ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

Soil of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali

  1. উত্তর ভারতের সমভূমি তে কোন মাটি দেখা যায়?

Ans: উত্তর ভারতের সমভূমি তে পলিমাটি দেখা যায়।

  1. কালো মাটি কি চাষের জন্য বিখ্যাত?

Ans: কালো মাটি তুলা চাষের জন্য বিখ্যাত।

  1. খাদার কাকে বলে?

Ans: উত্তর ভারতের নতুন পলিমাটি কে খাদার বলে।

  1. মরু অঞ্চলের মাটিতে কি জাতীয় শস্য চাষ করা হয়?

Ans: মরু অঞ্চলের মাটিতে মিলেট জাতীয় শস্য চাষ করা হয়।

  1. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়?

Ans: পার্বত্য অঞ্চলের মাটির রং ধূসর হয়।

  1. ________ মাটিতে জৈব পদার্থ এবং নাইট্রোজেন খুব কম থাকে।

Ans: পলি মাটিতে জৈব পদার্থ এবং নাইট্রোজেন খুব কম থাকে।

  1. কালো মাটি তৈরি হয় ______ শিলার অববাহিকারে।

Ans: কালো মাটি তৈরি হয় ব্যাসল্ট শিলার অববাহিকারে।

  1. প্রাচীন কেলাসিত গ্রানাইট, নিস শিলা থেকে ________ মাটি তৈরি হয়।

Ans: প্রাচীন কেলাসিত গ্রানাইট, নিস শিলা থেকে লোহিত মাটি তৈরি হয়।

  1. লাল মাটির রং লাল হয় কেন?

Ans: লাল মাটিতে লোহা থাকার কারণে রং লাল।

  1. ল্যাটেরাইট মাটির প্রধান উপাদান কি?

Ans: ল্যাটেরাইট মাটির প্রধান উপাদান লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড।

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় লালমাটি দেখা যায়?

Ans: পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় লালমাটি দেখা যায়।

  1. মরু মাটির জল ধারণ ক্ষমতা খুব কম কেন?

Ans: মরু মাটি সচ্ছিদ্র বলে তার জল ধারণ ক্ষমতা খুব কম।

  1. মৃত্তিকা ক্ষয় বলতে শুধু মাটির অপসারণ নয় মাটির _______ নষ্ট হওবার পদ্ধতি কেও বোঝায়।

Ans: মৃত্তিকা ক্ষয় বলতে শুধু মাটির অপসারণ নয় মাটির উর্বরতা নষ্ট হওবার পদ্ধতি কেও বোঝায়।

  1. প্রণালী ক্ষয়ের অন্য নাম কি?

Ans: প্রণালী ক্ষয়ের অন্য নাম খোয়াই ক্ষয়।

  1. ভূমিক্ষয়ের একটি কারণ কি?

Ans: ভূমিক্ষয়ের একটি কারণ বৃক্ষছেদন।

  1. ভারতে কোথায় ঝুম চাষ দেখা যায়?

Ans: ঝুম চাষ উত্তর-পূর্ব ভারতে বেশি দেখা যায়।

  1. দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত অংশে _____ মাটি দেখা যায়।

Ans: দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত অংশে কালো মাটি দেখা যায়।

  1. সুন্দরবন অঞ্চলের মাটি ______।

Ans: সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত।

  1. মরু অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি?

Ans: মরু অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো বায়ুর প্রভাব।

  1. পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে মৃত্তিকা স্তর _______।

Ans: পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে মৃত্তিকা স্তর অগভীর।

  1. পর্বতের ঢালে কিভাবে মৃত্তিকা সংরক্ষণ করা যায়?

Ans: পর্বতের ঢালে ধাপ চাষ এর মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়।

  1. ভারতের কোথায় ল্যাটেরাইট মাটি দেখা যায়?

Ans: ভারতের মেঘালয় ও অসম অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়।

  1. রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে?

Ans: রেগুর মাটি ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে।

  1. কোন মাটিতে চা চাষ ভালো হয়?

