ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali

  1. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোনটি?

Ans: উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত।

  1. অলকানন্দা নদী কার সঙ্গে মিশেছে?

Ans: অলকানন্দা নদী দেবপ্রয়াগে গঙ্গার সঙ্গে মিশেছে।

  1. গঙ্গার প্রধান উপনদী কোনটি?

Ans: গঙ্গার প্রধান উপনদী হল যমুনা।

  1. সেঙ্গে খাবাব হিমবাহ থেকে ______ উৎপত্তি হয়।

Ans: সেঙ্গে খাবাব হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি হয়।

  1. ব্রহ্মপুত্র নদী তিব্বতের ______ নামে পরিচিত।

Ans: ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত।

  1. রাজস্থানের প্রধান নদী হল কোনটি?

Ans: রাজস্থানের প্রধান নদী হল লুনি।

  1. লুনি নদী কোথায় গিয়ে মিশেছে?

Ans: লুনি নদী কচ্ছের রানে গিয়ে মিশেছে।

  1. সুবর্ণরেখা নদীর গতিপথে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে?

Ans: সুবর্ণরেখা নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে।

  1. শিবসমুদ্রম জলপ্রপাত টি কোন নদীর গতিপথে অবস্থিত?

Ans: শিবসমুদ্রম জলপ্রপাত টি কাবেরী নদীর গতিপথে অবস্থিত।

  1. একটি মিষ্টি জলের হ্রদের উদাহরণ দাও?

Ans: উলার একটি মিষ্টি জলের হ্রদ।

  1. একটি হিমালয়ের হ্রদের উদাহরণ দাও?

Ans: রুপকুন্ড একটি হিমালয়ের হ্রদ।

  1. কোথায় থেকে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে?

Ans: ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে।

  1. লুনি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?

Ans: লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

  1. যমুনা নদী কোন শহরে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে?

Ans: যমুনা নদী এলাহাবাদ শহরে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে।

  1. সরাবতী নদীর গতিপথে কোন জলপ্রপাত রয়েছে?

Ans: সরাবতী নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে।

  1. ডিহং, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহ কি নামে পরিচিত?

Ans: ডিহং, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নামে পরিচিত।

  1. সবচেয়ে বড় নদীর অববাহিকা কোনটি?

Ans: সবচেয়ে বড় নদীর অববাহিকা হল গঙ্গা।

  1. শতপন্থ হিমাবাহ থেকে _______ নদীর উৎস।

Ans: শতপন্থ হিমাবাহ থেকে অলকানন্দা নদীর উৎস।

  1. গোয়ালপাড়া শহরটি কোন নদীর ধারে অবস্থিত?

Ans: গোয়ালপাড়া শহরটি ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত।

  1. কোথায় জল সেচের সর্বাধিক সুবিধা রয়েছে?

Ans: জল সেচের সর্বাধিক সুবিধা রয়েছে উত্তরপ্রদেশে।

  1. দামোদর নদীর উপর কোন নদী উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে?

Ans: দামোদর নদীর উপর বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে।

  1. ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে?

Ans: ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে।

  1. সেচবাঁধ কাকে বলে?

Ans: শুধুমাত্র সেচের উদ্দেশ্যে নদীতে বাদ দিলে তাকে বলে সেচবাঁধ।

  1. পৃথিবীর সবচেয়ে বেশি সেচ সেবিত জমি কোথায় আছে?

Ans: পৃথিবীর সবচেয়ে বেশি সেচ সেবিত জমি আছে ভারতে।

  1. ময়ূরাক্ষী পরিকল্পনা কি?

Ans: ময়ূরাক্ষী পরিকল্পনা একটি হলো ম্যাসেঞ্জার সেচবাঁধ অন্যটি হলো তিলপাড়ার সেচবাঁধ।

  1. ভারতের প্রথম বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা কি?

Ans: ভারতের প্রথম বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা টি হল দামোদর উপত্যকা পরিকল্পনা।

  1. জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কি?

