উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর
সংস্কৃত সাহিত্যের ইতিহাস | HS Sanskrit Question and Answer
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer : উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes – সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Sanskrit Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা সংস্কৃত সাহিত্যের ইতিহাস – উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | HS Class 12th Sanskrit Question and Answer
MCQ প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer :
- চারুদত্তের স্ত্রীর নাম –
(A) গীতা
(B) ধৃতা
(C) রীতা
(D) স্মৃতা ।
Ans: (B) ধৃতা
- দুষ্যস্ত শকুন্তলার বিয়ে কোন রীতিতে হয় ?
(A) ব্রাহ্ম
(B) আর্য
(C) গান্ধর্ব
(D) প্রজাপত্য ।
Ans: (C) গান্ধর্ব
- উদয়নের রাজধানী –
(A) মগধ
(B) বস
(C) মৎস্য
(D) কোশল ।
Ans: (C) মৎস্য
- রামায়ণের কাহিনি অনুসারে ভাসের লেখা নাটক –
(A) অভিষেক
(B) চারুদত্ত
(C) স্বপ্নবাসবদত্তম্
(D) পশুরাজ ।
Ans: (A) অভিষেক
- ‘ মৃচ্ছকটিকম্ ’ নাটকের ক’টি অঙ্ক ?
(A) আট অঙ্ক
(B) নয় অঙ্ক
(C) সাত অঙ্ক
(D) দশ অঙ্ক ।
Ans: (D) দশ অঙ্ক ।
- ‘ চরকসংহিতা’য় অধ্যায় সংখ্যা –
(A) ১২০
(B) ১৫০
(C) ১৪০
(D) ১৩০ ।
Ans: (A) ১২০
- কালিদাস রচিত গীতিকাব্য –
(A) অমরুশতক
(B) মেঘদূতম্
(C) গীতগোবিন্দম্
(D) গঙ্গাস্তোত্রম্ ।
Ans: (B) মেঘদূতম্
- ‘ আর্যভট্টীয়ম্ ’ – এর বিষয়বস্তু –
(A) ব্যাকরণ
(B) জ্যোতির্বিজ্ঞান
(C) সংগীত
(D) চিকিৎসা ।
Ans: (B) জ্যোতির্বিজ্ঞান
- ‘ চরকসংহিতা ‘ গ্রন্থের বিষয়বস্তু কী ?
(A) জ্যোতির্বিজ্ঞান
(B) ইতিহাস
(C) চিকিৎসাবিজ্ঞান
(D) নাট্যশাস্ত্র ।
Ans: (C) চিকিৎসাবিজ্ঞান
- ‘ মৃচ্ছকটিকম্ ’ নাটকের নায়ক
(A) চারুদত্ত
(B) শকার
(C) বিশাখদত্ত
(D) পালক ।
Ans: (A) চারুদত্ত
- “ ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য ” – কার উক্তি ?
(A) বিশাখদত্ত
(B) জয়দেব
(C) শূদ্রক
(D) রাজশেখর ।
Ans: (B) জয়দেব
- ভাসকে কে বলেছেন— ‘ অগ্নির বন্ধু ’ ?
(A) বাণভট্ট
(B) দণ্ডী
(C) বাক্পতিরাজ
(D) সৌমিল্ল ।
Ans: (C) বাক্পতিরাজ
- মৃচ্ছকটিকম্ নাটকের রচয়িতা কে ?
(A) শূদ্রক
(B) ভাস
(C) অশ্ব
(D) কালিদাস ।
Ans: (A) শূদ্রক
- অভিজ্ঞানশকুন্তলম্ – এ বিদষকের নাম কী ? (A) মাধব্য
(B) গৌতম
(C) বসন্তক
(D) সন্তুষ্ট ।
Ans: (A) মাধব্য
- কোন গ্রন্থে প্রথম পৃথিবীর ঘূর্ণন মতবাদ প্রকাশিত হয় ?
