বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bahirjata Prakriya Question and Answer
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bahirjata Prakriya Question and Answer

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর

Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Question and Answer, Suggestion, Notes – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 তোমরা যারা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

শ্রেণী (Class) মাধ্যমিক – দশম শ্রেণী (Madhyamik – Class 10)
বিষয় (Subject) মাধ্যমিক ভূগোল (Madhyamik Geography)
অধ্যায় (Chapter) বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Bohirjato Prokriya)
পর্ব (Part) প্রথম অধ্যায় (1st Chapter)

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer : 

  1. পাখির পায়ের মতো ব – দ্বীপ কোথায় লক্ষ করা যায় ? 

Ans: কৃষ্ণা, মিসিসিপি – মিসৌরি ব – দ্বীপ । 

  1. নদীবাকের যে দিকের পাড় নদীর দিকে এগিয়ে যায় , সেই পাড়কে কী বলে ? 

Ans: উত্তল বা ঢালু পাড় । 

  1. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী ? 

Ans: ল্যামবার্ড । 

  1. পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কী ?

Ans: আলাস্কার হুবার্ড । 

  1. ভারতের দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কী ? 

Ans: কারাকোরাম পবর্তের সিয়াচেন । 

  1. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী ? 

Ans: আলাস্কার ম্যালাসপিনা । 

  1. রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয় ? 

Ans: থ্রিয়ান । 

  1. সমুদ্র উপকূল অঞ্চলে স্বল্প দীর্ঘ সংকীর্ণ অংশ যার মধ্যে জোয়ারের জল প্রবেশ করে , আবার ভাটার সময় খালি হয়ে যায় তাকে কী বলে ?

Ans: খাঁড়ি । 

  1. বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্গ , তুরস্কে কী বলে ?

Ans: কুম । 

  1. মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে কী বলে ? Ans: মহাদেশীয় হিমবাহ । 
  2. উপত্যকা হিমবাহ যখন নীচে নামতে নামতে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে কী বলে ? 

Ans: পাদদেশীয় হিমবাহ । 

  1. হিমবাহের উপরিপৃষ্ঠে দারণের মতো সৃষ্ট ফাটলগুলিকে কী বলে ? 

Ans: ক্রেভাস । 

  1. শিলাময় মরুভূমিকে সাহারায় হামাদা , আলজেরিয়ায় রেগ ; মিশর ও লিবিয়ায় কী বলে ? 

Ans: সেরাব । 

  1. জলপ্রপাত সিঁড়ির মতো ধাপযুক্ত হলে তাকে কী বলে ? 

Ans: ক্যাসকেড । 

  1. সমুদ্র জলতল বৃদ্ধির কারণ কী ? 

Ans: বিশ্ব উন্নায়ন । 

  1. সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে ঘোষণা করা হয়েছে ? 

Ans: ১৯৮৯ সালে । 

  1. বিশ্ব উন্নায়নের প্রভাবে যে দ্বীপগুলি ডুবে যাচ্ছে তাদের নামগুলি কী ? 

Ans: ঘোড়ামারা , লোহাচড়া , নিউমুর বা পূর্বাশা দ্বীপ প্রভৃতি । 

  1. ভোলা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে দ্বীপটি জেগে ওঠে তার নাম কী ? 

Ans: নিউমুর । 

  1. ‘ ডিম ভরতি ঝুড়ি ‘ ভূমিরূপ কাকে বলা হয় ? 

Ans: ড্রামলিনকে । 

  1. সার্কের মধ্যবর্তী শৈলশিরাকে কী বলে ? Ans: এরিটি । 
  2. বহিঃবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট ঢিবি ও গর্তগুলিকে কী বলে ? 

Ans: নব ও কেটল । 

  1. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে ?

Ans: এস্কার । 

  1. হিমবাহের দ্বারা সঞ্চিত বড়ো বড়ো শিলাখণ্ডকে কী বলে ? 

Ans: ইরাটিক । 

  1. পৃথিবীর বৃহত্তম স্বাদুজলের উৎস কী ? Ans: হিমবাহ । 
  2. বহিঃবিধৌত সমভূমি সৃষ্টি হয় কার ফলে ?

Ans: হিমবাহ ও জলধারার কার্যের ফলে । 

  1. মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলা হয় ?

Ans: ওয়াদি । 

  1. মরু ও মরুপ্রায় অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কী বলে ?

Ans: প্লায়া । 

  1. Cockscomb ভূমিরূপ কাকে বলা হয় ? Ans: ইয়ার্দাং 
  2. মাশরুম রকস কাকে বলা হয় ? 

Ans: গৌর । 

  1. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে ? 

