ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Question and Answer নিচে দেওয়া হল। এই ” ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।
তোমরা যারা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali
- চ্যুতি রেখা কাকে বলে?
Ans: ভূত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতি রেখা বলে।
- মোনাডনক কাকে বলে?
Ans: সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলায় গঠিত তাকে বলে মোনাডনক।
- একটি জীবন্ত আগ্নেয়গিরি উদাহরণ দাও?
Ans: ভিসুভিয়াস একটি জীবন্ত আগ্নেয়গিরি।
- কোন অঞ্চলে জনবসতির ঘনত্ব বেশি হয়?
Ans: সমভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব বেশি হয়।
- পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
Ans: পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত।
- ভঙ্গিল পর্বতের শিলার অনেক ক্ষেত্রে কি দেখা যায়?
Ans: ভঙ্গিল পর্বতের শিলার অনেক ক্ষেত্রে জীবাশ্ম দেখা যায়।
- ব্যবচ্ছিন্ন মালভূমি কিভাবে সৃষ্টি হয়?
Ans: ব্যবচ্ছিন্ন মালভূমি ক্ষয়ের এর ফলে সৃষ্টি হয়।
- মালভূমির অপর নাম কি?
Ans: মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড।
- পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই কোন প্রকৃতির ভূমিরূপ দেখা যায়?
Ans: পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই সমভূমি।
- ভারতের উচ্চতম মালভূমি কোনটি?
Ans: ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি।
- ভারতের একটি ক্ষয়জাত পর্বত এর নাম কি?
Ans: ভারতের একটি ক্ষয়জাত পর্বত হলো আরাবল্লী।
- মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে?
Ans: মহীভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করে।
- হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে?
Ans: টেথিস মহীখাত থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে।
- একটি অবনত সমভূমির উদাহরণ দাও?
Ans: তুরাণের নিম্নভূমি অবনত সমভূমির উদাহরণ।
- কোন পর্বতে ভাঁজ দেখা যায়?
Ans: ভাঁজ দেখা যায় কেবলমাত্র ভঙ্গিল পর্বত।
- হিমালয় তৈরি হয় কোন যুগে?
Ans: হিমালয় তৈরি হয় টার্শিয়ারী যুগে।
- একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও?
Ans: পূর্বঘাট একটি ক্ষয়জাত পর্বত।
- ___________ শিল্ড মহাদেশীয় মালভূমি।
Ans: রাশিয়ার সাইবেরিয়ার শিল্ড মহাদেশীয় মালভূমি।
- _________ শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি।
Ans: মেস্কিকো পারিকুর্টিন শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি।
- পৃথিবীর ছাদ কাকে বলে?
Ans: পামির মালভূমি কে বলা হয় পৃথিবীর ছাদ।
- _________ হল জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি।
Ans: আইসল্যান্ডের ক্রাফলা হল জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি।
- পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ও ভঙ্গিল পর্বতের নাম কি?
Ans: পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ও ভঙ্গিল পর্বতের নাম অ্যাপালেশিয়ান।
- একটি পলল সমভূমির উদাহরণ দাও?
Ans: নীলনদ অববাহিকা একটি পলল সমভূমির উদাহরণ।
- তিব্বত মালভূমি উচ্চতা কত?
Ans: তিব্বত মালভূমি উচ্চতা 4500 মিটার।
- কোন শিলায় জীবাশ্ম দেখা যায়?
Ans: একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়।
- সিবনরেখা কাকে বলে?
Ans: যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত জোড়া লাগে তাকে সিবনরেখা বলে।
- ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?
Ans: ভারতের দাক্ষিণাত্য মালভূমি আগ্নেয় শিলা দ্বারা গঠিত।
- __________ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ।
Ans: কাঞ্চনজংগা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ।
- শিখর বা শৃঙ্গ কাকে বলে?
Ans: পর্বতের শীর্ষ ভাগকে শিখর বা শৃঙ্গ বলেন।
- ব্যারেন ভারতের একটি _________ নাম।
Ans: ব্যারেন ভারতের একটি আগ্নেয়গিরির নাম।
- পর্বতের গড় উচ্চতা কমপক্ষে কত মিটার হওয়া উচিত?
Ans: পর্বতের গড় উচ্চতা কমপক্ষে 1000 মিটার হওয়া উচিত।
- হোস্ট কি?
Ans: স্তূপ পর্বত জার্মান ভাষায় হোস্ট নামে পরিচিত।
- ঊর্ধ্ব ভঙ্গ কাকে বলে?
Ans: ভঙ্গিল পর্বতের ভাঁজের উপরের অংশকে ঊর্ধ্ব ভঙ্গ বলে।
- ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?
Ans: ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি।
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
Ans: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ।
- পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?
