মাইক টাইসন এর জীবনী
Mike Tyson Biography in Bengali
মাইক টাইসন এর জীবনী Mike Tyson Biography in Bengali : বক্সিং সম্রাট মাইক টাইসন (Mike Tyson) শহর নিউইয়র্ক -এ জন্মগ্রহণ করেন । অনেকে মাইক টাইসনকে (Mike Tyson) বলে থাকেন , বৈভবে আভিজাত্যে ঐশ্বর্যে নিউইয়র্ক পৃথিবীর শ্রেষ্ঠ মহানগর ।
এই নিউইয়র্কে সব মানুষই যে সুখে শান্তিতে আছেন , এমনটি ভাববার কোনো কারণ নেই । নিউইয়র্কে অনেক হারলেম বা বস্তি দেখতে পাওয়া যায় । সেখানকার মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন ।
নিউইয়র্কের একটি ছোট্ট গলির গল্পকথা । সাধের পায়রা চুরি করার জন্য এগারো বছর বয়সী মাইক টাইসন একটা বড়োসড়ো চেহারার লোকের মুখে ঘুষি মেরে দিলেন । ব্যাপারটা অভাবিত এবং অপ্রত্যাশিত । একটা পায়রা চুরি করে লোকটা একটু সঙ্কুচিত হয়েছিল ৷ আচমকা এমন একটা ঘুষি খেয়ে অবাক হয়ে গেল সে ।
এগারো বছরের মাইক বুঝতে পারলেন , এভাবে কাউকে বেমক্কা ঘুষি চালিয়ে দিলেই হল , লোকটার পকেট থেকে পয়সাকড়ি বের করে নেওয়া সম্ভব হবে । শুধু একটা ঘুষি , একটা পাঞ্চ , আর তাতেই অর্থ উপার্জনের নতুন দিগন্ত খুলে যাবে । এরপর থেকে মাইক টাইসন তাই করতে শুরু করলেন । এই ভাবে লোককে আঘাত করে অর্থ উপার্জন করতে লাগলেন মাইক টাইসন ।
বক্সিং সম্রাট মাইক টাইসন এর একটি সংক্ষিপ্ত জীবনী । মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali বা মাইক টাইসন এর আত্মজীবনী বা (Mike Tyson Jivani Bangla. A short biography of Mike Tyson. Mike Tyson Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) মাইক টাইসন এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
মাইক টাইসন কে ? Who is Mike Tyson ?
মাইক টাইসন (Mike Tyson) একজন পেশাদার বক্সিং খেলোয়াড়। ব্যক্তিজীবনে মাইক টাইসন (Mike Tyson) বহু বিতর্ক-বিবাদে জড়িয়েছেন। বর্তমানে মাইক টাইসন (Mike Tyson) অবসর নিয়েছেন। তার শিশু ডাইনামাঈ আয়রন মাইক জাতীয় ডাক নাম আছে।
বক্সিং সম্রাট মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali :
নাম (Name) | মাইকেল জেরার্ড টাইসন বা মাইক টাইসন (Mike Tyson) |
জন্ম (Birthday) | ৩৩ জুন ১৯৬৬ (33 June 1963) |
জন্মস্থান (Birthplace) | নিউইয়র্ক, আমেরিকা |
ডাকনাম | আয়রন মাইক
দ্য বেডেস্ট ম্যান অন দি প্ল্যানেট কিড ডায়নামাইট |
বিবেচনা | হেভিওয়েট |
উচ্চতা | ৫ ফুট ১১.৫ ইঞ্চি |
জাতীয়তা | আমেরিকান |
অবস্থান | অর্থডক্স |
মোট লড়াই | ৫৮ |
জয়ী | ৫০ |
মাইক টাইসন এর জন্ম – Mike Tyson Birthday :
মাইক টাইসনের জন্ম আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রুকলিন অঞ্চলে ১৯৬৬ সালের ৩০ জুন । মাইক টাইসন (Mike Tyson) এর ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই অসামান্য বক্সারের ওজন ছিল ১০৮ কেজি ।
মাইক টাইসন এর শিক্ষাজীবন – Mike Tyson Education Life :