Ans: পার্বত্য মাটিতে চা চাষ ভালো হয়।

  1. ভারতের গঙ্গা সমভূমি তে কোন মাটি দেখা যায়?

Ans: ভারতের গঙ্গা সমভূমি তে পলিমাটি দেখা যায়।

  1. কালো মাটিতে _________ কম থাকে কিন্তু ______, পটাশ,চুন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে।

Ans: কালো মাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু লোহা, পটাশ,চুন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে।

  1. কোন মাটিতে ধান চাষ ভালো হয়?

Ans: পলি মাটিতে ধান চাষ ভালো হয়।

  1. রেগুর মাটির নামকরণ কোথায় থেকে এসেছে?

Ans: রেগুর মাটির নামকরণ তেলুগু শব্দ রেগাডা থেকে এসেছে।

  1. ক্যারেওয়া কাকে বলে?

Ans: কাশ্মীর উপত্যকার পলিমাটি কে ক্যারেওয়া বলে।

  1. আম্লিক মাটিতে pH এর মান কত?

Ans: আম্লিক মাটিতে pH এর মান 7 এর কম।

  1. কোন মাটিতে কাদা ও বালির ভাগ সমান?

Ans: দোআঁশ মাটিতে কাদা ও বালির ভাগ সমান।

  1. গালি চাষ কাকে বলে?

Ans: নালি ক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো গালি চাষ।

  1. কৃষ্ণ মৃত্তিকা মাটি কি নামে পরিচিত?

Ans: কৃষ্ণ মৃত্তিকা কার্পাস মাটি নামে পরিচিত।

  1. কোন মাটিতে হার্ডপ্যান দেখা যায়?

Ans: পডসল মাটিতে হার্ডপ্যান দেখা যায়।

  1. মরুমৃত্তিকার আরেক নাম কি?

Ans: মরুমৃত্তিকার আরেক নাম সিরোজেম মৃত্তিকা।

  1. ডেকানট্রাপ অঞ্চলে কোন মৃত্তিকা প্রাধান্য দেখা যায়?

Ans: ডেকানট্রাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা প্রাধান্য দেখা যায়।

  1. কৃষ্ণ মৃত্তিকা আরেক নাম কি?

Ans: কৃষ্ণ মৃত্তিকা আরেক নাম রেগুর মৃত্তিকা।

  1. পেডোক্যালজাতীয় মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে?

Ans: পেডোক্যালজাতীয় মাটিতে ক্যালসিয়াম কার্বনেট খনিজের পরিমাণ বেশি থাকে।

  1. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায়?

Ans: ঝুম চাষ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে দেখা যায়।

  1. লোয়েস মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়?

Ans: লোয়েস মৃত্তিকা রাজস্থান রাজ্যে দেখা যায়।

  1. ডিউরিক্রাস্ট কাকে বলে?

Ans: খুব শক্ত খোলার মত মোরাম কে বলে ডিউরিক্রাস্ট।

  1. পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদীর তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে কি বলে? 

Ans: পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদীর তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে বেট বলে।

  1. কোন মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম খনিজের পরিমাণ বেশি থাকে?

Ans: পেডালফারজাতীয় মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম খনিজের পরিমাণ বেশি থাকে।

  1. কোন কৃষি পদ্ধতি মাটি ক্ষয় বৃদ্ধি করে?

Ans: স্থানান্তর চাষ কৃষি পদ্ধতি মাটি ক্ষয় বৃদ্ধি করে।

  1. স্তর বা চাদর ক্ষয় কাকে বলে?

Ans: বৃষ্টির জলের সঙ্গে মাটির স্তরে স্তরে অপসারিত হওয়াকে স্তর বা চাদর ক্ষয় বলে।

  1. পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মাটি দেখা যায়?

Ans: পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি দেখা যায় পুরুলিয়া জেলায়।

  1. ভাবর কি?

