বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer
বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায়

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer : বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Bonbhojoner Byapar Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali)
গল্প (Golpo) বনভোজনের ব্যাপার (Bonbhojoner Byapar)
লেখক (Writer) নারায়ণ গঙ্গোপাধ্যায়

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Bonbhojoner Byapar Question and Answer 

MCQ | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bonbhojoner Byapar MCQ Question and Answer :

  1. প্যালা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল –

(A) ভন্টাদের বাড়িতে 

(B) নন্টেদের বাড়িতে 

(C) ফন্টেদের বাড়িতে 

(D) মন্টাদের বাড়িতে 

Ans: (A) ভন্টাদের বাড়িতে।

  1. ‘বনভোজনের ব্যাপার’ গল্পটির রচয়িতা হলেন –

(A) রবীন্দ্রনাথ ঠাকুর 

(B) নারায়ণ স্যানাল 

(C) নারায়ণ দেব 

(D) নারায়ণ গঙ্গোপাধ্যায় 

Ans: (D) নারায়ণ গঙ্গোপাধ্যায়।

  1. ‘বনভোজনের ব্যাপার’ গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়?

(A) ক্যাবলা 

(B) হাবুল 

(C) প্যালা 

(D) টেনিদা

Ans: (B) হাবুলের কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়।

  1. জলপাই গাছের সন্ধান কে দিয়েছিল –

(A) প্যালা 

(B) ফন্টা 

(C) হাবুল 

(D) ক্যাবলা 

Ans: (C) হাবুল।

  1. ‘ওই গাছটায় কীরকম জলপাই পাকছে!’ – জলপাই আবিষ্কার করেছিল –

(A) হাবুল 

(B) ক্যাবলা 

(C) টেনিদা 

(D) রমেশ

Ans: (A) হাবুল।

  1. বনভোজন শেষ অবধি পরিণত হয় –

(A) জলপানে 

(B) চা-পানে 

(C) ফলভোজনে 

(D) আমভোজনে 

Ans: (C) ফলভোজনে।

  1. কোন্‌ চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়?

(A) ঘনাদা 

(B) ননিদা 

(C) টেনিদা 

(D) নতুনদা

Ans: (C) টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়।

  1. হাঁসের ডিম দুপুরবেলার বের করে দেবে বলেছিল –

(A) ক্যাবলা 

(B) প্যালা 

(C) ভন্টা 

(D) হাবুল 

Ans: (C) ভন্টা।

  1. প্রথম লিস্টে কত প্রকারের কাবাবের কথা ছিল –

(A) দু-রকম 

(B) তিনরকম 

(C) চাররকম 

(D) একরকম 

Ans: (A) দু-রকমের কাবাবের কথা ছিল।

  1. ‘আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ!’ – বক্তাদের দলপতি ছিল –

(A) ঘনাদা 

(B) টেনিদা 

(C) ক্যাবলা 

(D) প্যালা 

Ans: (B) টেনিদা।

অতি সংক্ষিপ্ত | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bonbhojoner Byapar VSAQ Question and Answer :

  1. হাবুলের দিদিমা কীসের আচার বানিয়ে দিয়েছিল?

Ans: হাবুলের দিদিমা আমের আচার বানিয়ে দিয়েছিল।

  1. ‘এবার আমাকে কিছু বলতে হয়।’ – বক্তা কে? 

Ans: ‘এবার আমাকে কিছু বলতে হয়।’ – বক্তা প্যালা।

  1. নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা?

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা।

  1. তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

Ans: তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস হলো— শিলালিপি, লালমাটি।

  1. রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?

Ans: রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা।

  1. বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল?

Ans: বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সবার করেছিল৷

  1. কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো?

Ans: বনভোজনের বেশিরভাগ জিনিস কাঁদায় পড়ে আর বাদরে খেয়ে নষ্ট হয়েছিল আর তাই শেষ অবধি বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল৷

  1. বনভোজনের জন্য টেনিদা কত চাঁদা দিয়েছিল?

Ans: বনভোজনের জন্য টেনিদা ‘ছ-আনা’ চাঁদা দিয়েছিল।

  1. বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল?

Ans: বনভোজনের উদ্যোগ টেনিদা, হাবুল, ক্যাবলা ও প্যালার মধ্যে দেখা গিয়েছিল।

  1. বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?

Ans: ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল৷

  1. বনভোজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে?