এই ভাবেই মাইকের জীবন তখন ঘুরপাক খাচ্ছে এক অন্ধকার নরকের মধ্যে । যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়তে হবে , এমন সম্ভাবনা তৈরি হচ্ছে । শেষ পর্যন্ত একদিন মাইক টাইসন ধরা পড়লেন পুলিশের হাতে । মাইক টাইসনকে (Mike Tyson) পাঠানো হল কিশোরদের উদ্ধার আশ্রম ডাইরার স্কুলে । সেখানকার শান্ত পরিবেশের সাথে মাইক নিজেকে মানাতে পারছিলেন না ।
শেষ পর্যন্ত ওই স্কুল থেকে ছাড়া পেলেন মাইক টাইসন । এখন যাবেন কোথায় ? আবার হয়তো রাস্তায় নেমে ছিনতাই করতে হবে । আবার জেল , আবার বেরিয়ে আসা । এভাবেই এক অন্ধকার বৃত্তের মধ্যে কেটে যাবে মাইক টাইসনের জীবন …
ভগবান বোধহয় মাইক টাইসনের জন্য অন্য কিছু ভেবেছিলেন । মাইক টাইসন (Mike Tyson) এর সঙ্গে অপ্রত্যাশিতভাবে কাস ডি আমাতোর দেখা হল । কাস ছিলেন বিখ্যাত বক্সিং কোচ । ফ্লয়েড প্যাটারসন নামে এক বিশ্ববিখ্যাত বক্সারকে তিনি উপহার দিয়েছেন । ফ্লয়েড হয়েছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ ‘ চ্যাম্পিয়ান । মাইককে দেখে আমাতো বুঝতে পারলেন , এই ছেলেটির মধ্যে অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে । এর চোখের দৃষ্টিতে কে যেন লাসের রশ্মি ফিট করে দিয়েছে । একজন বক্সারের সব থেকে বড়ো সম্পদ হল তার দুই চোেখ ৷ সে বুঝে যাবে বিপক্ষ বক্সার কখন কীভাবে পাঞ্চ করতে এগিয়ে আসবে , সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করবে সে ।
মাইক টাইসন এর কোচ – Mike Tyson Coach :
মাইক টাইসনের ঘাড়ের গঠনও ওই অভিজ্ঞ কোচকে অবাক করে দিয়েছিল । উনি বুঝতে পেরেছিলেন যে , বিশ্ব হেভিওয়েট খেতাবের দায়িত্ব একদিন এই ছেলেটির ঘাড়েই এসে পড়বে । মনে হয় , এই জন্যই ভগবান বোধহয় তাকে তৈরী করেছেন । কোচ আমাতো এই ভাবে রাস্তার এক ছিনতাইবাজের মধ্যে ভবিষ্যৎ বিশ্বচ্যাম্পিয়ানের ছায়া দেখতে পেলেন । মাইককে সোজা নিয়ে এলেন নিজের জিমনাসিয়ামে । তারপর বললেন— “ না , ওই নোংরা গলিতে তুমি আর কখনো যাবে না । লোকের ঘাড়ে রদ্দা মেরে ছিনতাই করবে না । তোমার পৌরুষ দেখাবার আসল জায়গা হল বক্সিং – এর এই রিং । ”
এর আগে মাইক টাইসনের কাছে এমন কথা কেউ কখনো বলেননি । টাইসন অবাক হয়ে তাকিয়ে থাকলেন ওই কোচের মুখের দিকে । নিজেকে পরখ করলেন । মনে হল অন্ধকার রাত্রির অবসান ঘটে গেছে , হাজার সূর্যের আলোয় ঝলমলে হয়ে উঠেছে প্রভাতের আলো ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
আমাতো এগিয়ে এসে , মাইক টাইসনের কাঁধে হাত রেখে বললেন “ শোনো টাইসন , তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে । তুমি জানো না তুমি কী দিয়ে তৈরী । তুমি যদি আমার কথামতো চলতে পারো , তাহলে একদিন বিশ্বচ্যাম্পিয়ান হবে । খবরের কাগজের প্রথম পাতায় তোমার ছবি ছাপা হবে । তোমার একটা সই সংগ্রহ করার জন্য মানুযজন আগ্রহে অধীর হয়ে উঠবে । রাশিরাশি অর্থের মালিক হবে তুমি । ”
এসব কথা রূপকথার গল্পের মতোই মনে হচ্ছিল মাইক টাইসনের । কিন্তু কী আশ্চর্য ! তিনি কেমন যেন সম্মোহিত হয়ে গেলেন । মনে হল , এই বক্সিং রিং – এর মধ্যেই তাঁর আসল জীবন লুকিয়ে আছে । এবার তাকে আরও ভালোভাবে অনুশীলন করতে হবে । বখাটে হয়ে যাওয়া স্ট্রিট ফাইটার মাইক টাইসন পালটে গেলেন । মাইক টাইসন বুঝতে পারলেন , মাথা উঁচু করে বাঁচতে হবে । ঘৃণিত জীবন যাপন করার থেকে মৃত্যু অনেক ভালো ।
