উচ্চমাধ্যমিক সংস্কৃত - শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
উচ্চমাধ্যমিক সংস্কৃত - শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | HS Sanskrit Question and Answer

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer : উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Sanskrit Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 তোমরা যারা শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | HS Class 12th Sanskrit Question and Answer

MCQ প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer : 

  1. গঙ্গার অপর নাম কী ? 

(A) জানকী 

(B) জাহ্নবী 

(C) জাতবেদা 

(D) জাতকী ৷ 

Ans: (B) জাহ্নবী

  1. কখন আর পুনর্জন্ম হবে না ? 

(A) বেদপাঠ করলে 

(B) গঙ্গায় অবগাহন করলে 

(C) অজ্ঞানতা দূর করলে 

(D) দেবপূজা করলে । 

Ans: (B) গঙ্গায় অবগাহন করলে

  1. ‘ হর মে ভগবতী ‘— বক্তা কী দূর করার কথা বলেছেন ? 

(A) তাপ পাপ 

(B) শোক তাপ

(C) রোগ শোক 

(D) রোগ শোক তাপ পাপ ।

Ans: (C) রোগ শোক

  1. যম কাকে দেখতে পায় না ? 

(A) শ্রীহরির ভক্তকে 

(B) গঙ্গার ভক্তকে

(C) শিবের ভক্তকে 

(D) বিষ্ণুর ভক্তকে ।

Ans: (A) শ্রীহরির ভক্তকে

  1. ‘ ত্রিভুবন সারে ‘ কথার অর্থ কী ? 

(A) ত্রিভুবনের শ্রেষ্ঠা 

(B) ত্রিভুবন

(C) ত্রিভুবনবাসী 

(D) স্বৰ্গ , মর্ত্য , পাতাল ।

Ans: (A) ত্রিভুবনের শ্রেষ্ঠা

  1. ‘ স্তোত্র ‘ কথার অর্থ কী ? 

(A) মন্ত্ৰ 

(B) জপ 

(C) স্তব 

(D) তপস্যা । 

Ans: (A) মন্ত্ৰ

  1. ‘ ত্বমসি গতিমম ’ – তুম পদে কাকে বোঝানো হয়েছে ? 

(A) সতী 

(B) লক্ষ্মী 

(C) গঙ্গা 

(D) পার্বতী । 

Ans: (C) গঙ্গা

  1. ভৃত্যশরণ্যে কথার অর্থ কী ? 

(A) ভৃত্য পরিবৃতা 

(B) ভৃত্য নির্ভরশীলা 

(C) ভৃত্য আশ্রয়দাত্রী

(D) ভৃত্যের সহায় । 

Ans: (C) ভৃত্য আশ্রয়দাত্রী

  1. তারিণী শব্দের অর্থ 

(A) বৈষুবী 

(B) কালিকা 

(C) মাঝি 

(D) ত্রাণকর্ত্রী । 

Ans: (D) ত্রাণকর্ত্রী ।

  1. ‘ শঙ্করমৌলিবিহারিণী ‘ পদটি কোন বিভক্তিতে আছে ? 

(A) সপ্তমী 

(B) দ্বিতীয়া 

(C) সম্বোধন 

(D) প্রথমা । 

Ans: (C) সম্বোধন

  1. ‘ মুনিবরকন্যে ’ এখানে মুনিবর কে ? – 

(A) জহ্নু 

(B) কশ্যপ 

(C) বিশ্বামিত্র 

(D) নারদ । 

Ans: (A) জহ্নু

  1. শঙ্করাচার্য কোন রাজ্যের অধিবাসী ? 

(A) কেরল 

(B) কর্ণাটক 

(C) অন্ধ্রপ্রদেশ 

(D) পারস্য । 

Ans: (A) কেরল

  1. দেবতাদের ঈশ্বরী কে ? 

(A) গঙ্গা 

(B) যমুনা 

(C) শিপ্রা

(D) বিতস্তা ।

Ans: (A) গঙ্গা

  1. ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ – এর লেখক কে ? 