Ans: শ্যামবাজার থেকে মার্টিনের রেলগাড়ি চেপে সেখান থেকে বাগুইআটির পরে আরো চারটে স্টেশন পার করে নেমে এক মাইল হাঁটা পথে বনভোজনের জায়গায় যাওয়া যাবে৷

  1. বনভোজনে টেনিদা কী রান্না করার দায়িত্ব নিয়েছিল? 

Ans: বনভোজনে টেনিদা খিচুড়ি রান্না করার দায়িত্ব নিয়েছিল।

  1. টেনিদা কোন গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল? 

Ans: টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল।

সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer :

  1. ‘মন খারাপ করে আমি বসে রইলাম।’ – ‘আমি’ কে? মনখারাপের কারণ কী? 

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হল প্যালা।

রাজহাঁসের ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের কামড়ে প্যালার রক্তপাত ঘটা সত্ত্বেও প্যালা মাদ্রাজি ডিম তার নিজের পয়সা খরচ করে কিনে এনেছিল, কিন্তু ক্ষিপ্ত টেনিদা রাজহাঁসের ডিম না পেয়ে প্যালার নামই তার প্রিয় খাবার ডিমের ডালনা থেকে কেটে দেয়। তাই বক্তা প্যালা মনখারাপ করে বসেছিল।

  1. ‘মাছের কালিয়া নয় – মাছের হালুয়া।’ – কীভাবে এমন ঘটনা ঘটল? 

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা প্যালার কাঁধে মাছের কালিয়া বানানোর গুরু দায়িত্ব দিয়েছিল। কিন্তু আনকোরা প্যালা জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে কড়াইতে তেল ঢেলে সেই ঠাণ্ডা তেলেই সব মাছ একসাথে দিয়ে দিয়েছিল। ফলত সমস্ত মাছ একসাথে জড়িয়ে তৈরি হল ‘মাছের হালুয়া’।

  1. এ গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানারকম কৌশল অবলম্বন করেছেন। কী কী কৌশল তুমি খেয়াল করেছ লেখো।

Ans: বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধায় সুকৌশলে হাস্যরস সৃষ্টি করেছেন। চরিত্রগুলির কাজেকর্মে অসঙ্গতি ঘটিয়ে তিনি হাস্যরস সৃষ্টি করেছেন। আবার ভাষাগত বিভিন্নতার কারণে ও উপভাষার ব্যবহারে হাস্যরস তৈরি হয়েছে। রোয়াকে আড্ডা দেওয়া চারটি ছেলের কথায় হাসির উপাদান সৃষ্টি করেছেন।

  1. ‘হাঁড়ি চটপটই বেরুল’ – কীসের হাঁড়ি ? তারপর কী হয়েছিল? 

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদার আদেশে ট্রেন ছাড়ার পর লেডিকেনির হাঁড়ি চটপট বেরোল।

হাঁড়ি বেরোনোর পর চটপট সমস্ত লেডিকেনি সকলের চোখের সামনেই টেনিদার পেটে চলে গেল।

  1. কোন খাবারের কারণে বনভােজন ফলভােজনে পরিণত হল ?

Ans: বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভােজন পরিণত হয় ফলভােজনে।

  1. বনভােজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল ?

Ans: বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছােটোগল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘বনভােজনের ব্যাপার’ গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালার মধ্যে বনভােজনের উদ্যোগ দেখা গিয়েছিল।

  1. বনভােজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ?

Ans: বনভােজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইআটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগানবাড়িতে।

  1. বনভােজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে ?

Ans: বনভােজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চাপতে হবে। ওই ট্রেনে করে বাগুইআটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পার করে নামতে হবে। সেখান থেকে নেমে প্রায় মাইলখানেক রাস্তা হেঁটে গেলে বনভােজনের জায়গায় পৌঁছনাে যাবে।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bonbhojoner Byapar Broad Question and Answer : 

1. এই গল্পে ক’টি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো।

Ans: বনভোজনের ব্যাপার গল্পে চারটি চরিত্রের দেখা মেলে। তারা হলেন – টেনিদা, হাবুল সেন, ক্যাবলা ও প্যালা।

টেনিদা: বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা হল মুখ্য চরিত্র। টেনিদা পটলডাঙার আড্ডার দলের দলপতি। তাঁর মেজাজের সঙ্গে বাস্তববুদ্ধি খাপ খায় না। দলের অন্য সদস্যদের উপর কর্তৃত্ব ফলানো তাঁর চরিত্রে দেখতে পাই। নিজে অলস হলেও নির্দেশদানে সে পটু।

