ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Question and Answer নিচে দেওয়া হল। এই ” ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।
তোমরা যারা ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali
- ভারতের ক্ষেত্রফল কত?
Ans: ভারতের ক্ষেত্রফল প্রায় 328 7263 বর্গকিমি।
- ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার কত কিমি?
Ans: ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার 3214 কিমি।
- নাগাল্যান্ডের রাজধানীর কি?
Ans: নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা।
- ভারতের নবীনতম রাজ্যের নাম কী?
Ans: ভারতের নবীনতম রাজ্যে হলো তেলেঙ্গানা।
- ভারতের নবীনতম রাজ্যের রাজধানী কোথায়?
Ans: ভারতের নবীনতম রাজ্যের রাজধানী হল হায়দ্রাবাদ।
- তিন বিঘা করিডর কোথায় অবস্থিত?
Ans: তিন বিঘা করিডর রয়েছে পশ্চিমবঙ্গে।
- ভারতের দক্ষিণতম প্রান্তে অক্ষাংশ এর মান কত?
Ans: ভারতের দক্ষিণতম প্রান্তে অক্ষাংশ 8°4′ উত্তর।
- সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
- ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কত সালে?
Ans: ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় 1971 সালে।
- ভারতের পশ্চিম তম দ্রাঘিমা এর মান কত?
Ans: ভারতের পশ্চিম তম দ্রাঘিমা হল 68°7’পূর্ব।
- ভারতের উত্তরতম স্থানটির নাম কি?
Ans: ভারতের উত্তরতম স্থানটি হল ইন্দিরা কল।
- 1947 সালের 15 আগস্ট আমাদের দেশে দেশীয় রাজ্য ছিল কতটি?
Ans: 1947 সালের 15 আগস্ট আমাদের দেশে দেশীয় রাজ্য ছিল 565 টি।
- চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে?
Ans: চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় 1954 সালে।
- কবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে গঠিত হয় ?
Ans: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে গঠিত হয় 1956 সালে।
- ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি?
Ans: ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল গোয়া।
- ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকারী হয় কত সালে?
Ans: ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকারী হয় 1956 সালে।
- রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে?
Ans: রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে।
- বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম কি?
Ans: বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
- পক প্রণালী দ্বারা কোন দুটি দেশ বিচ্ছিন্ন হয়েছে?
Ans: পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে।
- কোন স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়?
Ans: এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
- রাজস্থানের পূর্বনাম ছিল কি?
Ans: রাজস্থানের পূর্বনাম ছিল রাজপুতানা।
- চেন্নাই এর পূর্ব নাম কি ছিল?
Ans: চেন্নাই এর পূর্ব নাম ছিল মাদ্রাজ।
- ভারতের তিন দিক ______ বেষ্টিত।
Ans: ভারতের তিন দিক সমুদ্র বেষ্টিত।
- দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ একটি ___________ অঞ্চল।
Ans: দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- বর্তমানে ভারতের জেলার সংখ্যা কয়টি?
Ans: বর্তমানে ভারতের জেলার সংখ্যা 731টি।
- ভারতের বৃহত্তম জেলা কোনটি?
Ans: ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ জেলা, এটি গুজরাট রাজ্যে অবস্থিত।
- ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
Ans: ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ।
- ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
Ans: ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে, পুদুচেরি।
- কর্নাটকের প্রধান কি?
Ans: কর্নাটকের প্রধান ভাষা কন্নড়।
- ইন্দিরা পয়েন্ট এর অন্য নাম কি?
Ans: ইন্দিরা পয়েন্ট এর অন্য নাম পিগম্যালিয়ন পয়েন্ট।
- অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কোথায়?
Ans: অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ।
- কেরল রাজ্যটির স্বীকৃতি পায় কত সালে?
Ans: কেরল রাজ্যটির স্বীকৃতি পায় 1956 সালে।
- কত সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে?
Ans: দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে 1956 সালে।
- তেলেঙ্গানা প্রধান ভাষা কি?
Ans: তেলেঙ্গানা প্রধান ভাষা তেলেগু এবং উর্দু।
- কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
Ans: 1950 সালের 26 জানুয়ারি ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
- ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি?
Ans: ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো চীন।
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
Ans: ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ।
- ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
Ans: লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল।
- কবে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়?
Ans: তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2014 সালের 2 জুন।
- মহীশূর রাজ্যের পরিবর্তিত নাম কি?
