ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতে শিল্পের সমস্যা | Problem Of In Indian Industry – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতে শিল্পের সমস্যা (Problem Of In Indian Industry) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ভারতে শিল্প ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লেখো ।
Ans: ভারত এক শিল্প প্রধান দেশ হিসাবেও পরিচিত হতে চলেছে । ফলে ভারতীয় শিল্পের মিশ্র বৈশিষ্ট্য দেখা যায় । যেমন — ভারতে বৃহৎ , ক্ষুদ্র মাঝারী এমনকি কুটির শিল্পেরও সহাবস্থান দেখা যায় । i ) শিল্পের প্রকৃতি অনুযায়ী শিল্প কাঠামোর বৈচিত্র্য দেখা যায় । ii ) কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে শিল্প উন্নয়নের প্রচেষ্টা রয়েছে । iii ) শিল্পের উৎপাদনশীলতা এখনোও কম । iv ) বহু শিল্পে ঘুণ্নতা দেখা যায় – পাট , তুলা , চা শিল্প । v ) বহু শিল্পে সাংগঠনিক দুর্বলতা রয়েছে । vi ) মিশ্র অর্থব্যবস্থা বা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহাবস্থান যেমন আছে তেমনি বেসরকারী ক্ষেত্রে উদার নীতি গ্রহণও ভারতীয় শিল্পের এক বৈশিষ্ট্য । vii ) দেশজুড়ে সুষম শিল্পোন্নয়ন ও বিকেন্দ্রীকরণের জন্য শিল্প পরিকাঠামো গড়ে তোলার উদ্যেগ গ্রহণ ভারতীয় শিল্পের এক মুখ্য বৈশিষ্ট্য ।
2. পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে সরকারী ক্ষেত্রে শিল্পগুলো কি কি সমস্যার মুখোমুখি হয়েছে ?
Ans: বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতীয় শিল্প ব্যবস্থা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে । যেমন 1 ) শিল্প পরিচালন ব্যবস্থা যথাযথ ও গঠনমূলক হয়ে উঠতে পারেনি । 2 ) নির্মাণ ব্যয় খুব বেশী এবং শিল্প নির্মান প্রক্রিয়া খুব বিলম্বিত প্রক্রিয়া । শিল্পের উপরিস্থিত ব্যয় অধিক পড়ে । ( 3 ) 4 ) প্রয়োজনের অতিরিক্ত শ্রমশক্তি ও অধিক সম্পদের ব্যবহার হয় । 5 ) উৎপাদন লক্ষ্যমাত্রা সঠিকভাবে স্থির না করা ।। 6 ) এছাড়া শ্রমসমস্যা , ভ্রান্ত দামনীতি লাইসেন্স প্রথা , আদর্শ শিল্পনীতির অভাব ভারতীয় শিল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।
3. অসংগঠিত শিল্প কী ?
Ans: ভারতের এমন কিছু শিল্প আছে যেগুলো প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে নি তাদের অসংগঠিত শিল্প বলে । যেমন — ভারতের পাটকলগুলো তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে না । বৈশিষ্ট্য : i ) এরূপ শিল্পের সুস্পষ্ট শিল্পনীতি নেই । ii ) অসংগঠিত বলে শিল্পে রুণ্নতা দেখা দেয় । iii ) ক্রমাগত ক্ষতির বোঝা বাড়তে বাড়তে এমন সময় আসে যখন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় । সম্প্রতিকালে ভারতের পাট কলগুলোর এরূপ অবস্থা দেখা যাচ্ছে ।
মেমরী প্লাস : 2000-2010 সালের মধ্যে ভারতে তথ্যপ্রযুক্তি ( IT ) ও তথ্য প্রযুক্তি সহায়িত শিল্পে ( ITES ) শিল্পে সর্বাধিক অগ্রগতি হয়েছে ।
4. ভারতীয় শিল্পের রুগ্নতা কী ?
Ans: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মতানুসারে যদি কোন শিল্প প্রতিষ্ঠান তিন বছর লাভ করতে না পেরে ক্রমাগত ক্ষতির শিকার হয় তাকে বুথ শিল্প বলে । ১৯৮৫ সালে ভারতীয় রুগ্ন শিল্প আইন পাশ হয় । এই আইনে বলা হয় যে সকল শিল্প কোম্পানীর কোন আর্থিক বছরের শেষে লোকসানের পরিমাণই কোম্পানির নিম্ন মূল্যের সমান বা বেশী হবে এবং ওই আর্থিক বছরে ও তার পূর্ববর্তী বছরে আর্থিক ক্ষতি হয়েছে । তাছাড়া কোন কোম্পানীর যদি পূর্ববর্তী পাঁচটি আর্থিক বছরের মধ্যে কোন একটি বছরের সর্বোচ্চ নিম্ন মূল্যের 50 % বা তার বেশী খরচ করে ফেলে তবে সেই শিল্প কোম্পানীকে রুগ্ন শিল্প হিসাবে গণ্য করা হয় ।
5. ভারতীয় শিল্প রুগ্নতার কারণ কী ?