কোচ কাস ডি আমাতোর তত্বাবধানে মাইক টাইসন কাঠিন থেকে কঠিনতর অনুশীলন করতে লাগলেন ।
মাইক টাইসন এর বক্সিং ম্যাচ – Mike Tyson Boxing Match :
মাইক টাইসনের কঠোর অনুশিক্ষনের ফল পাওয়া গেল । ১৯৮৫ সালের মার্চ মাস— প্রথম পেশাদারী বক্সিং – এ নামলেন , প্রথম রাউন্ডেই হেক্টার মারসেডেসকে নক আউট করে দিলেন । সেই বছর ১৫ টি লড়াইয়ের মধ্যে ১৩ টিতে জিতলেন । ১৯৮৬ সালে সব থেকে কম বয়সে বিশ্ববক্সিং কাউন্সিলের খেতাবের লড়াইতে জিতলেন দু’রাউন্ডে । হারিয়ে দিলেন ডাকসাইটে বক্সার ট্রেভর বারবিককে ।
[আরও দেখুন, রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali]
মাইক টাইসন এর বক্সিং ক্যারিয়ার – Mike Tyson Boxing Career :
৫৪ বার পেশাদারী লড়াইতে অংশ নিয়ে ৪৯ বার জিতেছেন । ৪৩ বার নক আউটে । মাত্র তিনবার হারের তেতো জ্বালা হজম করতে হয়েছে তাঁকে । বক্সিং ইতিহাসে অন্যতম অঘটন হিসাবে মাইক টাইসনের সাথে একটা ঘটনা জড়িয়ে আছে । জেমস ডগলাসের কাছে দশম রাউন্ডে হেরে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি হেভিওয়েট খেতাব হারিয়ে ছিলেন মাইক টাইসন (Mike Tyson) ।
মাইক টাইসন এক অন্তরঙ্গ আলাপচারিতায় মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন যে , মহাত্মা গান্ধীর জীবন দর্শন তাঁকে প্রেরণা দিয়েছে । তাই মাঝে মধ্যে তিনি মাদাম তুসোর মোমের পুতুলের জাদুঘরে চলে যান । চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে । দু’চোখ বেয়ে গড়িয়ে আসে অশ্রুকণা । এভাবেই হয়তো অতীত জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ।
মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali FAQ :
- মাইক টাইসন কে ?
Ans: মাইক টাইসন একজন পেশাদার বক্সার ।
- মাইক টাইসন এর জন্ম কোথায় ?
Ans: মাইক টাইসন এর জন্ম হয় আমেরিকার নিউইয়র্ক শহরে ।
- মাইক টাইসন এর জন্ম কবে হয় ?
Ans: মাইক টাইসন এর জন্ম ৩৩ জুন ১৯৬৬ সালে হয় ।
- মাইক টাইসন এর কোচের নাম কী ?
Ans: মাইক টাইসন এর কোচের নাম আমাতো ।
- মাইক টাইসন এর উচ্চতা কত ?
Ans: মাইক টাইসন এর উচ্চতা ৫ ফুট ১১.৫ ইঞ্চি ।
- মাইক টাইসন এর ডাকনাম কী ?
Ans: মাইক টাইসন এর ডাকনাম আয়রন মাইক ।
- মাইক টাইসন কতগুলি ম্যাচ খেলে ?
Ans: মাইক টাইসন ৫৮ টি ম্যাচ খেলে ।
- মাইক টাইসন কতগুলি ম্যাচ জিতেছেন ?
Ans: মাইক টাইসন ৫০ টি ম্যাচ জিতেছেন ।
[আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali
আরও দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী – Sourav Ganguly Biography in Bengali
আরও দেখুন, এ.পি.জে. আবদুল কালাম এর জীবনী – A.P.J. Abdul Kalam Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই মাইক টাইসন এর জীবনী – Mike Tyson Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।