Ans: হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের পলি, বালি, নুড়ি, কাকড়পূর্ণ মাটির নাম ভাবর।

  1. ভূমিক্ষয় রোধের উদ্দেশ্যে ভারতের কোন কোন স্থানে ভূমি সংরক্ষণ গবেষণাগার তৈরি করা হয়েছে?

ভূমিক্ষয় রোধের উদ্দেশ্যে ভারতে দেরাদুন, চন্ডিগড়, কোটা,আগ্রা, বেলারি, যোধপুর প্রভৃতি স্থানে ভূমি সংরক্ষণ গবেষণাগার তৈরি করা হয়েছে।

  1. পিটি ও জলাভূমি অঞ্চলের মাটি কোথায় দেখা যায়?

Ans: পিটি ও জলাভূমি অঞ্চলের মাটি কেরালার উপকূল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও তামিলনাড়ু উপকূল অঞ্চলে দেখা যায়।

  1. সিরোজেম কাকে বলে?

Ans: সিরোজেম – রাজস্থানের মরু অঞ্চলে এবং গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপের উত্তরাংশে জৈব পদার্থহীন বা স্বল্প জৈব পদার্থ যুক্ত বালি পূর্ণ লবণের আধিক্য যুক্ত যে মাটি দেখা যায় যার নাম মরু মাটি তারই অপর নাম সিরোজেম।

  1. ভারতে কোথায় পডসল মাটি দেখা যায়?

Ans: পডসল মাটি ভারতের পশ্চিম হিমালয়, পশ্চিমঘাট, নীলগিরি,কার্ডামম প্রভৃতি পর্বতের উঁচু অংশে এই মাটি দেখা যায়।

  1. খোয়াই কি?

Ans: খোয়াই – পৃথিবীর বিভিন্ন শুষ্ক অঞ্চলে বিস্তীর্ণ ক্ষয়ীভূত ও ব্যবহারের অযোগ্য ভূমিরূপ তৈরি হয়েছে। এই ভূমিরূপকে ব্যাডল্যান্ড বলা হয় । শুষ্ক জলবায়ুর অন্তর্গত বন্ধুর, উচ্চ এবং অতিরিক্ত ভূমিক্ষয় যুক্ত অঞ্চল হল ব্যাডল্যান্ড । ভারতের চম্বল উপত্যকায় অঞ্চলে ব্যাডল্যান্ড দেখা যায় । পশ্চিমবঙ্গের ব্যাডল্যান্ডগুলি মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গনগনির ভাঙ্গা, ঝাড়গ্রাম, বীরভূম জেলার বোলপুর এর খোয়াই এলাকায় ব্যাডল্যান্ড খুবই উল্লেখযোগ্য ।

  1. ভারতে ঝুম চাষ পদ্ধতি কি?

Ans: ভারতে ঝুম চাষ পদ্ধতি: এই পদ্ধতিতে প্রথমে বনভূমির কোন একটি অংশ নির্দিষ্ট করে তা পুড়িয়ে দেয়া হয় । তারপর যখন ওই ছাই মাটির সঙ্গে মিশে যায় তখন তাতে গর্ত করে বিভিন্ন ফসলের বীজ পুঁতে দেয়া হয়।

এইভাবে তিন থেকে চার বছর চাষ করার পর মৃত্তিকার উর্বরাশক্তি হ্রাস পাওয়ার ওই জমিটি পরিত্যাগ করে আগে থেকে পুড়িয়ে রাখা কোনো জমিতে নতুন করে চাষাবাদ শুরু হয়। জুম চাষে প্রত্যেক বছরই কোনো না কোনো জমি পুড়িয়ে ফেলার ফলে পাহাড়ি অঞ্চলের জীব পরিমণ্ডল বিপর্যস্ত হয়।

  1. সমোন্নতি রেখা চাষ কাকে বলে?

