রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ
West Bengal Government Job 2023
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ | West Bengal Government Job 2023 : আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন? তাহলে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department) আপনার জন্য নিয়ে এসেছে গ্র্যাজুয়েট (শিক্ষক), অষ্টম শ্রেণী (গ্রুপ ডি ও সি) পাস চাকরি-প্রার্থীদের জন্য রাজ্যে প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। এটি চুক্তি ভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department) দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এক্ষেত্রে প্রাথমিক – উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা একাধিক। উল্লেখিত চুক্তি ভিত্তিক এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023 (Job Notification – West Bengal Government Job 2023) সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ | West Bengal Primary Teacher and Non-Teacher (Group-D, C) Recruitment 2023
প্রতিষ্ঠান (Job Organize) | পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department) |
পদের নাম (Name of the Job Post) | প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি |
শূন্যপদ (Vacancy) | ২৪ টি পদ |
যােগ্যতা (Eligibility) | গ্র্যাজুয়েট (শিক্ষক), অষ্টম শ্রেণী (গ্রুপ ডি ও সি) পাস |
বয়সসীমা (Age Limit) | ১৮ বছর |
বেতনক্রম (Salary) | শিক্ষক – প্রায় 22,700/- টাকা থেকে 37,500/- টাকা, গ্রুপ ডি ও সি – প্রায় 12,700/- টাকা থেকে 22,500/- টাকা |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) | ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক |
আবেদনের পদ্ধতি (Application Procedure) | অফলাইন (Offline) |
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) | www.s24pgs.gov.in |
বিজ্ঞপ্তি নম্বর :
BS No.003 & 494/495 Dated – 22/05/2023
প্রতিষ্ঠানের নাম :
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department)।
পদের নাম :
- শিক্ষক (TEACHER)
- অশিক্ষক কর্মী (NON TEACHER)
- গ্রুপ – সি (GROUP – C)
- গ্রুপ – ডি (GROUP – D)
- নিরাপত্তা কর্মী (SECURITY GUARD)
- নৈশ প্রহরী (NIGHT GUARD)
শূন্যপদ :
প্রায় ২৪ টি পদে প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি নিয়োগ করা হবে। এটি কেবল এক জেলার জন্য। এরপর অন্য জেলাও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
যােগ্যতা :
শিক্ষক পদে আবেদন করতে হলে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রাথমিক স্কুলে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ৪৫ থেকে ৫০শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । অবসর প্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়াহবে।
অন্যদিকে উচ্চ প্রাথমিকে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষক পদের ক্ষেত্রে যে যে বিষয়ের ওপর আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল,
- বাংলা (Bengali)
- ইংরাজি (English)
- অঙ্ক (Mathematics)
- ইতিহাস (History)
- ভূগোল (Geography)
গ্রুপ ডি ও সি পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস হতে হবে, বাংলা লিখতে ও পড়তে জানতে হবে (নেপালিরা এক্ষেত্রে ছাড় পাবে), অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমা :
১৮ বছরের বেশি বয়স হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে ৪৫ বছর অর্থাৎ ৪৫ বছরের কম হলেই আবেদন করা যাবে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম :
এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে শিক্ষক – প্রায় 22,700/- টাকা থেকে 37,500/- টাকা, গ্রুপ ডি ও সি – প্রায় 12,700/- টাকা থেকে 22,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া :
দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, পাস করলে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।
নিয়োগের স্থান :
উল্লেখিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য শিক্ষা দফতরের অধীনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের অধীনে জেলার একাধিক ইংরাজি ও বাংলা মাধ্যম স্কুলে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য :
প্রার্থীদের আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার যাবতীয় প্রমান পত্র সহযোগে নিজের বায়োডাটা অর্থাৎ জীবনী পঞ্জি সহ আগামী 7 থেকে 9 জুন তারিখ সকাল ১০ টার মধ্যে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।
Date Of Interview –
07/06/2023, 08/06/2023 & 09/06/2023
Time – 10.00 AM
Place Of Interview –
Conference Hall of District Education Officer, Samagra Sikshya Mission, 8th Floor, New Administrative Building , Alipore, Kolkata -700027.
ডকুমেন্টস এর প্রয়োজন:
আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস গুলি নিয়ে হাজির থাকতে হবে। যেমন –
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- পাসপোর্ট সাইজের ফটোকপি।
- চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- অন্যান্য।
নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।
Notification | Download Link |
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ | West Bengal Government Job 2023 | Click Here to Download |
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023 FAQ :
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি নিয়োগের প্রতিষ্ঠান এর নাম কি?
Ans: পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department)।
- পদের নাম কি ?
Ans: প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদের শূন্যপদ কত ?
Ans: ২৪ টি পদ।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে যোগ্যতা কী ?
Ans: গ্র্যাজুয়েট (শিক্ষক), অষ্টম শ্রেণী (গ্রুপ ডি ও সি) পাস।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে বয়সসীমা কত?
Ans: ১৮ বছর।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে বেতনক্রম কত?
Ans: শিক্ষক – প্রায় 22,700/- টাকা থেকে 37,500/- টাকা, গ্রুপ ডি ও সি – প্রায় 12,700/- টাকা থেকে 22,500/- টাকা।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নির্বাচন প্রক্রিয়া কি?
Ans: ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে কর্মসংস্থান প্রকার কি?
Ans: চুক্তি ভিত্তিক।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে আবেদন ফি কত?
Ans: 160 টাকা+ সার্ভিস চার্জ।
- প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে আবেদন কিভাবে করবো?
Ans: প্রার্থীদের প্রমান পত্র সহযোগে নিজের বায়োডাটা অর্থাৎ জীবনী পঞ্জি সহ আগামী 7 থেকে 9 জুন তারিখ সকাল ১০ টার মধ্যে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।
[আরও দেখুন, 6000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ
আরও দেখুন, জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ
আরও দেখুন, যুবশ্রী প্রকল্প – Yuvashree Scheme in Bengali
আরও দেখুন, কর্মসাথী প্রকল্প – Karma Sathi Scheme in Bengali]
রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023 ” পােস্টটি পড়ার জন্য। রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023 পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই রাজ্য প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি ও সি পদে নিয়োগ – West Bengal Government Job 2023 পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।