বিল গেটস এর জীবনী - Bill Gates Biography in Bengali
বিল গেটস এর জীবনী - Bill Gates Biography in Bengali

বিল গেটস এর জীবনী

Bill Gates Biography in Bengali

বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali : বিংশ শতাব্দীর আশি দশকে ছোট্র একটি ঘরে বিল গেটস (Bill Gates) মাইক্রোসফট নিয়ে কাজ শুরু করেন। কে জনত এ কাজটি ছোট্র কুঠিরে আবদ্ধ থাকবে না,ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। মানুষদেরকে বা বিভিন্ন প্রান্তের কোম্পানির মোড় ঘুড়িয়ে দিবে। সহজ করে দিবে মানুষের অপারেটিং সিস্টেমকে।  বিশ্বে শুরু করবে এক অশ্রূত বা অভূতপূর্ব বিপ্লব। প্রকৃতপক্ষে বিস্ময়কর কর্মগুলো এভাবেই শুরু হয়।

  মাইক্রোসফ্টে এর চেয়ারম্যান বিল গেটস এর একটি সংক্ষিপ্ত জীবনী । বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali বা বিল গেটস এর আত্মজীবনী বা (Bill Gates Jivani Bangla. A short biography of Bill Gates. Bill Gates Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) বিল গেটস এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিল গেটস কে ? Who is Bill Gates ? 

বিল গেটস (Bill Gates) একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। বিল গেটস (Bill Gates) মাইক্রোসফ্ট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা। মাইক্রোসফ্টে কর্মজীবন চলাকালীন গেটস চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট এবং প্রধান সফটওয়্যার আর্কিটেক্টের পদে ছিলেন এবং মে ২০১৪ অবধি বৃহত্তম স্বতন্ত্র শেয়ারহোল্ডারও ছিলেন। বিল গেটস (Bill Gates) ১৯৭০ ও ১৯৮০ এর দশকের মাইক্রোকম্পিউটার বিপ্লবের অন্যতম সেরা উদ্যোক্তা এবং পথিকৃৎ।

বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali :

নাম (Name) বিল গেটস (Bill Gates / William Henry Gates III)
জন্ম (Born) ২৮ অক্টোবর ১৯৫৫ (28 October 1955)
জন্মস্থান (Birthplace) সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
পিতামাতা (Parents) বিল গেটস সিনিয়র

মেরি ম্যাক্সওয়েল

পেশা (Occupation) সফটওয়্যার 

বিকাশকারী

বিনিয়োগকারী

উদ্যোক্তা

কর্মজীবন  ১৯৭৫ – বর্তমান 
পরিচিতির কারণ সহ-প্রতিষ্ঠাতা মাইক্রোসফ্ট
দাম্পত্য সঙ্গী (Spouse) মেলিন্ডা ফ্রেঞ্চ (বি. ১৯৯৪; বিচ্ছেদ ২০২১)

বিল গেটস এর জন্ম ও পরিবার – Bill Gates Birthday and Family : 

যুক্তরাষ্ট্রের সিয়াটল  (seatle) শহরে  ২৮ অক্টোবর ১৯৫৫ সালে জন্মগ্রহন করেন বিল গেটস (Bill Gates)। তার পিতা  হলেন উইলিয়াম হেনরি।

বিল গেটস এর শিক্ষাজীবন – Bill Gates Education Life : 

বিল গেটস (Bill Gates) লেকসাইড স্কুল থেকে পড়া শুরু করেন এবং তিনি সেখান থেকে ১৩ বছর বয়সে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। সবচেয়ে মাজার বিষয় হলো – ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ নম্বর পেয়েছিলেন। সবার কাছে যেটা ছিল বিস্ময়ের ব্যাপার। 

বিস্ময়কর ফলাফলের দরুণ বিল গেটস (Bill Gates) ১৯৭৩ সালে হার্ভার্ড কলেজে পড়ার সুযোগ পেয়ে যান। এখানে পড়তে এসে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন। পরিচিত হন আরো বিস্ময়কর লোকের সাথে। স্টীভ বালমার তাদেরই একজন। যিনি পরবর্তীতে মাইক্রোসফটের সিইও হন।

বিল গেটস এর লেকসাইড স্কুল এ শিক্ষাজীবন : 

