রমানাথন কৃষ্ণণ এর জীবনী
Ramanathan Krishnan Biography in Bengali
রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali : ভারতীয় টেনিসের আদি পুরুষ রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) যখন দক্ষিণ ভারতে লন টেনিসের শৈশব , তখন এমন এক খেলোয়াড়ের জন্ম হয় , রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) আন্তর্জাতিক জগতে ভারতের নাম ‘ পৌঁছে দিয়েছিলেন । সামান্য পরিকাঠামোকে সম্বল করে এমনই টেনিস খেলা প্রদর্শন করেছিলেন রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) , যা দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন।
ভারতীয় টেনিসের আদি পুরুষ রমানাথন কৃষ্ণণ এর একটি সংক্ষিপ্ত জীবনী । রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali বা রমানাথন কৃষ্ণণ এর আত্মজীবনী বা (Ramanathan Krishnan Jivani Bangla. A short biography of Ramanathan Krishnan. Ramanathan Krishnan Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) রমানাথন কৃষ্ণণ এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
রমানাথন কৃষ্ণণ কে ? Who is Ramanathan Krishnan ?
রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) ভারতের একজন অবসরপ্রাপ্ত টেনিস খেলোয়াড় যিনি 1950 এবং 1960 এর দশকে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে ছিলেন। রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) 1960 এবং 1961 সালে দুবার উইম্বলডনে সেমিফাইনালিস্ট ছিলেন, ল্যান্স টিঙ্গের অপেশাদার রেঙ্কিং বিশ্ব নম্বরে 6 নম্বরে পৌঁছেছিলেন। রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1966 ডেভিস কাপের চ্যালেঞ্জ রাউন্ডে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিজয় অমৃতরাজ এবং আনন্দ অমৃতরাজ যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1974 সালের ডেভিস কাপ ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তখন নন প্লেয়িং অধিনায়ক ছিলেন।
ভারতীয় টেনিসের আদি পুরুষ রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali :
নাম (Name) | রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) |
জন্ম (Birthday) | ১১ এপ্রিল ১৯৩৭ (11th April 1937) |
জন্মস্থান (Birthplace) | মাদ্রাজ, ব্রিটিশ ভারত |
দেশ | ভারত |
অবসর | 1968 |
খেলার ধরন | ডানহাতি |
শিরোনাম | ৫৫ |
সর্বাধিক রেঙ্ক | ৬ (১৯৬১) |
রমানাথন কৃষ্ণণ এর জন্ম – Ramanathan Krishnan Birthday :
রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) হলেন ভারতীয় টেনিসের আদি পুরুষ রমানাথন কৃষ্ণণ । ১৯৩৭ সালের ১১ এপ্রিল মাদ্রাজ শহরে তাঁর জন্ম হয়েছিল । গত শতাব্দীর ৫০ ও ৬০ দশকে রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন । একাধিক বার হারিয়েছেন তার থেকে এগিয়ে থাকা বিশিষ্ট খেলোয়াড়দের । রমানাথন কৃষ্ণণের অফেন্স এবং ডিফেন্স ছিল দেখার মতো ৷ কোর্টে ক্ষিপ্ত চিতাবাঘের মতো পায়চারি করতে পারতেন ।
[আরও দেখুন, সাইনা নেহওয়াল এর জীবনী – Saina Nehwal Biography in Bengali]
রমানাথন কৃষ্ণণ এর শৈশবকাল – Ramanathan Krishnan Childhood :
রমানাথন কৃষ্ণণের শৈশব থেকেই টেনিসের হাতেখড়ি । খুব ছোট্ট বেলায় স্থানীয় টেনিস কোচের কাছে গিয়েছিলেন । সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ছিলেন তাঁর একান্ত আপন জন তার মামা । ভদ্রলোক পেশায় ডাক্তার , কিন্তু নেশায় টেনিস খেলোয়াড় । তিনি ভাগনেকে চিনতে পেরেছিলেন । মাদ্রাজের টেনিস খেলার একটা আবহাওয়া আছে । একটা পরিমণ্ডল আছে । তখন থেকেই রমানাথন কৃষ্ণণ সেই পরিমন্ডলে ঢুকে পড়েন । তার সৌভাগ্য মা – বাবা , কেউ সেইভাবে টেনিস খেলতে তাঁকে বাধা দেননি ।
রমানাথন কৃষ্ণণ প্রথম এশিয়ান খেলুয়ার – Ramanathan Krishnan First Asian Player :
১৯৫৪ সালে তিনি প্রথম এশীয় খেলোয়াড় হিসাবে উইম্বলডনের বালক বিভাগে সিঙ্গলস টাইটেল জয়লাভ করেন । সেই সময় থেকেই তাঁর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে । তখন রমানাথন কৃষ্ণণ (Ramanathan Krishnan) এর বয়স সবেমাত্র সতেরো বছর । সতেরো বছর কিশোরের দৃঢ়তা দেখে সকলে অবাক হয়ে গিয়েছিলেন ।
[আরও দেখুন, বিশ্বনাথন আনন্দ এর জীবনী – Viswanathan Anand Biography in Bengali]
রমানাথন কৃষ্ণণ এর পুরস্কার সমুহ – Ramanathan Krishnan Prizes :
১৯৬১ সালে রমানাথন কৃষ্ণণকে (Ramanathan Krishnan) অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় । ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান । ১৯৬৭ সালে রমানাথন কৃষ্ণণকে (Ramanathan Krishnan) দেওয়া হয় পদ্মভূষণ । এইভাবে আমরা তাঁর অসামান্য টেনিস প্রতিভাকে বারে বারে স্বীকৃতি এবং সম্মান জানিয়েছি ।
রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali FAQ :
- রমানাথন কৃষ্ণণ কে ?
Ans: রমানাথন কৃষ্ণণ ভারতের একজন অবসরপ্রাপ্ত টেনিস খেলোয়াড় ।
- রমানাথন কৃষ্ণণ এর জন্ম কোথায় হয় ?
Ans: রমানাথন কৃষ্ণণ এর জন্ম মাদ্রাজ, ব্রিটিশ ভারতে হয় ।
- রমানাথন কৃষ্ণণ কত সালে অবসর নেন ?
Ans: রমানাথন কৃষ্ণণ ১৯৬৮ সালে অবসর নেন ।
- রমানাথন কৃষ্ণণ কবে জন্মগ্রহণ করেন ?
Ans: রমানাথন কৃষ্ণণ ১১ এপ্রিল ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন ।
- রমানাথন কৃষ্ণণ কত গুলি খেতাব জিতেছেন ?
Ans: রমানাথন কৃষ্ণণ ৫৫ টি খেতাব জিতেছেন ।
- রমানাথন কৃষ্ণণ কত সালে পদ্মশ্রী পুরস্কার পান?
Ans: রমানাথন কৃষ্ণণ ১৯৬২ সালে পদ্মশ্রী পুরস্কার পান।
- রমানাথন কৃষ্ণণ কত সালে অর্জুন পুরস্কার পান?
Ans: রমানাথন কৃষ্ণণ ১৯৬১ সালে অর্জুন পুরস্কার পান।
- রমানাথন কৃষ্ণণ কত সালে পদ্মভূষণ পান ?
Ans: রমানাথন কৃষ্ণণ ১৯৬৭ সালে পদ্মভূষণ পান ।
[আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali
আরও দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী – Sourav Ganguly Biography in Bengali
আরও দেখুন, এ.পি.জে. আবদুল কালাম এর জীবনী – A.P.J. Abdul Kalam Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই রমানাথন কৃষ্ণণ এর জীবনী – Ramanathan Krishnan Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।