অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
অর্থনৈতিক কার্যাবলীর ধরন | Forms Of Economic Activity – Economic Geography (Geography) Question and Answer in Bengali
অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) : অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity – অর্থনৈতিক ভূগোল Economic Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity – অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
অর্থনৈতিক কার্যাবলীর ধরন (Forms Of Economic Activity) অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. অর্থনৈতিক কাজের সংজ্ঞা দাও ?
Ans: মানুষের শ্রম , বুদ্ধি , মূলধন দ্বারা যখন অর্থনৈতিক কার্যাবলীর ধরন উৎপাদন , বিনিময় , পরিষেবা দ্বারা সম্পর্কযুক্ত ক্রিয়া প্রণালী গড়ে ওঠে , তখন ওই ব্যাপক প্রক্রিয়াকে অর্থনৈতিক কাজ বলে ।
বৈশিষ্ট্য : i ) এর দ্বারা জীবনধারণের প্রয়োজনীয় উপকরণ সংগৃহীত হয় ।
ii ) মানুষ তার নিত্য নৈমিত্তিক চাহিদা পূরণে সমর্থ হয় । iii ) অর্থনৈতিক কার্যাবলীর ধরনের উপযোগিতা বৃদ্ধি পায় । iv ) কর্মসংস্থানের সুযোগ ঘটে । ( v ) এর দ্বারা পরিবার , রাষ্ট্র ও বিশ্বের আর্থ – সামাজিক অবস্থা নির্ভর করে ।
উদাহরণ : কৃষিকার্য , শ্রমশিল্প , বীমা ব্যবস্থা , পশুপালন প্রভৃতি ।
2. প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কী ?
Ans: মানুষ যখন তার শ্রম দ্বারা প্রকৃতির কাছ থেকে সরাসরি অর্থনৈতিক কার্যাবলীর ধরন সংগ্রহ করে তখন তাকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে । অর্থাৎ , উৎপাদনের প্রাথমিক অবস্থায় প্রকৃতির নিবিড় যোগে মানুষ তার প্রাথমিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কাজ করে ।
বৈশিষ্ট্য : i ) কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য সংঘটিত হয় । ii ) এর সাথে প্রকৃতির নির্ভরতা বেশি । iii ) এতে অর্থনৈতিক কার্যাবলীর ধরন উদ্বৃত্ত থাকে না বলে বাণিজ্যের সাথে যোগ কম । iv ) ইহা শ্রমনির্ভর ক্রিয়াকলাপ বলে এতে নিযুক্ত শ্রমিকদের কঠোর শ্রম ও নিষ্ঠা দরকার । তাই এদের ‘ লাল পোষাক শ্রমজীবী গোষ্ঠী ‘ বলে ।
উদাহরণ : কৃষিকার্য , পশুপালন , মৎস্যশিকার , কাষ্ঠ সংগ্রহ ।
3. সহায়ক কী ( SECONDARY ) অর্থনৈতিক ক্রিয়াকলাপ ।
Ans: যখন প্রাথমিক ক্রিয়াকলাপগুলোর সংগৃহীত বিভিন্ন উপকরণের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে যে অধিকতর ও মূল্যবান ভোগ্যপণ্যে পরিণত হয় সেই কাজকে সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে ।
বৈশিষ্ট্য : i ) প্রাথমিক ক্রিয়াকলাপকে ভিত্তি করে গড়ে ওঠে । ii ) উৎপন্ন পণ্যের আকার ও উপযোগিতার পরিবর্তন ঘটে । iii ) মূল্যবান ভোগ্যপণ্য উৎপন্ন হয় । iv ) প্রকৃতি অপেক্ষা মূলধন , প্রযুক্তির ভূমিকা বেশি । v ) ইহা মূলধন ও প্রযুক্তি নির্ভর কর্ম বলে উন্নত শ্রমজীবীগোষ্ঠী । তাই এদের নীল পোষাক শ্রমজীবী গোষ্ঠী ‘ বলে ।
উদাহরণ : শিল্প স্থাপন , বিদ্যুৎ উৎপাদন ।
4. পরিষেবামূলক ( TERTIARY ) ক্রিয়াকলাপ কী ?
Ans: কৃষি , শিল্প , পশুপালন , কাষ্ঠ আহরণ প্রভৃতি অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখতে যে কর্মধারা ও সহায়তা দরকার তাদের পরিষেবামূলক ক্রিয়াকলাপ বলে । বৈশিষ্ট্য : i ) উৎপাদক ও ভোক্তার মধ্যে সম্পর্ক স্থাপন করে । ii ) সহায়ক ক্রিয়াকলাপের বিকাশে সাহায্য করে । iii ) উৎপাদনে দক্ষতা বৃদ্ধি করে । iv ) বাণিজ্য ও আর্থিক উন্নয়নে সাহায্য করে । উদাহরণ : ব্যাঙ্কিং , বীমা ব্যবস্থা , পরিবহন , যোগাযোগ , বিজ্ঞাপন , গুদামকরণ , শিক্ষা , চিকিৎসা ।
মেমরী প্লাস : সাধারণত তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের ‘ গোলাপী পোষাক কর্মী বলে । তবে বিশেষ পরিষেবা , যেমন- ব্যাঙ্ক , বীমা কার্যে নিযুক্ত কর্মী স্বাস্থ্যসেবী বা চিকিৎসক , নার্স , শিক্ষকতা এরুপ সামাজিক পরিষেবামূলক কার্যে নিযুক্ত কর্মীদের সাদা পোষাক পরিহিত কর্মী ’ বলে ।
5. চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ কী ?
Ans: বিদ্যা – বুদ্ধি নির্ভর যে কাজ – কর্মের মূল বিষয় হল গবেষণা , চিন্তা ও নূতন ধারণা সৃষ্টি , নানান গবেষণামূলক কাজকর্ম , পরিচালনাগত কাজকর্ম , প্রশাসনিক তথ্য আদান – প্রদান প্রভৃতি । বৈশিষ্ট্য : ইহা অন্যান্য অর্থনৈতিক কর্মপ্রণালীর গতি সঞ্চার করে । এই স্তরের কাজ – কর্মে নিযুক্ত ব্যক্তিরা সুন্দর ঘরে থাকে বলে এদের ‘ সাদা পোষাক পরিহিত কর্মী বলে ।
6. পণ্যম স্তরের অর্থনৈতিক কাজ কী ?
Ans: চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজকর্মের মধ্যে অনেক সময় কিছু অতি বিশেষ দক্ষতাসম্পন্ন কাজকর্মের বিকাশ লাভ করে যাকে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজকর্ম বলে । এই পঞ্চম শ্রেণীর কাজকর্মের অন্তর্ভুক্ত হল সরকারী ও বেসরকারী স্তরে নির্বাহক আধিকারিক , গবেষক ও অর্থনৈতিক পরামর্শদাতা । এই স্তরের কর্মচারীদের স্বর্ণালী পোশাক কর্মজীবী বলে ।
FILE INFO : অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
File Details:
PDF Name : অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Economic Geography – Question and Answer | ভূগোল – অর্থনৈতিক ভূগোল – অর্থনৈতিক কার্যাবলীর ধরন (Forms Of Economic Activity) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – অর্থনৈতিক কার্যাবলীর ধরন – Forms Of Economic Activity / অর্থনৈতিক কার্যাবলীর ধরন সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) SAQ / Short Question and Answer / অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) Quiz / অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) QNA / অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অর্থনৈতিক কার্যাবলীর ধরন (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Forms Of Economic Activity (Economic Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।