Ans: জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জলবিভাজিকা উন্নয়ন।

  1. ভারতের কোন রাজ্যে বাধ্যতামূলক বৃষ্টির জল ধরে রাখা হয়?

Ans: ভারতের তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক।

  1. ভারতের কোথায় ভাসমান বাজার রয়েছে?

Ans: ভারতের ডাল হ্রদে ভাসমান বাজার রয়েছে।

  1. ভারতের একটি জ্বালামুখ হ্রদ কোনটি?

Ans: ভারতের একটি জ্বালামুখ হ্রদ হল মহারাষ্ট্রের লোনার।

  1. উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ কোনটি?

Ans: উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হল প্যাংগং।

  1. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?

Ans: গোদাবরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলে।

  1. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

Ans: দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী।

  1. লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

Ans: লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত।

  1. নর্মদা নদী আরেকটি নাম কি?

Ans: নর্মদা নদী আরেকটি নাম হল রেওয়া।

  1. ব্রহ্মপুত্র নদী কি নামে ভারতে অরুণাচল প্রদেশ এ প্রবেশ করেছে?

Ans: ব্রহ্মপুত্র নদী দিহং নামে ভারতে অরুণাচল প্রদেশ এ প্রবেশ করেছে।

  1. এশিয়ার বৃহত্তম লেগুন কি?

Ans: এশিয়ার বৃহত্তম লেগুন হল চিল্কা।

  1. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

Ans: ভারতের দীর্ঘতম সেচ খাল হল সারদা খাল।

  1. কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ এর প্রধান উৎস কি?

Ans: কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ এর প্রধান উৎস হলো ভৌম জল।

  1. দক্ষিণ ভারতে কোন খালের সর্বাধিক প্রচলন রয়েছে?

Ans: দক্ষিণ ভারতে প্লাবন খালের সর্বাধিক প্রচলন রয়েছে।

  1. ভাকরা খালটি কোন নদীর উপর গড়ে উঠেছে?

Ans: ভাকরা খালটি শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে।

  1. রাজস্থানে উল্লেখযোগ্য সেচ খাল কোনটি?

Ans: রাজস্থানে উল্লেখযোগ্য সেচ খাল হলো ইন্দিরা খাল।

  1. নলকূপের মাধ্যমে অতিরিক্ত ভৌম জল তুলে নিলে জলে __________ দূষণ হতে পারে।

Ans: নলকূপের মাধ্যমে অতিরিক্ত ভৌম জল তুলে নিলে জলে আর্সেনিক দূষণ হতে পারে।

  1. ইরাবতী নদীর আরেকটি নাম কি?

Ans: ইরাবতী নদীর আরেকটি নাম হলো রাভি।

  1. ভারতের নর্মদা নদীর মোহনায় বদ্বীপ ______।

Ans: ভারতের নর্মদা নদীর মোহনায় বদ্বীপ নেই।

  1. ভারতের বৃহত্তম কয়াল _______।

Ans: ভারতের বৃহত্তম কয়াল ভেম্বনাদ।

  1. দামোদর উপত্যকা পরিকল্পনা কবে গৃহীত হয়?

Ans: দামোদর উপত্যকা পরিকল্পনা গৃহীত হয় 1948 খ্রিস্টাব্দে।

  1. মাইথন বাঁধ নির্মিত হয় _______ নদীতে।

Ans: মাইথন বাঁধ নির্মিত হয় বরাকর নদীতে।

  1. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর গঠিত?

Ans: ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর গঠিত।

  1. দামোদর নদীর উপর কোন বাঁধ অবস্থিত?

Ans: দামোদর নদীর উপর পাঞ্চেত বাঁধ অবস্থিত।

  1. গঙ্গার বাম তীরের উপনদী কোনটি?

Ans: গঙ্গার বাম তীরের উপনদী হল গোমতী।

  1. দামুদর উপত্যাকা অঞ্চলে মোট কয়টি বাঁধ আছে?

