ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়)
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer : ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer, Suggestion, Notes – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
শ্রেণী | মাধ্যমিক দশম শ্রেণী (Madhyamik Class 10) |
বিষয় | মাধ্যমিক ভূগোল (Madhyamik Geography) |
বিষয় | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (Bharater Parivahan o Jogajog Bebostha ) |
অধ্যায় | ভারত – পঞ্চম অধ্যায় (5th Chapter) |
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer
MCQ | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer :
- স্থলপথ পারবহণের সবশ্রেষ্ঠ মাধ্যম কী ?
(A) রেলপথ
(B) মেট্রো
(C) সড়কপথ
(D) ট্রাম
Ans: (C) সড়কপথ
- উত্তর ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) দিল্লি
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) বেঙ্গালুরু
Ans: A) দিল্লি
- ভারতে মোট রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য কত ?
(A) ১.২০ লক্ষ কিমি
(B) ১.১৫ লক্ষ কিমি
(C) ১.১০ লক্ষ কিমি
(D) ১.০৫ লক্ষ কিমি
Ans: (B) ১.১৫ লক্ষ কিমি
- কোন্ পরিবহণ ব্যবস্থাকে অর্থনীতির ধর্মনিস্বরূপ বলা হয়—
(A) রেল
(B) সড়ক
(C) জলপথ
(D) আকাশপথ
Ans: (A) রেল
- দৈর্ঘ্যের ভিত্তিতে পৃথিবীতে ভারতীয় রেলপথের স্থান –
(A) প্রথম
(B) তৃতীয়
(C) দ্বিতীয়
(D) চতুর্থ
- ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) ভুবনেশ্বর
(B) কলকাতা
(C) গুয়াহাটি
(D) আসানসোল
Ans: (B) কলকাতা
- সোনালি চতুর্ভুজের মাধ্যমে ক – টি মেট্রো শহরকে যুক্ত করা –
(A) ৪
(B) ৬
(C) ৭
(D) ৫
Ans: (A) ৪
- রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে –
(A) Central Govt
(B) State Govt
(C) Local Govt
(D) Municipalities
Ans: (B) State Govt
- পশ্চিমবঙ্গে মোট ক – টি রাজ্য সড়কপথ রয়েছে ?
(A) ১৭
(B) ২১
(C) ১০
(D) ১৯
Ans: (D) ১৯
- ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
(A) মুম্বাই বন্দর
(B) চেন্নাই বন্দর
(C) হলদিয়া বন্দর
(D) কান্ডালা বন্দর
Ans: (A) মুম্বাই বন্দর
- ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –
(A) পারাদ্বীপ বন্দর
(B) কোচিন বন্দর
(C) কান্ডালা বন্দর
(D) হলদিয়া বন্দর
Ans: (C) কান্ডালা বন্দর
- ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো ।
(A) কান্ডালা বন্দর
(B) মার্মাগাঁও বন্দর
(C) কলকাতা বন্দর
(D) হলদিয়া বন্দর
Ans: (C) কলকাতা বন্দর
- খনি অঞ্চল থেকে কীসের মাধ্যমে দ্রব্যাদি পরিবহণ করা হয় ?
(A) মেট্রো রেল
(B) রোপওয়ে
(C) পাইপলাইন
(D) Water Way
Ans: (B) রোপওয়ে
- বর্তমানে ভারতের ক – টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু আছে ?
(A) ৫
(B) ৯
(C) ৮
(D) ১৫
Ans: (B) ৯
- ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত –
(A) কলকাতা
(B) দিল্লি
(C) মুম্বাই
(D) চেন্নাই
Ans: (A) কলকাতা
- কোন শহরে মেট্রো ‘ Namma Metro ‘ নামে পরিচিত ?
(A) চেন্নাই
(B) গুরগাঁও
(C) বেঙ্গালুরু
(D) জয়পুর
Ans: (C) বেঙ্গালুরু
- ভারতে কত খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয় ?
(A) ১৯০১ খ্রিস্টাব্দে
(B) ১৯১১ খ্রিস্টাব্দে
(C) ১৯২১ খ্রিস্টাব্দে
(D) ১৯৩১ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৯১১ খ্রিস্টাব্দে
- ভারতে সর্বপ্রথম কম্পিউটার কে দিল্লি পরিষেবা চালু হয় কোন শহরে ?
(A) মুম্বাই
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) দিল্লি
Ans: (B) কলকাতা
- কত খ্রিস্টাব্দে প্রথম Email পরিষেবা চালু হয় ?
(A) ১৯৭০
(B) ১৯৭২
(C) ১৯৭৪
(D) ১৯৭৬
Ans: (A) ১৯৭০
- ভারতে কত খ্রিস্টাব্দে ইনটারনেট – ব্যবস্থা চালু হয় ?
