বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা - ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front - Climatology Geography
বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা - ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front - Climatology Geography

জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্ন ও উত্তর

বায়ু সীমান্ত | Air Front – Climatology (Geography) Question and Answer in Bengali

বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) : জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) বায়ু সীমান্ত – Air Front প্রশ্ন ও উত্তর  নিচে দেওয়া হল। এই (বায়ু সীমান্ত – Air Front – জলবায়ুবিদ্যা Climatology – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বায়ু সীমান্ত – Air Front – জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।

বায়ু সীমান্ত (Air Front) জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্ন ও উত্তর

1. বায়ু সীমান্ত কী?

উত্তরঃ বায়ু সীমান্ত হল একটি ঢালু সীমানা (Slopeing Boundary ) যা সীমানা বরাবর দুটি ভিন্ন ঘনত্ব ও উষ্ণতাযুক্ত বায়ুপুঞ্জ পৃথক হয় তাকে বায়ু সীমান্ত বা বায়ু বাতাগ্র বলে।

2. বায়ু সীমান্তের বৈশিষ্ট্য লেখ ।

উত্তরঃ বায়ু সীমান্তের নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য আছে—

i ) সীমান্ত বরাবর উষ্ণতার বিশাল পার্থক্য দেখা যায় । ii ) সীমান্তের সমচাপরেখাগুলি বক্রভাবে অবস্থান করে । iii ) সীমান্তে বায়ুপ্রবাহের দিকগত পার্থক্য দেখা যায় ।

3. FRONTOGENESIS / ফ্রন্টোজেনেসিস কাকে বলে?

উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে সীমান্তের সৃষ্টি হয় , তাকে ফ্রন্টোজেনেসিস বলে ।

4. FRONTOLYSIS / ফ্রন্টোলাইসিস কাকে বলে?

উত্তরঃ যে পদ্ধতির মাধ্যমে সীমান্তের বিলুপ্তি হয় , তাকে ফ্রন্টোলাইসিস বলে।

5. উষ্ণ সীমান্ত কাকে বলে?

উত্তরঃ অধিক উষ্ণতাযুক্ত বায়ুপুঞ্জ যে সীমানায় শীতল বায়ুপুঞ্জকে পৃথক করে তাকে উষ্ণ সীমান্ত বলে । এই সীমান্ত মৃদু ঢালযুক্ত ।

6. শীতল সীমান্ত কাকে বলে?

উত্তরঃ শীতল বায়ুপুঞ্জ যে সীমান্ততে উষ্ণ বায়ুপুঞ্জকে ঠেলে সরিয়ে দেয় তাকে শীতল সীমান্ত বলে । এটি উত্তল প্রকৃতির হয় ।

7. পৃথিবীর প্রধান সীমান্ত প্রদেশের নামগুলি কি কি?

উত্তরঃ পৃথিবীর প্রধান 6 টি সীমান্ত প্রদেশের নাম হ’ল –

( A ) Polar Frontal Zone : আটলান্টিক মহাসাগরের উত্তর – পশ্চিম দিকে এই সীমান্তের উৎপত্তি।

( B ) Antarctic Frontal Zone : অকর্তিক অঞ্চলে মেরুদেশীয় সামুদ্রিক ও স্থলজ বায়ুর সমমিশ্রণে গঠিত হয় ।

( C ) Mediterranean Frontal Zone : মহাদেশীয় ও উত্তর আফ্রিকার বায়ুপুঞ্জের মিশ্রণে সৃষ্টি হয়।

( D ) Pacific Arctic Frontal Zone : রকি পার্বত্য অঞ্চল থেকে বৃহৎ হ্রদ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ।

( E ) Pacific Polar Frontal Zone : শীতকালে উত্তর প্রশান্ত মহাসাগরে এই সীমান্তের সৃষ্টি হয় ।

( F ) Inter Tropical Frontal Zone : নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে এই সীমান্তের সৃষ্টি হয় ।

8. অক্লুডেড সীমান্ত কাকে বলে?

উত্তরঃ উষ্ণ সীমান্তের তুলনায় শীতল সীমান্তের গতি বেশি হওয়ায় শীতল সীমান্ত উষ্ণ সীমান্তের উপরে উঠে পড়ে । এইভাবে অতিশীতল বায়ুরাশি উপরে উঠে গিয়ে একপ্রকার সীমান্ত সৃষ্টি করে , একে অক্লুডেড সীমান্ত বলে ।

FILE INFO : বায়ু সীমান্ত – Air Front | জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্নোত্তর (Climatology – Geography)

File Details:

PDF Name : বায়ু সীমান্ত – Air Front | জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্নোত্তর (Climatology – Geography)

Price : FREE

Download Link : Click Here To Download

INFO : Geography – Climatology – Question and Answer | ভূগোল – জলবায়ুবিদ্যা – বায়ু সীমান্ত (Air Front) প্রশ্নোত্তর

” ভূগোল (Geography) – জলবায়ুবিদ্যা (Climatology) – বায়ু সীমান্ত – Air Front “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9,  Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  ভূগোল (Geography) জলবায়ুবিদ্যা (Climatology) – বায়ু সীমান্ত – Air Front / বায়ু সীমান্ত সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography)  SAQ / Short Question and Answer / বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) Quiz / বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) QNA / বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) Question and Answer in Bengali

স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।

বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography)

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বায়ু সীমান্ত (জলবায়ুবিদ্যা – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Air Front (Climatology – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now