Ans: দামুদর উপত্যাকা অঞ্চলে মোট পাঁচটি বাঁধ আছে।

  1. কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

Ans: কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।

  1. উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী কি?

Ans: উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী হল সিন্ধু।

  1. উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী কোনটি?

Ans: উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী হল ব্রহ্মপুত্র।

  1. হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

Ans: সিন্ধুতীরে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল।

  1. সবরমতি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?

Ans: সবরমতি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

  1. সবচেয়ে বড় পশ্চিম বাহিনী নদী কোনটি?

Ans: নর্মদা হলো সবচেয়ে বড় পশ্চিম বাহিনী নদী।

  1. কাবেরির একটি উল্লেখযোগ্য উপনদীর নাম কি?

Ans: কাবেরির একটি উল্লেখযোগ্য উপনদীর নাম হল ভবানী।

  1. পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী কোনটি?

Ans: পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী হল শতদ্রু।

  1. সাতপুরা পর্বতের মুলতাই এর কাছ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

Ans: সাতপুরা পর্বতের মুলতাই এর কাছ থেকে তাপি নদীর উৎপত্তি হয়েছে।

  1. উত্তর ভারতের একটি নদী উপত্যকা পরিকল্পনা কি?

Ans: উত্তর ভারতের একটি নদী উপত্যকা পরিকল্পনা নাম হল ভাকরা নাঙ্গাল।

  1. জলাশয় পদ্ধতিতে জলসেচ কোথায় বেশি প্রচলিত?

Ans: জলাশয় পদ্ধতিতে জলসেচ দক্ষিণ ভারতে বেশি প্রচলিত।

  1. প্লাবনখাল কাকে বলে?

Ans: যে খালের মাধ্যমে কেবলমাত্র নদী প্লাবনের জল সেচের কাজে ব্যবহৃত হয় তাকে বলে প্লাবনখাল।

  1. নর্মদা নদীর উৎসস্থল কোনটি?

Ans: নর্মদা নদীর উৎসস্থল অমরকন্টক শৃঙ্গ।

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

Ans: যোগ ভারতের উচ্চতম জলপ্রপাত।

  1. তুঙ্গভদ্রা হলো কোন নদীর উপনদী?

Ans: তুঙ্গভদ্রা হলো কৃষ্ণা নদীর উপনদী।

  1. শ্রীরঙ্গপত্তম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

Ans: শ্রীরঙ্গপত্তম দ্বীপ কাবেরী নদীর মোহনায় অবস্থিত।

  1. আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত?

Ans: আমেদাবাদ শহর সবরমতী নদীর তীরে অবস্থিত।

  1. ব্রহ্মপুত্রের উপনদী হল ______।

Ans: ব্রহ্মপুত্রের উপনদী হল মানস।

  1. নর্মদা _____ উপসাগরে পড়েছে।

Ans: নর্মদা খাম্বে উপসাগরে পড়েছে।

  1. মহানদীর উৎস ছত্রিশগড়ের _________ উচ্চভূমি।

Ans: মহানদীর উৎস ছত্রিশগড়ের সিহাওয়ার উচ্চভূমি।

  1. ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ _______।

Ans: ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ বেশি।

  1. তাল কাকে বলে?

Ans: উত্তরাখণ্ডে হ্রদ গুলিকে তাল বলে।

  1. কৃষ্ণ ও গোদাবরী নদীর মোহনায় মধ্যভাগে কোন হ্রদ রয়েছে?

Ans: কৃষ্ণ ও গোদাবরী নদীর মোহনায় মধ্যভাগে কোলেরু হ্রদ রয়েছে।

  1. কয়াল কাকে বলে?

Ans: মালাবার উপকূলের উপহ্রদ গুলিকে কয়াল বলে।

  1. ________ উপত্যকা পরিকল্পনা টেনেসি ভ্যালি কর্পোরেশন পরিকল্পনা অনুসারে হয়।

Ans: দামোদর উপত্যকা পরিকল্পনা টেনেসি ভ্যালি কর্পোরেশন পরিকল্পনা অনুসারে হয়।

  1. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।

  1. কোন কোন নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে?