(A) গোবিন্দকৃত্স্ন মোদক 

(B) শ্রীশঙ্করাচার্য

(C) ত্রিবিক্রমভট্ট 

(D) স্কন্দরাজ ।

Ans: (B) শ্রীশঙ্করাচার্য

  1. গঙ্গা বাস করেন 

(A) বিয়ুর চরণে 

(B) শিবের মাথায়

(C) ব্রহ্মার চরণে 

(D) ইন্দ্রের চরণে ।

Ans: (B) শিবের মাথায়

  1. ভবসাগর বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে ?  

(A) গঙ্গা 

(B) যমুনা 

(C) বিতস্তা 

(D) সরস্বতী । 

Ans: (A) গঙ্গা

  1. ভবসাগর কথার অর্থ কী ? 

(A) ভারত মহাসাগর 

(B) বঙ্গোপসাগর 

(C) সংসাররূপ সাগর

(D) গঙ্গাসাগর 

Ans: (C) সংসাররূপ সাগর

  1. “ তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ ” — কার কৃপা ? 

(A) গঙ্গা 

(B) বিষ্ণু 

(C) শিব 

(D) কৃত্স্ন । 

Ans: (A) গঙ্গা

  1. কুমতিকলাপম কাকে বলা হয়েছে ? 

(A) কুবুদ্ধিসমূহ 

(B) কুদৃশ্যাবলি 

(C) কুৎসিতরুপসম্পন্ন

(D) আকাঙ্ক্ষা । 

Ans: (A) কুবুদ্ধিসমূহ

  1. গঙ্গা কোন দেবতার জটাজলে বিহার করেন ? (A) ব্রহ্মা 

(B) মহাদেব 

(C) বিন্ধু 

(D) কৃষ্ণ । 

Ans: (B) মহাদেব

  1. পৃথিবীর কল্পলতা কে ? 

(A) যমুনা 

(B) গঙ্গা 

(C) বিতস্তা 

(D) শিল্পা । 

Ans: (B) গঙ্গা

  1. ‘ মুনিবরকন্যে’— এখানে কোন মুনির কথা বলা হয়েছে ? 

(A) জহ্নু 

(B) কশ্যপ 

(C) বিশ্বামিত্র 

(D) নারদ । 

Ans: (A) জহ্নু

  1. “ তব জলমহিমা খ্যাতঃ ” — 

(A) অলকায় 

(B) নিগমে 

(C) ভুবনে 

(D) স্বর্গে । 

Ans: (B) নিগমে

  1. ত্রিভুবনতারিণী কাকে বলা হয়েছে ? –

(A) পদ্মা 

(B) গঙ্গা 

(C) যমুনা 

(D) কৃষ্ণ । 

Ans: (B) গঙ্গা

  1. ” পরম্পদং খলু তেন গৃহীতম ” – কে পরমপদ প্রাপ্ত হয় ? 

(A) যে গঙ্গাকে দর্শন করে 

(B) যে গঙ্গাজল পান করে 

(C) যে গঙ্গাতীরে বাস করে 

(D) যে গঙ্গায় স্নান করে । 

Ans: (B) যে গঙ্গাজল পান করে

  1. ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ কোন শ্রেণির রচনা ? 

(A) শ্লোক 

(B) ভাষ্য 

(C) স্তোত্র 

(D) দার্শনিক রচনা । 

Ans: (C) স্তোত্র

  1. কার দুষ্কর্মের ভার দূর করতে বলা হয়েছে ? 

(A) ভারতের 

(B) পৃথিবীর 

(C) শঙ্করাচার্যের 

(D) সগরবংশের । 

Ans: (C) শঙ্করাচার্যের

  1. ‘ মৌলি ’ শব্দের অর্থ – 

(A) পুষ্প 

(B) মুকুট 

(C) চন্দ্র 

(D) ত্রিশূল । 

Ans: (B) মুকুট

  1. গঙ্গাজলের মহিমা – 

(A) ব্যাকরণশাস্ত্রে প্রসিদ্ধ 

(B) বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ

(C) গণিতশাস্ত্রে প্রসিদ্ধ 

(D) জ্যোতিষশাস্ত্রে প্রসিদ্ধ । 

Ans: (B) বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ

  1. জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ কী ? 

(A) গর্ভ 

(B) উদর 

(C) মস্তিষ্ক 

(D) বক্ষ 

Ans: (A) গর্ভ

  1. পারাবারবিহারিণী বলতে কাকে বোঝানো হয়েছে ? 