Ans: জাম্বেসি । 

  1. হিমসিঁড়িতে জল জমে সৃষ্ট হ্রদকে কী বলে ?

Ans: প্যাটারনস্টার হ্রদ । 

  1. কোন দেশকে বলা হয় ফিয়র্ডের দেশ বা Land of Fiord’s ? 

Ans: নরওয়েকে । 

  1. পৃথিবীর দীর্ঘতম নদীখাঁড়ির নাম কী ? 

Ans: নদীর খাঁড়ি । 

  1. পৃথিবীর দীর্ঘতম নদ / নদীর নাম কী ? Ans: নীলনদ । 
  2. কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ? 

Ans: চৌরিস । 

  1. কোন নদীর ব – দ্বীপ করাতের দাঁতের মতো ? 

Ans: ইতালির তাইবা নদীর ব – দ্বীপ । 

  1. নদী উপত্যকার প্রবাহ পথ কোনো রেখার দ্বারা তুলে ধরলে যে রেখাচিত্রটি পাওয়া যায় তাকে কী বলে ? 

Ans: নদীর পার্শ্বচিত্র ।

  1. পর্যায়ন বা Gradation শব্দটি কে ব্যবহার করেন ? 

Ans: Sud Chamberlin ও Salisbury . 

  1. নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন ঘটায় ও কী কী ? 

Ans: তিনটি প্রক্রিয়ায় । যথা – ক্ষয় , বহন , সঞ্চয় । 

  1. যে নদীতে উচ্চগতি , মধ্যগতি ও নিম্নগতি এই তিনটি গতিই স্পষ্ট লক্ষ করা যায় তাকে কী বলে ? 

Ans: আদর্শ নদী । 

  1. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ? 

Ans: নেপালের কালিগণ্ডকী নদীর ওপর কালিগণ্ডকী গিরিখাত ( অন্ধ গলচি ) । গভীরতা 5571 মিটার ।

  1. পৃথিবীর সর্বাধিক বিস্তৃত ( 2.7 কিমি ) জলপ্রপাতের নাম কী ?

Ans: ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত । 

  1. এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কী ? 

Ans: মাজুলি দ্বীপ ( অসমে ব্রহ্মপুত্র নদের ওপর ) । ক্ষেত্রফল একসময় ছিল 1250 বর্গ কিমি । এখন প্রায় 422 বর্গ কিমি । 

  1. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কী ?

Ans: আমাজনের মোহনায় ইলহা – দ্য – মারাজো ( 40100 বর্গ কিমি ) । 

  1. হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে পেঁজা তুলোর ন্যায় যে তুষারপাত হয় , তাকে কী বলে ?

Ans: নেভে । 

  1. গ্রেট গ্রিনওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে ? 

Ans: আফ্রিকা মহাদেশে । 

  1. নেভের উপর আরও তুষারপাত জনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে , একে কী বলে ?

Ans: ফা । 

  1. কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ? 

Ans: টেরিস । 

  1. দক্ষিণ আমেরিকায় প্লায়া হ্রদগুলি স্যালিনা , দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় প্যান এবং আরব অঞ্চলে কী নামে পরিচিত ? 

Ans: সবঘা বা শট । 

  1. কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা লক্ষ করা যায় না ? 

Ans: আন্টার্কটিকায় । 

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে ? 

Ans: পূর্ব মেদিনীপুর জেলায় । 

  1. দু’টি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারা মরুভূমিতে কী বলে ? 

Ans: গাসি । 

  1. গোলাকৃতির ইনসেলবার্জকে কী বলে ? Ans: বোর্নহার্ট । 
  2. কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে কী বলে ? 

Ans: ভার্ব । 

  1. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে বহিঃবিধৌত সমভূমির মাঝে সৃষ্টি হওয়া ভূমিরূপকে কী বলে ?

Ans: নব ।

  1. বহিঃবিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ? 

Ans: ভ্যালি ট্রেন । 

  1. মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কী বলে ?

Ans: প্লায়া ।

  1. প্লাবনভূমি ব – দ্বীপ কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয় ? 

Ans: আরোহণ প্রক্রিয়ার দ্বারা । 

  1. নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদীখাতের ক্ষয়কে কী বলে ? 

Ans: অবঘর্ষ ক্ষয় । 

  1. বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে ? 

Ans: লব । 

  1. তুষারপাতের ফলে বরফের ঘনত্ব ও দৃঢ়তা বৃদ্ধি পেলে তাকে কী বলে ? 

Ans: লোয়েস । 

  1. ব – দ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে ? Ans: মোহনায় । 
  2. সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কী বলা হয় ? 

