ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতীয় অর্থনীতিতে কৃষি | Agriculture In Indian Economy – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতীয় অর্থনীতিতে কৃষি (Agriculture In Indian Economy) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ভারতীয় অর্থনীতি কৃষি ভিত্তিক অর্থনীতি — ব্যাখ্যা অথবা , ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখো ।
Ans: ভারত যেহেতু উন্নয়নশীল দেশ , তাই এখানে কৃষির গুরুত্ব অপরিসীম । যেমন — ( 1 ) 2006-07 সালে ভারতের মোট জাতীয় আয়ের 40 % আসে কৃষি থেকে ( 2 ) কৃষিক্ষেত্রের অবদান সর্বাধিক । 2001 সালের জনগণনা অনুযায়ী 59 % মানুষ কৃষিক্ষেত্রে নিযুক্ত ছিল । ( 3 ) ভারতের তুলা নির্ভর বস্ত্রভারতীয় অর্থনীতিতে কৃষি , ইক্ষু নির্ভর চিনি ভারতীয় অর্থনীতিতে কৃষি , তৈলবীজ নির্ভর তেল ও বনস্পতি ভারতীয় অর্থনীতিতে কৃষি ইত্যাদি ভারতীয় অর্থনীতিতে কৃষি কেন্দ্র গড়ে ওঠার পেছনে কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে । ( 4 ) আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বাণিজ্যেও কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে । যেমন ভারতের মোট রপ্তানী আয়ের প্রায় অর্ধেকই আসে কৃষিজাত পণ্য থেকে । অর্থাৎ , কৃষিই হল ভারতের অর্থনীতির মেরুদণ্ড ।
2. ভারতীয় কৃষির স্বল্প উৎপাদশীলতার কারণ অথবা , ভারতীয় কৃষির সমস্যা লেখো ।
Ans: ভারতীয় কৃষিক্ষেত্র নানান সমস্যায় জর্জরিত । যেমন— ( i ) প্রকৃতি নির্ভরতা : ভারতের কৃষি প্রকৃতি নির্ভরতা হওয়ায় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে ভারতের কৃষি উৎপাদন ব্যাহত হয় । ( ii ) জলসেচের অপ্রতুলতা : ভারতের মাত্র 30 শতাংশ জমিকে জলসেচের আওতায় আনা সম্ভব হয়েছে । ( iii ) উৎপাদনশীলতা কম : ভারতের কৃষি ব্যবস্থা সনাতন বলে কৃষিজাত পণ্যের হেক্টর পিছু উৎপাদনশীলতা তুলনামূলক কম । ( iv ) ক্ষুদ্র জোত : ভারতের কৃষিজোতগুলির আয়তন খুবই ক্ষুদ্র । যেমন— USA তে খামারের গড় আয়তন 120 হেক্টর , কিন্তু ভারতে মাত্র তার আয়তন 1.6 হেক্টর ।
3. বর্তমানে ভারতীয় কৃষিক্ষেত্রে বিপজ্জনক প্রবণতা লেখো ।
Ans: ভারতের কৃষিতে বর্তমানে অত্যন্ত আত্মঘাতী প্রবণতা বেড়ে গিয়েছে । যেমন— ( i ) ভারতীয় কৃষি এখনও প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভরশীল । তাই বলা হয় ‘ Indian Ariculture is still a gamble in the monsons ‘ ( ii ) কৃষকদের অত্যন্ত চড়া সুদে মহাজনের কাছে ঋণ নিয়ে তা শোধ করতে না পেরে হতাশা ও চাপে আত্মহত্যার সংখ্যা বেড়েছে । যেমন — মহারাষ্ট্র , অন্ধপ্রদেশ কর্ণাটক এবং কেরলের মোট 31 টি জেলায় এইরূপ আত্মহত্যার ঘটনা ঘটেছে । ( iii ) উর্বর উৎকৃষ্ট চাষের জমিতে ভারতীয় অর্থনীতিতে কৃষি , আবাসন তথ্য প্রযুক্তি পার্ক , SEZ গড়ে তোলার চেষ্টা চলছে । যা ভারতীয় কৃষিকে সংকটজনক অবস্থায় নিয়ে গিয়েছে । ( iv ) গ্রামীন দরিদ্র কৃষকের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে । ফলে গ্রামীন কৃষকের কৃষিকাজে তীব্র অনিহা দেখা দিচ্ছে । আর এই কারণটিই ভারতের কৃষিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ।
4. ভারতীয় কৃষির বিপজ্জনক প্রবণতা রুখতে ব্যবস্থা কী ?