হাবুল সেন: হাবুল সেন ছিল ঢাকার বাঙাল। তাঁর উচ্চারনে তা স্পষ্ট বোঝা যায়। সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায়, আচরণে সে বন্ধুত্বপূর্ন ও খাদ্যরসিক।

ক্যাবলা: বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র ক্যাবলা। তাঁর উচ্চারনে হিন্দি ঝোঁক আছে। তাঁর বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে বেশি।

প্যালা: প্যালা অত্যন্ত সাধাসিধে ও নিরীহ ছেলে। সে সর্বদা পালাজ্বরে ভোগে ও শিঙি মাছের ঝোল খায়। মাঝে মধ্যে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে। দলে তার বিশেষ মর্যাদা ছিল না।

ভন্টা: এ গল্পে ভন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র। অত্যন্ত ধড়িবাজ ছেলে সে। রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য ঘুষ হিসেবে। পাঁঠার ঘুগনি আর ফুলুরি খেয়েছিল। তবে কাজের কাজ তো সে করেইনি, বরং প্যালাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল।

2. টেনিদা-র মতো আরো কয়েকটি ‘দাদা’চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়। এরকম তিনটি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো।

Ans: টেনিদা’র মতো আরো কয়েকটি ‘দাদা’ চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়। সেগুলি হল— সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, বুদ্ধদেব গুহর ঋজুদা৷

ফেলুদা: সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি হল ফেলুদা। ফেলুদা একটি ধারালো মেধাসম্পন্ন, সাহসী চরিত্র। বিপদের মধ্যে ধৈর্য স্থির রাখা চরিত্রটির বৈশিষ্ট্য। নানা জটিল সমস্যা সমাধানে তিনি সিদ্ধহস্ত। কিশোরদের সাথে সাথে বয়স্কদের কাছেও চরিত্রটি খুব জনপ্রিয়। তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে যে গোয়েন্দা হওয়া যায় না এই চরিত্রটি তার প্রমাণ বহন করে।

ঘনাদা: প্রেমেন্দ্র মিত্রের কিশোর সাহিত্যের এক মজাদার চরিত্র ঘনাদা। মজাদার কথা বলা এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণের জন্য চরিত্রটি একসময় কিশোর মনে খুব জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে এই চরিত্রটির প্রতি কিশোরদের তেমন আকর্ষন নেই।

ঋজুদা: বুদ্ধদেব গুহর কিশোর সাহিত্যের এক বিশেষ চরিত্র ঋজুদা। কিশোর মনে সাহস, শুভ-অশুভ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মনোভাব তৈরি করে এই চরিত্র। সাধারণ গ্রাম, পাহাড়, বনে বসবাসকারী মানুষের সম্পর্কে ভালবাসা তৈরির জন্যই এই চরিত্রটি নির্মিত।

3. বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হল কেন?

Ans: প্রথম তালিকায় উল্লিখিত খাবার: বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোর্মা, কোপ্তা, দু-রকমের কাবাব ও মাছের চপ।

বাতিল হওয়ার কারণ: প্রথম তালিকার খাবারগুলি তৈরি করতে গেলে বাবুর্চি, চাকর, একটি মোটর লরি, আর দুশো টাকার প্রয়োজন ছিল। কিন্তু চার জনে মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছ-আনা ৷ তাই স্বাভাবিকভাবেই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয়।

4. বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল?

Ans: দ্বিতীয় তালিকায় উল্লিখিত খাবার: বনভোজনের জন্য প্রস্তাবিত খাবারের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি, আলুভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি এবং শেষে যুক্ত হয় রাজহাঁসের ডিমের ডালনা। উদ্দিষ্ট ব্যক্তিসমূহ ও তাদের দায়িত্ব: রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব পড়েছিল প্যালার উপর। ক্যাবলাকে আলুভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল। পোনামাছের কালিয়া রাঁধার দায়িত্বে ছিল প্যালা। দিদিমার ঘর থেকে হাতসাফাই করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাবুলের। আর রসগোল্লা ও লেডিকেনি ধারে ম্যানেজ করা হবে—এমনটা ঠিক হয়েছিল।

5. প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও।

Ans: প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়ি। ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল। কিন্তু সেই রাজহাঁস ডিম পাড়ে কি না তা জানতে দু-আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি ঘুষ দিতে হল ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে। উঠোনে একপাশে রাখা ছিল সার সার কাঠের বাক্স, তার ভিতরে ছিল সার সার খুপরি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড়ে দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনোরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে।

6. ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল?

