরথ হয়ে ।
তিব্বত রাজ পরে নিজের বিদ্রোহী প্রজাদের হাতে নিহত হলে তাঁর পুত্র চুংছুপ তিব্বতের রাজা হন । তিনিও একদিন অতীশ দীপঙ্করকে তিব্বতে এসে বৌদ্ধধর্ম পুনরুজ্জীবিত করার আমন্ত্রণ জানালেন । অতীশ দীপঙ্কর এবারে তিব্বতে যেতে রাজি হলেন ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
অতীশ দীপঙ্করের ভট্টারক উপাধি – Atisa Dipankar Bhattarak Title :
১০৪০ সালে সুদীর্ঘ পর্বতসঙ্কুল পথ পাড়ি দিয়ে তিনি তিব্বতের গু – জে নামক প্রদেশে গিয়ে উপস্থিত হন । তখন সেখানে রাজকীয় অশ্বারোহী বাহিনী তাঁকে স্বাগত অভ্যর্থনা জানায় । স্বয়ং তিব্বত রাজও সেখানে উপস্থিত ছিলেন । পরে রাজপ্রাসাদে তাঁর পূর্ণাঙ্গ সম্বর্ধনা জানানো হয় । অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর অসাধারণ পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘ হো – বো – জে ’ অর্থাৎ ভট্টারক ’ উপাধি প্রদান করা হয় ।
অতীশ দীপঙ্করের তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা – Atisa Dipankar Established Buddhism in Tibet :
১০৪২ সাল থেকে অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধধর্ম পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন । তিনি সারা তিব্বতের শহরে , গ্রামে গঞ্জে , ধর্মীয় পীঠস্থানে ধর্ম প্রচার কার্য চালাতে থাকেন । অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) এর বিপুল পান্ডিত্য ও অসাধারণ বাগ্মিতায় দেশের মানুষ মুগ্ধ হয়ে যায় এবং তারা হারানো বিশ্বাস ফিরে পেতে থাকে ।
কথা ছিলো অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) তিব্বতে তিন বছর থাকবেন । কাজ শেষ করে আবার ফিরে আসবেন । কিন্তু তিব্বতে গিয়ে সেখানকার মানুষজনকে এমনভাবে ভালোবেসেছিলেন যে , তিব্বতীয়রা তাঁকে এমন শ্রদ্ধার আসনে বসিয়েছিলো যে , অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) আর সেসব ছেড়ে দেশে ফিরতে পারেন নি ।
অতীশ দীপঙ্কর লামা ধর্মের প্রবর্তক হওয়া সত্ত্বেও তিনি কখনো লামা উপাধি গ্রহণ করেননি ।
[আরও দেখুন, শ্রীরামকৃষ্ণ এর জীবনী – Ramakrishna Biography in Bengali]
অতীশ দীপঙ্করের গ্রন্থ – Atisa Dipankar Books :
বৌদ্ধধর্মের অনেক গ্রন্থ দীপঙ্কর তিব্বতি ভাষায় অনুবাদ করেন । তার রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই শতাধিক । অতীশ দীপঙ্কর (Atisa Dipankar) সহজ সরল সুললিত ভাষায় বৌদ্ধ ধর্মের সুগভীর দার্শনিক তত্ত্বগুলি বিশ্লেষণ ও প্রচার করে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন ।
অতীশ দীপঙ্করের মৃত্যু – Atisa Dipankar Death :
১০৫৪ সালে তিব্বতের ন্যাথাং বিহারেই মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর প্রায় ৭৪ বছর বয়সে মহাপ্রয়ান করেন । ১৯৭৮ সালে চীনে রক্ষিত তাঁর চিতাভস্ম বাংলাদেশে এনে কমলাপুর বৌদ্ধবিহারে রাখা হয়েছে ।
অতীশ দীপঙ্করের জীবনী – Atisa Dipankar Biography in Bengali FAQ :
- অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
Ans: অতীশ দীপঙ্কর ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন ।
- অতীশ দীপঙ্করের জন্ম কোথায় হয় ?
Ans: অতীশ দীপঙ্করের জন্ম কোথায় বিক্রমপুরে ।
- অতীশ দীপঙ্কর কবে জন্মগ্রহণ করেন ?
Ans: অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন ৯৮২ খ্রিস্টপূর্ব।
- অতীশ দীপঙ্করের পিতার নাম কী ?
Ans: অতীশ দীপঙ্করের পিতার নাম কল্যাণশ্রী ।
- অতীশ দীপঙ্করের মাতার নাম কী ?
Ans: অতীশ দীপঙ্করের মাতার নাম প্রভাবতী দেবী ।
- অতীশ দীপঙ্করের গ্রন্থের সংখ্যা কত ?
Ans: অতীশ দীপঙ্করের গ্রন্থের সংখ্যা প্রায় দুই শতাধিক ।
- অতীশ দীপঙ্করের সন্তানের নাম কী ?
Ans: অতীশ দীপঙ্করের সন্তানের নাম পুণ্যশ্রী ।
- অতীশ দীপঙ্কর তার গ্রন্থ কোন ভাষায় অনুবাদ করেন ?
Ans: অতীশ দীপঙ্কর তার গ্রন্থ কোন ভাষায় অনুবাদ করেন ।
- অতীশ দীপঙ্কর কবে মারা যান ?
Ans: অতীশ দীপঙ্কর মারা যান ১০৫৪ সালে ।
[আরও দেখুন, গৌতম বুদ্ধের জীবনী – Gautam Buddha Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, স্বামী বিবেকানন্দ এর জীবনী – Swami Vivekananda Biography in Bengali
আরও দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী – Sourav Ganguly Biography in Bengali
আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali]
অতীশ দীপঙ্কর এর জীবনী – Atisa Dipankar Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অতীশ দীপঙ্কর এর জীবনী – Atisa Dipankar Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। অতীশ দীপঙ্কর এর জীবনী – Atisa Dipankar Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই অতীশ দীপঙ্কর এর জীবনী – Atisa Dipankar Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।