(A) সিদ্ধাস্ততর্পণ
(B) পঞ্চসিদ্ধান্তিকা
(C) লীলাবতী
(D) আর্যভট্টীয় ।
Ans: (D) আর্যভট্টীয় ।
- কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য –
(A) রঘুবংশম্
(B) মেঘদূতম্
(C) কুমারসম্ভবম্
(D) অভিজ্ঞানশকুস্তলম্ ।
Ans: (A) রঘুবংশম্
- ‘ মৃচ্ছকটিকম্ ’ নাটকের নায়িকা—
(A) বাসদেবতা
(B) রত্নাবলী
(C) বসন্তসেনা
(D) প্রিয়দর্শিকা ।
Ans: (C) বসন্তসেনা
- ‘ স্বপ্নবাসবদত্তম্ ’ নাটকের অঙ্ক সংখ্যা –
(A) ৭
(B) ৬
(C) ৫
(D) ৯ ।
Ans: (B) ৬
- স্বপ্নবাসবদত্তম্ – এর রচয়িতা –
(A) ভাস
(B) ভারবি
(C) ভর্তৃহরি
(D) অশ্বঘোষ ।
Ans: (A) ভাস
- রঘুবংশম্ কার লেখা ?
(A) কালিদাস
(B) বাণভট্ট
(C) অশ্বঘোষ
(D) ভারবি ।
Ans: (A) কালিদাস
- বৃহৎসংহিতা গ্রন্থটির লেখক –
(A) বলভদ্র
(B) বরাহমিহির
(C) ভেল
(D) সুশ্ৰুত ।
Ans: (B) বরাহমিহির
- সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্টের রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ?
(A) একটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি ।
Ans: (B) তিনটি
- বসন্তসেনা ছিলেন –
(A) গৃহবধূ
(B) অভিনেত্রী
(C) বারবণিতা
(D) মহিলা কবি ৷
Ans: (C) বারবণিতা
- গুপ্তযুগের নিউটন বলা হয় –
(A) বরাহমিহিরকে
(B) আর্যভট্টকে
(C) সুশ্ৰুতকে
(D) নাগার্জুনকে ।
Ans: (B) আর্যভট্টকে
- প্রতিমা নাটকটি কার লেখা ?
(A) কালিদাস
(B) ভাস
(C) অশ্বঘোষ
(D) শূদ্রক ।
Ans: (B) ভাস
- বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী ?
(A) মুদ্রারাক্ষসম্
(B) রঘুবংশম্
(C) গীতগোবিন্দম্
(D) মৃচ্ছকটিকম্ ।
Ans: (A) মুদ্রারাক্ষসম্
- কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাট্যকৃতি হলো –
(A) অভিজ্ঞানশকুন্তলম্
(B) রঘুবংশম্
(C) কুমারসম্ভবম্
(D) মালবিকাগ্নিমিত্রম্ ।
Ans: (A) অভিজ্ঞানশকুন্তলম্
- মেঘদূতম্ – এর রচয়িতা –
(A) অমরু
(B) কালিদাস
(C) ঘটকর্পর ।
(D) জয়দেব ।
Ans: (B) কালিদাস
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer :
- অভিজ্ঞান কথার অর্থ কী ?
Ans: স্মারক চিহ্ন ।
- কণ্বমুনির অপর নাম কী ?
Ans: কশ্যপ ।
- উদয়নের বীণার নাম কী ?
Ans: ঘোষবতী ।
- কালিদাসের পূর্বযুগের নাট্যকারদের মধ্যে কোন নাট্যকাবের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য ?
Ans: অশ্বঘোষ , ভাস ।
- মেঘদূত অনুসরণে রচিত একটি দূতকাব্যের নাম লেখো ।
Ans: একটি দূতকাব্য হলো ধৌয়ী রচিত ‘ পবনদূত ’ ।
- কোন সংস্কৃত নাটকে কোনো স্ত্রী – চরিত্র নেই ?