Ans: মহীশূর রাজ্যের পরিবর্তিত নাম কর্ণাটক।
- গুজরাট ও মহারাষ্ট্র কোন রাজ্য ভেঙে তৈরি হয়?
Ans: গুজরাট ও মহারাষ্ট্র মুম্বাই রাজ্য ভেঙে তৈরি হয়।
- ত্রিপুরায় বাংলা ছাড়া কোন ভাষা প্রচলিত?
Ans: ত্রিপুরায় বাংলা ছাড়া ককবোরক এবং মণিপুরী ভাষা প্রচলিত।
- ভারতের পশ্চিম তম অংশে কোন রাজ্য অবস্থিত?
Ans: ভারতের পশ্চিম তম অংশে গুজরাট রাজ্যটি অবস্থিত।
- কার নাম অনুসারে ভারত বর্ষ নাম হয়েছে?
Ans: রাজা ভরত এর নাম অনুসারে ভারত বর্ষ নাম হয়েছে।
- ইন্ডিয়া নামটি কাদের দেওয়া?
Ans: ইন্ডিয়া নামটি গ্রিকদের দেওয়া।
- জলবায়ুগত ভাবে ভারত কোন জলবায়ুর অন্তর্গত?
Ans: জলবায়ুগত ভাবে ভারত ক্রান্তীয় উষ্ণ মন্ডল জলবায়ুর অন্তর্গত।
- কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব হরিয়ানা সৃষ্টি হয়?
Ans: 1966 সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব হরিয়ানা সৃষ্টি হয়।
- ভারত ও চীন সীমারেখা কি নামে পরিচিত?
Ans: ভারত ও চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত।
- ভারত ও পাকিস্তান সীমারেখার কি নামে পরিচিত?
Ans: ভারত ও পাকিস্তান সীমারেখার radclif line নামে পরিচিত।
- ভারত ও আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত?
Ans: ভারত ও আফগানিস্তান সীমারেখা ডুরান্ড লাইন নামে পরিচিত।
- ভারত ও পাকিস্তান সীমারেখা (পাকিস্তান দাবি করে) কি নামে পরিচিত?
Ans: ভারত ও পাকিস্তান সীমারেখা (পাকিস্তান দাবি করে) 24 তম প্যারালাল লাইন নামে পরিচিত।
- ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত?
Ans: ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে সীমারেখা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত।
- ভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর সিমারেখা কি নামে পরিচিত?
Ans: ভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর সিমারেখা 28 তম প্যারালাল লাইন নামে পরিচিত।
- কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়াকে বিচ্ছিন্ন করেছে?
Ans: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়াকে বিচ্ছিন্ন করেছে গ্রেট চ্যানেল।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত _______ চ্যানেল।
Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত ১০° চ্যানেল।
- কি ভারত ও শ্রীলঙ্কা কে বিচ্ছিন্ন করেছে?
Ans: ভারত ও শ্রীলঙ্কা কে বিচ্ছিন্ন করেছে মান্নান উপসাগর ও পক প্রণালী।
- মালদ্বীপ ও মিনিকয় অবস্থিত ____ চ্যানেল।
Ans: মালদ্বীপ ও মিনিকয় অবস্থিত ৮° চ্যানেল।
- বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইন 49 তম প্যারালাল যেটা আমেরিকা ও _______ কে বিচ্ছিন্ন করেছে।
Ans: বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইন 49 তম প্যারালাল যেটা আমেরিকা ও কানাডা কে বিচ্ছিন্ন করেছে।
- ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি?
Ans: ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিমি।
- ভারতের স্থলসীমা দৈর্ঘ্য কত কিমি?
Ans: ভারতের স্থলসীমা দৈর্ঘ্য প্রায় 15 200 কিমি।
- ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য কত কিমি?
Ans: ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য প্রায় 75 17 কিমি।
- ভারতের পশ্চিম অবস্থিত দুটি প্রতিবেশী দেশের কি?
Ans: ভারতের পশ্চিম অবস্থিত দুটি প্রতিবেশী দেশের নাম পাকিস্তান ও আফগানিস্তান।
- কবে তেলেঙ্গানা রাজ্যের উৎপত্তি হয়?
Ans: 2014 সালের 2 জুন পূর্বতন অন্ধপ্রদেশ রাজ্য থেকে ভারতের 29 (বর্তমানে 28 তম রাজ্য) তম রাজ্য তেলেঙ্গানার উৎপত্তি ঘটে।
- কবে উত্তরাখণ্ড রাজ্যের উৎপত্তি হয়?