Ans: কোন শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত ক্ষতির শিকার হতে হতে যখন তা বন্ধ করে দেওয়ার মতো হয় তখন তাকে রুগ্ন শিল্প বলে । ভারতের বেশ কিছু শিল্প এরুপ রুগ্নতার শিকার । ভারতীয় শিল্পে রুণ্নতার কারণ হল— i ) ক্রমাগত কাঁচামালের সংকট ও অস্বাভাবিক দাম বৃদ্ধি পাটকল । ( ii ) উৎপাদনের উপকরণগুলোর দুস্প্রাপ্যতা ও অনিশ্চয়তা – কাঁচামাল ও যন্ত্রপাতি । iii ) অস্বাভাবিক উৎপাদন ব্যয় বৃদ্ধি ; ফলে বাজারে সস্তা বিদেশী পণ্যের সাথে তীব্র প্রতিযোগিতা । iv ) বিদ্যুৎ ঘাটতির ফলে কম উৎপাদন হয় যাতে উৎপাদন ব্যয় বাড়ে । v ) ত্রুটিপূর্ণ শিল্প পরিকল্পনা ও কলাকৌশলগত ত্রুটি । vi ) শিল্পবিরোধ , শ্রমিক অসন্তোষ , মালিকের একগুঁয়েমী , অর্থনৈতিক মন্দাজনিত পরিস্থিতি শিল্পে রুণ্নতা সৃষ্টি করেছে ।
6. ভারতের শিল্পনীতি কী ?
Ans: ভারত সরকার শিল্পে উন্নতির জন্য বিভিন্ন সময় তার শিল্প নীতি ঘোষণা করে । যেমন i ) 1991 সালে 6 ই এপ্রিল শিল্পনীতি ঘোষণা করে । ii ) 1948 সালে 6 শে জুলাই শিল্পনীতি ঘোষিত হয় । তবে শিল্পনীতির ত্রুটিপূর্ণ অবস্থা ও সুসংহতভাবে রূপায়ণের দিশা না থাকায় অনেক ভারতীয় শিল্পে রুণ্নতা দেখা যাচ্ছে ।
7. শিল্প লাইসেন্স কী ?
Ans: ভারতে শিল্প নীতির সার্থক রূপায়ণের জন্য ভারতে শিল্প সংস্থা স্থাপনে সরকারী অনুমোদন নেওয়ার যে পদ্ধতি থাকে শিল্প লাইসেন্স বলে । নীতি : 1951 সালের শিল্প বিকাশ ও নিয়ন্ত্রণ আইনে এই পদ্ধতির কয়েকটি নীতি বা ব্যবস্থা গৃহীত হয় । যেমন — শিল্পকে বাধ্যতামূলক রেজিস্ট্রী করণের ব্যবস্থা করা ।
শিল্পলাইসেন্স নীতির উদ্দেশ্য : ( i ) ভারসাম্যবিশিষ্ট আঞ্চলিক উন্নয়ন বজায় রাখা । ( ii ) ক্ষুদ্র ও মাঝারি উদ্দোগাধীন সংস্থাগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা । ( iii ) পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া ও লক্ষ্যের সাথে সমতা রেখে শিল্পে বিনিয়োগ করা ।
8. ভারতে সরকারী উদ্দ্যোগাধীন শিল্পের ত্রুটি লেখো ।
Ans: ভারতে উদ্যোগাধীন শিল্পেও যথেষ্ট ত্রুটি দেখা যায় । এগুলো হলঃ i ) প্রকল্প রূপায়ণে অযথা বিলম্ব ও অত্যধিক ব্যয় বৃদ্ধি ঘটে । ii ) অধিক মূলধন বিনিয়োগ দ্বারা শিল্প উদ্দ্যোগ গড়ে ওঠে । ফলে উৎপাদন ব্যয় বাড়ে । iii ) প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগের ফলে ব্যয়বৃদ্ধি ঘটে । iv ) উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পূর্ণ হয় না । v ) ত্রুটিপূর্ণ , দুর্নীতিপরায়ণ , অদক্ষ পরিচালনা ও প্রশাসন ব্যবস্থা ও ভ্রান্ত দাম নীতি সরকারী উদ্যোগাধীন শিল্পে সমস্যা তৈরী করেছে ।
9. শিল্প মন্দা কী ?