Ans: বিশাখদত্ত রচিত ‘ মুদ্রারাক্ষসম্ ’ নাটক ।
- কালিদাসকে শেকসপিয়রের সঙ্গে তুলনা করেছেন কোন বিদেশি মনীষী ?
Ans: স্যার উইলিয়াম জোন্স ।
- ‘ মৃচ্ছকটিকম্ ’ নাটকের একজন টীকাকারের নাম লেখো ।
Ans: মৃচ্ছকটিকম্ -এর শ্রেষ্ঠ টীকাকার পৃথ্বীধর । 9. মেঘদূতের নায়ক কে ?
Ans: যক্ষ ।
- একটি ভারতীয় শল্য চিকিৎসাগ্রন্থের নাম লেখো ।
Ans: ভারতীয় শল্য চিকিৎসাগ্রন্থ হলো সুশ্রুতসংহিতা ।
- ডাস ক’টি একাঙ্ক নাটক রচনা করেন ?
Ans: ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা ৫ ।
- ডাসের লেখা নাটকগুলি কবে খুঁজে পাওয়া যায় ?
Ans: ১৯০৯ সালে খুঁজে পাওয়া যায় ।
- বরাহমিহির কার রাজসভায় ছিলেন ?
Ans: বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন জ্যোতির্বিদ বরাহমিহির ।
- আর্যভট্ট রচিত গ্রন্থগুলি কী ?
Ans: আর্যভট্টীয়ম্ , আর্যাষ্টশতক এবং দশগীতিকা সূত্র — এগুলি আর্যভট্ট রচনা করেন ।
- গীতগোবিন্দম্ ‘ কাব্যের উৎস লেখো । Ans: ভাগবতের দ্বাদশ স্কন্ধ অনুসরণে কবি জয়দেব রচনা করেছেন ‘ গীতগোবিন্দম্ ’ ।
- কারা জয়দেবের পিতা – মাতা ?
Ans: জয়দেবের পিতা হলেন ভোজদেব এবং মাতা হলেন বামাদেবী ।
- জয়দেবের কোথায় জন্ম হয় ?
Ans: বীরভূমের অজয় নদের তীরবর্তী কেন্দুবিল্ব গ্রামে জয়দেবের জন্ম হয় ।
- ‘ মুদ্রারাক্ষসম্ ’ নাটকের প্রধান চরিত্র কে ?
Ans: এই নাটকের প্রধান চরিত্র হলেন চাণক্য ।
- ভাস রচিত ‘ বালচরিত ‘ নাটকের উৎস লেখো ।
Ans: এর উৎস হলো মহাভারত এবং ভাগবত । 20. ভাসের একটি অসমাপ্ত নাটকের নাম লেখো ।
Ans: ‘ চারুদত্ত ‘ নাটকটি অসমাপ্ত নাটক ।
- ‘ চরকসংহিতা ‘ কোন মনীষীদের চেষ্টায় রচিত হয়েছে ?
Ans: চার মনীষীর যৌথ প্রয়াসে চরকসংহিতা লিখিত হয়েছে । তারা হলেন— অগ্নিবেশ , পুনর্বসু অভেয় , চরক এবং দৃঢ়বল ।
- লক্ষ্মণ সেনের সভার পঞ্চরত্নের নাম কী ? Ans: গোবর্ধন , ধোয়ী , শরণ , উমাপতি ধর এবং জয়দেব ।
- বরাহমিহির রচিত কয়েকটি গ্রন্থের নাম কী ?
Ans: বৃহৎসংহিতা , পঞ্চসিদ্ধান্তিকা , বৃহৎজাতক , লঘুজাতক ইত্যাদি ।
- বরাহমিহির রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম কী ?
Ans: বৃহৎসংহিতা ।
- চরকসংহিতার আলোচ্য বিষয় কী ?
Ans: আয়ুর্বেদশাস্ত্র ।
- আয়ুর্বেদের উৎস কোন বেদ ?