Ans: সমোন্নতি রেখা চাষ – পার্বত্য উপত্যকার ঢালু জমিতে একই উচ্চতা বা সমােন্নতি রেখা বরাবর ঢালের সঙ্গে আড়াআড়িভাবে যে চাষ করা হয়, তাকে সমােন্নতি রেখা চাষ বলে। এই ধরনের চাষে সমােন্নতি রেখা বরাবর দীর্ঘাকার উঁচু বাঁধ দেওয়া হয়। এর ফলে ঢালের দিকে জলের ভুপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রিত হয় এবং তাই মাটির ওপরের ভর অভিকর্ষের টানে নীচের দিকে

গড়িয়ে যেতে পারে না। সুতরাং সমােন্নতি রেখা ঢাষ করলে জলের সঙ্গে বাহিত মাটি ধাপের বাঁধ বা আল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ওখানেই থেকে যায়,অর্থাৎ মৃত্তিকাক্ষয় হতে পারে না।

  1. ভারতের কোন রাজ্যগুলিতে মৃত্তিকা ক্ষয়ের প্রাধান্য বেশি?

Ans: মেঘালয়, নাগাল্যান্ড, রাজস্থান, পাঞ্জাব। 

  1. নালী ক্ষয় কি?

Ans: ঢালযুক্ত অঞ্চলে বৃষ্টির জলপ্রবাহ মৃত্তিকা ক্ষয়ের দ্বারা সংকীর্ণ, অগভীর নালা সৃষ্টি করে, এইপ্রকার ক্ষয়কে নালী ক্ষয় বলে।

  1. খাত ক্ষয়/গালি ক্ষয় কি?

Ans: দীর্ঘদিন ধরে নালী ক্ষয় চলতে থাকলে, নালীগুলি আকারে বৃদ্ধি পেয়ে চওড়া ও গভীর হয়, এইপ্রকার ক্ষয়কে খাত ক্ষয়/গালি ক্ষয় বলে।

  1. রাভাইন কি?

Ans: জলপ্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয়ের ফলে সৃষ্ট খাড়া পাড়যুক্ত ক্ষুদ্র, সংকীর্ণ খাতকে রাভাইন বলে।

  1. ভূমিধ্বসের কারনে ভারতের কোন রাজ্যগুলিতে মৃত্তিকা ক্ষয় দেখা যায়?

Ans: সিকিম, উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ। 

  1. শেল্টার বেল্ট কি?

Ans: বিভিন্ন গাছকে সমান্তরাল ভাবে লাগিয়ে অতি শক্তিশালী বায়ুপ্রবাহের গতি রোধ করে ভূমিক্ষয় রোধের পদ্ধতিকে শেল্টার বেল্ট বলা হয়।

  1. কোন অঞ্চলে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করে মৃত্তিকাক্ষয় রোধ করা যায়?

Ans: পার্বত্য অঞ্চল। 

  1. ফালি চাষ কি?

Ans: ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধী শস্য চাষ করাকে ফালি চাষ (Strip Cropping) বলে। যেমন – সয়াবিন, চীনাবাদাম, ডাল ইত্যাদি।

  1. একটি পেডোক্যাল ও একটি পেডালফার মৃত্তিকার উদাহরণ দাও।

Ans: পেডোক্যালঃ- চারনোজেম মৃত্তিকা ; পেডালফারঃ- ল্যাটেরাইট মৃত্তিকা। 

  1. মালচিং কি?

Ans: শস্য আহরণের পর গাছের অবশিষ্ট অংশ (খড়) জমিতে ফেলে রাখলে জল ও বায়ুক্ষয় বাধা পেয়ে মৃত্তিকা ক্ষয় কম হয় ও বাষ্পীভবনে বাধা পায়। এই পদ্ধতিকে মালচিং বলে।

  1. ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? 

Ans: ভূপাল (মধ্যপ্রদেশ)।

  1. খাদার কি?

Ans: গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলি মৃত্তিকা। 

  1. ভাঙ্গর কি?

Ans: গাঙ্গেয় সমভূমি অঞ্চলের প্রাচীন পলি মৃত্তিকা। 

  1. গ্রথন/বুনন অনুসারে পলিমৃত্তিকা কয়প্রকার ও কিকি?

