একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর : সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer : একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer, Suggestion, Notes – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th Eleven XI Geography Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 11th Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer
MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Question and Answer :
- পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদটির নাম কী ?
(A) কৃয়সাগর ( 17 % )
(B) ভ্যান হ্রদ ( 330 % )
(C) বাল্টিক সাগর ( 5 % )
(D) কাস্পিয়ান সাগর ( 14 % )
Ans: (B) ভ্যান হ্রদ ( 330 % )
- নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা কত ?
(A) 25 %
(B) 30 %
(C) 35 %
(D) 40 %
Ans: (C) 35 %
- সমুদ্রজলের গড় ঘনত্ব কত ?
(A) 1-2
(B) 2-3
(C) 3-4
(D) 1•022 – 1•030 গ্রাম / ঘন সেমি
Ans: (D) 1•022 – 1•030 গ্রাম / ঘন সেমি
- কোন সাগরের লবণতা পূর্বে বেশি ( 40% ) পশ্চিমে কম ( 36% ) ?
(A) ভূমধ্যসাগরে
(B) চিন সাগরে
(C) মরু সাগরে
(D) বঙ্গোপসাগরে
Ans: (A) ভূমধ্যসাগরে
- সমুদ্রজলে কোন লবণের পরিমাণ সর্বাধিক ?
(A) ক্যালশিয়াম সালফেট
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) ম্যাগনেশিয়াম সালফেট
(D) কোনোটিই নয়
Ans: (B) সোডিয়াম ক্লোরাইড
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উন্নতা কত ?
(A) 15 ° C
(B) 16 ° C
(C) 17 ° C
(D) 18 ° C
Ans: (C) 17 ° C
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Somudro Joler Usnota Lobonota SAQ Short Question and Answer :
- কর্কটক্রান্তীয় অঞ্চল অপেক্ষা মকরক্রান্তীয় অঞ্চলে লবণতা বেশি কেন ?
Ans: উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম থাকায় নদীবাহিত জলের পরিমাণ কম হয় , যা মকরীয় অঞ্চলের সমুদ্রের লবণকে সাধারণত দ্রবীভূত করতে না পারায় সমুদ্রের জল লবণাক্ত হয়ে পড়ে ।
- ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় উষ্মতর কেন ?
Ans: সমুদ্রের তলদেশে জলমগ্ন শৈলশিরা উপস্থিতির কারণে একদিকে যেমন সমুদ্রের গভীরতা কমে গিয়ে সমুদ্রের জলের উন্নতা বেড়ে যায় , অন্যদিকে তেমনি সমুদ্রস্রোতের বাঁধা সৃষ্টি করে বলে উয়তার তারতম্য দেখা যায় । উত্তর আফ্রিকা ও জিব্রাল্টার প্রণালীর কাছে জলমগ্ন শিলা অবস্থান করায় আটলান্টিক মহাসাগরে শীতল প্রবেশ করতে না পারায় ভূমধ্যসাগরের জল উন্নতর হয় ।
- মরুসাগরকে মৃতের সাগর বলা হয় কেন ?
Ans: মরুসাগর প্রায় 42 কিমি দীর্ঘ , 18 কিমি চওড়া এবং 390 মিটার গভীর । এই মহাসাগর বাষ্পীভবনতা , আবদ্ধতা ইত্যাদি কারণে লবণাক্ত । কারণ জলে অত্যধিক লবণ , অধিক ঘনত্ব প্রভৃতির ফলে অক্সিজেনের অভাবজনিত কারণে প্রাণীদের শ্বসনকার্য সম্ভব হয় না , ফলে জলের তলায় প্রাণের স্পন্দন দেখা যায় না , তাই মরুসাগরকে মৃতের সাগর বলা হয় ।
- মেরুপ্রদেশের সমুদ্রজলে লবণের ভাগ কম হয় কেন ?
Ans: মেরুপ্ৰদেশ উচ্চ অক্ষাংশে অবস্থিত বলে শীতলতার হার অনেক বেশি , ফলে বাষ্পীভবনের হার কম হয় । নদীবাহিত জল সমুদ্রগর্ভে পতিত হয় । এছাড়া বরফগলা জলও সমুদ্রে গিয়ে মিশে । ফলস্বরূপ মেরুপ্রদেশ অঞ্চলে সমুদ্র জলের লবণের ভাগ কম হয়।
বিশ্লেষণর্মী প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Somudro Joler Usnota Lobonota Broad Question and Answer :
- সমুদ্রজলে লবণতার তারতম্যের কারণ কী ? সমুদ্রজলে লবণতার নিয়ন্ত্রকগুলি কী ?