(A) ১৯৭০
(B) ১৯৭২
(C) ১৯৭৪
(D) ১৯৭৬
Ans: (B) ১৯৭২
- ভারতের জীবনরেখা ‘ কোন পরিবহণ ব্যবস্থাকে বলা হয়—
(A) সড়ক
(B) রেল
(C) আকাশপথ
(D) জলপথ
[ আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2025 Click here ]
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer :
- সোনালি চতুর্ভুজ কোন সংস্থার তত্ত্বাবধানে নির্মাণ করা হয় ?
Ans: National Highways Authority of India ( NHAI ) .
- সোনালি চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত ?
Ans: প্রায় ৫৮৪৬ কিমি ( ৩৬৩৩ মাইল ) ।
- ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ?
Ans: NH7 যেটি বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত , এর দৈর্ঘ্য ২৩৬৯ কিমি ( বর্তমানে NH44 শ্রীনগর থেকে কন্যাকুমারী ) ।
- একমাত্র কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো জাতীয় সড়কপথ নেই ?
Ans: লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ।
- ভারতের সবচেয়ে ছোটো ( দৈর্ঘ্য অনুযায়ী ) জাতীয় সড়কপথ কোন্টি ?
Ans: NH47A , দৈর্ঘ্য ৬ কিমি । এটি কুন্ডানুর থেকে উইলিংডন দ্বীপ পর্যন্ত প্রসারিত ( কেরল ) ।
- ভারতের মোট সড়কপথের কত শতাংশ জাতীয় সড়কপথ ?
Ans: ১৭ % ।
- ভারতের একটি অন্তদেশীয় বন্দরের নাম লেখো ।
Ans: কলকাতা বন্দর ( হুগলি নদী ) ।
- ভারতের একটি বহিঃবন্দরের নাম লেখো ।
Ans: হলদিয়া বন্দর হল কলকাতা বন্দরের বহিঃবন্দর ।
- ভারতের মধ্যে সর্বোত্তম বন্দর কোনটি ?
Ans: মুম্বাই ।
- ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর কোনটি ?
Ans: ওড়িশার পারাদ্বীপ ।
- ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো ।
Ans: গুজরাটের কান্ডালা বন্দর ।
- ভারতে প্রাচীনতম বন্দর কোনটি ?
Ans: চেন্নাই বন্দর ( তামিলনাড়ু ) ।
- ভারতের প্রধান বন্দরের সংখ্যা ক – টি ?
Ans: মোট ১৩ টি প্রধান বন্দর ।
- গোয়াতে অবস্থিত একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরের নাম লেখো ।
Ans: মার্মাগাঁও বন্দর ।
- কোঙ্কন রেলওয়ের সদর দপ্তর কোন শহরে অবস্থিত ?
Ans: মুম্বাই ।
- ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি ?
Ans: উত্তর – রেলপথ ( Northern Railway ) ।
- ভারতের আধুনিক প্রযুক্তি ( Hi Tech ) বন্দর কোনটি ?
Ans: নভসেবা / জওহরলাল নেহরু বন্দর ( মহারাষ্ট্র ) ।
- ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত ?
Ans: খড়্গপুর ( ৮৩৩ মি . / ২৭৩৩ ফুট ) ।
- ভারতের কোন্ কোন্ রাজ্যে রেলপথ নেই ?
Ans: অরুণাচল দশ , মিজোরাম , মণিপুর , সিকিম , মেঘালয় ।
- কোন প্রকার পরিবহণের ক্ষেত্রে যাতায়াতের খরচ সবচেয়ে বেশি ?
Ans: আকাশপথে পরিবহণ ।
- কোন প্রকার পরিবহণের ক্ষেত্রে যাতায়াতের খরচ সবচেয়ে কম ?
Ans: জলপথ পরিবহণ ।
- সোনালি চতুর্ভুজে কোন্ চারটি মেগাসিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
Ans: দিল্লি , মুম্বাই , কলকাতা , চেন্নাই ।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer :
- পরিবহণ ব্যবস্থা ( Transport System ) কাকে বলে ?
Ans: যে ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানের ব্যবধানকে সময়ের নিরিখে কমানো যায় তাকেই পরিবহণ ব্যবস্থা বলে ।
- আধুনিক পরিবহণ ব্যবস্থাকে প্রধানত ক – টি ভাগে ভাগ করা যায় ও কী কী ?
Ans: আধুনিক পরিবহণ ব্যবস্থাকে প্রধানত ৫ ভাগে ভাগ করা যায় । যথা— ( ১ ) স্থলপথ , ( ২ ) জলপথ , ( ৩ ) আকাশপথ , ( ৪ ) নলপথ বা পাইপলাইন এবং ( ৫ ) রজ্জুপথ বা রোপওয়ে ।
- স্থলপথ পরিবহণ ( Land transport ) ব্যবস্থা কী কী ?