(A) আলকানন্দা 

(B) যমুনা 

(C) গঙ্গা 

(D) সরস্বতী । 

Ans: (C) গঙ্গা

  1. শ্রীগঙ্গাস্তোত্রম্ পাঠ্যাংশে কয়টি স্তোত্র আছে ? (A) নয়টি 

(B) আটটি 

(C) দশটি 

(D) এগারোটি । 

Ans: (C) দশটি

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer : 

  1. শঙ্করাচার্য কেন গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন ?

Ans: শঙ্করাচার্য সংসাররূপী সাগর পার হবার জন্য গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন । 

  1. গঙ্গাকে প্রণাম করলে কী হয় ? 

Ans: গঙ্গাকে প্রণাম করলে সব দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় । 

  1. গঙ্গাদেবী কোথা থেকে নিঃসৃত হচ্ছেন ? 

Ans: পৌরাণিক কাহিনি অনুসারে গঙ্গা বিয়ুর চরণ – কমল থেকে নিঃসৃত হচ্ছেন । 

  1. গঙ্গার ২ টি মহিমা উল্লেখ করো । 

Ans: গঙ্গার অনেক মহিমার মধ্যে ২ টি হলো – ( ১ ) গঙ্গাকে প্রণাম করলে শোক এড়ানো যায় । ( ২ ) যে গঙ্গার জল পান করে সে পরমপদ লাভ করে । 

  1. গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না ? Ans: গঙ্গাদেবীর ভক্তকে যমরাজও স্পর্শ করতে পারেন না । 
  2. গঙ্গার প্রতি কারা চঞ্চল কটাক্ষপাত করেন ?

Ans: অন্য দেববধূরা দেবী গঙ্গার প্রতি চঞ্চল কটাক্ষপাত করেন । 

  1. ‘ শঙ্করমৌলি ’ পদে মৌলি শব্দের অর্থ কী ?

Ans: মৌলি বলতে বোঝায় মস্তক । গঙ্গা শিবের চুলের জটায় বসবাস করেন । 

  1. কাকে বলা হয় বৈকুণ্ঠ ? 

Ans: ভগবান বিষ্ণুর বসবাসের স্থানকে বলে বৈকুণ্ঠ বা বিশ্ব্বলোক । বিষুর চরণ থেকেই দেবী নির্গত হন । 

  1. গঙ্গার অপর নাম ভীষ্মজননী কেন ? 

Ans: গঙ্গার রূপে আকৃষ্ট হয়ে রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেন । এরপর গঙ্গার গর্ভে ভীষ্মরূপী অষ্টম বসুর জন্ম হয় । এজন্য গঙ্গার অপর নাম ভীষ্মজননী ।

  1. গঙ্গাজলের মহিমা কোথায় ? 

Ans: গঙ্গায় স্নান করলে পুনর্জন্মের হাত থেকে বাঁচা যায় । 

  1. গঙ্গার চরণ কীসের দ্বারা রঞ্জিত হয় ? 

Ans: দেবরাজ ইন্দ্রের মুকুটে অবস্থিত মণিমালার মাধ্যমে গঙ্গার চরণ রঞ্জিত হয় । 

  1. ‘ কাতরবন্দ্যে ‘ – এর অর্থ কী ? 

Ans: একথার অর্থ দীনজনের মাধ্যমে বন্দিতা । 13. অলকানন্দে কোন বিভক্তি ? 

Ans: সম্বোধনে প্রথমা বিভক্তি । 

  1. জাহ্নবী কার নাম এবং কেন ? 

Ans: জহ্নু মুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী। 

  1. “ হর মে ভগবতী ” — কাকে , কী হরণ কারার কথা বলা হয়েছে ? 

Ans: গঙ্গাকে শোক , তাপ , পাপ , রোগ হরণ করার কথা বলা হয়েছে । 

  1. ‘ নহেং জানে ‘ – কে , কী জানে বা বলেছে ?

Ans: শঙ্করাচার্য গঙ্গাদেবীর মহিমা জানেন । 

  1. ” কুরু কৃপয়া ” – কৃপা করে কী করার কথা বলা হয়েছে ? 

Ans: ভবসাগর পার করার কথা বলা হয়েছে । 

  1. গঙ্গাকে কোন বৃক্ষশাখার সঙ্গে তুলনা করা হয়েছে ? 

