অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
বিশ্ব বাণিজ্য সংস্থা | W. T. O. World Trade Organisation – Economic Geography (Geography) Question and Answer in Bengali
বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) : অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation – অর্থনৈতিক ভূগোল Economic Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation – অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
বিশ্ব বাণিজ্য সংস্থা (W. T. O. World Trade Organisation) অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. W. T. O. কী ?
Ans: প্রতিষ্ঠা World Trade Organisation গঠিত হয় 1995 সালের ১ লা জানুয়ারী ।
সভা সংখ্যা : 146 টি দেশ । সদর দপ্তর : সুইজারল্যান্ডের জেনিভা ।
উদ্দেশ্য : বিশ্ব বাণিজ্য প্রসার ও অবাধ বিনিময় । গুরুত্ব বিশ্ববাণিজ্যের পথ অনেক সরল ও সাবলীল হয়েছে ও বিশ্ব বাণিজ্য বৃদ্ধি পেয়েছে । এই বা বা ফোরাম – এ বিশ্ব নেতারা তাদের বাণিজ্য সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করে ।
2. আন্তর্জাতিক কাটেল কী ?
Ans: আন্তর্জাতিক কার্টেল এক ব্যবস্থা , যাতে একচেটিয়াভাবে উৎপাদিত কোন পণ্যের উৎপাদক সংস্থা ওই পণ্যের যোগানকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সংস্থার দেশগুলো নিজেদের যৌথ মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে সমর্থ হয় ।
- GATT কী ?
Ans: General Agreement on Tariffs and Trade আসলে শুল্ক বা বাণিজ্যের ক্ষেত্রে এক সাধারণ চুক্তি । 1947 সালে 23 টি দেশ নিয়ে জেনিভায় এই সংস্থা গঠিত হয় ।
লক্ষ্য : ( 1 ) বিশ্ব বাণিজ্যের শুল্ক হ্রাস করা । ( 2 ) বাণিজ্যকে সংরক্ষণ থেকে মুক্ত করা । ( 3 ) বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো ।
4. W.T.O.- এর নীতি কী ?
Ans: বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি হল বিশ্বব্যাপী পক্ষপাতহীন বাণিজ্য করা । i ) ii ) মুক্ত বাণিজ্য বা বাণিজ্যের ক্ষেত্রে উপরে নীতি গ্রহণ করা । iii ) W. T. O. আন্তর্জাতিক বাণিজ্যে সম প্রতিযোগিতা সৃষ্টি করে । iv ) সভ্যদেশগুলোর মধ্যে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে W. TO . v ) বিভিন্ন দেশের অর্থনৈতিক জটিলতা দূর করা ।
5. W.T.O.- এর কার্যাবলী লেখো ।
Ans: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে W. T. O. বিভিন্ন কাজ করে । যেমন i ) বহুমুখী বাণিজ্যিক চুক্তি রূপায়ণ ও সম্পাদন করে । ii ) শুদ্ধ সংক্রান্ত বাধা দূর করে । iii ) বৈদেশিক বাণিজ্যিক নীতি পর্যালোচনা করে । iv ) উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে । v ) বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধ দূর করে । vi ) বাণিজ্যিক মধ্যস্থতা স্থাপন করে । vii ) ডামিপং বিরোধী নীতি মেনে চলে ।
6. W.T.O.- এর সীমাবদ্ধতা লেখো ।
Ans: i ) W. T. O. মুক্ত বাণিজ্যের পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর লক্ষ্যে কাজ করে । ii ) উন্নত ও অনুন্নত দেশের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করে W. TO . iii ) অসম প্রতিযোগিতার ফলে অনুন্নত দেশগুলো টিকে থাকতে পারছে না । iv ) শিল্পোন্নত দেশগুলো উন্নত পণ্যসামগ্রী দ্বারা বাজার দখল করে নিচ্ছে । v ) উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে ।
7. আপেক্ষিক ব্যয় তত্ত্ব কী ? ( COMPARATIVE COST )
Ans: বাণিজ্যে অংশগ্রহণকারী দুটো দেশ এই নীতি মেনে কাজ করে ; কোন পণ্য উৎপাদন করতে যে দেশের উৎপাদন ব্যয় কম হয় সেই দেশটি ঐ পণ্য উৎপাদন করে রপ্তানি করবে । যে পণ্যের উৎপাদন ব্যয় কোন দেশে বেশি হলে ঐ দেশ ওই পণ্য উৎপাদন বন্ধ করে পণ্যটি আমদানি করবে । এই তত্ত্বকে আপেক্ষিক ব্যয় তত্ত্ব বলে । অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো এই তত্ত্বের প্রবক্তা ।
8. ভারতীয় অর্থনীতিতে উদার অর্থনীতি বা মুক্ত বাণিজ্যের প্রভাব লেখো ।
Ans: W.T.O. স্থাপনের ফলে ভারতের শিল্প , বাণিজ্য অর্থনীতির কিছু সুবিধা হয় । এগুলো হল i ) মোট বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে । ii ) পরিষেবা ক্ষেত্রে রপ্তানী বৃদ্ধি পেয়েছে । iii ) বাণিজ্যিক বৈষম্য হ্রাস পেয়েছে । iv ) কৃষিজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধি পেয়েছে । v ) সুতী বস্ত্রের রপ্তানী বৃদ্ধি পেয়েছে । ( শিল্পজাত রপ্তানী পণ্যের 20 % ) vi ) বাণিজ্যিক বিরোধের নিষ্পত্তি ঘটেছে । vii ) উদার আর্থিক নীতি প্রয়োগ সম্ভব হয়েছে ।
9. W.T.O. স্থাপনের ফলে ভারতীয় শিল্প বাণিজ্যে অসুবিধা লেখো ।
Ans: W.T.O. স্থাপনের ফলে ভারতের শিল্প , কৃষি অর্থনীতিতে কিছু অসুবিধা দেখা যায় । যেমন— i ) প্রতিযোগিতা তীব্রতর হয়েছে । ii ) দেশীয় প্রতিষ্ঠানের অবনমন ঘটছে । iii ) সার্বভৌমত্বের সংকোচন । iv ) আভ্যন্তরীন বাজারে দ্রব্য নিয়ন্ত্রণ , পেটেন্ট আইন । খাদ্যে ভর্তুকি ইত্যাদি আইন প্রনয়ন । v ) মেধা সম্পত্তির অধিকার চুক্তির ফলে জীবনদায়ী ঔষধ সহ পণ্যমূল্য বৃদ্ধি । vi ) উন্নত দেশগুলোর বাজার দখলের জন্য উন্নয়নশীল দেশের বাজার সংকোচনশীল হয়েছে ।
FILE INFO : বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
File Details:
PDF Name : বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Economic Geography – Question and Answer | ভূগোল – অর্থনৈতিক ভূগোল – বিশ্ব বাণিজ্য সংস্থা (W. T. O. World Trade Organisation) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – বিশ্ব বাণিজ্য সংস্থা – W. T. O. World Trade Organisation / বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) SAQ / Short Question and Answer / বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) Quiz / বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) QNA / বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বিশ্ব বাণিজ্য সংস্থা (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | W. T. O. World Trade Organisation (Economic Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।