Ans: ফিয়র্ড । 

  1. পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে তাকে কী বলে ? 

Ans: হিমরেখা 

  1. হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে কী বলে ?

Ans: ভেন্টিফ্যাক্ট । 

  1. প্রবহমাণ বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কী বলে ?

Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি । 

  1. বহির্জাত প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

Ans: দু’টি ভাগে ( অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ) । 

  1. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রাস্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কী বলে ?

Ans: পলল ব্যজনী । 

  1. কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে কী বলে ? 

Ans: ক্যাটার্যাক্ট । 

  1. হিমবাহের সামনের দিকে প্রাচীরের মতো শিলাস্তূপ সঞ্চিত হলে তাকে কী বলে ? 

Ans: প্রাস্ত গ্রাবরেখা । 

  1. প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় , তাদের কী বলে ? 

Ans: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া । 

  1. কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে ? 

Ans: আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে । 

  1. পর্বতের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা শিলাস্তর নীচে নেমে এলে তাকে কী বলে ? 

Ans: পুঞ্ছিত ক্ষয় 

  1. যে বহির্জাত শক্তি ( সূর্য , নদীপ্রবাহ , হিমবাহ , বায়ু প্রভৃতি ) দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে , তাকে কী বলে ? 

Ans: বহির্জাত প্রক্রিয়া । 

  1. অবরোহণ প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

Ans: তিনটি ভাগে ( আবহবিকার , পুঞ্ছিত ক্ষয় ও ক্ষয়ীভবন ) । 

  1. আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হলে তাকে কী বলে ? Ans: অবহবিকার । 
  2. কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পেয়ে থাকে ? 

Ans: অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে । 

  1. কোনো উচ্চভূমি বা পর্বত থেকে বরফগলা জল কিংবা বৃষ্টির জল ভূমির ঢাল বেয়ে কোনো সাগর , মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে , একে কী বলে ?

Ans: নদী । 

  1. যেসব ছোটো নদী কোনো মূলনদী বা প্রধান নদীর সাথে মিলিত হয় , তাকে কী বলে ? 

Ans: উপনদী । 

  1. যেসব ছোটো নদী প্রধান নদী থেকে বেরিয়ে এসে কোনো সাগর বা কোনো নদীতে পড়ে , তাকে কী বলে ?

Ans: শাখানদী । 

  1. যখন কোনো একটি প্রধান নদী ও তার উপনদীসমূহ পর্বত ও মালভূমির যেসকল অঞ্চল থেকে জল নিয়ে এসে পড়ে সেই অঞ্চলকে কী বলে ?

Ans: ধারণ অববাহিকা । 

  1. নদী যখন সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন কোনো স্থানে বাধা পেয়ে এঁকেবেঁকে অগ্রসর হয় , তাকে কী বলে ? 

Ans: নদীবাঁক । 

  1. পাশাপাশি অবস্থিত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক বা আলাদা করে , তাকে কী বলে ? 

Ans: জলবিভাজিকা । 

  1. সমপ্রায়ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে ? 

Ans: মোনাডনক । 

  1. কার্য অনুসারে নদীপ্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

Ans: তিনটি ভাগে ( ক্ষয় , বহন ও সঞ্চয় ।  

  1. পার্বত্য অঞ্চলের গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে কী বলে ? 

Ans: ক্যানিয়ন । 

  1. পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা বাহিত নুড়ি , বালি , পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকার গর্তের সৃষ্টি হয় , তাকে কী বলে ?

Ans: মন্থকূপ বলে । 

  1. একই নদীতে অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কী বলে ? 

Ans: কাসকেড 

  1. উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় , সেই সীমারেখাকে কী বলে ? 

Ans: হিমরেখা । 

  1. কোনো নদীর জল দ্বিগুণ হলে তার বহনক্ষমতাও দ্বিগুণ বাড়ে , কিন্তু ওই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহনক্ষমতা 26 বা 64 গুণ বেড়ে যায় , একে কী বলে ? 

Ans: নদীর ষষ্ঠঘাতের সূত্র । 

  1. বন্যার ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি , বালি , পলি , কাদা প্রভৃতি জমা হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় , তাকে কী বলে ? 

Ans: প্লাবনভূমি । 

  1. নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে নুড়ি , বালি , কাঁকর , কাদা , পলি প্রভৃতি ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে , তাকে কী বলে ? 

Ans: স্বাভাবিক বাঁধ । 

  1. নদীর মোহনায় জলের স্রোত কম হওয়ায় নদীবাহিত নুড়ি , বালি , কাদা , পলি প্রভৃতি ঐ অঞ্চলে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার যে দ্বীপের সৃষ্টি করে , তাকে কী বলে ? 