Ans: কথামুখ: বনভোজনের নির্ধারিত স্থানে পৌঁছোনোর জন্য শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইআটি ছাড়িয়ে আরওচারটে স্টেশন পর প্যালাদের ট্রেন থেকে নামতে হয়েছিল। হাবুলের আছাড় খাওয়া: ট্রেন থেকে নেমে প্রায় মাইলখানেক হেঁটে গেলে ক্যাবলার মামার বাড়ি। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ায় এবং রাস্তা কাঁচা এঁটেল মাটির হওয়ায় তা খুবই পিচ্ছিল ছিল। সেই পিচ্ছিল রাস্তায় প্রথমেই আছাড় খেল হাবুল। তার হাতে ছিল ডিমের পুঁটলি। ফলে সমস্ত ডিম ফেটে গিয়ে হলদে রস গড়াতে লাগল। প্যালার আছাড় খাওয়া: তারপরেই আমের আচারসমেত প্যালা আছাড় খেল। সারা গায়ে কাদা আর আমের আচার নিয়ে সে উঠে দাঁড়াল। টেনিদার অবস্থা: সবশেষে এল টেনিদার পালা। টেনিদাও পড়ল আর তার সঙ্গে পড়ল রসগোল্লার হাঁড়ি। কাদায় পড়ে থাকা সাদা ধবধবে রসগোল্লার জন্য বুকভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে চলতে লাগল।

7. বনভোজন কাকে বলে? বনভোজনের জন্য কী কী দরকার হয়? এই গল্পে কীভাবে বনভোজনের প্রস্তাব বাস্তবায়িত হল তা লেখো।

Ans: গ্রাম বাংলায় শীতকালে রোজকার একঘেয়েমি জীবনে খানিক আনন্দ, মুক্তির স্বাদ পেতে মানুষ একসাথে দলবদ্ধভাবে গাছপালা, পুকুর সংলগ্ন ফাঁকা স্থানে রান্না করে জমিয়ে দুপুরের আহার গ্রহণ করে। এই সকলে মিলে খাওয়া-দাওয়া বা আনন্দ করার বিষয়টি “বনভোজন” নামে পরিচিত।

বনভোজনে প্রয়োজন হয় যে সকল জিনিসের সেগুলি হল-

বাসস্থান থেকে দূরে ফাঁকা গাছপালায় ঘেরা জমি, রান্না করার সকল উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম এবং অবশ্যই বহু মানুষ (একা একা বনভোজন সম্ভব নয়)।

নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পে চার বন্ধুর দুষ্টুমি ও ভালবাসায় ভরা এক বনভোজনের বর্ণনা করেছেন। এই চার বন্ধু যথাক্রমে টেনিদা, হাবুল, ক্যাবলা ও প্যালার মধ্যে টেনিদা ছিলেন দলপতি। খাদ্য পেটুক টেনিদা বনভোজনের আলোচনা শুরু হলেই হাবুল সেনের ‘লিস্টের’ সাথে জুড়ে দেয় মুর্গ মসল্লম, বিরিয়ানি, পোলাও, সামি কাবাব, দোসা ইত্যাদি রকমারি খাবারের নাম। কিন্তু, মাত্র ১০ টাকা চাঁদায় এতো বিলাসিতা যে সম্ভব নয় তা বুঝেই ‘মেনু’ কাটছাঁট হয়। যাইহোক শেষমেশ রাজহাঁসের বদলে মাদ্রাজি ডিম, চাল, আলু, স্পঞ্জের মত রসগোল্লা, লেডিকেনি, আচার ইত্যাদি নিয়েই রওনা দিল চার বন্ধু। কিন্তু গন্তব্যে পৌছতে পৌছতেই লেডিকেনি গেল টেনিদার পেটে আর বাকি খাবারের অধিকাংশই কাদায় ভরা পিছল রাস্তায় ‘দেহ’ রাখল। শেষ অবধি যেটুকু চাল ডাল ছিল সেগুলোও গেল একদল বাঁদরের পেটে।

এই পরিস্থিতিতে হাবুল সেনের খুঁজে পাওয়া জলপাই দিয়েই এই গল্পে লেখক চারবন্ধুর ‘বনভোজনকে, বনে ফলভোজনের’ মাধ্যমে বাস্তবায়িত করিয়েছেন।

8. এই গল্পটির নাম ‘বনভোজন’ না হয়ে ‘বনভোজনের ব্যাপার’ হলো কেন?

