
ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতের শুষ্ক কৃষি অঞ্চল | Dry Zone Agriculture In India – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (Dry Zone Agriculture In India) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. শুষ্ক অঞ্চলের কৃষি কী ?
Ans: পৃথিবীর যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম ( 30-75cm ) ও জল সেচের সুযোগ সুবিধা নেই সেখানে যে কতকগুলি খরা সহাকারী শস্য চাষ করা হয় তাকে শুষ্ক অঞ্চলের কৃষি বলে । সাধারণত 750 mm সমবর্ষণ রেখাযুক্ত স্থানে এই কৃষি কাজ করা হয় ।
2. ভারতে শুষ্ক কৃষি অঞ্চলের বন্টন করো ।
Ans: ভারতের মোট 128 টি জেলাতে এই কৃষিকাজ করা হয় । যেমন- ( i ) রাজস্থানের মধ্যভাগ । ( ii ) গুজরাটের সৌরাষ্ট্র । ( iii ) পঃ ঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল ( মহারাষ্ট্র ও কর্ণাটক ) । ( iv ) ছত্তিশগড় । ( v ) ওড়িশা ( vi ) মধ্যপ্রদেশের কিছু অংশে এই কৃষিকাজ করা হয় । মহারাষ্ট্রের 89.69 % , মধ্যপ্রদেশের 87.7 % , গুজরাটের 82 % , রাজস্থানের 81.2 % ও ওড়িশার 81.2 % কৃষি জমিতে এই কৃষির আধিক্য বেশী ।
3. ভারতের শুষ্ক কৃষির উন্নতির জন্য গৃহীত ব্যবস্থা কী কী ?
Ans: ( i ) জাতীয় খাদ্য নিরাপত্তার সহায়তায় বিভিন্ন খাদ্য দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা । ( ii ) আঞ্চলিক ও জাতীয় বৈষম্য দূর করা । ( iii ) কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা । ( iv ) কৃষিখাদ্যের উৎপাদন বৃদ্ধি করা । ( v ) পরিবেশের ভারসাম্য বজায় রাখা । ( vi ) কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা । ( vii ) বৃষ্টির জলকে যথাসম্ভব কাজে লাগানো । ( viii ) খাদ্যের সুষ্ঠু ব্যবহার করা ।
4. শুল্ক কৃষির বৈশিষ্ট্য লেখো ।
Ans: ( i ) যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম ( 30-70cm ) সেখানে শুষ্ক কৃষি দেখা যায় । ( ii ) শুষ্ক কৃবিতে খরা সহনকারী শস্য চাষ করা হয় । ( iii ) শুষ্ক কৃষি চাষ সাধারণতঃ 750mm সমবর্ষণ রেখাযুক্ত স্থানে । হয়ে থাকে । ( iv ) ডালজাতীয় শস্যের চাষ করা হয় ।
5. ভারতের শুষ্ক অঞ্চলের কৃষির উন্নতির জন্য গৃহীত কর্মসূচী লেখো ।
Ans: 1 ) Drought Prone Area Programme ( DPAP ) : 1973 খ্রিঃ এই নীতি নেওয়া হয় । এতে খরা অধ্যুষিত অঞ্চলে জল , ভূমি , পরিবেশ ও মনুষ্য সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য ভারতের 16 টি রাজ্যের 180 টি জেলার 961 টি ব্লকে এই কর্মসূচী নেওয়া হয়েছে ।
2 ) Desert Development Programme : 1977-79 সালে রাজস্থান , গুজরাট , হরিয়ানার উন্ন মরুভূমি এবং জম্মু – কাশ্মীর , হিমাচলপ্রদেশ ও কর্ণাটকে এই নীতি কার্যকর করা হয় । বাগিচা , কৃষি ও জল সংরক্ষণের এই কর্মসূচী উল্লেখযোগ্য সাফল্য পায় । এতে 5333 টি জলবিভাজিকা প্রকল্প 7 টি রাজ্যের মধ্যে নেওয়া হয়েছে । এর ফলে ঐ অঞ্চলের 26.8 লক্ষ হেক্টর জমি উপকৃত হবে ।
3 ) National Watershed Development Project for Rainfed Areas ( NWDPRA ) : 1990-91 সালে দেশের 25 টি রাজ্যে ও 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই নীতি নেওয়া হয় । প্রাকৃতিক জলাশয়কে চিহ্নিতকরণ , সংরক্ষণ করা , কর্ম সংস্থান সৃষ্টি এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য । নবম পরিকল্পনাকালে 22.5 লক্ষ হেক্টর কৃষিজমিকে ভারতের শুষ্ক কৃষি অঞ্চলের আওতায় নিয়ে আসা হয় ।
4 ) Watershed Development Fund : NABARD এর সহযোগে এই fund টি প্রতিষ্ঠিত হয় এইজন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয় । জলের বিজ্ঞানসম্মত ব্যবহার , খরা অধ্যুষিত অঞ্চলে উপযুক্ত বীজ সংগ্রহ অরণ্য ও পশুপালনের জন্য এই কর্মসূচী নেওয়া হয় ।
FILE INFO : ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (Dry Zone Agriculture In India) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের শুষ্ক কৃষি অঞ্চল – Dry Zone Agriculture In India / ভারতের শুষ্ক কৃষি অঞ্চল সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) Quiz / ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) QNA / ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের শুষ্ক কৃষি অঞ্চল (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Dry Zone Agriculture In India (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।