Ans: অথর্ববেদ ।
- দুষ্যস্তের বিদূষকের নাম কী ?
Ans: মাধব্য ।
- কে শকুন্তলাকে অভিশাপ দেন ?
Ans: দুর্বাসা মুনি ।
রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer :
- মেঘদূতম্ সম্পর্কে একটি নিবন্ধ লেখো । অথবা , সংস্কৃত গীতিকাব্যের নমুনারূপে ‘ মেঘদূতম্ ‘ -এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো ।
Ans: মেঘদূতম্ : প্রেমমূলক গীতিকাব্য হিসাবে কালিদাসের মেঘদূতম্ বিশ্ববন্দিত । আদ্যোপান্ত মন্দাক্রান্তা ছন্দে নিবন্ধ শতাধিক পদে রচিত এই প্রেমমূলক কাব্যটি পূর্বমেঘ ও উত্তরমেঘ এই দুইটি অংশে বিভক্ত । কাব্যটি নিতান্তই বস্তুভারহীন এবং আত্মভাবনাময় । প্রিয়াবিরহের দীর্ঘশ্বাসে ও প্রিয়ামিলনের সুতীব্র আকাঙ্ক্ষায় পরিপূর্ণ ।
পূর্বমেঘের বিষয়বস্তু হলো : কোনো এক যক্ষ কর্তব্যকর্মে অবহেলার ফলে প্রভু কর্তৃক নির্বাসন দণ্ডে দণ্ডিত হয়ে সুদুর রামগিরি আশ্রমে কোনোক্রমে কাল কাটাচ্ছিল । ইত্যাবসরে এল বর্ষা । আষাঢ় মাসের প্রথম দিনে একখণ্ড কালো মেঘ দেখেই তার হৃদয় প্রিয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল । বিরহী যক্ষ যখন চেতন – অচেতন ভুলে ঐ মেঘকেই প্রিয়ার নিকট বার্তা পাঠাবার জন্য দূত হিসেবে নিয়োগ করল । এরপর কবি রামগিরি থেকে অলকাপুরী পর্যন্ত পথের বিবরণ দিয়ে চলেছেন । পূর্বমেঘ এইভাবে পথের নির্দেশেই শেষ হয়েছে ।
উত্তরমেঘের বিষয়বস্তু হলো : উত্তরমেঘে আছে অলকাপুরীর বর্ণনা । স্বর্গতুল্য সেই অলকাপুরীতে দুঃখ নাই , দারিদ্র্য নাই । আছে যক্ষপ্রিয়ার রূপলাবণ্য ও বিরহব্যথার কাতরভাবে বর্ণনা । এরপর জানিয়েছে যে মেঘ যেন তার একবেণীধরা প্রেয়সীকে পুনরায় মিলনের সম্ভাবনা জানিয়ে আশ্বস্ত করে , এই দুঃখের দিন অবশ্যই কেটে যাবে , মানুষের সুখ – দুঃখ চিরকাল সমান যায় না ।
অবশেষে যক্ষ তার বার্তাবহনের প্রতিদান স্বরূপ কিছু দেওয়ার অক্ষমতা প্রকাশ করে কেবল নিজের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেছে যে মেঘকে যেন ক্ষণকালের জন্যও তার প্রিয়তমা বিদ্যুতের বিচ্ছেদ না সহ্য করতে হয় ।
কেবল বিরহকে উপজীব্য করে ভারতীয় সাহিত্যে যে সকল কাব্য রচিত হয়েছে তাদের মধ্যে মেঘদুতই প্রাচীনতম ও সর্বোত্তম ।
