জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ | West Bengal Librarian Recruitment 2023
জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ | West Bengal Librarian Recruitment 2023

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ

West Bengal Librarian Recruitment 2023

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ | West Bengal Librarian Recruitment 2023 : আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন? তাহলে জেলা গ্রন্থাগার ভবন, মুর্শিদাবাদ আপনার জন্য নিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ চাকরি-প্রার্থীদের জন্য রাজ্যে লাইব্রেরিয়ান (Librarian) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

    জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023 (Job Notification – West Bengal Librarian Recruitment 2023) সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ | West Bengal Librarian Recruitment 2023

প্রতিষ্ঠান (Job Organize) জেলা গ্রন্থাগার ভবন, মুর্শিদাবাদ
পদের নাম (Name of the Job Post) লাইব্রেরিয়ান (Librarian)
শূন্যপদ (Vacancy) ৩৬ টি পদ
যােগ্যতা (Eligibility) উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ
বয়সসীমা (Age Limit) ১৮ বছর
বেতনক্রম (Salary) 22,700/- টাকা থেকে 58,500/- টাকা
কর্মসংস্থান প্রকার (Employment Type) ফুল টাইম
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক
আবেদনের পদ্ধতি (Application Procedure) অনলাইন (Online)
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) https://murshidabad.gov.in/ or https://lib.recruitmentmurshidabad.in/

বিজ্ঞপ্তি নম্বর :

No.002-05/2023

প্রতিষ্ঠানের নাম : 

জেলা গ্রন্থাগার ভবন, মুর্শিদাবাদ।

পদের নাম :

লাইব্রেরিয়ান (Librarian)।

শূন্যপদ :  

প্রায় ৩৬ টি পদে লাইব্রেরিয়ান (Librarian) নিয়োগ করা হবে। এটি কেবল এক জেলার জন্য। এরপর অন্য জেলাও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

যােগ্যতা : 

এই পদে সবাই আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ হতে হবে, বাংলা লিখতে ও পড়তে জানতে হবে (নেপালিরা এক্ষেত্রে ছাড় পাবে), অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়সসীমা : 

১৮ বছরের বেশি বয়স হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে ৪০ বছর অর্থাৎ ৪০ বছরের কম হলেই আবেদন করা যাবে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম : 

এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 22,700/- টাকা থেকে 58,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।

কর্মসংস্থান প্রকার : 

ফুল টাইম ।

নির্বাচন প্রক্রিয়া : 

দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, পাস করলে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-

  • প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট হলো – https://murshidabad.gov.in/ or https://lib.recruitmentmurshidabad.in/
  • এরপর চাকরিপ্রার্থীদের apply online অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, ইত্যাদি অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।
  • সবশেষে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অফিসের নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে সেগুলো আপলোড করতে হবে
  • অবশেষে আবেদন ফি জমা করতে হবে
  • আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ফটোকপি।
  • চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • অন্যান্য।

নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।

Notification Download Link
জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ | West Bengal Librarian Recruitment 2023 Click Here to Download

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023 FAQ : 

  1. লাইব্রেরিয়ান (Librarian) নিয়োগের প্রতিষ্ঠান এর নাম কি?

Ans: জেলা গ্রন্থাগার ভবন, মুর্শিদাবাদ।

  1. পদের নাম কি ?

Ans: লাইব্রেরিয়ান (Librarian)।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদের শূন্যপদ কত ?

Ans: ৩৬ টি পদ।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে যোগ্যতা কী ?

Ans: উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে বয়সসীমা কত?

Ans: ১৮ বছর।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে বেতনক্রম কত? 

Ans: 22,700/- টাকা থেকে 58,500/- টাকা।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে নির্বাচন প্রক্রিয়া কি? 

Ans: ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে কর্মসংস্থান প্রকার কি? 

Ans: ফুল টাইম।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে আবেদন ফি কত? 

Ans: 160 টাকা+ সার্ভিস চার্জ।

  1. লাইব্রেরিয়ান (Librarian) পদে আবেদন কিভাবে করবো? 

Ans: অনলাইনের মাধ্যমে https://murshidabad.gov.in/ or https://lib.recruitmentmurshidabad.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

[আরও দেখুন, 6000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ

আরও দেখুন, গীতাঞ্জলি আবাস যোজনা – Gitanjali Awas Yojana in Bengali

আরও দেখুন, যুবশ্রী প্রকল্প – Yuvashree Scheme in Bengali

আরও দেখুন, কর্মসাথী প্রকল্প – Karma Sathi Scheme in Bengali]

জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023  ” পােস্টটি পড়ার জন্য। জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023 পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই জেলায় জেলায় লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ – West Bengal Librarian Recruitment 2023 পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।