উচ্চমাধ্যমিক ভূগোল - জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer
উচ্চমাধ্যমিক ভূগোল - জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | HS Geography Question and Answer

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর : জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) HS Geography Question and Answer : উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Geography Question and Answer, Suggestion, Notes – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Geography Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 তোমরা যারা জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | HS Class 12th Geography Question and Answer

MCQ প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer : 

  1. জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্থ ও শীর্ষদেশ তীক্ষ্ণ— 

(A) অনুন্নত অর্থনীতির ইঙ্গিত 

(B) বিপর্যস্ত অর্থনীতির ইঙ্গিত 

(C) উন্নত অর্থনীতির ইঙ্গিত দেয় 

(D) কোনোটিই নয় 

Ans: (A) অনুন্নত অর্থনীতির ইঙ্গিত

  1. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ হলো 

(A) নরওয়ে 

(B) ভারত 

(C) নাইজার 

(D) পাকিস্তান 

Ans: (C) নাইজার

  1. কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে ? 

(A) আমেরিকা যুক্তরাষ্ট্র 

(B) অস্ট্রেলিয়া 

(C) জাপান 

(D) জার্মানি 

Ans: (D) জার্মানি

  1. 2011 – এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য 

(A) পশ্চিমবঙ্গ 

(B) কেরালা

(C) উত্তরপ্রদেশ 

(D) বিহার 

Ans: (D) বিহার

  1. মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে— 

(A) মানুষ ষ – জমির অনুপাত 

(B) জনঘনত্ব 

(C) জমিঘনত্ব 

(D) সম্পদ ঘনত্ব 

Ans: (B) জনঘনত্ব

  1. জনঘনত্ব সাধারণত বেশি হয়— 

(A) পর্বতে 

(B) মালভূমিতে 

(C) উপকূলে 

(D) জঙ্গলে 

Ans: (C) উপকূলে

  1. বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 90 ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র 

(A) 10 % 

(B) 20 % 

(C) 15 % 

(D) 30 % – স্থানে 

Ans: (A) 10 %

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer : 

  1. ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি ?

Ans: কেরালা । 

  1. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ? 

Ans: 1028 জন / বর্গ কিলোমিটার । 

  1. ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম লেখো । 

Ans: ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিজ আছে ব্রিটিশ যুক্তরাজ্যে । 

  1. পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক ? Ans: পৃথিবীতে চিনের জনসংখ্যা সর্বাধিক । 
  2. Bell – shaped age sex pyramid লক্ষ করা যায় কোন কোন দেশে ? 

Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র , কানাডা । 

  1. শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে ? 

Ans: ডেনমার্ক , নরওয়ে , জার্মানি , অস্ট্রেলিয়া ।  

  1. অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত ?

Ans: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিমিতে 11-50 জন । 

অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি ও দক্ষিণে প্রতি বর্গ কিমিতে 1-10 জন । 

  1. মেধাপ্রবাহ কী ?

Ans: উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী , শীর্ষব্যবস্থাপক , গবেষক , বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদি স্থানান্তরকে মেধাপ্রবাহ বলে । 

  1. নক্ষত্রাকার বসতি কাকে বলে ? 

Ans: বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়কপথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় । তখন ঐ বসতির আকার নক্ষত্রের মতো হয় ।

  1. জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উল্লম্ব অক্ষ দিয়ে কী প্রকাশ করা হয় ? 

Ans: উল্লম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী – পুরুষ ( ডানদিকে নারী ও বামদিকে পুরুষ ) প্রকাশ করা হয় । 

  1. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো ? 

Ans: কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে । 

  1. গ্লোবাল সিটি কাকে বলে ? 

Ans: বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি , ওয়ার্ল্ড সেন্টার বা আলফা সিটি বলে । 

যেমন— লন্ডন , নিউইয়র্ক , মুম্বই প্রভৃতি । 

  1. অপরিশোধিত জন্মহার কাকে বলে ?

Ans: কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলে । 

  1. মানব উন্নয়ন কাকে বলে ? 

Ans: মানবউন্নয়ন হলো মানুষের জীবনাযাত্রার বহুবিধ আর্থ – সামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য , বাসস্থান , স্বাস্থ্য , সামাজিক সুরক্ষা ইত্যাদির উন্নয়ন । 

  1. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে ? 

Ans: দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে , তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে । 

  1. ‘ Census ‘ কী ? 

Ans: Census হলো এক পদ্ধতি বিশেষ , যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে । 

  1. ” The Population map of India follows the rainfall map’— কেন বলা হয় ? 

Ans: ” The Population map of India follows the rainfall map ” — বলার কারণ হলো কৃষিপ্রধান ভারতে বৃষ্টিপাতের উপরই কৃষিকার্য সম্পূর্ণরূপে নির্ভরশীল । এছাড়া বৃষ্টিপাত জনবৈতন্নকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে । 

রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer : 

  1. পৃথিবীর অসম জনবণ্টনের কারণ কী ? 