- প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষেপে টীকা লেখো ।
Ans: আয়ুর্বেদ একটি শাস্ত্র । এই শাস্ত্রের মাধ্যমে আয়ু বা জীবন লাভ করা যায় । অথর্ববেদের ভেষজ মন্ত্রগুলিই ভারতীয় আয়ুর্বেদের প্রাথমিক রূপ বলে মনে করা হয় । এখানে নানা রোগের কথা বলা হয়েছে । রোগ নিরাময়ের জন্য নানা ভেষজের কথাও আয়ুর্বেদে বলা হয়েছে । প্রাচীন আয়ুর্বেদে লতাগুল্ম ব্যবহার করে ভাঙা হাড় জোড়া দেওয়ার কথাও বলা হয়েছে । আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত রূপে আত্রেয় , কাশ্যপ , হারীত , অগ্নিবেশ , সুশ্রুত , ভেড় প্রমুখের কথাও জানা গেছে । তবে ঋষি আত্রেয়কে আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বলা হয় । আবার বৌদ্ধগ্রন্থ বিনয় পিটকেও চিকিৎসা সম্পর্কে নানা কথা বলা হয়েছে । বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী আত্রেয়ের শিষ্য জীবক শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন । প্রাচীন ভারতে আয়ুর্বেদ আটটি অংশে বিভক্ত ছিল । এগুলি হলো- 1. শল্য , 2. শালাক্য , 3. কায়চিকিৎসা , 4. কৌমারভৃত্য , 5. অগদতন্ত্র , 6. বিষ চিকিৎসা , 7. রসায়ন তন্ত্র 8. বীজকরণ তন্ত্র । নীচে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়ুর্বেদ গ্রন্থের বিবরণ 3 দেওয়া হলো—
চরক সংহিতা : চরক সংহিতা প্রাচীনতম আয়ুর্বেদ গ্রন্থ । এই গ্রন্থ অনুযায়ী ধর্ম , অর্থ , কাম ও মোক্ষরূপ চতুর্বর্গ লাভের মূল হলো আরোগ্য তথা সুস্বাস্থ্য । চরক আত্রেয় সম্প্রদায়ভুক্ত ছিলেন বলে তাঁর গ্রন্থে কায়চিকিৎসার প্রাধান্য দেখা যায় । চরক সংহিতার বর্তমান সংস্করণে রয়েছে আটটি বিভাগ ও ত্রিশটি অধ্যায় ।
সুশ্ৰুত সংহিতা : সুখ্যাত চিকিৎসক ছিলেন সুশ্ৰুত । মহাভারত অনুযায়ী বলা হয় তিনি বিশ্বামিত্রের পুত্র । একাদশ শতকে চক্রপাণি দত্ত সশ্রুত সংহিতার টীকা রচনা করেন । সুশ্রুতের মতে , শুধু রোগ নিরাময় নয় , সুস্বাস্থ্য বজায় রাখার জন্যও ওষুধের প্রয়োজন রয়েছে । বলা হয়ে থাকে , সুশ্ৰুত ছিলেন ধন্বস্তরির শিষ্য ।