Ans: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ।
- ভারতের একটি ক্ষয়জাত ও মালভূমির উদাহরণ দাও?
Ans: ছোটনাগপুর মালভূমি একটি ভারতের ক্ষয়জাত ও মালভূমি।
- কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়?
Ans: ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় গিরিজনি ভূ আন্দোলনের ফলে।
- আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans: আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর।
- কিভাবে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়?
Ans: গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় মহীভাবক ভূ-আন্দোলনের ফলে।
- প্রাচীন মালভূমির নাম কি?
Ans: প্রাচীন মালভূমি শিল্ড নামে পরিচিত।
- ডেকান ট্রাপ কথার অর্থ কি?
Ans: ডেকান ট্রাপ কথার অর্থ দাক্ষিণাত্যের সিঁড়ি।
- পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি?
Ans: পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়ার সমভূমি।
- গ্রাবেন কোথায় দেখা যায়?
Ans: দুটি চ্যুতির মধ্যবর্তী নিন্মস্হানে গ্রাবেন দেখা যায়।
- ভারতের একটি স্তুপ পর্বত হলো?
Ans: ভারতের একটি স্তুপ পর্বত হলো সাতপুরা পর্বত।
- প্রাচীন পৃথিবীর একটি মাত্র ভূখণ্ডের নাম কি ছিল?
Ans: প্রাচীন পৃথিবীর একটি মাত্র ভূখণ্ডের নাম প্যানজিয়া।
- পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি কি?
Ans: এশিয়ার দুটি পর্বতগ্রন্হি হলো পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি।
- একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি?
Ans: একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম উত্তর আমেরিকার ক্যালেডোনিয়ান।
- একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও?
Ans: তুরাণের নিম্নভূমি একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ।
- ভারতের একটি কার্স্ট ভূমিরূপ এর নাম কি?
Ans: ভারতের একটি কার্স্ট ভূমিরূপ এর নাম হলো অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চল।
- সিন্ধু সিবনরেখা কাকে বলে?
Ans: তিব্বতীয় পাত ভারতীয় পাতের সংযোগ রেখাকে বলে সিন্ধু সিবনরেখা।
- মোনাডনক কাকে বলে?
Ans: সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অংশকে বলে মোনাডনক।
- মহাকাল ও মহাদেব একটি __________ পর্বত।
Ans: মহাকাল ও মহাদেব একটি ক্ষয়জাত পর্বত।
- জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ________ পর্বত এর উদাহরণ।
Ans: জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তুপ পর্বত এর উদাহরণ।
- পাত সংস্থান তত্ত্বের মূল প্রবক্তা হলেন?
Ans: পাত সংস্থান তত্ত্বের মূল প্রবক্তা হলেন পিঁচো।
- চীনের হোয়াংহো নদীর অববাহিকায় দেখা যায়?
Ans: চীনের হোয়াংহো নদীর অববাহিকায় দেখা যায় লোয়েস সমভূমি।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি কি?
Ans: পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত।
- ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?
Ans: ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হল গডউইন অস্টিন।
- আগ্নেয় পর্বতের অপর নাম কি?
Ans: আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত।
- ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও?
Ans: ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল নর্মদা নদের উপত্যকা।
- The great rift valley এর দৈর্ঘ্য কত?
Ans: The great rift valley এর দৈর্ঘ্য 6000 কিমি।
- পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কি?
Ans: পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত আন্দিজ।
- একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও?
Ans: একটি মৃত আগ্নেয়গিরি হল মাউন্ট পোপা।
- পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হলো?
Ans: পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হলো ওজোস ডেল সালাডো।
- Valley of thousand smokes বলা হয় কোন পর্বতকে?
Ans: Valley of thousand smokes বলা হয় কাটমাই পর্বত কে।
- ঝাড়খণ্ডের রাজমহল একটি ________ পর্বত।
Ans: ঝাড়খণ্ডের রাজমহল একটি ক্ষয়জাত পর্বত।
- গুজরাটের মালভূমি একটি _________ সমভূমি।
Ans: গুজরাটের মালভূমি একটি লাভা সমভূমি।
- লোয়েস মাটি দিয়ে গঠিত সমভূমি কোথায় দেখা যায়?
Ans: লোয়েস মাটি দিয়ে গঠিত সমভূমি দেখা যায় চীনে।
- জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে কোন মালভূমি রয়েছে?
Ans: জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে ইরান মালভূমি রয়েছে।
- পাকিস্তানের একটি স্তুপ পর্বত এর নাম কি?
Ans: পাকিস্তানের সল্টরেঞ্জ একটি স্তুপ পর্বত।
- কবে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের ব্যাখ্যা দেন?