Ans: স্থলপথ পরিবহণ ব্যবস্থা হল প্রধানত ২ প্রকার । যথা —১ . সড়কপথ এবং ২ , রেলপথ । তবে মেট্রোরেলকেও সড়কপথের মধ্যেই ধরা হয় ।
- সড়কপথের মাধ্যমের নাম লেখো ।
Ans: বাস , মোটরগাড়ি , অটোরিকশা , সাইকেল রিকশা , টোটো , মোটর বাইক , ট্রাক , সাইকেল ইত্যাদি হল সড়কপথে পরিবহণের কয়েকটি মাধ্যম ।
- ভারতে জলপথ পরিবহণ ( Waterways ) ক – ভাগে কয়েকটি বিভক্ত ?
Ans: ভারতে জলপথ পরিবহণ প্রধানত দু – ভাগে বিভক্ত । যথা — অভ্যন্তরীণ জলপথ ও আন্তর্জাতিক জলপথ বা সমুদ্রপথ ।
- অভ্যন্তরীণ জলপথ ( Inland Waterway ) কাকে বলে ?
Ans: দেশের মধ্যস্থিত নদী , খাল ও হ্রদের ভিতর দিয়ে একস্থান থেকে অন্যস্থান যাতায়াতের ব্যবস্থাকে অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা বলা হয় ।
- সমুদ্রপথ বা আন্তর্জাতিক জলপথ ( International Waterway ) কাকে বলে ?
Ans: উন্মুক্ত সাগর , উপসাগর – এর ওপর দিয়ে যে বিভিন্ন দেশের মধ্যে পণ্য দ্রব্যাদির পরিবহণ করা হয় , তাকে সমুদ্রপথ বলে ।
- জলপথকে ‘ উন্নয়নের জীবনরেখা ‘ — বলা হয় কেন ?
Ans: জলপথ পরিবহণ পদ্ধতি সহজসরল ও কম বায়বহুল , একসাথে প্রচুর পণ্যসামগ্রী বহন করা যায় এবং শিল্প বাণিজ্যের প্রসার ঘটে বলে জলপথ পরিবহণকে উন্নয়নের জীবনরেখা ‘ বলা হয় ।
- ভারতে মোট বন্দরের সংখ্যা ক – টি ?
Ans: ভারতে মোট ১৩ টি বৃহদায়তন প্রধান বন্দর এবং ১৮৭ টি মাঝারি ও ক্ষুদ্র বন্দর রয়েছে ।
- আকাশপথকে ( Airways ) প্রধানত ক – ভাগে ভাগ করা যায় ও কী কী ?
Ans: আকাশপথকে প্রধানত দু – ভাগে ভাগ করা যায় । যথা — জাতীয় বিমানপথ ( National Airways ) এবং আন্তর্জাতিক বিমানপথ ( International Airways ) ।
- ভারতের যে – কোনো দুটি জাতীয় বিমানবন্দরের নাম লেখো ।
Ans: গুজরাটের কান্ডালা বিমানবন্দর এবং পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর ।
- রজ্জুপথ পরিবহণ ( Ropeways ) ব্যবস্থা বলতে কী বোঝ ?
Ans: রজ্জুপথ বা Ropeway হল এক ধরনের পরিবহণের মাধ্যম যার সাহায্য দ্রব্যাদি বা মানুষজন খনিসমৃদ্ধ বা পাহাড়ি অঞ্চলে , মোটরচালিত তারের মাধ্যমে যাতায়াত করে ।
- ভারতের যে কোনো দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লেখো ।
Ans: দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ( পালাম ) এবং কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ( দমদম ) ।
- ভারতের পূর্ব উপকূলে অবস্থিত যে কোনো দুটি বন্দরের নাম লেখো ।
Ans: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর এবং পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর ।
- ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত যে – কোনো দুটি বন্দরের নাম লেখো ।
Ans: মহারাষ্ট্রের মুম্বাই বন্দর এবং গুজরাটের কান্ডালা বন্দর ।
- পাইপলাইন পরিবহণ ( Pipelines ) কাকে বলে ?
Ans: যে পরিবহণ পদ্ধতির মাধ্যমে প্রধানত দ্রব্যসামগ্রী পরিবহণ করা হয় , যথা — ক্রুড ওয়েল , রিফাইন্ড অয়েল , প্রাকৃতিক গ্যাস , পানীয় জল ইত্যাদি । তাকেই বলে পাইপলাইন পরিবহণ ব্যবস্থা ।
- ভারতের দুটি পাইপলাইন পরিবহণ ব্যবস্থার উদাহরণ দাও ।
Ans: ( i ) নাহারকাটিয়া – নুনমাটি – বারাউনি পাইপলাইন , ( ii ) হাজিরা – বিজাপুর – জগদীশপুর পাইপলাইন ( প্রা . গ্যাস ) ।
- মেট্রোরেল কাকে বলে ?