Ans: সমুদ্রজলে লবণতার তারতম্যের কারণ :
(1) বাষ্পীভবন : সমুদ্রজলে লবণের পরিমাণ বাষ্পীভবনের ওপর নির্ভর করে । বাষ্পীভবনের পরিমাণ কম – বেশি হওয়ার জন্য সমুদ্রজলে লবণতার তারতম্য লক্ষ করা যায় ।
(2) অধঃক্ষেপণ : বৃষ্টিপাত ও তুষারপাতের দ্বারা কোনো অঞ্চলের সমুদ্রজলের লবণতার পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় । যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই অঞ্চলে লবণতার তারতম্য লক্ষ করা যায় ।
(3) নদীবাহিত জলের পরিমাণ : নদীর জল স্বাদু বা মিষ্টি প্রকৃতির হলে সেই -নদীর জল সমুদ্রের জলের সাথে মিশ্রিত হলে লবণের তারতম্য লক্ষ করা যায় ।
(4) অতিবৃষ্টি ও অনাবৃষ্টি : অতিবৃষ্টির ফলে সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে লবণতার পরিমাণ কমিয়ে দেয় , তেমনি দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে সমুদ্রের জলে লবণতার পরিমাণ বেড়ে যায় ।
(5) বায়ুপ্রবাহ ও বায়ুচাপ বলয় : বায়ুপ্রবাহ ও বায়ুচাপ বলয় সমুদ্রজলে | লবণতার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে । উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বলে সমুদ্রজলে লবণতার তারতম্য দেখা যায় ।
সমুদ্রজলে লবণতার নিয়ন্ত্রক : সমুদ্রজলে দ্রবীভূত লবণের ওজন এবং সমুদ্রজলের ওজনের অনুপাতকে লবণতা বলে । পৃথিবীর সর্বত্র সমুদ্রজলের লবণতার পরিমাণ এক নয় । সমুদ্রজলে লবণতার নিয়ন্ত্রকগুলি হলো—
(1) বাষ্পীভবন : সূর্যতাপে সমুদ্রের জল থেকে জলীয় বাষ্প উৎপন্ন হয় কিন্তু লবণ বাষ্পীভূত হয় না । ফলে বাষ্পীভবনের কারণে সমুদ্রের জলের লবণতা আপেক্ষিকভাবে বেড়ে যায় ।
(2) অধ্যক্ষেপণ : অধ্যক্ষেপণের মাধ্যমে সমুদ্রে বিশুদ্ধ জলের জোগান বেড়ে যায় । ফলে সমুদ্রজলের লবণতা কমে ।
(3) নদীর জলের জোগান : নদীর সুপেয় জল যেখানে সমুদ্রে পতিত হয় সেখানে সমুদ্রজলের লবণতা কমে যায় ।
(4) বায়ুচাপ ও বায়ুপ্রবাহ : বায়ুর চাপ ও বায়ুপ্রবাহের জন্যে সমুদ্রের জলের লবণতার তারতম্য ঘটে ।
(5) ঘূর্ণিঝড়ের প্রভাব : প্রবল ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রজলে মিশ্রণ ঘটে । লবণতার পরিমাণ বাড়ে – কমে ।
(6) সমুদ্রজলের স্থানান্তর : সমুদ্র জলের স্থানান্তরের ফলে লবণতার তারতম্য ঘটে ।
- লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল অপেক্ষা অধিক লবণাক্ত কেন ? ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় উন্নতর কেন ?
