রজার ফেদেরার এর জীবনী
Rorger Federer Biography in Bengali
রজার ফেদেরার এর জীবনী – Rorger Federer Biography in Bengali : বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এই মুহূর্তে টেনিস বিশ্বের অবিসংবাদিত পুরুষ টেনিস তারকা হলেন রজার ফেদেরার (Rorger Federer) । ২০০৪ সালে ফেদেরার ম্যাট্স উইলান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ২০০৬ ও ২০০৭ সালে রজার ফেদেরার (Rorger Federer) এই সাফল্যের পুনরাবৃত্তি করেন। রজার ফেদেরার (Rorger Federer) এ পর্যন্ত ২০ টি গ্র্যান্ড স্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। রজার ফেদেরার (Rorger Federer) একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউ এস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন।
বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এর একটি সংক্ষিপ্ত জীবনী । রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali বা রজার ফেদেরার এর আত্মজীবনী বা (Roger Federer Jivani Bangla. A short biography of Roger Federer. Roger Federer Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) রজার ফেদেরার এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
রজার ফেদেরার কে ? Who is Roger Federer ?
রজার ফেদেরার (Rorger Federer) হলেন একজন সুইস পেশাদারী টেনিস খেলোয়াড়। রজার ফেদেরার (Rorger Federer) ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। রজার ফেদেরার (Rorger Federer) বর্তমানে এটিপি র্যাংকিং অনুযায়ী বিশ্বের ২ নম্বর খেলোয়াড় । পিট সাম্প্রাস সহ অনেক টেনিস কিংবদন্তী, টেনিস সমালোচক, তার সমসাময়িক খেলোয়াড়সহ অনেকেই মনে করেন রজার ফেদেরার (Rorger Federer) সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় । রজার ফেদেরার (Rorger Federer) ২রা ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ ত্থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড ।
বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali :
নাম (Name) | রজার ফেদেরার (Rorger Federer) |
জন্ম (Birthday) | ৮ আগস্ট ১৯৮১ (8th August 1981) |
জন্মস্থান (Birthplace) | সুইজারল্যান্ড |
দেশ | সুইজারল্যান্ড |
বাসস্থান | বতমিনগেন, সুইজারল্যান্ড |
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি |
খেলার ধরন | ডানহাতি |
প্রশিক্ষক | এডলফ কাকভস্কি (১৯৯১)
পিটার কার্টার (১৯৯১–২০০০) পিটার লুন্দগ্রিন (২০০০–০৩) টনি রোচ (২০০৬–০৭) সেভেরিন লুথি (২০০৭–বর্তমান) জোসে হিগুয়েরাস (২০০৮) পল এনাকোন (২০১০–১৩) স্টেফান এডবার্গ (২০১৪–২০১৫) “‘ইভান জুবাইসিগ”‘ (২০১৬-বর্তমান) |
পুরস্কার | $ ১৩,০৫,৯৪,৩৩৯ |
রজার ফেদেরার এর জন্ম – Roger Federer Birthday :
১৯৮১ সালের ৮ আগস্ট রজার ফেদেরার (Rorger Federer) এর জন্ম হয় । তাঁকে স্যুইজারল্যান্ডের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বলা হয় । রজার ফেদেরার (Rorger Federer) স্যুইজারল্যান্ডের হয়ে ২৮৭ সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বিশ্বের এক নম্বর হিসাবে স্বীকৃতি পেয়েছেন । এটি একটি বিশ্বরেকর্ড । তাঁর পয়েন্ট ( ১১০৭৫ ) ।