Ans: দেবপ্রয়াগে ভাগীরথী ও গোদাবরী নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।

  1. ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

Ans: মাজুলী বালুচরটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ।

  1. ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি?

Ans: ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা।

  1. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি?

Ans: দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রুপনারায়ন।

  1. দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম কি?

Ans: দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম কাবেরী।

  1. গঙ্গা কোন পাহাড় এর কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

Ans: গঙ্গা রাজমহল পাহাড় এর কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।

  1. ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে ______ থেকে।

Ans: ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে ধুবড়ি থেকে।

  1. নর্মদা নদীটি কোন গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

Ans: নর্মদা নদীটি সাতপুরা ও বিন্ধ্য পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

  1. উত্তর ভারতে কিসের সাহায্যে বেশি জলসেচ করা হয়?

Ans: উত্তর ভারতে নিত্যবহ খাল এর সাহায্যে বেশি জলসেচ করা হয়।

  1. ভারতের কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত?

Ans: ভারতের ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত।

  1. ইডেনখাল কোন রাজ্যে অবস্থিত?

Ans: ইডেনখাল পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত।

  1. পাঞ্জাবে সেচসেবিত কৃষি জমির পরিমাণ কেমন?

Ans: পাঞ্জাবে সেচসেবিত কৃষি জমির পরিমাণ সর্বাধিক।

  1. ভারতের দুটি প্রধান জলবিভাজিকা কি কি?

Ans: ভারতের দুটি প্রধান জলবিভাজিকা হলো বিন্ধ্য পর্বত ও পশ্চিমঘাট পর্বত।

  1. উত্তর ভারতের নদনদী কি কি?

Ans: উত্তর ভারতের নদনদী হলো:- গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র।

  1. গঙ্গা নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: গঙ্গা নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 2525 কিমি।
  • উৎপত্তিস্থল: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী: ১) বাম তীর-  ঘর্ঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশী, ২) ডান তীর- যমুনা, শোন।
  • গতিপথের প্রধান শহর: ঋষিকেশ, হরিদ্দার, কানপুর, এলাহাবাদ, বারানসি, পাটনা, ভাগলপুর, কলকাতা।
  1. সিন্ধু নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: সিন্ধু নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 2880 কিমি (ভারতে দৈর্ঘ্য 1114 কিমি)।
  • উৎপত্তিস্থল: মানস সরোবরের কাছে সেঙ্গেখাবাব  প্রস্রবণ।
  • পতন স্থল: আরব সাগর।
  • উপনদী: ১) বাম তীর-বিতস্তা চন্দ্রভাগা শতদ্রু ইরাবতী বিপাশা, ২) ডান তীর-সিয়র গিলগিট সিগার।
  • গতিপথের প্রধান শহর: বুঞ্জি,চিলাস ইত্যাদি।
  1. ব্রহ্মপুত্র নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: ব্রহ্মপুত্র নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 2900 কিমি (ভারতে দৈর্ঘ্য 916 কিমি)।
  • উৎপত্তিস্থল: মানস সরোবর এর কাছে চেমাযুং দুং হিমাবাহ।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী: ১) বাম তীর-বুড়িডিহিং, কপিলী, ধানসিঁড়ি, ২) ডান তীর-সুবন্সিরি মানস তিস্তা সংকোশ।
  • গতিপথের প্রধান শহর: ডিব্রুগড়, তেজপুর, গোয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি।
  1. দক্ষিণ ভারতের নদনদী কি কি?