Ans: মেট্রো শহরগুলির অভ্যন্তরে ভূগর্ভ , সুড়ঙ্গ ও ভূপৃষ্ঠ দিয়ে যাত্রী পরিবহণের জন্য রেল যোগাযোগ ব্যবস্থা হল র মেট্রোরেল ।
- ভারতের কোন্ কোন্ শহরে পাতালরেল পরিষেবা প্রচলিত আছে ?
Ans: ভারতের যেসকল শহরে পাতালরেল পরিষেবা প্রচলিত আছে সেগুলি হল — কলকাতা , চেন্নাই , দিল্লি , ব্যাঙ্গালোর , গুরগাঁও , মুম্বাই , জয়পুর , কোচি , লখনউ ।
- পাইপলাইনের মাধ্যমে কোন্ কোন্ দ্রব্য পরিবহণ হয় ?
Ans: পরিশোধিত তেল বা ক্রুড অয়েল , পরিশোধিত তেল , প্রাকৃতিক গ্যাস , পানীয় জল ইত্যাদি ।
- যোগাযোগ বা ( Communication System ) কাকে বলে ?
Ans: বিভিন্ন প্রকার সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদানকে বলা হয় যোগাযোগ এবং একটি সম্পূর্ণ ও সুগঠিত সংবাদ ও তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা ।
- যোগাযোগ ব্যবস্থাকে প্রধানত ক – ভাগে ভাগ করা যায় ও কী কী ?
Ans: যোগাযোগ ব্যবস্থাকে প্রধানত দু – ভাগে ভাগ করা যায় । যথা — ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা ও গণ – যোগাযোগ ব্যবস্থা ।
রচনাধর্মী প্রশ্নোত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer :
1. পরিবহণের গুরুত্ব লেখো ( Importance of Transport ) ।
Ans: যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের পন্থাকে পরিবহণ বলে । অর্থাৎ , যে ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানের ব্যবধানকে সময়ের নিরিখে কমানো হয় , তাকেই পরিবহণ বলে ।
পরিবহণের গুরুত্ব ( Importance of Transport ) : যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি বহুলাংশে পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভরশীল । আধুনিক বিশ্বে পরিবহণের গুরুত্ব নিম্নে আলোচনা করা হল
( ১ ) অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য : দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে অর্থাৎ দেশের এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্যের আমদানি , রপ্তানি তথা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিবহণ ব্যবস্থা অপরিহার্য ভূমিকা গ্রহণ করে ।
( ২ ) কৃষির উন্নতি : কৃষি পণ্যের আদানপ্রদান , কৃষিজ কাঁচামাল কারখানায় পৌঁছোনো , কৃষিজ পণ্য বাজারে বিক্রি এবং কৃষিহীন অঞ্চলে কৃষির প্রসারে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য ।
( ৩ ) শিল্পস্থাপন ও সম্প্রসারণ : কোনো স্থানে শিল্পস্থাপনের জন্য কাঁচামালের আনয়ন এবং শিল্পজাত দ্রব্যসামগ্রী বাজারে নিয়ে যাওয়ার জন্য পরিবহণ ব্যবস্থার প্রয়োজন ।
( ৪ ) প্রাকৃতিক সম্পদের আহরণ ও বণ্টন : দেশের বিভিন্ন প্রান্তে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের আহরণ ও তার সুষ্ঠু বণ্টনের জন্য পরিবহণ ব্যবস্থার প্রয়োজন ।
( ৫ ) চাহিদা ও জোগানের কাজে : দেশের নানান প্রাকৃতিক বিপর্যয়ের সময় তথা যে কোনো দ্রব্যসামগ্রীর চাহিদার সঠিকভাবে জোগান মেটানোর জন্য পরিবহণ ব্যবস্থাই সাহায্য করে ।
( ৬ ) প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি : উন্নত পরিবহণ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় । ফলে একচেটিয়া কারবারের অবসান ঘটে ও সুস্থ প্রতিযোগিতামূলক বাজার গড়ে ওঠে ।
( ৭ ) বাণিজ্য প্রসার : দেশের বা বিদেশের উৎপাদিত উদ্বৃত্ত দ্রব্য বা ঘাটতি দ্রব্য আমদানির ও রপ্তানির মাধ্যমে আদানপ্রদান করা হয় ফলে জাতীয় আয় বৃদ্ধি পায় । এইভাবে বাণিজ্য প্রসার করতে পরিবহণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
( ৮ ) আঞ্চলিক অনগ্রসরতা দূরীকরণ : দেশের মধ্য অবস্থিত কোনো দুর্গম পার্বত্য অঞ্চল , দুর্ভেদ্য অরণ্য অঞ্চল , বন্ধুর ও রুক্ষ মালভূমি অঞ্চল , বা মরুভূমি অঞ্চলের প্রতিকূল পরিবেশে সুষম অর্থনীতির উন্নতি ঘটানোর জন্য পরিবহণ ব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য ।
( ৯ ) বিশেষায়ণ : উন্নত পরিবহণ ব্যবস্থার ফলে বিশ্বের বিশেষ অঞ্চলে নির্দিষ্ট কোনো দ্রব্য উৎপাদনে বিশেষায়ণ হয়েছে ।