রজার ফেদেরার এর শৈশবকাল – Roger Federer Childhood :
রজার ফেদেরার ছোটো থেকেই লন টেনিস খেলতে ভালোবাসতেন । মা বাবা দুজনেই ছিলেন টেনিস প্রেমিক । তাই ছোটোবেলার দিনগুলিতে টেনিস খেলতে কোনো অসুবিধা হয়নি রজার ফেদেরারের । যখন রজার ফেদেরার (Rorger Federer) এর বয়স পাঁচ বছর তখন তাঁর হাতে টেনিস র্যাকেট তুলে দিয়েছিলেন তার বাবা । বাবা এক স্বচ্ছল ব্যবসায়ী । এমন বাবাকে পাওয়াতে রজার ফেদেরারের জীবন মসৃণ ভাবে এগিয়ে যায় । সাত বছর বয়সে জুনিয়ার টুর্নামেন্টে যোগ দেন এবং জয়লাভ করেন । সেই ছোট্ট বয়সে তাঁর প্রচন্ড পাওয়ার দেখে উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে গিয়েছিলেন । বর্ষীয়ান কোচেরা মন্তব্য করেছিলেন , একদিন ফেদেরার টেনিস বিশ্ব শাসন করবেন । তাঁদের এই অনুমান সত্যি বলে প্রমাণিত হয়েছে ।
রজার ফেদেরার এর খেতাব গুলি – Roger Federer Titles :
জীবনে অনেকগুলি গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছেন রজার ফেদেরার । উড়িয়ে দিয়েছেন বিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে । অস্ট্রেলিয়ান ওপেনের চারবারের চ্যাম্পিয়ান —২০০৪ , ২০০৬ , ২০০৭ এবং ২০১০ সুইস টেনিস তারকা রজার ফেদেরার চতুর্থ বার অস্ট্রেলীয় ওপেন জিতেছেন । ৩১ শে জানুয়ারি ২০১০ মেলবোর্ণে ব্রিটেনের অ্যান্ডিমারেকে পুরুষদের সিঙ্গলস ফাইনালে হারিয়েছেন তিনি , এই নিয়ে সব মিলিয়ে ফেদেরারের ১৭ টি গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন । ফরাসি ওপেন জিতেছেন ২০০৫ সালে । উইম্বলডন জিতেছেন মোট ২০০৩ , ২০০৪ , ২০০৫ , ২০০৬ , ২০০৭ , ২০০৯ সাতবার ও ২০১২। মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন পাঁচবার – ২০০ ২০০৫ , ২০০৬ , ২০০৭ এবং ২০০৮। একাধিক ক্রমে পাঁচবার জেতার এমন রেকর্ড আর কারোর নেই ।
২০১০ লন্ডন এ টি পি ওয়ার্ল্ড ট্যুর : 2010 A T P World Tour :
নভেম্বর ২০১০ লন্ডনের এ টি পি ওয়ার্ল্ড ট্যুর জিতেছেন রজার রজার ফেদেরার (Rorger Federer) । রজার ফেদেরার (Rorger Federer) ৬-৩ , ৩-৬ , ৬-১ স্ট্রেট সেটে হারিয়েছেন চির প্রতিদ্বন্দ্বী টেনিস তারকা রাফায়েল নাদালকে ।
অলিম্পিক গেমস :
রজার ফেদেরার (Rorger Federer) ২০০৪ সালের অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিলেন । ২০০৮ সালে ডাবলস – এ চ্যাম্পিয়ান হন ।
রজার ফেদেরার এ টি পি মাস্টার্স টেনিস খেতাব – Roger Federer A T P Masters Tenis Title :
১৯ শে মার্চ ২০১২ জন ইসনারকে ৭-৬ , ৬-৩ ফলাফলে হারিয়ে টানা তিনবার ইন্ডিয়ান্স ওয়েলস এটিপি মাস্টার্স টেনিস খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer) ৷
গ্র্যান্ড স্লামে ম্যাচ জয় – Win Match in Grand Slam :
২৮ শে মে ২০১২ ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে থাকা জার্মানির তোবিয়াস কামকেকে ৬-২ , ৭-৫ , ৬-৩ ফলাফলে হারিয়ে গ্র্যান্ড স্লামে ২৩৩ তম ম্যাচ জিতেছেন ।
রজার ফেদেরার এর ওয়ার্ল্ড রেকর্ড – Roger Federer World Record :
৮ ই জুলাই ২০১২ উইম্বলডন ফাইনালে রজার ফেদেরার ৪-৬ , ৭-৫ , ৬-৩ , ৬-৪ সেটে বৃটিশ খেলোয়াড় অ্যান্ডি মারেকে হারিয়ে সপ্তমবার উইম্বলডন খেতাব জিতে পিট সাম্প্রাসকে ছুঁয়েছেন । যাঁর রেকর্ড ছুঁয়ে ফেদেরার জানিয়েছেন যে সাম্প্রাসই ওঁর আদর্শ । সেই সঙ্গে সাম্প্রাসের বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সপ্তাহ ( ২৮৬ ) এক নম্বরে থাকার বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ফেদেরার ।