Ans: ভারতীয় কৃষির এই নৈরাজ্য রুখতে 2004 সালে ড . এম . এস স্বামীনাথনের নেতৃত্বে কৃষক জাতীয় কমিশন ( National Commission on Farmers ) গঠিত হয় । এই কমিশন পাঁচটি কর্মসূচী সুপারিশ করেছে । যথা — প্রথমত , বৃষ্টির জল সংরক্ষণ , কূপ ও পুকুর সংস্কার , এর মাধ্যমে জলের সুষ্ঠু ব্যবহার দ্বিতীয়ত , বিভিন্ন জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে তৃতীয়ত , গ্রামীন কৃষকদের ঋণের যোগান বাড়াতে হবে ও কৃষি ঝুঁকি বিল ( Agricultural Risk Fund ) গঠন করতে হবে । চতুর্থত , ভারত নির্মান কর্মসূচীর মাধ্যমে গ্রামে গ্রামে ‘ জ্ঞান চৌপল ’ স্থাপন করতে হবে । পঞ্চমত , কৃষিজাত পণ্যের দামে গ্রাম ও শহরের ব্যবধান কমাতে হবে ।
5. ভারতের নতুন কৃষিনীতি সম্পর্কে লেখো ।
Ans: ভারতের কেন্দ্রীয় সরকার 2000 সালে 28 জুলাই ভারতের নতুন কৃষিনীতি ঘোষণা করে । নতুন কৃষিনীতিগুলি হল
পরবর্তী দুই দশকে কৃষিতে 4 % আয় বৃদ্ধি ।
গরীব কৃষকদের হাতে জমির অধিকার আনা ।
কৃষিতে বেসরকারীকরণ না করা ।
নতুন প্রযুক্তি দ্বারা উন্নত বীজ সরবরাহ করা ।
জৈব প্রযুক্তি ব্যাপক ব্যবহার প্রতিরোধ করা ।
নতুন কৃষিনীতিকে ‘ রামধনু বিপ্লব ‘ ( Rainbow Revolution ) বলে । এর অধীনে বিপ্লবগুলিকে নিম্নোক্ত নামে আখ্যা দেওয়া হয় ।
সবুজ বিপ্লব ( Green Revolution ) খাদ্য শস্য উৎপাদন ।
শ্বেত বিপ্লব ( White Revolution ) দুগ্ধ উৎপাদন ।
হলুদ বিপ্লব ( Yellow Revolution ) তৈলবীজ উৎপাদন । * লাল বিপ্লব ( Red Revolution ) মাংস / টমেটো উৎপাদন * নীল বিপ্লব ( Blue Revolution ) মৎস্য উৎপাদন । * সোনালী বিপ্লব ( Golden Revolution ) ফল ( আপেল ) উৎপাদন । * ধূসর বিপ্লব ( Gray Revolution ) সার উৎপাদন । * কালো / বাদামী বিপ্লব ( Black / Bown Revolution ) অ – চিরাচরিত শক্তির উৎস বৃদ্ধি । * রুপোলী বিপ্লব ( Silver Revolution ) ডিম উৎপাদন । * গোলাকার বিপ্লব ( Round Revolution ) আলু উৎপাদন । উপরোক্ত ‘ রামধনু বিপ্লব ‘ আবার Food Chain Revolution দ্বারা সংযুক্ত হয়েছে । যা খাদ্যদ্রব্য , সবজি ও ফলকে পচন থেকে রক্ষা করবে ।
FILE INFO : ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – ভারতীয় অর্থনীতিতে কৃষি (Agriculture In Indian Economy) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতীয় অর্থনীতিতে কৃষি – Agriculture In Indian Economy / ভারতীয় অর্থনীতিতে কৃষি সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) Quiz / ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) QNA / ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতীয় অর্থনীতিতে কৃষি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Agriculture In Indian Economy (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।