Lakeside স্কুলে বিল গেটস (Bill Gates) পড়া লেখা করেন। সেখান থেকে বিল গেটস (Bill Gates) এর কম্পিউটারের প্রতি প্রীতি জন্মে। সেখানে বিল গেটস (Bill Gates) বেশিরভাগ সময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতেন। লেকসাইড স্কুলে কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ কদর ছিল। সেখেনে Bill gate বিল গেটস (Bill Gates) বেসিক লেংগুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান লাভ করেন। 

মাইক্রোসফট এর সূচনা : 

কিছুদিন পর বিল গেটস (Bill Gates) ও পল এল্যান এক সাথে ব্যবসা করার প্লান করেন। তাই একটি অফিস খুলার প্রয়োজন দেখা দেয়। তাই নিউ মেক্সিকোর এক এলাকায় প্রথম অফিস খুলেন। অফিসটির নাম দেন Albuquerque।   ১৯৭৬ সালের ২৬ নভেম্বরে  MITS এর আওতায় আরো  একটি প্রতিষ্ঠান খুলেন। আর এভাবেই Microsoft এর সূচনা হয়। এটিই  Microsoft এর ১ম অফিস।

[আরও দেখুন, ইলন মাস্ক এর জীবনী – Elon Musk Biography in Bengali]

উইন্ডোজ এর সূচনা : 

মাইক্রোসফট কোম্পানি ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা আর্জন করেছে। সর্বত্র নিত্য নতুন সিস্টেম উদ্ভাবন করছে। ১৯৮৫ সালে এসে এ বিপ্লবে নতুন সংযোজন মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। অতি সল্প সময়ে বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করে। এর পিছনে মূল কারণ ছিল। 

উইন্ডোজ এর ভার্সন সমুহ – Popular Version of Windows : 

  1. Windows NT
  2. Windows XP
  3. Windows  3.1

4.Windows 95

  1. Windows 98

6.Windows milinium.

  1. Windows  2000.
  2. Windows Vista.
  3. Windows 7
  4. Windows 2007

11.Windows 8

  1. Windows 8.1
  2. Windows 10 “latest version ”

বিল গেটস এর বিবাহ জীবন – Bill Gates Marriage Life : 

বিল গেটস (Bill Gates) ১৯৯৪ সালে বিবাহ করেন। বিল গেটস (Bill Gates) এর স্ত্রী হলেন মেলেন্ডা গেটস। ১৯৮০ সালে মেলিন্ডা মাইক্রোসাফটে জয়েন করেন। পরবর্তীতে পরিচয়, প্রণয়,অতঃপর বিয়ে। মেলিন্ডা মাইক্রোসফটের গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন।

২৭ বছরে দাম্পত্য জীবনে তারা বর্তমানে ইতিটেনেছেন। তারা মনে করেন এখন বিচ্ছেদে উপযুক্ত সময়। সম্পর্ক এখন সামনে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।

[আরও দেখুন, রতন টাটার জীবনী – Ratan Tata Biography in Bengali]

বিল গেটস এর ছেলে ও মেয়ে – Bill Gates Childrens : 

বিল গেটস (Bill Gates) এর এক ছেলে ও দুই মেয়ে।

১.  Rory John Gates তার এক মাত্র ছেলে

২. Jennifer Katharine Gates

৩. Phoebe Adele Gates

বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali FAQ :

  1. বিল গেটস কে ?

Ans: বিল গেটস একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী ।

  1. বিল গেটস এর জন্ম কবে হয় ?

Ans: বিল গেটস এর জন্ম হয় ২৮ অক্টোবর ১৯৫৫ সালে।

  1. বিল গেটস কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: বিল গেটস জন্মগ্রহণ করেন সিয়াটল, ওয়াশিংটন।

  1. বিল গেটস এর পিতার নাম কী ?

Ans: বিল গেটস এর পিতার নাম বিল গেটস সিনিয়র।

  1. বিল গেটস এর মাতার নাম কী ?

Ans: বিল গেটস এর মাতার নাম মেরি ম্যাক্সওয়েল।

  1. বিল গেটস এর ছেলের নাম কী ?

Ans: বিল গেটস এর ছেলের নাম Rory John Gates তার এক মাত্র ছেলে ।

  1. উইন্ডোজ এর লেটেস্ট ভার্সন এর নাম কী ?

Ans: উইন্ডোজ এর লেটেস্ট ভার্সন এর নাম Windows 10 “latest version ”

[আরও দেখুন, সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali

আরও দেখুন, মুকেশ আম্বানির জীবনী – Mukesh Ambani Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, ধীরুভাই আম্বানির জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali]

বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now