রসরত্নাকর : এটি নাগার্জুন রচিত গ্রন্থ । তিনি আয়ুর্বেদে রসায়নের প্রবর্তন করেন । এই গ্রন্থে ওষুধরূপে পারদ ও অন্য কয়েকটি ধাতবদ্রব্যের কথা বলা হয়েছে । প্রসঙ্গত , প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে মানুষের পাশাপাশি হাতি , ঘোড়া , অন্যান্য পশু ও বৃক্ষলতার চিকিৎসাও করা হতো ।
- গীতিকাব্য বলতে কী বোঝো ? ‘ গীতগোবিন্দম্ ’ কাব্যের বিষয়বস্তু আলোচন করো ।
উত্তর , ইংরেজিতে যাকে ‘ Lyric ‘ বলা হয় বাংলায় সেটা গীতিকাব্য বলে পরিচিত । ‘ Lyric ‘ -এর মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সংস্কৃত গীতিকাব্যের সঙ্গে তার মিল খুবই কম ।। মূলত সংস্কৃত ভাষায় রচিত ‘ খণ্ডকাব্য ’ জাতীয় রচনাগুলিই ‘ Lyric ‘ -এর পর্যায়ভুক্ত । সর্বাধুনিক গীতিকাব্য হলো কবির স্বতঃস্ফূর্ত রচনাশৈলী এবং অন্তর থেকে উৎসারিত ভাবাবেগের সুললিত সম্ভার ।
ভগবভক্তিমূলক গীতিকাব্যের শ্রেষ্ঠ নিদর্শন কবি জয়দেব রচিত ‘ গীতগোবিন্দম্ ” । এর আনুমানিক রচনাকাল দ্বাদশ শতক । ভাগবতের দ্বাদশ স্কন্ধ অনুসরণে ১২ টি সর্গে ভক্তকবি জয়দেব রাধা – কৃষ্ণের শাশ্বত প্রেমলীলাকে পাথেয় করে এটি রচনা করেছেন । এতে ২৪ টি গীত ও ৯১ টি শ্লোক আছে । জয়দেব ছিলেন বাংলার শেষ স্বাধীন নরপতি লক্ষ্মণসেনের সভাকবি ।
স্থান- যমুনার তীর , ঋতু – বসন্তকাল । কোকিলের কুহু – রব আর মধুকরের গুঞ্জনে আকাশবাতাস মুখরিত । এরকম সময়ে কৃণ্ণ রাধার বিরহ ও সবশেষে মধুর মিলনের কাহিনি গীতগোবিন্দম্ । প্রথম সর্গে প্রেমসন্তপ্তা রাধার উদ্বেগ , দ্বিতীয় সর্গে — অন্য ব্রজনারীদের সঙ্গে কৃয়ের লীলার কথা শুনে রাধার যন্ত্রণা , তৃতীয় সর্গে রাধার জন্য কৃয়ের ব্যাকুলতা , চতুর্থ সর্গে – রাধার হৃদয় যন্ত্রণার কথা শুনে কৃয়ের আত্মতৃপ্তি , পঞ্চম সর্গে— রাধাকে কাছে পাবার জন্য কৃষ্বের আগ্রহ , ষষ্ঠ সর্গে – বিরহিণী রাধার কৃষ্ণ বিভোরতা , সপ্তম সর্গে — রাধার হতাশা , অষ্টম সর্গে — রাধার ক্রোধ , নবম সর্গে –কৃষ্মকে প্রত্যাখ্যান করলেও ব্যাকুলতা , দশম সর্গে — রাধার মানভঞ্জন , একাদশ সর্গে — কৃষ্ণের কাছে রাধার আগমন , দ্বাদশ সর্গে — উভয়ের মধুর মিলন ।
মধুর ললিত পদাবলির সাহায্যে রাধাকৃয়ের মিলনের বর্ণনা পাঠককে ভক্তিরসে আপ্লুত করে ।
- কালিদাসের নাট্যপ্রতিভা সম্বন্ধে যা জানো লেখো ।