Ans: দক্ষিণ ভারতের নদনদী হলো:- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সুবর্ণরেখা, সবরমতী, মাহি।

99.মহানদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: মহানদীর নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 851 কিমি।
  • উৎপত্তিস্থল: ছত্রিশগড়ের সিহাওয়ার উচ্চভূমি।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী: শিবনাথ, ব্রাহ্মণী, ইব, বৈতরণী।
  • গতিপথের প্রধান শহর: সম্বলপুর, টিকারপাড়া, কটক।
  1. গোদাবরী নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: গোদাবরী নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 1465 কিমি।
  • উৎপত্তিস্থল: পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর (নাসিক)।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী: ইন্দ্রাবতী, মঞ্জিরা।
  • গতিপথের প্রধান শহর:নাকিস,নরসাপুরম, রাজামুন্দ্রি ইত্যাদি।
  1. কৃষ্ণা নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: কৃষ্ণা নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 1400 কিমি।
  • উৎপত্তিস্থল: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী:ভীমা, কয়না ,মালপ্রভা,তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা,মুসি প্রভৃতি।
  • গতিপথের প্রধান শহর: বিজয়ওয়াড়া।
  1. কাবেরী নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: কাবেরী নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 800 কিমি।
  • উৎপত্তিস্থল: পশ্চিমঘাট পর্বতের ব্রম্ভগিরি পাহাড়।
  • পতন স্থল: বঙ্গোপসাগর।
  • উপনদী: হেমাপতি ,ভবানী ,অমরাবতী।
  • গতিপথের প্রধান শহর: তিরুচিরাপল্লী ও শ্রীরঙ্গম।
  1. নর্মদা নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: নর্মদা নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 1312 কিমি।
  • উৎপত্তিস্থল: মহাকাল পর্বতের অমরকন্টক।
  • পতন স্থল: খাম্বাত উপসাগর।
  • উপনদী: ওরসাং,বরণা।
  • গতিপথের প্রধান শহর: ওঙ্কারেশ্বর, হোসাঙ্গাবাদ।
  1. তাপ্তি নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: তাপ্তি নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 724 কিমি।
  • উৎপত্তিস্থল: সাতপুরা পর্বতের মূলতাই।
  • পতন স্থল: খাম্বাত উপসাগর।
  • উপনদী: পুর্ণা ,পানজারা।
  • গতিপথের প্রধান শহর: সুরাত, ভুসাওয়াল।
  1. সুবর্ণরেখা নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: সুবর্ণরেখা নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 470 কিমি।
  • উৎপত্তিস্থল: ঝাড়খন্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন।
  • পতন স্থল: বঙ্গোপসাগর (হুড্রু এই নদীর গতিপথে সৃষ্ট একটি জলপ্রপাত)।
  • উপনদী:খরকাই,রোরো,দামড়া।
  1. সবরমতী নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: সবরমতী নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 416 কিমি।
  • উৎপত্তিস্থল: রাজস্থান রাজ্যের আরাবল্লী পর্বতের জয় সমুদ্র হ্রদ থেকে উৎপন্ন।
  • পতন স্থল: খাম্বাত উপসাগর।
  • উপনদী: হাতমতি, ওয়াকাল।
  1. মাহি নদীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Ans: মাহি নদীর বৈশিষ্ট্য :

  • দৈর্ঘ্য: 580 কিমি
  • উৎপত্তিস্থল: মধ্য প্রদেশ রাজ্যের বিন্ধ্য পর্বত থেকে
  • পতন স্থল: খাম্বাত উপসাগর
  1. ভারতের প্রধান প্রধান হ্রদ গুলি কি কি?

Ans: ভারতের প্রধান প্রধান হ্রদ গুলি হলো:-

স্বাদু জলের হ্রদ: ভারতের স্বাদু বা সুপেয় জলের হ্রদ গুলোর অধিকাংশই হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে উষ্ণতা সারাবছর কম থাকায় হ্রদগুলি থেকে বাষ্পীভবনের হার খুব কম। এ ছাড়া, কিছু কিছু হ্রদ বরফগলা জলেও পুষ্ট। এসব কারণে হিমালয়ের পার্বত্য অঞ্চলে।উলার, ডাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল, রূপকুণ্ড,গুরুদোংমার প্রভৃতি মিষ্টি জলের হ্রদগুলির সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যের উলার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিম রাজ্যের গুরুদোংমার ও সো লামা ভারতের দুটি অন্যতম উচ্চ হ্রদ। মণিপুর রাজ্যের লােকটাক ভারতের অপর একটি গুরুত্বপূর্ণ স্বাদু জলের হ্রদ।