Ans: 8 নভেম্বর 2000 সালে পূর্বতন উত্তর প্রদেশ রাজ্য থেকে ভারতের 27 (বর্তমানে 26 তম রাজ্য) তম রাজ্য উত্তরাখণ্ডের জন্ম হয়।
- কবে ভারতের রাজধানী দিল্লি কে জাতীয় রাজধানী অঞ্চল আখ্যা দেওয়া হয়?
Ans: 1991 সালে ভারতের রাজধানী দিল্লি কে জাতীয় রাজধানী অঞ্চল আখ্যা দেওয়া হয়।
- কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া ভারতের 25 তম (বর্তমানে 24 তম রাজ্য) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কবে লাভ করে?
Ans: 30 মে 1987 সালে কেন্দ্রশাসিত অঞ্চল গোয়া ভারতের 25 তম (বর্তমানে 24 তম রাজ্য) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে।
- কবে কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম ও অরুণাচল প্রদেশ যথাক্রমে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
Ans: 20 ফেব্রুয়ারি 1987 সালে কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম ও অরুণাচল প্রদেশ যথাক্রমে ভারতের 23 তম (বর্তমানে 22 তম রাজ্য) 24 তম(বর্তমানে 23 তম রাজ্য) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।
- উত্তরপ্রদেশ রাজ্যেটি _______ রাজ্যের সঙ্গে এবং প্রতিবেশী দেশ _______ সঙ্গে সীমান্ত আছে।
Ans: উত্তরপ্রদেশ রাজ্যেটি ৮টি রাজ্যের সঙ্গে এবং প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সীমান্ত আছে।
- অসম রাজ্যটি _____ রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
Ans: অসম রাজ্যটি ৭টি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
- জম্মু কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ,
সিকিম, পশ্চিমবঙ্গ -এই রাজ্যলির প্রধানত কতটি করে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
Ans: জম্মু কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ,
সিকিম, পশ্চিমবঙ্গ -এই রাজ্যলির প্রধানত ৩টি করে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- মেঘালয়-রাজ্যের কেবলমাত্র একটি আন্তর্জাতিক সীমান্ত ______ এবং ______ সঙ্গে একটিমাত্র রাজ্য সীমান্ত আছে।
Ans: মেঘালয়-রাজ্যের কেবলমাত্র একটি আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ এবং অসমের সঙ্গে একটিমাত্র রাজ্য সীমান্ত আছে।
- আয়তনের বিচারে ভারত পৃথিবীর _____ দেশ।
Ans: আয়তনের বিচারে ভারত পৃথিবীর সপ্তম দেশ।
- ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত কোনটি?
Ans: ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হলো ইন্দিরা পয়েন্ট।
- ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা হল রেখার মান কত?
Ans: ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা হল রেখা হলো 82°30′ পূর্ব।
- জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans: জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়।
- আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি?
Ans: আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল রাজস্থান।
- ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
Ans: ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ (31 অক্টোবর 2019 সালে) তার আগে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- ভারতের নবীনতম রাজ্য টি গঠিত হয় কত সালে?
Ans: ভারতের নবীনতম রাজ্য টি গঠিত হয় 2014 সালে।
- 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তি কি ছিল?
Ans: 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তি ছিল ভাষা।
- ভারতের নবীনতম রাজ্য কোনটি?
Ans: ভারতের নবীনতম রাজ্য টি হল তেলেঙ্গানা।
- সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে?
Ans: সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 সালে।
- স্বাধীনতার সময় ভারত ছিল একটি _______ ডোমিনিয়ন।
Ans: স্বাধীনতার সময় ভারত ছিল একটি ব্রিটিশ ডোমিনিয়ন।
- বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি?
Ans: বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28 টি (31 অক্টোবর 2019 সালের পর থেকে) তার আগে 29 টি ছিল।
- কবে এবং কোথায় সার্কের জন্ম হয়?
Ans: 1985 সালে সার্কের জন্ম হয় নেপালের কাঠমান্ডু শহরে।
- 2000 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভারতে কোন তিন নতুন রাজ্য আত্মপ্রকাশ করে?
Ans: 2000 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই বছর নভেম্বর মাসে ভারতে তিন নতুন রাজ্য আত্মপ্রকাশ করে। যথা :
(ক) ছত্তিশগড় (মধ্যপ্রদেশ ভেঙ্গে), রাজধানী রায়পুর, ১লা নভেম্বর গঠিত হয়।
(খ) উত্তরাখণ্ড (উত্তরপ্রদেশ ভেঙ্গে), রাজধানী দেরাদুন, ৯ নভেম্বর গঠিত হয়।
(গ) ২৮ তম রাজ্য (বর্তমানে ২৭ তম রাজ্য) ঝাড়খণ্ড (বিহার ভেঙ্গে), রাজধানী রাঁচি, ১৫ নভেম্বর গঠিত হয়।
- ভারতের প্রতিবেশী দেশগুলো কি কি?