Ans: আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের ব্যাখ্যা দেন 1912 সালে।
- আন্দিজ পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে?
Ans: নাজকা পাত দক্ষিণ আমেরিকার নিচে প্রবেশের ফলে যে পর্বত সৃষ্টি হয়েছে তা হলো আন্দিজ পর্বত।
- পেডিমেন্ট কি?
Ans: শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে সঞ্চিত ঢালু প্রস্তরময় ভূভাগ হলো পেডিমেন্ট। অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়।
- অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে?
Ans: ভূত্বকের নিচে যে সান্দ্র ম্যাগমার স্তর রয়েছে তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে।
- গ্রস্ত উপত্যকা কি? উদাহরণ দাও?
Ans: দুটি স্তুপ পর্বতের মধ্যবর্তী ভূমিকে বসে গেলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। যেমন- বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে নর্মদা নদী উপত্যকা, গ্রস্ত উপত্যকার উদাহরণ।
- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি নাম কি?
Ans: পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের মৌনালোয়া (9,750 মিটার)।
- জ্বালামুখ ও ক্যালডেরা কাকে বলে?
Ans: আগ্নেয়গিরির যে স্থান দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে। বড় আকৃতির গভীর জ্বালামুখ কে ক্যালডেরা বলে।
- মেসা ও বিউট কাকে বলে?
Ans: ব্যবচ্ছিন মালভূমি ভয় পেয়ে ছোট হলে তাকে ‘মেসা’ বলে এবং মেসা আরো ক্ষয় পেলে তাকে ‘বিউট’ বলে।
- ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি?
Ans: গডউইন অস্টিন বা K2 ভারতের উচ্চতম শৃঙ্গ হলেও বর্তমানে এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kishmir) -এর অন্তর্গত হওয়ায় অনেকক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা- কে ভারতের উচ্চতম শৃঙ্গ ধরা হয়ে থাকে।
- আমেরিকা যুক্তরাষ্ট্রে হ্রদ সমভূমি কোথায় দেখা যায়?
Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন এবং কানাডার রেড নদী অববাহিকা হ্রদ সমভূমি।
- লোয়েস সমভূমি কোথায় দেখা যায়?
Ans: গোবি মরুভূমির লোয়েস চীনের হোয়াংহো নদী অববাহিকায় সৃষ্ট লোয়েস সমভূমি।
- বাজাদা সমভূমি বা মরু সমভূমি কোথায় দেখা যায়?
Ans: সাহারা মরুভূমি সংলগ্ন অ্যাটলাস পর্বতের পাদদেশের বাজাদা সমভূমি বা মরু সমভূমি।
- দক্ষিণাত্য মালভূমির উত্তরভাগের __________ সমভূমি।
Ans: দক্ষিণাত্য মালভূমির উত্তরভাগের লাভা সমভূমি।
- উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল ও উত্তর ইউরোপের ________ সমভূমি।
Ans: উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল ও উত্তর ইউরোপের হিমবাহ সমভূমি।
- ভারতের দাক্ষিণাত্য মালভূমি উত্তর পশ্চিমাংশের ____________।
Ans: ভারতের দাক্ষিণাত্য মালভূমি উত্তর পশ্চিমাংশের লাভা মালভূমি বা ডেকান ট্রাপ।
- ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি এর উদাহরণ দাও?
Ans: ছোটনাগপুর মালভূমি ও কর্ণাটক মালভূমির মালনাদ অঞ্চল ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি এর উদাহরণ।
- শীতকালে সাইবেরিয়া শীতল বায়ু কোন পর্বতে বাধা পায় বলে ভারতকে তীব্র শীত থেকে রক্ষা করে?
Ans: শীতকালে সাইবেরিয়া শীতল বায়ু হিমালয় পর্বতে বাধা পায় বলে ভারত তীব্র শীত থেকে রক্ষা পায়।
Geography SAQ Short Question and Answer in Bengali
3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here
INFO : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali
” ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস [ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ | Landform forming processes and Different Landforms of the World (Geography) SAQ / Short Question and Answer / ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) কুইজ | Landform forming processes and Different Landforms of the World (Geography) Quiz / ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali QNA / ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download
File Details:
PDF File Name | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali – ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) with Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – ভূগোল প্রশ্নউত্তর | Landform forming processes and Different Landforms of the World – GeographySAQ in Bengali
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – ভূগোল প্রশ্নউত্তর | Landform forming processes and Different Landforms of the World – Geography SAQ : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) with SAQ in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) SAQ in Bengali. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World Question and Answer in Bengali
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World Question and Answer in Bengali : ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World Question and Answer in Bengali. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Question and Answer in Bengali ।
Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali | ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali PDF
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Landform forming processes and Different Landforms of the World (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।