লবণাক্ত জলের হ্রদ: ভারতের লবণাক্ত জলের হ্রদ গুলি রাজস্থান রাজ্যে বেশি দেখা যায়। সম্বর, দিদওয়ানা, পুষ্কর, দেগনা, পচপদ্রা, কাচমান প্রভৃতি রাজস্থান রাজ্যের গুরুত্বপূর্ণ লবণাক্ত জলের হ্রদ।জম্মু ও কাশ্মীর রাজ্যের প্যাংগং, সোমোরিরি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কোলের এবং তামিলনাড়ু রাজ্যের পুলিকট ভারতের উল্লেখযোগ্য লবণাক্ত জলের হ্রদ । ওড়িশা রাজ্যের চিল্কা প্রকৃতপক্ষে একটি উপহ্রদ। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ। কেরল রাজ্যের ভেম্বনাদ ও অষ্টমুদি দুটি বিখ্যাত উপহ্রদ বা কয়াল।

  1. ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা গুলি কি কি?

Ans: ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা হল –

ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা: পাঞ্জাবে বিপাশা ও শতদ্রু নদীর ওপর নির্মিত হয়েছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। এটি ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা।

হিরাকুঁদ পরিকল্পনা : ওডিশা রাজ্যের মহানদীর ওপর জলসেচের উদ্দেশ্যে নির্মিত হয়েছে হিরাকুঁদ বাঁধ।

ময়রাক্ষী প্রকল্প : ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের সীমাকে সামঞ্জস্য করে ময়ূরাক্ষী নদীর ওপর ম্যাসেঞ্জার বাঁধ এবং সিউড়ির তিলপাড়া সেচ বাঁধ তৈরি হয়েছে। এখানকার সেচ বাঁধ গুলোর সাহায্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান জেলায় জলসেচ করা হয়।

কোশী পরিকল্পনা : বিহারের কোশী নদীর ওপর কোশী নদী উপত্যকা পরিকল্পনা গঠিত হয়েছে।

গণ্ডক পরিকল্পনা : উত্তর প্রদেশ ও বিহারের যৌথ উদ্যোগে গণ্ডক নদীর ওপর গণ্ডক পরিকল্পনা গৃহীত হয়।

নাগার্জুন পরিকল্পনা : তেলেঙ্গানায় কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

INFO : ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali

 ” ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  [ ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ | Water Resources of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের জল সম্পদ (ভূগোল) কুইজ | Water Resources of India (Geography) Quiz / ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali  – ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali 

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) with Question and Answer in Bengali  | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

ভারতের জল সম্পদ – ভূগোল প্রশ্নউত্তর | Water Resources of India – Geography SAQ in Bengali 

ভারতের জল সম্পদ – ভূগোল প্রশ্নউত্তর | Water Resources of India – Geography SAQ : ভারতের জল সম্পদ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) with SAQ in Bengali  | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) SAQ in Bengali. ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জল সম্পদ প্রশ্ন ও উত্তর | Water Resources of India Question and Answer in Bengali 

ভারতের জল সম্পদ প্রশ্ন ও উত্তর | Water Resources of India Question and Answer in Bengali : ভারতের জল সম্পদ প্রশ্ন ও উত্তর | Water Resources of India Question and Answer in Bengali  | ভারতের জল সম্পদ প্রশ্ন ও উত্তর | Water Resources of India Question and Answer in Bengali. ভারতের জল সম্পদ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Question and Answer in Bengali ।

Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জল সম্পদ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali PDF

ভারতের জল সম্পদ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের জল সম্পদ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Water Resources of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।