Ans: কল্প বৃক্ষশাখার সঙ্গে দেবী গঙ্গাকে তুলনা করা হয়েছে । 

  1. গঙ্গাকে কে প্রণাম করেন ? 

Ans: দেবরাজ ইন্দ্র গঙ্গাকে প্রণাম করেন । 

  1. কলুষ ‘ শব্দের অর্থ কী ? 

Ans: এর অর্থ পাপ । 

  1. শঙ্করাচার্য রচিত একটি দার্শনিক গ্রন্থের নাম লেখো । 

Ans: গ্রন্থটির নাম ‘ শারীরকসূত্রভাষ্য ‘ । 

  1. গঙ্গার তরঙ্গের প্রকৃতি কেমন ? 

Ans: গঙ্গার তরঙ্গ অত্যন্ত চঞ্চল প্রকৃতির । 

  1. গঙ্গাকে পারাবারবিহারিণী বলে সম্বোধন করার কারণ কী ? 

Ans: গঙ্গা সমুদ্রে পতিত হয়েছে , তাই । 

  1. ‘ করুণাপাঙ্গে ‘ শব্দের অর্থ লেখো । 

Ans: এর অর্থ হলো হে কৃপাদৃষ্টিসম্পন্ন দেবী । 

  1. ‘ মহিমোতুঙ্গে ‘ – একথার অর্থ কী ? 

Ans: এর অর্থ গঙ্গার মহিমা অতুলনীয় । পৃথিবীতে এমন কিছু নেই যার মহিমা গঙ্গাকে ছাপিয়ে যায় । এজন্য একথা বলা হয়েছে । 

  1. বৈকুণ্ঠে তস্য নিবাস ‘ – তস্য পদে কার কথা বোঝানো হয়েছে ? 

Ans: গঙ্গার তীরে যাদের বসবাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলে ধরে নেওয়া হয় । 

  1. ‘ গিরিবর ’ বলতে কাকে বোঝানো হয়েছে ?

Ans: ‘ গিরিবর ’ বলতে পর্বতশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে । 

  1. গঙ্গার অপর নাম জাহ্নবী কেন ? 

Ans: জহ্নু মুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী। 

  1. গঙ্গাকে ‘ সুখদে শুভদে ‘ বলা হয় কেন ? Ans: দেবী গঙ্গা একইসঙ্গে মানুষকে সুখ দেন ও সকলের মঙ্গল করেন । এজন্য একথা বলা হয়েছে । 
  2. ‘ গঙ্গাস্তোত্রম্ ‘ – এ গঙ্গা ছাড়া অন্য কোন দেবতার নাম করা হয়েছে ? 

Ans: এঁরা হলেন শঙ্কর বা শিব , হরি বা বিয়ু , দেবরাজ ইন্দ্র এবং যমরাজ । 

রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer : 

  1. গঙ্গাস্তোত্রম্ এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো ।

Ans: দার্শনিক – কবি শ্রীশঙ্করাচার্য তার ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ নামে স্তোত্রে গঙ্গার জলের রূপ ও মহিমা ব্যক্ত করেছেন— 

  গঙ্গা শঙ্করমৌলিবিহারিণী অর্থাৎ দেবী গঙ্গা শিবের জটায় বাস করেন । সেই স্থান থেকে নির্গত হয়ে সমুদ্রবাহিনী হয়ে পৃথিবীর বুকে বয়ে চলেন তিনি । তার চঞ্চল তরঙ্গময় শরীর । হিমালয়ের বুক বেয়ে নেমে আসার ফলে গঙ্গার জলে ভেসে আসে । হিমালয়ের অনেক ভাঙা পাথরের টুকরো । পুরাণে বলা আছে , বিষুর চরণ থেকে নির্গতা হয়েছিলেন দেবী গঙ্গা । গঙ্গার তরঙ্গের রং তুষারশুভ্র চঁাদের মতো বা মুক্তোর মতো সাদা । তাঁর জল নির্মল । গঙ্গার জলের মহিমা পৌরাণিক গ্রন্থগুলিতে বহুবিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে । কবি তার সবকিছু জানেন না । তবুও তিনি যা জানেন তা – ই ব্যক্ত করেছেন , গঙ্গার জল যিনি পান করেন তিনি নিশ্চয়ই পরম ধাম লাভ করেন । সংসারচক্রে আর তাকে আবর্তিত হতে হয় না । তাই কবি বলেছেন— 

 ” তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃস্নাতঃ 

পুনরপি জঠরে সোহপি ন জাতঃ । ” 

  গঙ্গার সর্বজনপাবনী রূপটিও জানাতে ভোলেননি কবি । তরলতরঙ্গা দেবী গঙ্গা মূর্তরূপে তার জলস্পর্শের সুযোগ দিয়ে পতিতদের উদ্ধার করেন । 

  1. শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনা জানিয়েছেন তা লিপিবদ্ধ করো । 

Ans: দার্শনিক – কবি শঙ্করাচার্য তার ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ স্তোত্র – কবিতায় দেবী গঙ্গার রূপ – সৌন্দর্য্য বর্ণনা করেছেন । এর পাশাপাশি নিজের অজ্ঞানতার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করে কৃপাময়ী দেবীকে উদ্ধার করার জন্য প্রার্থনা জানিয়েছেন । দেবীর মহিমা অপার । প্রাচীন কাল থেকে তিনি প্রবাহিত । এই গঙ্গার কথা শাস্ত্রে পড়েছেন কবি । শুনেছেন , সগররাজের বংশধর ভগীরথ দেবী গঙ্গাকে মর্ত্যে আনেন । গঙ্গা পতিতকে উদ্ধার করেন । গঙ্গায় স্নান করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না । দেবী গঙ্গার বহুবিধ মহিমার কথা শাস্ত্রে বর্ণিত আছে । কিন্তু কবির পক্ষে সেই মহিমা প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়নি । শাস্ত্রজ্ঞান নয় , প্রত্যক্ষভাবে গঙ্গার মহিমা উপলব্ধির জন্য কবি ব্যাকুল হয়েছেন । যেদিন তিনি নিজে এই মহিমা উপলব্ধি করতে পারবেন সেদিনই হবে তাঁর মুক্তি । তাই দেবীর কাছে তার একান্ত মিনতি , তিনি দেবীর মহিমা জানেন না । তাই কৃপাময়ী দেবী যেন সংসার – সমুদ্রে ভাসমান কবিকে রক্ষা করেন । 

  1. “ ত্বমসি গতিমম খলু সংসারে ‘ কে , কেন একথা বলেছেন ? 

Ans: একাধারে কবি তথা দার্শনিক শঙ্করাচার্য দেবী গঙ্গার প্রতি অপার আস্থা রাখেন । আলোচ্য পাঠ্যাংশে তিনি গঙ্গার অলৌকিক মহিমা উল্লেখ করে প্রার্থনা জানিয়েছেন দেবী যেন কবিকে পার্থিব শোক – তাপ – যন্ত্রণা ও কুমতি থেকে রক্ষা করেন । তিনি মনে করেন , দেবী গঙ্গাই একমাত্র অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা কবিকে রক্ষা করতে পারেন । তাই বলেছেন – ত্বমসি গতিমম খলু সংসারে । ” 

  সনাতন হিন্দুদের কাছে গঙ্গার পবিত্রতা ও অপার মহিমা যুগ যুগ ধরে শাস্ত্রে বা মানুষের বিশ্বাসে বিরাজমান । এর মূলে অবশ্য প্রাচীন ভারতীয় হিন্দু ঋষিদের ঐকান্তিক নিষ্ঠা ও গঙ্গার প্রতি অপরিসীম ভক্তির ভূমিকা আছে । গঙ্গা এখানে পতিতোদ্ধারিণী বলে পরিচিত । গঙ্গাকে ভারতীয়রা দেবীজ্ঞানে পূজা করে । গঙ্গার জল আমাদের কাছে অত্যন্ত পবিত্র । 

  হিন্দুদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গঙ্গাই একমাত্র গতি অর্থাৎ “ গাঙ্গে পরমা গতি ” । গঙ্গা মানুষের হৃদয় জুড়ে কোটি কোটি বছর ধরে বিরাজমান । গঙ্গার জল মনের সব কলুষতা বা অপরাধবোধ থেকে মুক্ত করে , এটাই ভারতীয়দের বিশ্বাস । এই বিশ্বাস চলে আসছে যুগ যুগ ধরে । আদি কবি বাল্মীকি বলেছেন , গঙ্গার তীরে বসবাস , গঙ্গাজল পান , তার তরঙ্গ দেখা , গঙ্গার নাম জপ করতে করতে গঙ্গার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেই যেন তার মৃত্যু হয় । 