Ans: নাট্যকার কালিদাস সংস্কৃত সাহিত্যের উজ্জ্বল রত্ন । তিনি ‘ মালবিকাগ্নিমিত্রম্ ’ ‘ বিক্ৰমোবশীয়ম্ ’ , ‘ অভিজ্ঞানশকুন্তলম্ ’ – এই তিনটি শৃঙ্গার – রসপ্রধান নাটক রচনা করে সংস্কৃত নাট্যজগৎকে সমৃদ্ধ করেছেন । তাঁর ‘ মালবিকাগ্নিমিত্রম্ ‘ পঞ্চাঙ্কে বিভক্ত প্রথম নাটক । আলোচ্য নাটকে আছে দস্যুদের কাছে বিদর্ভ রাজকন্যা মালবিকার দুর্ভাগ্যক্রমে বন্দিনী হওয়ার ঘটনা এবং বিদিশারাজ অগ্নিমিত্রের পত্নী ধারিণীদেবীর কাছে মালবিকার আশ্রিতা হওয়ার কাহিনি । নাট্যকার নায়িকার দেহসৌন্দর্য , প্রেমিক – প্রেমিকার ভাবভঙ্গি , হৃদয়রহস্য উদ্ঘাটনে অপূর্ব কবিত্বশক্তির পরিচয় দিয়েছেন । রাজপ্রাসাদের চিত্রাঙ্কনে এবং বিদূষকের চরিত্রটি রূপায়ণে কালিদাসের অসাধারণ প্রতিভা ধরা পড়েছে ।
কালিদাসের ‘ বিক্রমোবশীয়ম্ ‘ পঞ্চাঙ্কে লেখা সংস্কৃত নাট্যসাহিত্যের অন্যতম ফসল । এই নাটকের কাহিনিতে আছে স্বর্গের অপ্সরা ঊর্বশী এবং মৃত্যুর প্রতিষ্ঠানপুরের রাজা পুরুরবার প্রেম এবং প্রেমঘটিত বিবাহ । ইন্দ্রের অনুমতিতে উভয়ের বিবাহ হয় । কিন্তু শর্ত ছিল বিবাহের পরে রাজা পুত্রের মুখ দেখলে উর্বশী স্বর্গে ফিরে যাবেন । রাজা পুত্র সস্তান লাভ করেন এবং ঘটনাচক্রে পুত্রমুখ দর্শন করলে উর্বশীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে । রাজার = বিচ্ছেদের বিরহ – বেদনা নাটকটিতে প্রাণবন্ত হয়ে উঠেছে ।
সাত অঙ্কে রচিত ‘ অভিজ্ঞানশকুন্তলম্ ‘ শুধু সংস্কৃত সাহিত্য নয় , বিশ্বসাহিত্যের একখানি অনবদ্য নাটক । আলোচ্য নাটকটিতে দেখা যায় মৃগয়া ভ্রমণে গিয়ে রাজা দুষ্মন্ত কণ্বমুনির আশ্রমে উপস্থিত হন এবং সেখানে শকুন্তলাকে দেখে তাঁর প্রেমে পড়েন । কণ্বমুনির অনুপস্থিতিতে গান্ধর্ব রীতিতে তাঁদের বিবাহ হয় । কয়েকদিন পরে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যান । বিবাহের দিনে শকুন্তলা আশ্রমে উপস্থিত অতিথি ঋষি দুর্বাসাকে আপ্যায়ন করতে ভুলে গেলে শকুন্তলাকে তিনি অভিশাপ দেন যে পতি দুষ্মন্ত তাকে ভুলে যাবেন । ঘটনাক্রমে শকুন্তলার সখী এই শাপমুক্তির উপায় জানতে পারেন । প্রেম – প্রকৃতি , ভাব – ভাষা , ছন্দ – অলংকার , কাহিনি নির্মাণ ও চরিত্র সৃষ্টিতে কালিদাসের আলোচ্য নাটকটিতে বিস্ময়কর প্রতিভা ধরা পড়েছে ।
- সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কী বোঝো ?