Ans: যখন কোন শিল্প সংস্থা তার অতিরিক্ত কিংবা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারে সক্ষম হয় না তখন । উক্ত শিক্ষা সংস্থাতে শিল্প মন্দা দেখা দেয় , শিল্প প্রতিষ্ঠানের এরুপ অবস্থাকে শিল্প মন্দা বলে ।
প্রভাব : i ) উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় । ii ) শিল্পে ক্রমাগত ক্ষতির আশঙ্কা দেখা দেয় । যেমন — বার্ণপুরের লৌহ – ইস্পাত কারখানায় তার উৎপাদন ক্ষমতার অনেক কম উৎপাদন হয় ; D.V.C.- র মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ৬ টি ইউনিটের ২ টি ইউনিট চালু থাকায় কম বিদ্যুৎ উৎপাদন হওয়ার ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে ।
10. ভারতে কাগজ শিল্পের সমস্যা লেখো ।
Ans: ভারতীয় কাগজ শিল্পের কয়েকটি সমস্যা দেখা যায় । যেমন –
i ) বনজ কাঁচামাল সঙ্কট : ভারতে নরম কাঠ , সাবাই ঘাস প্রভৃতির অভাব ও দুর্গম অঞ্চল থেকে সংগ্রহের অভাবে কলগুলো পর্যাপ্ত কাঁচামাল পায় না । ii ) রাসায়নিক কাঁচামালের সংকট : কাগজ শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামাল অধিক দামে বিদেশ থেকে আমদানি করতে হয় বলে উৎপাদন ব্যয় বেশি পড়ে । iii ) অনুন্নত প্রযুক্তি : প্রযুক্তিগত অভাবের জন্য ভারতীয় কাগজের মান উন্নত হয় না । iv ) পরিবেশ দূষণঃ শিল্পের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নদীতে পড়ে ব্যাপক জলদূষণ ঘটায় । এছাড়া পরিকাঠামোর অভাব , অধিক উৎপাদন ব্যয় , বিশ্ববাজারে ভারতীয় কাগজের চাহিদার অভাব ইত্যাদি ।
11. ভারতে শিল্পায়নের হার মন্থর কেন ?
Ans: কয়েকটি কারণে ভারতে শিল্পায়নের হার মন্থর হয় ; কারণগুলো হল
A ) বিনিয়োগ হ্রাস : 1962 , 1965 , 1971 সাল সহ বিভিন্ন সময়ে চীন ও পাকিস্তানের সাথে সংঘর্ষের কারণে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ফলে শিল্পে বিনিয়োগ কমে গেছে ।
B ) শিল্প পণ্যের চাহিদা হ্রাস : 1965 , 67 , 71 73 সালে দেশে প্রচণ্ড খরা ও বিভিন্ন সময়ে বন্যার ফলে কৃষিজাত দ্রব্যের উৎপাদন হ্রাস , কাঁচামালের অভাব ও শিল্পজাত পণ্যের চাহিদা হ্রাসের ফলে শিল্প গীতি মন্থর হয় ।
C ) অন্যান্য কারণ : ( i ) পরিবহণ পরিকাঠামো ও বিদ্যুৎ সরবরাহের অভাবে শিল্প উৎপাদন ব্যহত হয় । ( ii ) কৃষিতে যথেষ্ট উৎপাদন বৃদ্ধির অভাবে কৃষিজাত শিল্পে কাঁচামালের অভাব হয় । ( iii ) সরকারী নিয়ন্ত্রণ ও জটিলতা বৃদ্ধির ফলে শিল্প স্থাপন ও উৎপাদনের ওপর কুপ্রভাব পড়ে । ( iv ) আয় বন্টনে বৈষম্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে বাজারে চাহিদাগত সমস্যা তৈরী হয় ; যা শিল্পে গতি সঞ্চয়ে বাধা দেয় ।
FILE INFO : ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – ভারতে শিল্পের সমস্যা (Problem Of In Indian Industry) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতে শিল্পের সমস্যা – Problem Of In Indian Industry / ভারতে শিল্পের সমস্যা সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) Quiz / ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) QNA / ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতে শিল্পের সমস্যা (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Problem Of In Indian Industry (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।