( ১০ ) কর্মসংস্থান সৃষ্টি : পরিবহণ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ।
( ১১ ) দেশ প্রতিরক্ষা দেশ প্রতিরক্ষার কাজে সৈন্য চলাচলের জন্য রেলপথ , সড়কপথ , বিমানপথ ও জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন ।
( ১২ ) শহর ও নগর সৃষ্টি : পরিবহণ ব্যবস্থা উন্নত হলে শিল্প , ব্যাবসাবাণিজ্যের উন্নতি হয় ফলে ছোটো ছোটো শহর ও নগর সৃষ্টি হয় ।
( ১৩ ) শিক্ষা ও সংস্কৃতির প্রসার পরিবহণ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে বিভিন্ন স্থানে একত্রিত হয় , ফলে জ্ঞান , বিদ্যা , বুদ্ধি , দক্ষতা , প্রযুক্তিবিদ্যা ইত্যাদির আদানপ্রদান ঘটে ।
( ১৪ ) জনবসতির বিস্তার ও বণ্টন পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভর করেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনবসতি গড়ে ওঠে ।
( ১৫ ) পরিব্রাজন বা মাইগ্রেশান পরিবহণের সর্বাধিক প্রত্যক্ষ উপযোগিতা হল নিত্যযাত্রী ও শ্রমজীবী মানুষের দেশ বা অঞ্চলের বিভিন্ন স্থানে বা বিদেশে স্থানান্তরকরণ । এ ছাড়াও পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে , স্থানগত উপযোগিতা সৃষ্টি করতে , জীবনযাত্রার মানোন্নয়ন করতে , দেশে শান্তি স্থাপন করা ইত্যাদি নানান ক্ষেত্রেও পরিবহণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব অনস্বীকার্য ।
2. স্থলপথ পরিবহণ ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো ।
Ans: স্থলপথের সর্বশ্রেষ্ঠ পরিবহণ মাধ্যম হল রেলপথ । দেশের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে রেলপথের স্থান সর্বাগ্রে স্থলপথ পরিবহণ ব্যবস্থায় রেলপথের গুরুত্ব নিম্নে আলোচনা করা হল ।
রেলপথের গুরুত্ব ( Importance of Railways ) :
( ১ ) সময় ও গতিবেগ স্থলপথে পণ্য ও যাত্রী পরিবহণের ক্ষেত্রে রেল হল সর্বাপেক্ষা দ্রুতগামী । এটি স্বল্প সময় সাপেক্ষ পরিবহণ মাধ্যম । নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে বলে যাতায়াতের সুবিধা রয়েছে ।
( ২ ) পরিবহণ ব্যয় : সড়ক ও বিমানপথ অপেক্ষা রেলপথে পরিবহণ ব্যয় স্বল্প ।
( ৩ ) পণ্যের প্রকৃতি : রেলপথে ভারী পণ্য প্রেরণ করা সুবিধাজনক । পণ্য বোঝাই ও গুদামজাত করণের ব্যবস্থা রেল কর্তৃপক্ষের আছে । পচনশীল দ্রব্য , ভারী শিল্প কাঁচামাল , কৃষিজাত পণ্য , শৌখিন দ্রব্য রেলের মাধ্যমে প্রেরিত হয় ।
( ৪ ) কর্মসংস্থান : রেলপথ পরিবহণ ব্যবস্থায় বহুলোক নিযুক্ত হয় । রেলপরিবহণ ব্যবস্থা বিশাল কর্মসংস্থান ঘটায় ।
( ৫ ) ক্ষতিপুরণ ব্যবস্থা : রেল পরিবহণ ব্যবস্থার মাধ্যমে প্রেরিত দ্রব্য নষ্ট হয়ে গেলে , রেল কর্তৃপক্ষের কাছ থেকে এক ক্ষতিপুরণ আদায় করা যায় ।
( ৬ ) রেলগুদামে পণ্য মজুতের সুবিধা পণ্য বোঝাই ও খালাসের আগে রেলের গুদামে পণ্য মজুত রাখার সুবিধা আছে ।
( ৭ ) ঋণের সুবিধারেলে পণ্য বোঝাইয়ের রসিদ গচ্ছিত । রেখে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় ।
( ৮ ) প্রতিরক্ষার ক্ষেত্রে সুবিধা দেশের অভ্যন্তরে শাস্তিশৃঙ্খলা রক্ষা করতে , বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করতে রেলপথ পরিবহণের গুরুত্ব অগ্রগণ্য , দ্রুত সৈন্য , খাদ্যদ্রব্য , অস্ত্রশস্ত্র প্রেরণে এই মাধ্যমের ভূমিকা যথেষ্ট ।
( ৯ ) স্বাচ্ছন্দ্য রেলে পরিবহণ অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ ।
( ১০ ) জীবনযাত্রার মান উন্নয়ন রেলপরিবহণ ব্যবস্থার সম্প্রসারণের ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উত্থান ঘটে । ফলে , মানুষের জীবনযাত্রার মানের যথেষ্ট উন্নতি ঘটে ।
( ১১ ) শিল্প – বাণিজ্যের উন্নতি : শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বয়ে আনা এবং শিল্পজাত দ্রব্য বাজারজাতকরণে রেলের ভূমিকা অনস্বীকার্য ।
( ১২ ) প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা : বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে রেলপথের সাহায্যে দুর্যোগ পীড়িতদের কাছে খাদ্য , বস্ত্র , ঔষধপত্র পৌঁছোনো , তাদের রক্ষা ও স্থানান্তর করার কাজও করা যায় ।