Ans: ব – দ্বীপ । 

  1. সমুদ্রজলে বিশালাকৃতির ভাসমান বরফের স্তূপকে কী বলে ? 

Ans: হিমশৈল । 

  1. করির পেছনে মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় , তাকে কী বলে ? 

Ans: র্যান্ডক্লাফট । 

  1. প্রবহমাণ হিমবাহের চাপে ছোটো ছোটো শিলাখণ্ড যখন পর্বতগাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে , তখন তাকে কী বলে ? 

Ans: উৎপাটন প্রক্রিয়া । 

  1. হিমবাহ উপত্যকা ও হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় , তাকে কী বলে ? 

Ans: অবঘর্ষ প্রক্রিয়া । 

  1. পাশাপাশি অবস্থিত দু’টি করির বা সার্কের মাঝখানের খাড়া অংশটিকে কী বলে ? 

Ans: অ্যারেট বা হিমশিরা । 

  1. নদীমোহনা খুব প্রশস্ত হলে তাকে কী বলে ?

Ans: খাড়ি । 

  1. বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত , মালভূমি , পাহাড় প্রভৃতি ক্ষয় পেয়ে সমভূমিতে পরিণত হয় , এই প্রকার ভূমিকে কী বলে ? Ans: সমপ্ৰায়ভূমি । 
  2. উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে নুড়ি , বালি , পাথর , শিলাচূর্ণ প্রভৃতি স্তূপাকারে জমা হয়ে নীচের দিকে এগিয়ে চলে , এই শিলাস্তূপকে কী বলে ? 

Ans: গ্রাবরেখা বা সোরেন । 

  1. ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যখন বিভিন্ন দিক থেকে তিন – চারটি সার্কের সৃষ্টি হয় , তখন তার মাঝখানে যে খাড়া চূড়াটি লক্ষ করা যায় তাকে কী বলে ?

Ans: পিরামিড চূড়া । 

  1. হিমবাহের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যেসব আড়াআড়ি পাড় কাটা পড়ে যায় । তাদের কী বলে ? 

Ans: কর্তিত পাড় । 

  1. পর্বতের খাড়া ঢাল বেয়ে হিমবাহ যখন নীচের দিকে নেমে আসে তখন পর্বতগাত্রে ফাটলের সৃষ্টি হয় , এগুলিকে কী বলে ? 

Ans: বাগমুন্ড । 

  1. পর্বতের পাদদেশে নুড়ি , বালি , প্রস্তরখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে ওলটানো চামচের মতো আকৃতিবিশিষ্ট যে টিলা সৃষ্টি হয় তাকে কী বলে ?

Ans: ড্রামলিন । 

  1. হিমবাহবাহিত নুড়ি , বালি , কাদা প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে , তাকে কী বলে ? 

Ans: কেম । 

  1. বায়ুর গতির সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কী বলে ? 

Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি । 

  1. পলি , কাদা , নুড়ি প্রভৃতি পদার্থ কীভাবে প্রবাহিত হয় ? 

Ans: ভাসমান প্রক্রিয়ায় । 

  1. পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি লক্ষ করা যায় ? 

Ans: হোয়াংহো নদীর অববাহিকায় । 

  1. বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘ ও সংকীর্ণ হয়ে যে বালিয়াড়ি গড়ে ওঠে , তাকে কী বলে ? 

Ans: সিফ বালিয়াড়ি । 

  1. মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে কী বলে ? 

Ans: বাখান । 

  1. মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট মৃদু ও ঢালবিশিষ্ট প্রস্তরময় ভূমিরূপকে কী বলে ? 

Ans: পেডিমেন্ট । 

  1. মরু অঞ্চলে পর্বতের পাদদেশে পেডিমেন্টের নীচে অবনমিত অঞ্চলে নুড়ি , বালি , কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ? 

Ans: বাজাদা । 

  1. মরুভূমির অবনমিত অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের ফলে জল জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় , তাকে কী বলে ? 

Ans: প্লায়া । 

  1. মরুভূমি অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের দ্বারা যে নদীখাতের সৃষ্টি হয় , তাকে কী বলে ? 

Ans: ওয়াদি । 

  1. অতি সূক্ষ্ম বালুকণা , মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে , তাকে কী বলে ? 

Ans: লোয়েস সমভূমি । 

  1. মরুভূমিতে বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বায়ুর দ্বারা বালি অপসারিত হলে সেই অঞ্চল ক্রমশ নীচু হয়ে ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায় , এইরূপ অবস্থাকে কী বলে ? 