Ans: ৩ প্রকার — বেলে মৃত্তিকা, দোয়াঁশ মৃত্তিকা ও এঁটেল মৃত্তিকা। 

  1. কোন মৃত্তিকা শুকিয়ে গেলে ইঁটের ন্যায় শক্ত হয়?

Ans: ল্যাটেরাইট মৃত্তিকা। 

  1. কোন মৃত্তিকার অপর নাম মোরাম?

Ans: ল্যাটেরাইট মৃত্তিকা। 

  1. রেগুর কি?

Ans: দাক্ষিনাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা রেগুর নামে পরিচিত। 

  1. কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো কেন?

Ans: লাভাগঠিত কালো রঙের ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়, তাই কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো।

  1. কারেওয়া কি?

Ans: কাশ্মীর উপত্যকার হিমবাহ বাহিত পলি মৃত্তিকা। 

  1. কোন মৃত্তিকাতে জৈব পদার্থ প্রায় থাকেনা?

Ans: মরু মৃত্তিকা। 

  1. মেঘালয় মালভূমি কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায়?

Ans: ল্যাটেরাইট মৃত্তিকা। 

  1. ল্যাটেরাইট মৃত্তিকায় কোন খনিজের পরিমাণ বেশি থাকে?

Ans: লোহা।

  1. কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়?

Ans: কৃষ্ণ মৃত্তিকা। 

  1. ঘুটিং কি?

Ans: চুন জাতীয় পদার্থযুক্ত প্রাচীন পলি মৃত্তিকা। 

  1. সুন্দরবন অঞ্চলে কোনপ্রকার মৃত্তিকা দেখা যায়?

Ans: লবনাক্ত মৃত্তিকা। 

  1. ভারতে কোনপ্রকার মৃত্তিকা সর্বাধিক দেখা যায়?

Ans: পলি মৃত্তিকা। 

  1. বেট কি?

Ans: পাঞ্জাব সমভূমির নদী তীরবর্তী নবীন পলি মৃত্তিকা। 

  1. ভুর কি?

Ans: উচ্চ গাঙ্গেয় সমভূমি (বিশেষত পশ্চিম উত্তরপ্রদেশ) অঞ্চলে অতি সূক্ষ্ম কণার মৃত্তিকা দ্বারা গঠিত তরঙ্গায়িত উচ্চভূমিকে ভুর বলে।

  1. উষর/কালার কি?

Ans: উত্তর রাজস্থানের শুষ্ক অঞ্চলের লবনাক্ত ও ক্ষারধর্মী মৃত্তিকা। 

  1. কোন মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ অধিক?

Ans: পার্বত্য মৃত্তিকা।

  1. ভারতের একটি পলি মৃত্তিকা ও একটি কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চলের উদাহরণ দাও।

Ans: পলি মৃত্তিকাঃ- গাঙ্গেয় সমভূমি অঞ্চল ; কৃষ্ণ মৃত্তিকাঃ- ডেকান ট্র্যাপ অঞ্চল। 

  1. ভারতের একটি লোহিত মৃত্তিকা ও একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চলের উদাহরণ দাও।

Ans: লোহিত মৃত্তিকাঃ- কর্ণাটক মালভূমি অঞ্চল ; ল্যাটেরাইট মৃত্তিকাঃ- পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। 

  1. ভারতের একটি মরু মৃত্তিকা ও একটি পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চলের উদাহরণ দাও।

Ans: মরু মৃত্তিকাঃ- থর মরুভূমি অঞ্চল ; পার্বত্য মৃত্তিকাঃ- পশ্চিম হিমালয় অঞ্চল।

  1. ধাঙ্কার কি?

Ans: উচ্চ গাঙ্গেয় সমভূমিতে জলাভূমির পলিমৃত্তিকা।

  1. ভাবর কি?

Ans: তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমৃত্তিকা।

  1. মন্দভূমি কি?