অথবা , ভাস সমস্যা সম্পর্কে যা জানো লেখো ।
Ans: ধ্রুপদি সংস্কৃত সাহিত্যে ভাস প্রাচীনতর নাট্যকারদের মধ্যে অন্যতম । বহু বছর পর্যন্ত এই ভাস্বর নামটির সঙ্গে আমাদের পরিচয় ছিল , কিন্তু তাঁর নাট্যকৃতির বিষয়ে কোনো তথ্য ছিল না । ১৯০৯ থেকে ১৯১১ সালের মধ্যে টি . গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের পদ্মনাভপুরম – এর কাছে মনলিকরনাথম নামক স্থানে মালয়ালম হরফে তালপাতার পুঁথিতে লেখা তেরোটি নাট্যগ্রন্থ আবিষ্কার করেন । নব আবিষ্কৃত এই নাটকগুলিকে ভাসের রচনা বলার সপক্ষে ও বিপক্ষে পণ্ডিতমহলে যে মতপার্থক্য তা – ই সংস্কৃত সাহিত্যে ‘ ভাস সমসা ‘ নামে অভিহিত ।
নব আবিষ্কৃত এই নাটকগুলি হলো— স্বপ্নবাসবদত্তা , প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ , পঞ্চরাত্র , অবিমারক , বালচরিত , চারুদত্ত , মধ্যমব্যয়োগ , দূতবাক্য , দূতঘটোৎকচ , কর্ণভার , উরুভঙ্গ , প্রতিমা নাটক ও অভিষেক নাটক । নাটকগুলি ভাসের লেখা বলে কেউ কেউ দাবি করেছেন । এঁদের মধ্যে আছেন কিথ , টমাস , দেওধর প্রমুখ । আবার কারে কারো মতে এগুলি ভাসের লেখা নয় । এঁরা হলেন বার্নেট , জনস্টন , পিসারতি প্রমুখ । বহু আলোচনা , যুক্তিতর্ক ও গবেষণার পর টি . গণপতি শাস্ত্রী ভাসকেই এই তেরোটি নাটকের রচয়িতা বলে ঘোষণা করলেও কোনো পক্ষের মতবাদই সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয় । কেননা উভয় পক্ষই নিজ নিজ মতের সপক্ষে যুক্তি উপস্থাপিত করেছে । আবার উভয় পক্ষের মতবাদের বিপক্ষেও প্রচুর যুক্তি রয়েছে । তাই নতুন কোনো মৌলিক তথ্যের সাহায্য ছাড়া নাটকগুলির প্রকৃত রচয়িতার সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব সম্ভব নয় । এদিকে বিপক্ষের যুক্তি তেমন জোরালো নয় বলে গণপতি শাস্ত্রীর সিদ্ধান্তই মোটামুটিভাবে গ্রহণযোগ্য বলা যায় ।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – West Bengal HS Class 12th Sanskrit Question and Answer / Suggestion / Notes Book
আরোও কিছু প্রশ্ন ও উত্তর দেখুন :-
উচ্চমাধ্যমিক সংস্কৃত সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Physics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Biology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Chemistry Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Computer Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS All Subjects Suggestion 2025 Click here
Info : Higher Secondary Sanskrit Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Sanskrit Qustion and Answer
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর
” উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন / উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ও উত্তর । HS Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / HS Sanskrit Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Sanskrit Exam Guide / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / HS Sanskrit Suggestion FREE PDF Download) সফল হবে।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর
সংস্কৃত সাহিত্যের ইতিহাস – প্রশ্ন ও উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত
সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত
সংস্কৃত সাহিত্যের ইতিহাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
দ্বাদশ শ্রেণি সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Sanskrit
উচ্চমাধ্যমিক সংস্কৃত (Higher Secondary Sanskrit) – সংস্কৃত সাহিত্যের ইতিহাস – প্রশ্ন ও উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস | Higher Secondary Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer, Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | উচ্চমাধ্যমিক সংস্কৃত সহায়ক – সংস্কৃত সাহিত্যের ইতিহাস – প্রশ্ন ও উত্তর । HS Sanskrit Question and Answer, Suggestion | HS Sanskrit Question and Answer Suggestion | HS Sanskrit Question and Answer Notes | West Bengal HS Class 12th Sanskrit Question and Answer Suggestion.
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস । HS Sanskrit Suggestion.
WBCHSE Class 12th Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস
WBCHSE HS Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । সংস্কৃত সাহিত্যের ইতিহাস | HS Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
HS Sanskrit Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর
HS Sanskrit Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর HS Sanskrit Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 12 Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর । HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 12 Sanskrit Suggestion Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion . HS Sanskrit Suggestion download Class 12th Question Paper Sanskrit. WB Class 12 Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the HS Sanskrit Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
HS Sanskrit Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12 Sanskrit Suggestion with 100% Common in the Examination .
Class Twelve XII Sanskrit Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam
HS Sanskrit Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve XII Sanskrit Suggestion is provided here. HS Sanskrit Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।