( ১৩ ) সভ্যতা ও সংস্কৃতির বাহক : শিক্ষাদীক্ষা , সভ্যতা সংস্কৃতির আদানপ্রদানে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
3. ভারতের সড়কপথের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো ।
Ans: সড়কপথের শ্রেণিবিভাগ ( Classification of Roadways ) : ভারতে সড়কপথকে প্রধানত ৬ টি ভাগে ভাগ করা যায় । যথা- ( ১ ) সোনালি চতুর্ভুজ ( ২ ) জাতীয় সড়কপথ , ( ৩ ) রাজ্য সড়কপথ , ( ৪ ) জেলা সড়কপথ , ( ৫ ) গ্রাম্য সড়কপথ , ( ৬ ) সীমান্তবর্তী সড়কপথ ।
( ১ ) সোনালি চতুর্ভুজ ( Golden Quadrilateral ) : 1995 খ্রিস্টাব্দের ২ জানুয়ারি National Highways Authoritys of India ( NHAI ) এই সড়কপথ নির্মাণে বিশাল কর্মসূচি গ্রহণ করেন । এর প্রথম পর্যায়ে , সোনালি চতুর্ভুজ কর্মসূচি অনুযায়ী ভারতের চারটি বড়ো মেট্রোপলিটান শহর কলকাতা , দিল্লি , মুম্বাই , চেন্নাই সড়কপথ দ্বারা যুক্ত করার চেষ্টা করা হয়েছে । এই পথের মোট দৈর্ঘ্য ৫,৮৪৬ কিলোমিটার । দিল্লি থেকে মুম্বাইয়ের দুরত্ব ১৪১৯ কিমি , মুম্বাই থেকে চেন্নাইয়ের দূরত্ব ১২৯০ কিমি , চেন্নাই থেকে কলকাতার দূরত্ব ১৬৮৪ কিমি , কলকাতা থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৪৫৩ কিমি ।
( ২ ) জাতীয় সড়কপথ ( National Highway ) : যে – সড়কপথগুলির নির্মাণ কাজ ও সংরক্ষণ CPWD ( Central Public Works Department ) করে , সেই পথগুলিকেই জাতীয় সড়কপথ বা রাজপথ বলে । জাতীয় সড়কপথ যদিও মোট সড়কপথের মাত্র ২ শতাংশ অধিকার করে আছে , তবুও এটি মোট পরিবহণের প্রায় ৪৫ % পণ্য ও যাত্রী পরিবহণ করে । NHAI বন্দর – সংযোজক পরিকল্পনা ( Port Connectivity Programme ) এর মাধ্যমে চার চ্যানেল – বিশিষ্ট রাজপথ নির্মাণ ও ভারতের বিভিন্ন বন্দরগুলি সংযুক্ত করার কাজ গ্রহণ করেছে । এই পরিকল্পনা অনুযায়ী হলদিয়া , পারাদ্বীপ , বিশাখাপত্তনম , চেন্নাই , এন্নোর , তিতুকোরিন রাজপথ দ্বারা সংযুক্ত করার কাজ চলছে ।
( ৩ ) রাজ্য সড়কপথ ( State Highways ) : যে সড়কপথগুলি রাজ্য সরকার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে সেই সড়কপথগুলিকে রাজ্য সড়কপথ বলে । এই সড়কপথগুলি সাধারণত রাজ্যের রাজধানী , জেলার সদর কার্যালয় বা গুরুত্বপূর্ণ শহর ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে । এই সড়কপথগুলি জাতীয় সড়কপথের সঙ্গেও যুক্ত । দৈর্ঘ্য ১৩৭.৯ হাজার কিমি । ভারতের মোট রাজ্য সড়কপথের দৈর্ঘ্য ১৩৭.৯ হাজার কিমি ( প্রায় ) ।
( ৪ ) এ ছাড়াও রয়েছে জেলা সড়কপথ ( District Roadways ) : এই সড়কপথ কেবলমাত্র জেলার সদর শহরের সঙ্গে জেলার অন্যান্য স্থানগুলিকে যুক্ত করে । এই পথের দৈর্ঘ্য প্রায় ৬ লক্ষ কিমি ।
( ৫ ) গ্রাম্য সড়কপথ ( Village Roads ) : গ্রাম্য পথগুলি নিকটবর্তী শহর ও নগরগুলির সাথে যুক্ত হয় । বর্তমানে বহু গ্রাম্য পথ পাকা হয়েছে কিন্তু এগুলি অধিকাংশ কাঁচা , মাটির ।
4. ভারতে আকাশপথ পরিবহণ ব্যবস্থা ( Airways ) ও এর গুরুত্ব সম্পর্কে লেখো ।
Ans: ভারতে সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয় ১৯১১ বিশেষ উন্নত ছিল খ্রিস্টাব্দে । ২ য় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আকাশপথ পরিবহণ ব্যবস্থা না । পরবর্তীকালে এর প্রসারলাভ ঘটে । আকাশপথ পরিবহণের গুরুত্ব বিচার করে ভারত সরকার আকাশপথ পরিবহণ ব্যবস্থাকে জাতীয়করণ করেন । ভারতে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ১১ টি এবং অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ১১২ টি । ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলি হল— ( ১ ) কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দর । ( ২ ) দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর । ( ৩ ) মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর । ( ৪ ) চেন্নাইয়ের আন্না বিমানবন্দর । ( ৫ ) বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দর । ( ৬ ) অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ বিমানবন্দর ।