Ans: শুষ্ক ও বিস্তৃত অঞ্চল জুড়ে রিল, গালি ও রাভাইন  ক্ষয়ের মাধ্যমে অত্যধিক মৃত্তিকা ক্ষয়ের ফলে যে উঁচু নীচু ও ক্ষয়প্রাপ্ত ভূভাগ সৃষ্টি হয়, তাকে মন্দভূমি/ব্যাডল্যান্ড বলে।

  1. মৃত্তিকা ক্ষয়ের ২টি করে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারন লিখ।

Ans: প্রাকৃতিক কারনঃ- অধিক বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহ ; মানবসৃষ্ট কারনঃ-যথেচ্ছ বৃক্ষচ্ছেদন এবং অনিয়ন্ত্রিত পশুচারণ।

  1. হার্ড প্যান কি?

Ans: পার্বত্য ভূমিতে উপরিস্তরের ক্ষার জাতীয় পদার্থ অপসারিত হয়ে নিচের যে স্তর গঠন হয়, তাকে হার্ড প্যান বলে।

94 কোনপ্রকার কৃষিপদ্ধতি সর্বাধিক মৃত্তিকা ক্ষয় করে থাকে?

Ans: ঝুম চাষ। 

95 কোন অঞ্চলে ধাপচাষ ও ফালিচাষ দেখা যায়?

Ans: পাহাড়ি অঞ্চল। 

  1. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের ২ টি উপায় লিখ।

Ans: বৃক্ষরোপণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। 

  1. লোয়েস কি?

Ans: বায়ুবাহিত, সূক্ষ্ম, উর্বর পলি মৃত্তিকা। 

  1. ভারতের কোন রাজ্যে লোয়েস মৃত্তিকা দেখা যায়?

Ans: রাজস্থান, গুজরাট। 

  1. কোনপ্রকার পলি মৃত্তিকায় বালি, পলি ও কাদার অনুপাত প্রায় সমান থাকে?

Ans: দোয়াঁশ মৃত্তিকা। 

  1. কোনপ্রকার পলি মৃত্তিকায় বালির অনুপাত বেশি থাকে?

Ans: বেলে মৃত্তিকা। 

  1. কোনপ্রকার পলি মৃত্তিকায় কাদার অনুপাত বেশি থাকে?

Ans: এঁটেল মৃত্তিকা। 

  1. কোন মৃত্তিকার অপর নাম সিরোজেম?

Ans: মরু মৃত্তিকা। 

  1. চাদর ক্ষয় কি?

Ans: বৃষ্টির জলপ্রবাহের সঙ্গে স্তরে স্তরে মৃত্তিকা অপসারণকে চাদর ক্ষয় বলে। 

  1. পার্বত্য মৃত্তিকায় উৎপন্ন একটি ফসলের নাম লিখ।

Ans: চা।

  1. মরু মৃত্তিকায় উৎপন্ন একটি ফসলের নাম লিখ।

Ans: বাজরা।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

INFO : ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali

 ” ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  [ ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ | Soil of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের মৃত্তিকা (ভূগোল) কুইজ | Soil of India (Geography) Quiz / ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali  – ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali 

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) with Question and Answer in Bengali  | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

ভারতের মৃত্তিকা – ভূগোল প্রশ্নউত্তর | Soil of India – Geography SAQ in Bengali 

ভারতের মৃত্তিকা – ভূগোল প্রশ্নউত্তর | Soil of India – Geography SAQ : ভারতের মৃত্তিকা – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) with SAQ in Bengali  | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) SAQ in Bengali. ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের মৃত্তিকা প্রশ্ন ও উত্তর | Soil of India Question and Answer in Bengali 

ভারতের মৃত্তিকা প্রশ্ন ও উত্তর | Soil of India Question and Answer in Bengali : ভারতের মৃত্তিকা প্রশ্ন ও উত্তর | Soil of India Question and Answer in Bengali  | ভারতের মৃত্তিকা প্রশ্ন ও উত্তর | Soil of India Question and Answer in Bengali. ভারতের মৃত্তিকা (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Question and Answer in Bengali ।

Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Soil of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের মৃত্তিকা (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali PDF

ভারতের মৃত্তিকা (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের মৃত্তিকা (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Soil of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।