  1. আলোচ্য পাঠ্যাংশে যেরূপ গঙ্গাভক্তির পরিচয় পাওয়া যায় তা লেখো । 

Ans: আচার্য শঙ্করাচার্য তাঁর শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ স্তোত্র কবিতায় দেবী গঙ্গার প্রতি অপার ভক্তির পরিচয় দিয়েছেন । ভক্তিভরে তিনি গঙ্গার মহিমা কীর্তন করেছেন । 

  ইহজগতে রোগ – শোক – তাপ মানুষকে পীড়িত করে । কবি বিশ্বাস করেন এসবের হাত থেকে পরম – মুক্তি পেতে গঙ্গাই একমাত্র সম্বল । গঙ্গার মুক্তিদায়িনী তথা কল্যাণকামী রূপকেই আহ্বান করেছেন কবি । দেবী গঙ্গা অলকানন্দা । তিনি সুরধুনী , পরমানন্দস্বরূপিনী । রাজা ভগীরথের চেষ্টায় মর্ত্যে দেবীর আগমন । কবি জানেন গঙ্গার জল পান করার অর্থ অমরত্ব লাভ । গঙ্গা পাপী মানুষদের উদ্ধার করেন । তাই দেবী পতিতোদ্ধারিণী । গঙ্গাকে প্রণাম করলে দুঃখ চলে যায় । পাপী মানুষকে নরকে যাওয়া থেকে আটকাতে পারেন গঙ্গা । তিনি মানুষের মনের কলুষ নাশ করেন । 

  কবি গঙ্গার কল্যাণময়ী মূর্তি দেখেছেন । একইসঙ্গে নিজের মনের ইচ্ছেও জানিয়েছেন । কবির ভক্তি যেন দেবীর চরণে ঠাঁই পায় , এটাই তার প্রার্থনা । অজ্ঞানতা দূর করে গঙ্গা যেন কবির চিরমুক্তির পথ প্রশস্ত করে দেন । সকল পার্থিব জড়তা থেকে মুক্ত হয়ে কবি যেন পরমানন্দের পথে চলতে পারেন – এটাই শঙ্করাচার্যের প্রার্থনা ।

  1. দেবী গঙ্গার উদ্দেশে ‘ হরিপাদপদ্মতরঙ্গিণী ‘ সম্বোধনের ব্যাখ্যা দাও । 

Ans: কবি শঙ্করাচার্য এই স্তোত্র কবিতায় দেবী গঙ্গাকে ‘ হরিপাদপদ্মতরঙ্গিণী ’ বলে সম্বোধন করেছেন । এর পিছনে আছে অদ্ভুত এক পৌরাণিক কাহিনি । ‘ হরিপাদপদ্মতরঙ্গিণী ’ বলতে বোঝায় হরি তথা বিয়ুর পদকমল থেকে তরঙ্গরূপে প্রবাহিত হয়েছেন দেবী গঙ্গা । ব্রহ্মকৈবর্তপুরাণে বর্ণিত আছে এই কাহিনি । কাহিনি অনুসারে , একদা শ্রীকৃয়ের প্রেমে পাগল হয়ে যান দেবী গঙ্গা । শ্রীকৃষ্ণও হন গঙ্গার প্রতি প্রণয়াসক্ত । এটা জানতে পেরে কৃষ্বের প্রেমিকা রাধা প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং গঙ্গাকে গিলে খেতে উদ্যত হন । তখন রাধার কোপ থেকে বাঁচতে গঙ্গা শ্রীকৃষ্ণের শরণ নেন । ফলে সারা পৃথিবীতে জলসংকট শুরু হয় । এমতাবস্থায় শ্রীকৃয় নখের ডগা দিয়ে গঙ্গাকে বের করে দেন । এই কাহিনি অনুসারে গঙ্গার আরেক নাম ‘ হরিপাদপদ্মতরঙ্গিণী ’ । এজন্যই কবি গঙ্গাকে এই নামে সম্বোধন করেছেন । 