আকাশপথে পরিবহণের গুরুত্ব ( Importance of Airways ) :
( ১ ) গতিবেগ : এটি অতিদ্রুত গতিসম্পন্ন । বিমানপথে অতি দ্রুত যাত্রী ও পণ্য পরিবহণ করা হয় ।
( ২ ) ব্যয় : বিমানবন্দর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ তথা যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যয় বেশি হলেও আকাশপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কোনো ব্যয় নেই ।
( ৩ ) উপযোগিতা : দুর্গম স্থানে যাতায়াতের জন্যে বিমানপথ বিশেষ উপযোগী বিমানের সাহায্যে পাহাড় , পর্বত , নদী – নালা , সাগর , মরুভূমি সহজেই পার হওয়া যায় । শৌখিন , ভঙ্গুর , পচনশীল দ্রব্য , চিঠি ও ঔষধপত্র দ্রুত গন্তব্যস্থলে পৌঁছোনো যায় ।
( ৪ ) জরুরি পরিস্থিতি দুর্গম স্থানে যেখানে কোনোভাবেই যাতায়াত করা যায় না , সেখানে হালকা বিমান বা হেলিকপ্টার উদ্ধারকার্য ও ত্রাণকার্য চালাতে অতিদ্রুত পৌঁছে যায় ।
( ৫ ) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা : বিমানপথ দ্রুত গতিসম্পন্ন হওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট প্রসারলাভ করেছে ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে ।
( ৬ ) আরামপ্রদ ভ্রমণ বিমানপথে ভ্রমণ খুব আরামদায়ক । আধুনিক প্রযুক্তিবিদ্যায় তৈরি বিমান বা হেলিকপ্টার যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে ।
( ৭ ) কর্মসংস্থান : আকাশপথে পরিবহণ ব্যবস্থায় প্রচুর মানুষের কর্মসংস্থান হয় ।
( ৮ ) কৃষিক্ষেত্রে ও শিল্পে ব্যবহার উন্নত কৃষিব্যবস্থায় বিস্তীর্ণ কৃষিজোতে সার , কীটনাশক , বীজ ছড়াতে , এ ছাড়া শিল্পে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ ও শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল আনয়নে বিমানের ব্যবহার বাড়ছে ।
( ৯ ) আন্তর্জাতিক যোগাযোগ : জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূত আকাশপথ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছোতে পারেন ।
5. আধুনিক যোগাযোগ ব্যবস্থা ( Communication System ) সম্পর্কে যা জান লেখো ।
Ans: এককথায় যোগাযোগ বলতে বোঝায় মানুষের কথাবার্তার পারস্পরিক আদানপ্রদান । এটি একটি গুরুত্বপূর্ণ পরিসেবামূলক কাজ , ইংরেজি শব্দ ‘ Communication’- এর উৎপত্তি হয় লাতিন শব্দ ‘ Communicare ‘ যার অর্থ অংশীদার হওয়া বা করা এবং এই ধরনের একটি সংগঠিত আদানপ্রদান – এর ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা । এই ব্যবস্থার প্রধান মাধ্যম হল তিনটি : ইনটারনেট , ই – মেল ও সেল ফোন ।
কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা : কম্পিউটার হল এক বিশেষ ধরনের বৈদ্যুতিন যন্ত্র যার সাহায্যে বর্তমান যুগে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতিসাধন হয়েছে । ইলেকট্রনিক মেল বা ই – মেল ( Email ) এবং ইনটারনেট ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে – কোনো প্রান্তে অত্যন্ত দ্রুত গতিতে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে ।
ইনটারনেট ও ই – মেল : সারাবিশ্বে কম্পিউটারকে মোডেমের মাধ্যমে টেলিফোন লাইনের সঙ্গে একসূত্রে যুক্ত করার নামই ইনটারনেট বা অন্তর্জাল । পৃথিবীর বিভিন্ন দেশে যে Computer Network সৃষ্টি হয় , তারই সমন্বয়কে ইনটারনেট ওয়ার্ক বলে । ইনটারনেটে প্রবেশ করতে গেলে প্রয়োজন হয় মোডেমযুক্ত কম্পিউটার , উইন্ডোজ সফ্টওয়্যার এবং ব্যক্তিগত টেলিফোন লাইন । ইনটারনেট ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ই – মেলের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে – কোনো স্থানে বার্তা , চিঠিপত্র , তথ্য ইত্যাদি প্রেরণ ও গ্রহণ করতে পারে । ইনটারনেট ব্যবস্থায় ই – মেল ছাড়াও ওয়েবসাইটের ব্যবস্থা আছে । পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান বিভিন্ন ওয়েবসাইটে ধরে রাখা হয়— যা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে বা দেখতে পারি । এই ব্যবস্থার দ্বারা শিক্ষা , সংস্কৃতি , চিকিৎসা , ব্যবস্থা ও রাজনৈতিক জগৎ বিশেষভাবে উপকৃত হচ্ছে । এই ব্যবস্থার মাধ্যমে মানুষ আজও ঘরে বসেই রেল , বিমান প্রভৃতির আসন সংরক্ষণ করতে পারে । ১৯৭১ খ্রিস্টাব্দে প্রথম ই – মেল ব্যবস্থা চালু হয় ।