Ans: প্রাকৃতিক কারণ জনসংখ্যা বণ্টনে প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অবস্থান , জলবায়ু , ভূপ্রকৃতি , মৃত্তিকা , জল প্রভৃতি প্রাকৃতিক কারণ জনসংখ্যা বণ্টনে প্রভাব বিস্তার করে থাকে । যথা- 

  1) অবস্থান : উচ্চ অক্ষাংশে অবস্থিত এলাকাগুলি প্রবল । শৈত্যের জন্য উদ্ভিদবিরল এবং কৃষির অযোগ্য হয় । ফলে এইসব অঞ্চল জনবিরল । আবার মধ্যঅক্ষাংশ ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কৃষি , পশুপালন ও ব্যাবসাবাণিজ্যের ব্যাপক উন্নতির জন্য জনঘনত্ব বেশি ।

  2) ভূপ্রকৃতি : বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে জীবনধারণ অস্বস্তিকর বলে সাধারণত পার্বত্য ও মালভূমি অঞ্চলগুলিতে জনঘনত্ব কম । অন্যদিকে , সমভূমি অঞ্চলে উর্বর মৃত্তিকা , কৃষিকাজ ও উন্নত যাতায়াত ব্যবস্থা ঘন জনবসতি গড়ে তোলার জন্য অনুকূল । 

  3) জলবায়ু : অস্বাস্থ্যকর অতি উষ্ম ও আর্দ্র জলবায়ু , শীতল মরু জলবায়ু বা অতিশুষ্ক মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে জীবনধারণ কষ্টকর বলে এইসব অঞ্চলে জনবসতি বিশেষ বিশেষ দেখা যায় না । 

  4) মৃত্তিকা : ঊর্বর মৃত্তিকায় কৃজিকাজের প্রাধান্য পরিলক্ষিত । তাই গাঙ্গেয় সমভূমি বা মধ্যইউরোপের উর্বর দোআঁশ , পলিসমৃদ্ধ মৃত্তিকায় অধিক জনঘনত্ব দেখা যায় । 

  5) জলের প্রাপ্যতা : বেশিরভাগ বসতি পানীয় জলের সহজলভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে । 

  6) উদ্ভিদের বণ্টন : বনভূমি থেকে কাঠ সংগ্রহের জন্য বনভূমির কাছাকাছি ঘনবসতি গড়ে ওঠে । 

  7) খনিজ সম্পদের প্রাপ্তি : খনিজ সম্পদ উত্তোলনের জন্য খনিগুলির কাছাকাছি ঘন জনবসতি গড়ে ওঠে । 

অপ্রাকৃতিক কারণ : 

  1) অর্থনৈতিক উন্নতি : পৃথিবীর যে – সমস্ত দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নত , শিল্পে উন্নত যোগাযোগ ব্যবস্থায় উন্নত এবং জীবিকা নির্বাহের সুবিধা প্রভৃতি বেশি ভোগ করে সেখানে জনবসতির প্রাধান্য দেখা যায় । 

  2) রাজনৈতিক ও সামাজিক অবস্থা : রাজনৈতিক কারণে দেশ বিভক্ত হলে জনবসতির তারতম্য দেখা যায় । এছাড়াও সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ক্রিয়াকলাপের কারণে স্থানবিশেষে । জনবসতির তারতম্য গড়ে ওঠে । 

  1. গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্য লেখো । বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো । 

Ans: কোনো বিশেষ কারণে কোনো একটি অঞ্চলে একসাথে অনেক গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠলে তাকে গোষ্ঠীবদ্ধ জনবসতি বলে । গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্য হলো— 

  1) বসতিগুলি ঘনসন্নিবদ্ধভাবে অবস্থান করে । 2) বসতিগুলির ব্যবধান খুবই সামান্য । 3)  বসবাসকারীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধন গড়ে ওঠে । 4) এইপ্রকার বসতি ছোটো ও বড়ো উভয় প্রকারই হতে পারে । এইপ্রকার বসতিতে বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে । 

বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি : কোথাও কোথাও প্রাকৃতিক ও আর্থ – সামাজিক কারণে একটি পরিবার আর একটি পরিবারের থেকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে – ছিটিয়ে বসতি গড়ে তুললে তাকে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি বলে । 

বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার কারণ : বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার কারণগুলি নিম্নরূপ : 1) দুর্গম অরণ্য ও বিস্তীর্ণ তৃণক্ষেত্রের কারণে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠতে দেখা যায় ।  2) প্রতিবন্ধকতাপূর্ণ ভূপ্রকৃতির অবস্থানও বিক্ষিপ্ত বসতির কারণ । 3) জলের সহজলভ্যতার কারণেও বিক্ষিপ্ত , বসতি গড়ে উঠে । 4) বন্যাপ্রবণ অঞ্চলের অবস্থান । 

  1. আয়তন অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো ।

Ans: আয়তন অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ : আয়তন অনুযায়ী পৌরবসতিকে নানা শ্রেণিতে ভাগ করা যায় । তাদের মধ্যে উল্লেখযোগ্য পৌর বসতিগুলি হলো— 