  1. গঙ্গার উদ্দেশে ‘ ভীষ্মজননী ‘ সম্বোধনের তাৎপর্য লেখো । 

Ans: আচার্য শঙ্করাচার্য তার ‘ গঙ্গাস্তোত্রম্ ‘ কবিতায় দেবী গঙ্গার অপার্থিব মহিমা কীর্তন করেছেন । গঙ্গাকে এখানে তিনি জননীর প্রতীকে চিহ্নিত করেছেন । 

  মহাভারতে বর্ণিত কাহিনি অনুসারে , একবার বশিষ্ঠ মুনি বসুদের অভিশাপ দেন তারা মানুষরূপে পৃথিবীতে জন্ম নেবে । তখন তাদের প্রার্থনায় গঙ্গা অপরূপ রূপ ধারণ করে রাজা শান্তনুকে মুগ্ধ করেন । শান্তনু গঙ্গাকে বিয়ে করতে চান । গঙ্গা একটি শর্তে শান্তনুকে স্বামী হিসেবে মেনে নেন । শর্ত ছিল , শান্তনু গঙ্গার কোনো কাজে বাধা দিলে সেই মুহূর্তে তাকে ত্যাগ করবেন । এরপর গঙ্গার ঔরসে একে একে ৭ টি সন্তান জন্ম নেয় ৷ গঙ্গা প্রতিটিকেই নদীতে নিক্ষেপ করেন । অষ্টম ছেলে জন্ম নেওয়ার পর গঙ্গার কাজে বাধা দেন রাজা শান্তনু । শর্ত ভঙ্গ করায় গঙ্গা বিদায় নেন । তবে সদ্যোজাতকে সঙ্গে নিয়ে যান । ৩৬ বছর পর রাজোচিত শিক্ষা দিয়ে ওই ছেলেকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন গঙ্গা । এই ছেলের নাম দেবব্রত । তিনি ভীষ্ম নামে পরিচিত হন । এজন্যই গঙ্গাকে ভীষ্মজননী বলা হয় । 

 উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – West Bengal HS Class 12th Sanskrit Question and Answer / Suggestion / Notes Book

আরোও কিছু প্রশ্ন ও উত্তর দেখুন :-

উচ্চমাধ্যমিক সংস্কৃত সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

HS Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Political Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Philosophy Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sanskrit Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Education Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Sociology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Physics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Biology Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Chemistry Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS Computer Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

HS All Subjects Suggestion 2025 Click here

Info : Higher Secondary Sanskrit Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Sanskrit Qustion and Answer 

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর   

” উচ্চমাধ্যমিক সংস্কৃত –  শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  / WB Class 12  / WBCHSE / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন / উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ও উত্তর । HS Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion  / Sanskrit Class 12 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / HS Sanskrit Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion  / HS Sanskrit Question and Answer  / Class 12 Sanskrit Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Sanskrit Exam Guide  / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / HS Sanskrit Suggestion  FREE PDF Download) সফল হবে।

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর  

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর।

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত 

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর।

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত 

শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দ্বাদশ শ্রেণি সংস্কৃত  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Sanskrit  

উচ্চমাধ্যমিক সংস্কৃত (Higher Secondary Sanskrit) – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | Higher Secondary Sanskrit Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক সংস্কৃত সহায়ক – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন ও উত্তর । HS Sanskrit Question and Answer, Suggestion | HS Sanskrit Question and Answer Suggestion  | HS Sanskrit Question and Answer Notes  | West Bengal HS Class 12th Sanskrit Question and Answer Suggestion. 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর   – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য । HS Sanskrit Suggestion.

WBCHSE Class 12th Sanskrit Suggestion  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর   – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য

WBCHSE HS Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | HS Sanskrit Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

HS Sanskrit Question and Answer Suggestions  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর 

HS Sanskrit Question and Answer  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  HS Sanskrit Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WB Class 12 Sanskrit Suggestion  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর   – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর । HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 12  Sanskrit Suggestion  Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion  . HS Sanskrit Suggestion   download Class 12th Question Paper  Sanskrit. WB Class 12  Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the HS Sanskrit Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

HS Sanskrit Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12  Sanskrit Suggestion with 100% Common in the Examination .

Class Twelve XII Sanskrit Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam 

HS Sanskrit Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve XII Sanskrit Suggestion  is provided here. HS Sanskrit Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now