মোবাইল বা সেলুলার ফোন : এটি একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা । মোবাইল বা সেলুলার ফোন আবিষ্কৃত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও যেন এগিয়ে গেল । নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের সাহায্যে পৃথিবীর যে – কোনো প্রান্তে মানুষের সাথে যোগাযোগ করা যায় । প্রযুক্তি বিদ্যার উন্নতির ফলে সেলুলার ফোনে নিত্যনতুন পরিষেবা যুক্ত হয়েছে । ফোন— SMS ( Short Messaging service ) , MMS ( Multimedia Messaging Service ) ; ইনটারনেট যোগাযোগ , J , ছবির আদানপ্রদান radio , camera- র সুবিধা , আবার SPS -এর সুবিধা থাকায় তথ্যের আদানপ্রদান ছাড়াও ভূপৃষ্ঠের কোনো স্থানের ভৌগোলিক অবস্থান , উচ্চতা জানা যায় । নিরাপত্তার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ মাধ্যম । এ ছাড়া বর্তমানে নানাপ্রকার APP- এর সুবিধা আছে ।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Madhyamik Class 10th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
Info : ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Madhyamik Geography Suggestion | West Bengal WBBSE Class Ten X (Class 10th) Geography Qustion and Answer Suggestion
” ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X / WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( মাধ্যমিক ভূগোল সাজেশন / মাধ্যমিক ভূগোল প্রশ্ও উত্তর । Madhyamik Geography Suggestion / Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Madhyamik Geography Suggestion / West Bengal Ten X Question and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Madhyamik Geography Exam Guide / Madhyamik Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2031, 2032, 2033, 2034, 2035 / Madhyamik Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
FILE INFO : ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক ভূগোল
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Madhyamik Class 10 Geography Bharater Parivahan o Jogajog Bebostha
দশম শ্রেণি ভূগোল (Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha ) – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion দশম শ্রেণি ভূগোল – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Question and Answer, Suggestion
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ভূগোল সহায়ক – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer, Suggestion | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Notes | West Bengal Madhyamik Class 10th Geography Question and Answer Suggestion.
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) । Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion | মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়)
WBBSE Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestions | মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর
Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion | মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Ten X Geography Bharater Parivahan o Jogajog Bebostha Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam
Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Ten X Geography Suggestion is provided here. Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bharater Parivahan o Jogajog Bebostha Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।