  1) শহর ( Town ) : ভারতীয় আদমশুমারি অনুযায়ী যে সব অঞ্চলের বা স্থানের জনসংখ্যা ন্যূনতম ৫,০০০ , প্রতি বর্গকিমিতে কমপক্ষে ৪০০ জন ও জনসাধারণের ৭৫ শতাংশ অকৃষিজীবী সেই সব পৌরবসতি বা অঞ্চল বা স্থানকে শহর বলে । ছোটো ছোটো শিল্পকে কেন্দ্র করে সাধারণত শহর গড়ে উঠে । 

যেমন — – উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর ।

  2) নগর ( City ) : সাধারণত ১ লক্ষের বেশি এবং ১০ লক্ষের চেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট শহর বা বড়ো পৌরবসতিকে নগর বলা হয় । যেমন – দুর্গাপুর ।

  3) মহানগর ( Metropolis ) : সাধারণভাবে ১০ লক্ষ বা তার বেশি লোকসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে মহানগর বলা হয় । যেমন – দিল্লি , কলকাতা । 

  4) মহানগরপুঞ্জ বা পৌরমহাপুঞ্জ ( Megalopolis ) : যখন মহানগর বাড়তে বাড়তে পার্শ্ববর্তী গ্রামাঞ্চল এবং বড়ো বড়ো নগর ও শিল্পাঞলকে গ্রাস করে এমন এক বিশাল মাপের পৌরবসতিকে পৌরমহাপুঞ্জ বা মহানগরপুঞ্জ বলা হয় । গটম্যান প্রথম মেগালোপলিস শব্দটি ব্যবহার করেন । যেমন – বোস্টন , ফিলাডেলস্ফিয়া প্রভৃতি । 

মেগাসিটি : পৌরবসতির জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে সেই অঞ্চলকে মেগাসিটি বা কনারবেশন বা মেট্রোপ্লেক্স বলা হয় । যেমন — বৃহত্তর মুম্বই , বৃহত্তর কলকাতা পৌরপিণ্ড । – গ্লোবাল সিটি : যে সব নগর বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে তাকে গ্লোবাল সিটি বা ওয়ার্ল্ড সিটি বা আলফা সিটি বা ওয়ার্ল্ড সেন্টার বলে । 

যেমন – লন্ডন , নিউইয়র্ক ইত্যাদি বিশ্ব – নগর । 

দ্বৈত নগরী ( Twin Cities ) : অনেক সময় পাশাপাশি দু’টি নগরের একত্রীকরণের ফলে পরস্পর যুক্ত হয়ে দ্বৈত নগরী গড়ে উঠে ।

  যেমন – ভারতের কলকাতা – হাওড়া , হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ইত্যাদি ।

 উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal HS Class 12th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও কিছু প্রশ্ন ও উত্তর দেখুন :-

উচ্চমাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

HS Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Political Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Philosophy Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sanskrit Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Education Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sociology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Physics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Biology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Chemistry Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Computer Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS All Subjects Suggestion 2025 Click here

Info : Higher Secondary Geography Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Geography Qustion and Answer 

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর   

” উচ্চমাধ্যমিক ভূগোল –  জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  / WB Class 12  / WBCHSE / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন / উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ও উত্তর । HS Geography Suggestion / HS Geography Question and Answer / Class 12 Geography Suggestion / Class 12 Pariksha Geography Suggestion  / Geography Class 12 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / HS Geography Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (HS Geography Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Geography Suggestion  / HS Geography Question and Answer  / Class 12 Geography Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Geography Exam Guide  / HS Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / HS Geography Suggestion  FREE PDF Download) সফল হবে।

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর  

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) HS Geography Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল 

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) HS Geography Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ভূগোল 

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) HS Geography Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দ্বাদশ শ্রেণি ভূগোল  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Geography  

উচ্চমাধ্যমিক ভূগোল (Higher Secondary Geography) – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | Higher Secondary Geography Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  | দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Geography Question and Answer Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | উচ্চমাধ্যমিক ভূগোল সহায়ক – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । HS Geography Question and Answer, Suggestion | HS Geography Question and Answer Suggestion  | HS Geography Question and Answer Notes  | West Bengal HS Class 12th Geography Question and Answer Suggestion. 

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর   – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Geography Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) । HS Geography Suggestion.

WBCHSE Class 12th Geography Suggestion  | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর   – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়)

WBCHSE HS Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | HS Geography Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

HS Geography Question and Answer Suggestions  | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর 

HS Geography Question and Answer  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  HS Geography Question and Answer উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WB Class 12 Geography Suggestion  | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর   – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

HS Geography Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । HS Geography Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 12  Geography Suggestion  Download WBCHSE Class 12th Geography short question suggestion  . HS Geography Suggestion   download Class 12th Question Paper  Geography. WB Class 12  Geography suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the HS Geography Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

HS Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12  Geography Suggestion with 100% Common in the Examination .

Class Twelve XII Geography Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam 

HS Geography Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve XII Geography Suggestion  is provided here. HS Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now