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘বনভোজনের ব্যাপার’ গল্পটি বনভোজনের পরিকল্পনা, বনভোজনের যাত্রাপথের বর্ণনা এবং মজাদার পরিবেশনে শেষ হয়েছে। নানারকমের খাবারের ব্যবস্থা করার আয়োজন এবং টেনিদা, প্যালা, হাবুল ও ক্যাবলা এই চারজনের ভাবনার বিষয় হল এই বনভোজন। টেনিদা পেটুক, অলস, ভীরু প্রকৃতির , কিন্তু সবার উপর খবরদারি করায় ওস্তাদ। ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনে যাওয়ার সময় নানা বিপদ ঘটে এবং ক্যাবলার মামার বাড়িতে পৌঁছে কীভাবে বনভোজন ফলভোজনে পরিণত হয় তার বর্ণনা গল্পে আছে। তাই গল্পের নাম বনভোজনের ব্যাপার হিসেবে সার্থক।

9. শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো / গল্প লেখো।

Ans: প্রিয় শুভাশিস,এবারের শীতকালটা ভালোই কাটল, আনন্দেই কাটল। তুই তো এখন অনেক দূরে থাকিস, তাই তোকে আমাদের অনেক আড্ডাতেই পাই না। এই শীতকালে আমরা যতবার বেড়াতে বেরিয়েছি, তার মধ্যে সব থেকে সেরা ছিল আমাদের পিকনিক। তোর কথা সেদিন খুব মনে পড়ছিল। এবারে আমরা গিয়েছিলাম রূপনারায়ণের তীরে। এ বছর প্রচুর বৃষ্টি হওয়ায় রূপনারায়ণের রূপ ছিল অনবদ্য। সকালে একটু কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ঝলমলে একটা দিন বেরিয়ে এল। আমরা দশ জন ছিলাম। আগের রাতেই বাজার আর রান্নার বেশ কিছুটা কাজ এগিয়ে রাখা ছিল। সৈকতের বাড়ির টাটা সুমো গাড়িটা নিয়ে আমরা পৌঁছে গেলাম নদীর ধারে। জলখাবার খাওয়ার পর একটা পাথরের আড়ালে তৈরি করে নিলাম উনুন। শুকনো কাঠ আর কেরোসিন তেল দিয়ে আগুন ধরালাম। মাছভাজা আর মাংসের ঝোল হয়ে যাওয়ার পর ভাত বসিয়ে দেওয়া হল। ওদিকে রফিক ততক্ষণে ভাটিয়ালি গান ধরেছে। মাঝে মাঝে কবিতা বলছে সুমিত। আমরাও গলা মেলাচ্ছি চেনা গানে। আমাদের গান শুনে দেখি অনেকেই সেখানে জড়ো হয়ে গেছে। নানা বয়সের মানুষ ছিল সেই ভিড়ে। আমরাও উৎসাহিত হয়ে একের পর এক গান করলাম। এদিকে কারও খেয়াল ছিল না ভাতের দিকে। ভাত পুড়ে গিয়ে সে এক বিশ্রী কাণ্ড! আমাদের মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। ভেবেছিলাম আমাদের তো না খেয়েই থাকতে হবে! এমন সময়ে দেখি, যে লোকগুলো আমাদের গান শুনছিল, তারাই ভাতের ব্যবস্থা করে দিল। আমরা সবাই মিলে হইহই করে খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক ছবিও তুলেছি এই শীতে। তুই এলে তোকে দেখাব। চিঠির উত্তর দিস। ভালো থাকিস। 

শুভাশিস পাল 

প্রযত্নে, দেবনাথ পাল

৫/৪ হরিনাথ বসু রোড

কলকাতা-৫৫

ডাকটিকিট

ইতি –

তোর সুজন

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

WB Class 8th All Subjects Suggestion – অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 All Subjects Suggestion 2024 Click here

FILE INFO : বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer with FREE PDF Download Link

PDF File Name বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

Info : বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion 

” বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন ও উত্তর 

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন ও উত্তর।

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা 

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা 

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Bonbhojoner Byapar 

অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Bonbhojoner Byapar) – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | Class 8 Bengali Bonbhojoner Byapar Suggestion অষ্টম শ্রেণি বাংলা – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer, Suggestion | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় । Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion.

WBBSE Class 8th Bengali Bonbhojoner Byapar Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায়

WBBSE Class 8 Bengali Bonbhojoner Byapar Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | Class 8 Bengali Bonbhojoner Byapar Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Bengali Bonbhojoner Byapar Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Bonbhojoner Byapar Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Bengali Bonbhojoner Byapar Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বনভোজনের ব্যাপার (গল্প) নারায়ণ গঙ্গোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bonbhojoner Byapar Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।