Ans: ভারতের প্রতিবেশী দেশগুলো হলো চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান।
- ভারতের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো?
Ans: দক্ষিণ এশিয়ার দেশ ভারত নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং মূল মধ্যরেখার পূর্ব অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত। অক্ষাংশ অনুসারে ভারত উত্তরে 37°06′ উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 8°04′ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। অবশ্য দক্ষিণে প্রায় 6°45′ উত্তর অক্ষাংশকে ভারতের দক্ষিণাংশের শেষসীমা ধরা হয়। যেখানে আছে ইন্দিরা পয়েন্ট (পুরোনো নাম পিগম্যালিয়ন পয়েন্ট)। দ্রাঘিমা অনুসারে ভারত পশ্চিমে 68°07 পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
- ভারতের বিস্তার কত?
Ans: উত্তর-দক্ষিণে ভারতের সর্বাধিক বিস্তার প্রায় 3214 কিমি এবং পূর্ব-পশ্চিমে প্রায় 2933 কিমি।
- ভারতের প্রতিবেশী দেশগুলো কোন কোন দিকে অবস্থান করছে?
Ans: ভারতের উত্তর সীমানায় আছে চিন, নেপাল ও ভুটান, পশ্চিম সীমানায় পাকিস্তান ও আরব সাগর, উত্তর-পশ্চিমের সংকীর্ণ সীমানায় আফগানিস্তান, পূর্ব সীমানায় বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর এবং দক্ষিণ সীমানায় ভারত মহাসাগর। এ ছাড়া দক্ষিণে তামিলনাড়ুর উপকূলের অদূরে সংকীর্ণ পক প্রণালী ও মান্নার উপসাগর এর ওপরেই আছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা এবং আরব সাগরের বুকে ভাসমান লাক্ষা দ্বীপপুঞ্জের একটু দক্ষিণে আছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ।
- 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর আবার কবে দেশীয় স্বাধীন করদ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়?
Ans: 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর 1950 সালের মধ্যে অর্থাৎ পরবর্তী তিন বছরে অনেকগুলি দেশীয় স্বাধীন করদ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়।
- ভারতের চারটি দিকে কোন কোন স্থান রয়েছে?
Ans: ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল ও দক্ষিণতম স্থান আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট এবং ভারতের পশ্চিম তম স্থান গুজরাটের গুহার মোটার পশ্চিম এবং পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু।
- গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্বসীমার সূর্যোদয়ের সময় পার্থক্য কত?
Ans: গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্বসীমার সূর্যোদয়ের সময় পার্থক্য হল দু’ঘণ্টা প্রায়।
- কর্কটক্রান্তি রেখার বৈশিষ্ট্য?
Ans: (i) কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়ে (৮টি রাজ্য যথা-গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম) দেশকে উত্তর-দক্ষিণ এই দুই অক্ষাংশে বিভক্ত করেছে।
(ii) কর্কটক্রান্তি রেখার উত্তরাংশে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতি ।
- করিডর কাকে বলে?
Ans: দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যখন একটি দেশের অভ্যন্তরে অন্য দেশকে তার এলাকা বিস্তারের সুযোগ দেয়া হয়- সমুদ্র বা অন্য কোন আন্তর্জাতিক জলভাগ ব্যবহার করার উদ্দেশ্যে বা অন্যান্য উদ্দেশ্যে তখন তাকে করিডর বলে।
Geography SAQ Short Question and Answer in Bengali
3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here
INFO : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali
” ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস [ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ | Location and Administrative Divisions of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) কুইজ | Location and Administrative Divisions of India (Geography) Quiz / ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download
File Details:
PDF File Name | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali – ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) with Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ – ভূগোল প্রশ্নউত্তর | Location and Administrative Divisions of India – Geography SAQ in Bengali
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ – ভূগোল প্রশ্নউত্তর | Location and Administrative Divisions of India – Geography SAQ : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) with SAQ in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) SAQ in Bengali. ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India Question and Answer in Bengali
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India Question and Answer in Bengali : ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India Question and Answer in Bengali. ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Question and Answer in Bengali ।
Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর
Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali PDF
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Location and Administrative Divisions of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।