[আরও দেখুন, মেরি কম এর জীবনী – Mary Kom Biography in Bengali]
২৯ জানুয়ারি ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেন গেমস :
২৯ শে জানুয়ারি ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গলসের ফাইনালে সুইস তারকা রজার ফেদেরার ৬-৪ , ৩-৬ , ৬-১ , ৩-৬ , ৬-৩ ফলাফলে হারিয়েছেন স্পেনের রাফায়েল নাদালকে । এটি ফেদেরার ১৮৩ তম গ্র্যান্ডস্লাম জয় ।
রজার ফেদেরার এর লন্ডন অলিম্পিকে রূপো জয় – Roger Federer Win Silver in London Olympic :
২০১২ সালের লন্ডন অলিম্পিকে রজার ফেদেরার অলিম্পিক টেনিস ফাইনালে ২-৬ , ১-৬ , ৪-৬ সেটে বৃটিশ খেলোয়াড় অ্যান্ডি মারের কাছে পরাস্ত হয়ে রৌপ্য পদক লাভ করেন ।
৯২ তম খেতাব – 92nd Title :
২৫ শে জুন ২০১৭ আলেকজান্ডার জেরেভকে ৬-১ , ৬-৩ এ হারিয়ে টুর্নামেন্টের নবম খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer) । এই নিয়ে ৯২ তম খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer) ৷
[আরও দেখুন, মিলখা সিং এর জীবনী – Milkha Singh Biography in Bengali]
২০১৮ অস্ট্রেলিয়ান ওপেনে – 2018 Australian Open :
২০১৮ জানুয়ারি , ২০ নম্বর গ্র্যান্ড স্লাম । ৬ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবও জিতেছেন রজার ফেদেরার ।
সারা বিশ্বে ছড়িয়ে আছে রজার ফেদেরার (Rorger Federer) এর অসংখ্য অনুরাগী । সত্যিই তো , পাওয়ার টেনিসের যুগে রজার ফেদেরার (Rorger Federer) এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ।
রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali FAQ :
- রজার ফেদেরার কে ?
Ans: রজার ফেদেরার হলেন একজন সুইস পেশাদারী টেনিস খেলোয়াড় ।
- রজার ফেদেরার কবে জন্মগ্রহণ করেন ?
Ans: রজার ফেদেরার ৮ আগস্ট ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন ।
- রজার ফেদেরার এর বাসস্থান কোথায় ?
Ans: রজার ফেদেরার এর বাসস্থান সুইজারল্যান্ড ।
- কত সালে রজার ফেদেরার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেন ?
Ans: ২০১৮ সালে রজার ফেদেরার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেন ।
- কত সালে রজার ফেদেরার লন্ডনে রূপো জিতেন ?
Ans: ২০১২ সালে রজার ফেদেরার লন্ডনে রূপো জিতেন ।
- রজার ফেদেরার এর উচ্চতা কত ?
Ans: রজার ফেদেরার এর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।
- রজার ফেদেরার কত সালে ৯২ নম্বর খেতাব জিতেন ?
Ans: রজার ফেদেরার ২৫ জুন ২০১৭ সালে ৯২ নম্বর খেতাব জিতেন ।
- রজার ফেদেরার কত সালে ১৮৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতেন ?
Ans: রজার ফেদেরার ২৯ জানুয়ারি ২০১৭ সালে ১৮৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ।
[আরও দেখুন, সুনীল গাভাস্কারের জীবনী – Sunil Gavaskar Biography in Bengali
আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, পি. টি. উষা এর জীবনী – P. T. Usha Biography in Bengali]
রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।