Ans: মরুদ্যান । 

  1. পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কীরূপ প্রকৃতির ? 

Ans: হিমবাহ উপত্যকা ‘ U ‘ অক্ষরের ন্যায় এবং নদী উপত্যকার আকৃতি ‘ I ‘ কিংবা ‘ V ’ অক্ষরের ন্যায় হয় । 

  1. নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় ? 

Ans: পার্বত্য প্রবাহে । 

  1. গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত ? 

Ans: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত । 

  1. নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয় ? 

Ans: নিম্নগতিতে । 

  1. আহরণ ক্ষেত্র কাকে বলে ? 

Ans: কোনো একটি প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেইসব অঞ্চলকে একত্রে প্রধান নদীর আহরণ ক্ষেত্র বলে । 

  1. কোন কোন অঞ্চলে বালিয়াড়ি লক্ষ করা যায় ? 

Ans: উস্ল মরু অঞ্চলে , শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে । 

  1. বায়ু কয়টি পদ্ধতিতে কার্য করে থাকে ? তিনটি পদ্ধতিতে । 

Ans: যথা— ক্ষয়সাধন , অপসারণ ও অধঃক্ষেপণ । 

  1. সয়কার্য হয়ে থাকে নদীর কোন গতিপথে ?

Ans: নিম্নগতিতে । 

  1. পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী ? 

Ans: ক্ষয় । 

  1. নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় , তাকে কী বলে ? 

Ans: কিউসেক । 

  1. নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় , তাকে কী বলে ? 

Ans: কিউমেক । খাড়া পাড় বা অবতল পাড় । 

  1. পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপের নাম কী ? নদীর স্রোতের আঘাতে নদীবাঁকের পাড় ভেঙে গিয়ে ডাঙার দিকে ঢুকে যায় , তাকে কী বলে ? 

Ans: গঙ্গা – ব্রহ্মপুত্র । 

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

FILE INFO : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer with FREE PDF Link

File Name বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer PDF
Link 1 Click Here
Link 2 Click Here

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Madhyamik Class 10th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

Info : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর

 Madhyamik Geography Suggestion  | West Bengal WBBSE Class X Ten (Class 10th) Geography Qustion and Answer Suggestion   

” বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) – মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( মাধ্যমিক ভূগোল সাজেশন / মাধ্যমিক ভূগোল প্রশ্ও উত্তর । Madhyamik Geography Suggestion / Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion  / Geography Class 10 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Madhyamik Geography Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Madhyamik Geography Suggestion / West Bengal Ten X Question and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion  / Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer  / Class 10 Geography Suggestion  / Class 10 Pariksha Suggestion  / Madhyamik Geography Exam Guide  / Madhyamik Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / Madhyamik Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Geography Suggestion  FREE PDF Download) সফল হবে।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর  

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion  দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক ভূগোল 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion  SAQ প্রশ্ন ও উত্তর  – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion  SAQ প্রশ্ন ও উত্তর  – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন উত্তর – মাধ্যমিক দশম শ্রেণি ভূগোল | Madhyamik Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter SAQ  

মাধ্যমিক দশম শ্রেণি ভূগোল (Madhyamik Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter SAQ) – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Madhyamik Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter SAQ মাধ্যমিক দশম শ্রেণি ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন উত্তর।

Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer  | মাধ্যমিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর 

Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer – মাধ্যমিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer  – মাধ্যমিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর  ।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) ছোট প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer, Suggestion 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) ছোট প্রশ্ন ও উত্তর  | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) ছোট প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography Bohirjato Prokriya 1st Chapter SAQ Suggestion | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর

WBBSE Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Suggestion SAQ প্রশ্ন ও উত্তর  – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন উত্তর  । বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) | Madhyamik Geography Bohirjato Prokriya 1st Chapter Suggestion SAQ প্রশ্ন ও উত্তর – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) – ছোট প্রশ্ন ও উত্তর ।

Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestions | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর 

Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর  Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর। 

WB Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter MCQ | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

WB Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter MCQ Short Question and Answer Suggestion – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । WB Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter MCQ Short Question and Answer Suggestion SAQ প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 10  Geography Suggestion  Download WBBSE Class 10th Geography short question suggestion  . Madhyamik Geography Suggestion   download Class 10th Question Paper  Geography. WB Class 10  Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10  Geography Suggestion with 100% Common in the Examination .

Class 10 Geography Suggestion Bohirjato Prokriya 1st Chapter SAQ | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam 

Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Ten X Geography Suggestion  is provided here. Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bohirjato Prokriya 1st Chapter Short Question and Answer  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now