Ans: লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল অপেক্ষা অধিক লবণাক্ত , কারণ :
(1) অবস্থানগত বৈশিষ্ট্য : ভারত মহাসাগর লোহিত সাগরের তুলনায় বৃহৎ হওয়ায় লবণতার তারতম্য দেখা যায় । ক্রান্তীয় অঞ্চলে লোহিত সাগরে লবণতার পরিমাণ 45 % … এবং নিরক্ষীয় অঞ্চলে ভারত মহাসাগরে লবণতার পরিমাণ 45 % … ।
(2) সমুদ্রজলের অবাধ সঞ্চলন : লোহিত সাগর হলো স্থলবেষ্টিত কিন্তু ভারত মহাসাগর উন্মুক্ত । ফলস্বরূপ লোহিত সাগরে ভারত মহাসাগরের জল মিশ্রিত হয় না , তাই লোহিত সাগরে লবণতার পরিমাণ বেশি ।
(3) বৃষ্টিপাতের প্রাচুর্য : লোহিত সাগরে বৃষ্টিপাতের পরিমাণ কম । কিন্তু ভারত মহাসাগরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি , তাই লোহিত সাগরে লবণতার পরিমাণ বেশি ।
(4) নদনদীর সংখ্যা : ভারত মহাসাগরের তুলনায় লোহিত সাগরে নদনদীর সংখ্যা কম । এই কারণে লোহিত সাগরে লবণতার পরিমাণ বেশি ।
ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় উন্নতর হওয়ার কারণ : সমুদ্রের তলদেশে জলমগ্ন শৈলশিরা উপস্থিতির কারণে একদিকে যেমন সমুদ্রের গভীরতা কমে গিয়ে সমুদ্রের জলের উন্নতা বেড়ে যায় , অন্যদিকে তেমনি সমুদ্রস্রোতের বাঁধা সৃষ্টি করে বলে উন্নতার তারতম্য দেখা যায় । উত্তর আফ্রিকা ও জিব্রাল্টার প্রণালীর কাছে জলমগ্ন শিলা অবস্থান করায় আটলান্টিক মহাসাগরে শীতল প্রবেশ করতে না পারায় ভূমধ্যসাগরের জল উন্নতর হয় ।
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 11 Class 11th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও কিছু প্রশ্ন ও উত্তর দেখুন :-
একাদশ শ্রেণী ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 11 Suggestion 2024 | একাদশ শ্রেণীর সাজেশন ২০২৪
আরোও দেখুন:-
Class 11 Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 Political Science Suggestion 2024 Click Here
আরোও দেখুন:-
Class 11 Education Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 Philosophy Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 Sociology Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 Sanskrit Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 11 All Subjects Suggestion 2024 Click here
Info : West Bengal Class 11 Geography Qustion and Answer | WBCHSE Higher Secondary Eleven XI (Class 11th) Geography Suggestion
একাদশ শ্রেণী ভূগোল সাজেশন – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর
” একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণী পরীক্ষা (West Bengal Class Eleven XI / WB Class 11 / WBCHSE / Class 11 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 11 Exam / Class 11 Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে একাদশ শ্রেণী ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণী ভূগোল সাজেশন / একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ও উত্তর । Class 11 Geography Suggestion / Class 11 Geography Question and Answer / Class 11 Geography Suggestion / Class 11 Pariksha Geography Suggestion / Geography Class 11 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণী ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Geography Suggestion / West Bengal Eleven XI Question and Answer, Suggestion / WBCHSE Class 11th Geography Suggestion / Class 11 Geography Question and Answer / Class 11 Geography Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Geography Exam Guide / Class 11 Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / Class 11 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – প্রশ্ন ও উত্তর | সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) Class 11 Geography Question and Answer Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর।
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণী ভূগোল
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন ও উত্তর | সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) Class 11 Geography Question and Answer Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন উত্তর।
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) Class 11 Geography Question and Answer Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণি ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Geography
একাদশ শ্রেণী ভূগোল (Higher Secondary Geography) – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – প্রশ্ন ও উত্তর | সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | Higher Secondary Geography Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন উত্তর | Class 11 Geography Question and Answer Question and Answer, Suggestion
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | একাদশ শ্রেণী ভূগোল সহায়ক – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Question and Answer, Suggestion | Class 11 Geography Question and Answer Suggestion | Class 11 Geography Question and Answer Notes | West Bengal Class 11 Class 11th Geography Question and Answer Suggestion.
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 11 Geography Question and Answer, Suggestion
একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) । Class 11 Geography Suggestion.
WBCHSE Class 11th Geography Suggestion | একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ)
WBCHSE Class 11 Geography Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | Class 11 Geography Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 11 Geography Question and Answer Suggestions | একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) | একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Question and Answer একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর Class 11 Geography Question and Answer একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Geography Suggestion | একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Question and Answer Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Question and Answer Suggestion একাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 11 Geography Suggestion Download WBCHSE Class 11th Geography short question suggestion . Class 11 Geography Suggestion download Class 11th Question Paper Geography. WB Class 11 Geography suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণী ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 11 Geography Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 11 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 11 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eleven XI Geography Suggestion | West Bengal Board WBCHSE Class 11 Exam
Class 11 Geography Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 11 Eleven XI Geography Suggestion is provided here. Class 11 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” একাদশ শ্রেণী ভূগোল – সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল (তৃতীয় অধ্যায় – তৃতীয় পরিচ্ছেদ) প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।